-
ফরেক্স থেকে খুব সহজেই লাভবান হওয়া যায়। তবে ফরেক্সে কাজ করে উন্নতি করতে হলে দরকার দক্ষতা। আপনি যদি নতুন অবস্থায় কুন দক্ষতা ছাড়া ফরেক্সে ট্রেডিং শুরু করেন,তাহলে আপনি কুন আয় করতে পারবেন না। এমনকি লস খেতে পারেন। এখান থেকে আয় করতে হলে আপনাকে দক্ষ হতে হবে। ধন্যবাদ
-
এখন পর্যন্ত কোন আয় করতে পারলাম না । সুধু দিয়েই গেলাম। আমাকে যদি পারেন কেও সিগন্যাল দিয়ে হেল্প করবেন।
-
আমার দেশে এখন অনেক মানুষ ফরেক্স করে , আমি ও করি , ফরেক্স থেকে আমি আয় করি , যেটা আমার চাকুরী থেকে বিরত রাখে , আমার একতা ধার না ছিল ফরেক্স মনে হয় লস এর একতা জায় গা , কিন্তু এই ধারনা টা ভুল হয়ে গেছে আমার কাশে গত মাসে ।
-
ফরেক্স এমন একটি ব্যাবসা যেস্থান হতে ইচছা করলে কোনো ইন ভেষ্ট বাদে ডলার অায় করা যায় অাবার ইনভেষ্ট করেও করা যায় ৷যারা ফরেক্স করে সবাই অায় করে থাকে ফরেক্স হতে ৷
-
ফরক্স থেকে মাসে ৪০-৫০ হাজার টাকা আয় করা যায়। অনেকেই এই প্রলোভন দেখিয়ে থাকে। কিন্তু এই প্রলোভনে পড়ে কেউ ফরেক্স মার্কেটে আসে না। ফরেক্স সম্পর্কে ভালভাবে জেনে-শুনে এই মার্কেটে আসে। তবে ফরেক্স থেকে আয় করতে হলে লোভ সংবরণ করতে হবে।
-
ফরেক্স থেকে নির্দিষ্ট কোন মাত্রা নাই আয় করার। আপনার অভিজ্ঞতা এবং বুদ্ধি কাজে লাগিয়ে যদি ঠিকমতো বিনিয়োগ করেন । সাথে যদি ঠিকমতো ট্রেড করতে পারেন তাহলে ভালো আয় করতে পারবেন।
-
অামার এখনো ফরেক্স হতে অায় করতে পারি নাই ফরেক্স হতে অতি সহজে অায় করা যায় অার এই অায় করার জন্য অনেক কঠোর পরিশ্রম করে ফরেক্স এ অায় করতে হয় ৷ প্রথমে অাপনাদের ফরেক্স কি জানতে হবে ৷ তারপর ফরেক্স কে জানা কিভাবে শুরু করতে হবে ফরেক্স এর সব কিছু জানা নিজেকে ফরেক্স এর একজন কঠোর পরিশ্রমিক করে তোলা যাতে ফরেক্স হতে অায় করা যায় ৷
-
ফরেক্স থেকে কত টাকা আয় করা যায় এর কোন নিশ্চিয়তা নেই। যারা ভাল ট্রেডার তারা ফরেক্স থেকে অনেক বেশি আয় করতে পারে। তাদের কেউ কেউ ফরেক্স ব্যবসা থেকে মাসে ৪০-৬০ হাজার টাকা আয় করতে পারে। আবার যারা ভাল ট্রেডার না তারা ফরেক্স থেকে তেমন বেশি কিছু আয় করতে পারেনা। অনেকে আমার লোভের পরে ফরেক্স মার্কেটে সব অর্থ হারিয়ে নিস্ব হয়ে যায়।
-
ফরেক্সে লাভ করা যায় তা সত্য কিন্তু আসলে সত্য এটাও আছে যে আপনি প্রথম শুরু করেই ৪০ থেকে ৫০ হাজার আয় করতে পারবেন না । যারা এটা বলে আসলে আপনার বুঝতে হবে তারা আপনাকে বোকা বানাচ্ছে কারণ যে কোনো ব্যবসাতেই আপনি প্রথমেই এত লাভ করতে পারবেন না । ফরেক্স মার্কেট সম্পর্কে বুঝে শুনে কাঝ করলে অবশ্যই আপনি এক সময় একজন ভাল এবং সফল ট্রেডার হতে পারবেন ।
-
ফরেক্স হল এমন একটা ট্রেডিং যেখান থেকে অল্প সময়ে অধিক আয় করা যায় তবে এখনে কাজ করতে হলে আগে এর কাজ শিখতে হবে । তাইলে আমরা ফরেক্স থেকে আয় করতে পারব।
-
ফরেক্স থেকে আয় করা সম্ভব। তবে কে কতটা আয় করবে সেটা তার মেধা বিনিয়োগ আর পরিশ্রমের উপর নির্ভর করবে...
