-
সম্প্রতি বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণের মজুদ বাড়াতে শুরু করেছে। এই ২০১৮ সালের প্রথমার্ধে প্রায় বিগত তিন বছরের মধ্যে সর্বোচ্চ স্বর্ণ ক্রয়ের রেকর্ড গড়েছে তারা। যার নেতৃত্ব দিচ্ছে এশিয়ার দেশগুলো। এক দশকের মধ্যে প্রথমবারের মত ইউরোপের রাষ্ট্রগুলোও স্বর্ণ কিনছে কেন্দ্রীয় ব্যাংকে রির্জাভ মজুদের জন্য।
-
ভাই, আমি গোল্ড পেযার এ ট্রেড রিযেল অ্যাকাউন্ট এ করি নাই । আমি ৩ মাস ধরে ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড কড়ছি । ভাল রিপোর্ট এখনো পাই নাই ।
-
স্বর্ণের দাম বেড়েছে এবং স্বর্ণের দাম শুক্রবার বেড়ে যাওয়ার সাথে সাথে বিশ্বব্যাপী উত্তেজনা বেড়েছে এবং ডলারের দাম পরিবর্তিত হয়েছে। একদিনের পর ইসিবি সভাপতি মারিও ড্রাগি সতর্ক করেছিলেন যে ১৯টি-দেশের ইউরোজোন অর্থনীতির পতনের প্রত্যাশার চাইতেও বেশি ও লম্বা সময়ের জন্য হতে পারে। আমার মনে হয় ট্রাম্পের কাজগুলিতে আতংক তৈরী করার কারণে এটি অল্প সময়ের জন্য হতে পারে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাংকের প্রত্যাশিত সুদের হার যতক্ষণ না বাড়বে ততদিন ডলার অনেক শক্তিশালী হতে হবে এবং স্বর্ণে র দাম আবার কমতে শুরু করবে।
-
1 Attachment(s)
[ATTACH]8155[/ATTACH]
বর্তমানে গোল্ড এর মধ্যে দুই ধরনের মার্কেট দেখতে পাচ্ছি লং টেন্ডে পরিস্কার আপট্রেন্ডে রয়েছে এবং একটু সটট্রেন্ড দেখলে ডাউন ট্রেন্ড এ আছে এব্ং মার্কেট ট্রেন্ড লাইন বেরেক করে ফেলেছে, এমতাবস্থায় আমরা buy ট্রেড বসাতে পারি তবে আপনার নিজে বিবেচনায় SL, TP বসিয়ে এন্ট্রি নিবেন।
-
1 Attachment(s)
বর্তমানে গোল্ড আপে গিয়ে গুরুত্বপূর্ণ long-term রেসিসটেন্স লেভেল থেকে বাউন্স করে নিচের দিকে আসা শুরু করেছে এমতাবস্থায় আমরা sell এন্ট্রি নিতে পারি
[ATTACH]8180[/ATTACH]
নোট: তবে অবশ্যই স্টপ লস বসাবেন,
Sell এন্ট্রি নেয়া যেতে পারে,
Buy এন্ট্রি না নেওয়াই ভালো হবে
-
1 Attachment(s)
Gold নাকি মানুষকে ধোকা দিছে। আমি এটাই বুজলাম না, গোল্ড কোন ভাবেই ডাউন ট্রেন্ড শো করে নাই, টেকনিক্যালি আপ ট্রেন্ড ই শো করছে, প্রায় বেশীর বাগ সিস্টেম এ, তবে এটা হইছে যে কম সময়ে বেশি মুভ হইছে
[ATTACH]8283[/ATTACH]
-
1 Attachment(s)
[ATTACH]8334[/ATTACH]
