ফোরাম থেকে প্রতিদিনের হিসেবে আমাদের কোন বোনাস প্রদান করে না। তবে প্রতিটা পোষ্টের জন্য 20 সেন্ট করে বোনাস আমাদের একাউন্টে জমা হতে থাকে এবং সেটা মাস শেষে একবারে আমাদের একাউন্টে যোগ হয়ে যায়।আর আপনি যদি ফোরামের নিয়ম মেনে পোস্ট করতে চান তাহলে একদিনে সর্বোচ্চ দশটি পোস্ট করতে পারবেন। কিন্তু অনেকেই বলে যে দশের অধিক যেমন 20 টা,30 টা বা 50 টা পোস্ট করতে পারবেন কিন্তু ফোরামের নিয়ম অনুসারে আপনি একদিনে সর্বোচ্চ দশটা পোষ্টের জন্যই বোনাস পাবেন।আর এ কারণে আমি একদিনে সর্বোচ্চ দশটা পোস্ট করে থাকি কখনোই এর থেকে বেশি করিনা।