ফরেক্সে যারা নতুন তাদেরকে উদ্দেশ্য করে আজ আমি কিছু কথা বলতে চায় । যারা ফরেক্সে নতুন এসেছেন তাদেরকে জানায় ফরেক্সের পক্ষ থে এবং আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন । ফরেক্সে যারা যতুন তারা ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানে আবার কিছু অজানা । কিন্তু এই জানা অজানা বিষয় নিয়ে আমি কথা বলতে চায় না । আমি শুধু বলব ফরেক্সে ভাল করতে হলে ফরেক্সের ত্রেডিং দক্ষতা ভাল করে অর্জন করতে হবে , আর ট্রেড করার সময় কোন লোভ করা যাবে না ।