-
ফরেক্স থেকে আয় করা অনেক সহজ না যত সহজে মানুষ
ফরেক্স এ যুক্ত হতে পারে লাভ করার আসাই তত
সহজে আপনি ইনকাম করতে পারবেন না ফরেক্স
থেকে ইনকাম করতে হলে আপনাকে অনেক কিছু
জানতে হবে।
-
হ্যা, ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব । তবে প্রথমেই যে ৪০ থেকে ৫০ হাজার আয় করে যাবে তা ঠিক কথা নয় । তবে দিনে দিনে যত বেশি ট্রেড করবেন আসতে আসতে আয় বারবে । আর আয় বাড়ানোর জন্য ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে । যত বেশি জ্ঞান অর্জন করবেন তত বেশি লাভ করতে পারবেন ।
-
ফরেক্স মার্কেটে অল্প বিনিয়োগে অনেক বেশী পরিমাণ আয়ের সুযোগ আছে।তাই আপনি যদি একজন ভালো ট্রেডার হতে পারেন তাহলে এই মার্কেট থেকে অনেক বেশী আয় করতে পারবেন।পৃথিবীর অনেক ট্রেডারই আছে যারা ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে কোটিপতি হয়েছে।
-
ফরেক্স থেকে খুব সহজেই আয় করা জায়।
-
ফরেক্স ট্রেডে আয় করা যতটা সহজ মনেকরা হয় ঠিক ততটা নয়, তবে মার্কেট বুঝে মার্কেট পর্যবেক্ষন করে যদি ট্রেড করা হয় তাহালে আপনার কাঙ্খিত অর্জন করা সম্ভব। সাথে সাথে পড়াশুনা পরামর্শ দরকার।
-
ফরেক্স করে আয় করা সহজ মনে করা হলেও
এটা কিন্তু সহজ নয়, তবে মার্কেট বুঝে যদি ট্রেড করা হয়
তাহলে আপনার কাঙ্খিত অর্জন করা সম্ভব।
-
অনেকে অনেক কিছু আমাকে বলে ছিল আমি যখন প্রথম ফরেক্স মার্কেটে আসি , ফরেক্স করতে পারলে অনেক টাকা ইনকাম করা যায় কিন্তু , আমি একটি কথা বুঝতে পেরেছিলাম যে ভাল করে ফরেক্স শিখতে পারলে তাহলেই টাকা ইনকাম করা যায় ।তাই এখও শিখে যাচ্ছি .................
-
ফরেক্স এ আয় করতে হলে ফরেক্স ভাল করে শিখতে হবে।
-
না ভুজে অনেকে অনেক কিছু বলে ফরেক্স নিয়ে। কিন্ত আসল কথা হল ফরেক্স এ যে যত পরিচ্রম করবে সে তত বেশি লাভবান হবে।
-
বাংলাদেশে এটা নতুন কিছু নয়। কোন ভাল জিনিসকে অবলম্বন করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া এক শ্রেণীর মানুষ আছে । তারা ভাল কিছু ভাল থাকতে দেয় না, এর কারনে মানুষ ধোঁকা খেয়ে ভাল কিছুকে অবিশ্বাস করা শুরু করে। এর সাথে সাথে মানুষকেও সচেতন হউয়া উচিত , কারন লোভে পড়ে যেকোনো জিনিস না জেনে বুঝে করাটাও উচিত না। সবাই সচেতন হলেই এই ধরনের অবৈধ প্রতিষ্ঠান ও মানুষকে প্রতিহত করা সম্ভব। ফরেক্স থেকে ৪০ - ৫০ হাজার টাকা আয় করা সম্ভব তবে তার জন্য অনেক ইনভেস্ট , অনেক কিছু জানার ও শেখার আছে ।
-
ফরেক্স হচ্ছে একটি অনলাইন ব্যবসা ফরেক্স থেকে অতি সহজে আয় করা সম্বভ।বুঝে শুনে এনালাইসিস করলে ফরেক্স আয় করা যায়।ফরেক্স ব্যবসা ঠান্ডামাথায় ট্রেড করতে হবে।লোভ থেকে বিরত থাকতে হবে।কথায় আছে অতি লোভে তাতি নষ্ট।
-
আমরা সবাই জানি ফরেক্স এর মাধ্যমে টাকা ইনকাম করা যায়।ফরেক্স হচ্ছে এমন একটি বিজনেস যেখানে আপনি অনেক কম সময়ে অধিক লাভ করতে পারেন এবং অধিক লসও করতে পারেন।কিন্তু ফরেক্স সম্পর্কে ভাল করে অধিক জ্ঞান অর্জন করলে,এবং ভাল করে অনুশীলন ও চর্চা করলে ফরেক্স মার্কেট থেকে মাসে একটি ভাল পরিমান মুনাফা অর্জন করা সম্ভব।