গোল্ড আবারও বুলস ট্রেন্ডে আগের সব অবস্থান ছাড়িয়ে গেছে। এই নিয়ে দ্বিতীয়বারের মত নয় দিনের দিন এই হলুদ মুল্যবান ধাতুটি বৃদ্ধি পেয়ে প্রায় 1440 এর কাছাকাছি পৌছে গেছে।। উল্লেখযোগ্যভাবে ২৫শে জুনের পর এখন এর দাম বেড়ে দাঁড়িয়েছে 1424 ডলারে। বিশেষত ২০১৯ সালের শুরু থেকেই গোল্ডের বিয়ারিশ চাপের মুখে ছিল, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকৃত সুদের হার বেড়ে যাওয়া, ইউরো-চীন বাণিজ্য যুদ্ধ, ইউরোজোন এবং ব্রিটেনের বাজারে অস্থিতিশীলতা এবং রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও ২০১৮ সালের পর থেকে এটা একটি প্রধান আত্মরক্ষামূলক ধাতু হয়ে গেছে। এর ফলে অনেকেই সিদ্ধান্ত নিয়েছে যে সোনা তাদেরে নিরাপদ আশ্রয়স্থল হারিয়েছে। যদিও ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট ডলারের পরিবর্তে এটাই পছন্দের শীর্ষে নিরাপদ আশ্রয়স্থল ছিল। বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ সমস্যাগুলির সত্ত্বেও গোল্ড এর দাম নিচে নামার একটা টান অনুভব করেছিল। কিন্তু এখন সময় পাল্টেছে।
-
1 Attachment(s)
[ATTACH=CONFIG]8344[/ATTACH]
গোল্ডের দাম আবারও কমছে, 1410 তে সাপোর্ট লেভেল পাওয়া যাচ্ছে এবং তারপরে 1416.4 এর দিকে দৃস্টি দিতে পারে। এই পজিশন ব্রেক না করেলে ক্রমশ অর্ডার এর পরিমান বৃদ্ধি পেতে পারে। আগামীকাল যুক্তরাষ্ট্রের "বিগ আফ্রিকার ডাটা" প্রাকাশ করা হবে।
তাই সবার জন্য শুভকামনা করছি! এখন থেকেই প্রস্তুতি নিন, আজ ৪ ঘন্টায় ছোট ছোট দলে প্রবেশ করতে শুরু করেছে! যারা এখন পর্য ন্সা কোন অর্ডার এন্ট্রি নেন নি তারা সুবিধাজনক পজিশনের জন্য অপেক্ষা করছে।
-
1 Attachment(s)
[ATTACH]8345[/ATTACH]
গতকাল থেকে ডলার শক্তিশালী অবস্থানে থাকার পরও আমেরিকান সেশনে স্টক ও বন্ড দুর্বল হবার পর থেকেই গোল্ড শক্তিশালী হতে শুরু করেছে। আজ এডিপি ও আইএসএম ম্যানুফ্যাকচারিং ডাটা রিলিজ হবার পর ডলার দুর্বল হতে শুরু করেছে এবং গোল্ড শক্তিশালী হতে শুরু করেছে। ফলে এটি 1433 থেকে 1533 এরিয়া টেস্ট করতে পারে। যদিও আমার টার্গেট থাকবে 1440 থেকে 1488 পর্যন্ত। সবাইকে ধন্যবাদ
-
আমি ইন্সটাফরেক্স এ নতুন একাউন্ট করেছি। বাস্তব টাকা এখনো ডিপোজিট করা হয়নি। সিদ্ধান্ত নিয়েছি প্রথমে শিখবো, অভিজ্ঞদের ধারণা নিবো তারপর ট্রেডিং শুরু করবো। শুরুতেই কি গোল্ড ট্রেডিং করা উচিত হবে? আমি গোল্ড ট্রেডিং এর জন্যে ডেমো একাউন্ট করেছি ,সেখানে প্রাকটিস ও করেছি। কিন্তু গোল্ড এর ভলিউম তা আমি বুঝতে পারছিনা। আমাকে এই বিষয়ে কেউ একটু সহযোগিতা করুন। আর গোল্ড ট্রেডিং করা কি আমার জন্যে ভুল সিদ্ধান্ত কিনা এটাও একটু বলবেন।
-
1 Attachment(s)
[ATTACH]8617[/ATTACH]
গোল্ড ২০১৩ সালের মার্চ মাসের হাই প্রাইস হিট করেছে। আপাতত আমি লং পজিশনে আছি। এই চার্ট অনুযায়ী আগামী এক দু সপ্তাহ লং পজিশনে থাকবে আশা করছি। বিঃদ্রঃ মার্কেট যখন তখন তার বিহ্যাভ চেঞ্জ করতে পারে সেটা আমাদের মাথায় রেখে ট্রেড করতে হবে।
-
