ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট না মানার ভয়াবহতা খুবই ভয়ানক। এটি আপনাকে মানতেই হবে নয়তো যে কোন সময় আপনার একাউন্ট ০ হয়ে যেতে পারে। আপনি যদি আপনার একাউন্টে অর্থ যে পরিমান আছে তার থেকে অতিরিক্ত ঝুকি নেন তবে যে কোন দিন আপনার ট্রেডে মার্কেটের বিপরিতে যায় তবে আপনার একাউন্ট ০ হয়ে যাবে। তাই অবশ্যই অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট মানতে হবে।