-
ফরেক্স এ অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে আপনি প্রচুর পরিমান টাকা উপার্জন করতে পারবেন।
-
ফরেক্স থেকে আমরা অনেক ভাল আয় করতে পারি।কিন্তু এর জন্য আমাদের ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে এবং পাশাপাশি প্রয়োজনীয় মুলধন নিয়ে পরিকল্পিত পরিকল্পনা ও কৌশলের সাথে ট্রেড করতে হবে।এভাবে চলতে পারলে,আমরা বেশ ভাল আয় করতে পারব।
-
ফরেক্সে আয় করলে আপনি বুঝবেন কত প্রকার দক্ষতার প্রয়োজন,আপনি আয় করতে চাইলে ভালভাবে ফরেক্স জানতে হবে,না জানলে আয়তো দুরের কথা এর কাছাকাছি আসতে পারবেননা
-
ফরেক্স ব্যবসা করা খুব কঠিন কাজ । ফরেক্স যারা শুরু করে তারা ভাল করে বুজে শুরু করে না তাই তারা ক্ষতি সম্মুখিন হয় ।ফরেক্স থেকে ভাল পরিমান টাকা আয় করা সম্ভব ।ফরেক্স ব্যবসা করতে হলে ভাল ভাবে বুজে শিখে তার পর করা উচিত ।
-
ফরেক্সে আয় সংক্রান্ত কোন সীমাবদ্ধতা নেই। ফরেক্সে দক্ষতা থাকলে মাত্র 1000-15000$ খাটিয়ে এখান থেকে মাসে 50000 টাকা আয় করা হচ্ছে। ফরেক্স দিনদিন জনপ্রিয় হওয়ার পেছনে এটাই বেশি কার্যকরী, কারণ ফরেক্সে অনেক অনেক আয় করার সম্ভাবনা আছে।
-
ফরেক্স থেকে মাসে ৫০ হাজার টাকার বেশি আয় করা সম্বব । সেটা আপনার ট্রাড করার উপর নিরভর করে । আপনার মূলধন বেশি হলে আপনি বেশি রিস্ক নিয়ে ট্রাড করতে পারেন তাহলে আপনার লাভ হয়ার সম্বাভনা ও বেশি , তবে ভাল করে ট্রাড করতে জানতে হবে । তাহলে ফরেক্স থেকে ভাল প্রফিট পাওয়া সম্ভব ।
-
ফরেক্স টাকা ইনভেস্ত করলেই লাভ এই ধারনা থেকে বেরিয়ে আসতে হবে, ফরেক্স এ লাভ করা সম্ভব কেবন নিজের মেধা, অভিজ্ঞতা এবং শ্রম এর উপর ভিত্তি করে আর কোনও কিছুর উপরে করে নয়।
-
একটি মার্কেট আর এখান এ কাজ করা যেমন কঠিন আয় করাও অনেক কঠিন।ফরেক্স মার্কেটে যারা নতুন তারা অনেকে লোভে পরে অনেক ইনভেস্ট করে যার পরিনাম খারাপ হয় । ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।
-
সত্যি বলতে কি অর্থ উপার্জন মোটেও সহজ কোনো বিষয় নয়। আপনি যেকোনো সেক্টর থেকেই বেশ ভালো পরিমান অর্থ আয় করতে চাইলে আপনাকে ভালো আকারেই শ্রম দিতে হবে। আপনার পরিশ্রম কখনোই বৃথা যাবেনা। ফরেক্সও তার ব্যতিক্রম নয়। এখানে আয় করা যায় দক্ষতার উপর। ফরেক্সে এসেই ৪০-৫০হাজার আয়ের চিন্তা দিবাস্বপ্ন ছাড়া কিছুই না।
-
ফরেক্স ব্যবসা করে মাসে আপনি অনেক আয় করতে পারেন এমন কি আপনি আপনার পরিবারকেও সাহায্য করতে পারেন । তবে ফেরেক্স মার্কেটে যে মাসে ৪০ থেকে ৫০ হাজার আয় করা যায় তা পুরাপরি ঠিক নয় । ফরেক্স মার্কেট প্রতিদিনই উঠা-নামা করতে থাকে । ফরেক্স মার্কেটে এমনও দিন আছে আপনার লস হবে অাবার এমনও দিন আছে আপনার অনেক লাভ হয়ে যাবে ।
-