1 Attachment(s)
[ATTACH]8711[/ATTACH]
গোল্ড বা সোনার ধাতুটি প্রাচীন কাল থেকেই অর্থের নিরাপদ আশ্রয়স্থল ছিল আর বর্তমানে বিশ্বের অস্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ এই ধাতুটিকে আবারও মুল্যবান করে তুলেছে, যদিও এটি বলার অপেক্ষা রাখে না। যার কারনে গোল্ড আবারও 1546 / 1553 / 1558 / 1562/ 1566/ 1570 লেভেলগুলোতে যাবে।
-
1 Attachment(s)
[ATTACH]8720[/ATTACH]
যুক্তরাষ্টে ও ইউকে তে মন্দার ঝুকি তৈরি হওয়ায় গত কয়েক সপ্তাহ মার্কেট কিছুটা অস্বাভাবিক আচারন করেছে বলে আমার কাছে মনে হয়েছে। িএখনো মন্দার ঝুকি আছেই ট্রেড ওয়ার ও ব্রেক্সিট এর কারনে তবে এই সপ্তাহ মার্কেট স্বাভাবিক লাগছে আমার কাছে। মন্দার সময় সরকার কারেন্সি রেটকাট সহ বিভিন্ন ওয়েতে মানি সাপ্লাই বাড়িয়ে দেয় ফলে কারেন্সির বিপরীতে গোল্ড এর দাম বাড়ে। সেটাই এখন হচ্ছে। তবে আমরা যেহেতু ফান্ডামেন্টালে এক্সাপার্ট নই তাই টেকনিকালই আমাদের মুল ভরসা। তাই শুধুমাত্র টেকনিক্যাল এনালাইসিস এ যদি কেউ গোল্ড এ বাই সেটাপ পান তাহলে বাই করা নিরাপদ বলে মনে হয় আমার কাছে।
-
1 Attachment(s)
Xau$ (sma 5) উপর 1515 টাচ করে বলিঙ্গার আপার বেন্ড 1570 নেক্সট কিসিং টার্গেট হবে
[attach]8778[/attach]
-
ফরেক্সে গোল্ড দিয়ে ট্রেড করার সুযোগ আছে। কিন্তু আমি মনে করি গোল্ড দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করা আসলে তেমন ভাল না,কারন গোল্ড অনেক দাম যার কারনে কম ভলিউম এ ট্রেড করলেও যে কোন মুহুর্তে লস হওয়ার সম্ভাবনা থাকে ।তবে যদি দক্ষ ট্রেডার হওয়া যায় তাহলে বুজে শুনে ট্রেড করলে তেমন সমস্যা হয় না।তারপর ও দেখে শুনে ট্রেড করাটা ভাল।
-
1 Attachment(s)
গোল্ড এ ট্রেডিং করা নতুন পুরান যে কোন ট্রেডারের জন্যই খুবই বিপজ্জনক। আপনি বিশ্লেষণ ছাড়া গোল্ড ট্রেডিং করে প্রফিট করতে পারবেন না এবং সব হাড়িয়ে নিস্ব হয়ে যেতে পারেন।
[ATTACH=CONFIG]8819[/ATTACH]
গত সপ্তাহের মত গোল্ড এ ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, যদিও আমি মনে করি গোল্ড কিছুটা রোলব্যাক করবে এবং পরের সপ্তাহে আবারও এটা 1550 লেভেলটি স্পর্শ করতে পারে। তাই গোল্ড ট্রেডিং এ 1497 থেকে সেল করুন এবং যখন গোল্ড 1537 লেভেলটি স্পর্শ করবে কখন থেকে আবারও বাই করুন।
-
আমার মতে কোন কারেন্সিই ঝুঁকি মুক্ত না। আপনি মেজর কারান্সিতে ট্রেড করতে চাইলে টেকনিক্যাল এনালাইসিস ব্যবহার করতে পারেন৷ আর ডেইলির ট্রেড ডেইলি ক্লোজ করে টিপ আর স্টোপ লস ব্যবহার করে ভালো প্রফিট বের করতে পারেন। তবে মানিমেনেজমান্ট করতে হবে।
-
1 Attachment(s)
[ATTACH]8989[/ATTACH]