আমি মনে করি ফরেক্স কিছুটা মাথার খেলা।যা সবার পক্ষে সম্ভব না।আর তারাই প্রলোভন দেখিয়ে ফরেক্স এ নতুন এমনকি ফরেক্স সম্পকে কিছুই জানে না আমন মানুষ কে ইনভেস্ট করাচ্ছে সামান্য কিছু অ্যাফিলিয়েট আয় করার জন্যে।আমি মনে করি এই টাইপ চিটার দের ফরেক্স বাদ দিয়া ভিক্ষা করা উচিত। ধন্যবাদ
-
ফরেক্স থেকে মাসে ৪০ থেকে ৫০ হাজার নয় এর চেয়ে বেশি আয় করা সম্ভব। তবে কোন ব্যবসা থেকে আয় করতে হলে সে ব্যবসা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে। দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের পর যদি আপনি পর্যাপ্ত মূলধন নিয়ে ফরেক্স ট্রেডিং শুরু করেন তবে আপনি অনেক অনেক বেশি আয় করতে পারবেন।
-
আমি মনে করি প্রথমে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে এবং শিখতে হবে তারপর আয়ের কথা চিন্তা করা উচিত। কারন ফরেক্স সম্পর্কে ভাল করে না জানলে ভাল করে না শিখলে এবং অনেক অভিজ্ঞতা অর্জন না করলে আপনি ফরেক্স ব্যবসায় বেশি একটা সুবিধা পাবেন না এবং অনেক দিন টিকেও থাকতে পারবেন না। তাই সকলের উচিত ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জেনে ভাল ভাবে শিখে অনেক অভিজ্ঞতা অর্জন করে তারপর বেশি বেশি আয় করার কথা মাথায় আনা।
-
আসলে ফরেক্স ট্রেডিং করার জন্য একজনকে প্রলোভন দেখিয়ে ট্রেডার বানিয়ে একজনের কি লাভ হবে আমার জানা মতে কাইকে ভুল তথ্য দিয়ে ফরেক্স ট্রেডিংয়ে নিয়ে এসে কারোর কোন লাভ নেই তা্র পরেও ফরেক্স থেকে আপনার উপযুক্ত বিণিয়োগ ও ট্রেডিং জ্ঞান থাকলে মাসে ভাল রকম একটা আয় করা সম্ভব বলে আমি মনে করি কারন অনেক ট্রেডার এরুপ আয় ফরেক্স থেকে করে থাকে। ধন্যবাদ।
-
একজন পরিপূর্ন ফরেক্স ট্রেডার যিনি ফরেক্স সম্পর্কে জানেন আর তার কাছে যদি যথেস্ট পরিমানে পুজি থাকে তবে সেেই ব্যাক্তি মাসে ফরেক্স ব্যবসায়ে থেকে ২০-৩০ হাজার টাকা আয় করতে পারেন। আর নতুনদের লাভ খুবই সামান্য হবে ঠিক তাদের নেট বিলটা আসতে পারে। ধন্যবাদ।
-
পরাজিত হয়ে যে নিজেকে ব্যার্থ মনে করে,নিজেকে অসহায় ভেবে কাজ ছেড়ে দেয়,সে কখনো জীবনে উন্নতি করতে পারে না| যেটা হয়ে গেছে তার জন্য আফসোস করো না। যা হতে যাচ্ছে তা নিয়ে চিন্তা কর। মানুষকে সাহায্য করুন ,যতটা আপনার পক্ষে সম্ভব । হয়তো এই অল্প সাহায্যের ফল হিসেবে আপনি এমন কিছু পাবেন যা কখনো আপনি চিন্তাই করেননি !
-
ফরেক্স আসলে এত সহজ না যতটা মনে করা হয় ।এখানে ভাল করা অনেক কঠিন কাজ ।ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে অবশ্যই ফরেক্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে । তাহলে ফরেক্স মার্কেট থেকে প্রতিমাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব । আর যদি সে মানি ম্যানেজমেন্ট মানে এবং এনালাসিস করে ট্রেড অপেন করে তাহলে হয়তো সম্ভব হতেপারে । বুঝে শুনে ফরেক্স করলে এই ব্যবসায়ে ভালো পরিমানে লাভ করা যায়।