Gold এর H4 টাইমফ্রেমের টেকনিক্যাল অ্যানালাইসিস অনুসারে যদি Gold এর মার্কেট প্রাইস 1512 এর উপরে চলে যায় তাহলে মার্কেট ঊর্ধ্বমুখী 1548 পর্যন্ত যেতে পারে। অথবা মার্কেট প্রাইস 1500 থেকে নিছে নেমে যায় তা হলে মার্কেট আরো নিন্মমুখী হবে এবং মার্কেট প্রাইস 1462 লাইন স্পর্শ করে নিছে চলে আসে তাহলে মার্কেট প্রাইস 1445 লাইন বা 1430 লাইনের নিছে চলে যেতে পারে। আপনাদের জন্য শুভ কামনা।
-
ফরেক্স মার্কের্টে বিভিন্ন কারেন্সির পাশাপাশি বিভিন্ন কোম্পানীর শেয়ার, তেল, গ্যাস, সিলভা ও গোল্ড বা সোনা ক্রয় বিক্রয় হয়ে থাকে। ফরেক্স মার্কটে গোল্ড সব চেয়ে বেশি উঠা নামা করে করে। তাই এ মার্কেটে পর্যাপ্ত জ্ঞান ও পূজি বেশি না থাকলে গোল্ড ট্রেড না করাই ভাল।
-
আমরা সবাই জানি গোল্ড হলো একটি ঝুঁকিপূর্ণ পেয়ার। একজন অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার ব্যতিত ফরেক্সে গোল্ডে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা বেশি। আমরা সাধারনত ফরেক্সে গোল্ড পেয়ারকে নিরাপদ হিসেবে বলতে পারিনা। কারণ গোল্ড এমন একটি পেয়ার যেখানে মার্কেট দ্রুত পরিবর্তন হয় এবং আকস্মিক ভাবে আপডাউন করে।
আমরা যদি অল্প মূলধন নিয়ে বা ব্যালেন্স নিয়ে ট্রেড করি গোল্ডে তাহলে আমাদের একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে সম্ভাবনা অনেকটাই বেশি। তাই আমাদের উচিত কম ব্যালেন্স নিয়ে কখনো গোল্ড পেয়ারে ট্রেড না করা। আমরা যে পেয়ারে ট্রেড করব সে পেয়ার সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে।
-
ফরেক্সে গোল্ডে ট্রেড করা অত্যন্ত বিপদজনক বিশেষ করে নতুন ট্রেডারদের। ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি মুভমেন্ট হয় গোল্ড পেয়ারে। মুহুর্তের মধ্যে মার্কেট অনেক উঠে যেতে পারে আবার মুহুর্তেই নেমে যেতে পারে। এখানে ট্রেড করতে অবশ্যই অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। নতুনদের কোনোক্রমেই শুরুতে গোল্ডে ট্রেড করা ঠিক নয়। গোল্ডে ট্রেড করতে যথেষ্ট দক্ষতা ও অভিজ্ঞতার দরকার হয়। গোল্ড পেয়ারে ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করে করে নিতে হবে। অভিজ্ঞ ট্রেডাররা গোল্ড পেয়ারে ট্রেড করতে পারেন। কেননা তারা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা দ্বারা অনেকটা বুঝতে পারেন মার্কেটের ভবিষ্যৎ অবস্থা কেমন হতে পারে।
তাছাড়া অনেক বেশি ব্যালেন্স না থাকলে গোল্ডে ট্রেড করা ঠিক না। সামান্য ব্যালেন্স দিয়ে ট্রেড নিলে মুহুর্তেই ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। তাই অবশ্যই এসব বিষয় মাথায় রেখে গোল্ডে ট্রেড করতে হবে৷