-
ভাই এখানে আপনি শুধু প্রতিদিন না, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় আনলিমিটেড ইনকামের সুযোগ রয়েছে এখানে । আপনি যত টাকা চান ঠিক তত টাকাই ইনকাম করা সম্ভব । তবে শর্ত একটাই যে, ভাল ইনকাম যদি করতে চান তাহলে ধৈর্য নিয়ে ভালভাবে শিখে ও জেনে শুনে বিশেষ অভিজ্ঞতা সহকারে, সবকিছু বিচার বিবেচনা করে দক্ষতা সহকারে, আপনাকে ট্রেড করার যোগ্যতা অর্জন করতে হবে, কৈশল জানতে হবে এবং সর্বোপরি ডিসিপ্লিন মেন্টেন করে চলতে হবে, লোভ বা ইমোশনের কোন জায়গা নেই এখানে । সুতরাং এ সমস্ত কিছু মেনে চললে আশা করা যায় যে প্রতিদিন অনেক টাকা আয় করা সম্ভব ।
-
ফরেক্স থেকে কত আয় হবে সেটা নির্ভর করে একজন ট্রেডার এর উপর। কারণ যার যত এনালাইসিস করার ক্ষমতা বেশী তার তত এন্টি তার তত লাভ। যারা ভাল এনালাইসিস করেন বা ভাল মানের ট্রেডার বা অভিজ্ঞ ট্রেডার তারা প্রতিদিন এন্ট্রি নেন না। তারা সব সময় সুযোগের অপেক্ষায় থাকে কখন ভাল সিগন্যাল পাবেন। ফরেক্স আসলে প্রথম দিকে ইনকামের চিন্তা বেশী করেন একজন নতুন ট্রেডার যার কারনে ঘন ঘন ট্রেড নেন দেখা যায় লাভ যা হয় লস হয় তার চাইতে বেশী, ফলাফল শূন্য।
-
ফরেক্স থেকে প্রতিদিন কত ডলার আয় করা সম্ভব এটা বলা কখনই সম্ভব না। কারণ প্রতিদিন এই বাজার একইভাবে চলাচল করে না। কতদিন এই বাজার বেশি নড়াচড়া করে আবার কতদিন একদমই না। আর তাছাড়া সবাই এই বাজার থেকে মুনাফা উপার্জন করতে পারে না। কারণ এই বাজার থেকে মুনাফা উপার্জন করতে হলে আপনার অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হবে। তাই আমি বলতে চাই এই বাজার থেকে উপার্জন এর পূর্বে অবশ্যই আপনাকে জ্ঞান এবং অভিজ্ঞতা বাড়াতে হবে, তা না হলে আপনি বেশিদিন উপার্জন করতে পারবেন না।
-
এখানে আপনি প্রতি দিন শত থেকে হাজার ডলার ইনকামও করতে পারেন আবার লস ও করতে পারেন। সব বিষয়টাই হল নিজের দক্ষতা, একাউন্ট ব্যালান্স এবং প্যাশনের উপর। আপনি এখানে ঠিক ভাবে ট্রেড করতে পারলে একটা ভাল পরিমাণ ইনকাম সহজেই করতে পারবেন বলে আমার ধারণা।
-
ফরেক্স এ আপনি প্রতিদিন কত ডলার আয় করতে পারবেন তা আপনার মার্কেট এনালাইসিস করার ক্ষমতা এবং ট্রেডিং এর দক্ষতার উপর নির্ভর করে । আপনি যত মার্কেট ভালো এনালাইসিস করতে পারবেন আপনি ফরেক্স মার্কেটের মুভমেন্ট তত ভালো বুঝতে পারবেন এবং আপনি সঠিক ট্রেডে এন্ট্রি নিতে পারবেন । আর আপনি কতটা আয় করবেন তা আপনার একাউন্ট ব্যালেন্স এর উপরও অনেকটা নির্ভর করে ।
-
ফরেক্স থেকে কত আয় হবে তা এক একজন ট্রেডারের কাছে এক একরকম হবে। যেমন আমার আয় বলতে গেলে আমি কোনদিন ১০ কোনদিন ২০ আবার কোনদিন লসও করি। তবে এইসব বিষয় না বিষয়টা হলো আপনি কতোটা ডিপোজিট করলেন আর কতটুকু রিস্ক নিতে চান সেই হিসেবেই মুলত আপনার প্রতিদিনের লাভ লস হয়ে থাকবে।
-
প্রতিদিন? কিভাবে সম্বব ? ফরেক্স মার্কেট ওপেন থাকে ৫ দিন। আর আপনি কিবাবে প্রতিদিন আয় করবেন? এটা সম্বব না, সপ্তায়ে আপনি ৫ দিন ট্রেড করতে পারবেন। আবার আপনি যদি ক্রিপ্টো কারেঞ্চিতে ট্রেড করে থাকেন তাহলে অন্য কথা, তবে এদানিং ক্রিপ্টো তে কেও ট্রেড করেনা। কারন এই মুহূর্তে ক্রিপ্টো তে খব একটা সুবিধা করা জায় না। অনেক স্লও মুভমেন্ট।
১ ওয়ীক এ আপনি ৫ দিন ট্রেড করতে পারবেন। সোমবার আপনাকে বাদ দিতে হবে, কারন এই দিন খুব একটা ভাল মুভমেন্ট পাওয়া যায়না। আর থাকে ৪ দিন, এই ৪ দিন আপনাকে ট্রেড করতে হবে। শুক্রবার খুব বেশি মুভমেন্ট, এই দিন টা ও আপনাকে বাদ দিতে হবে যদি আপনি রিস্ক ফ্রী ট্রেড করতে চান।
এখানে আরেকটা কথা কিন্তু খুব ইম্পরট্যান্ট, আপনাকে ভাল পরিমান ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করতে হবে। রিস্ক ফ্রী ট্রেড করতে হলে আপনাকে ২% অথবা ১% প্রফিত আসা করতে হবে এক ওয়ীক এর জন্য। মনে করেন আপনি ১০০ ডলার ইনভেস্ত করে, প্রতিদিন ২ ডলার করে সপ্তহাএ ৬ ডলার। মানে এক মাসে ২৪ ডলার। এটা এ আমার কাছে রিস্ক ফ্রী মনে হল। বাকিটা আপনাদের ইচ্চা। ভাল থাকবেন সবাই।
-
প্রত্তেকদিন ট্রেড করা লাভ করার নিশ্চয়তা দেয়া অনেক কঠিন কিন্তু মাস শেষে সর্বোপরি লাভ লসের চেয়ে বেশী হল কিনা সেতাই মুখ্য বিষয় । তাছাড়া মার্কেট যেহেতু প্রত্তেকদিন একই রকমের মুভমেন্ট করে না তাই কারও পক্ষেই একটি নির্দিষ্ট পরিমান লাভ প্রত্তেকদিন করা সম্ভব নয় । তাছাড়া আমি মনে করি ট্রেড করার সময় লাভের কোন টার্গেট নেয়া উচিত নয় । এতে বরং সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা তৈরি হয় ।
-
ই ফরেক্স ব্যবসায় বেশিরভাগ ব্যবসায়ী তাদের উন্নত ব্যবসায়ের জন্য রোজগার করে তবে তাদের মধ্যে কয়েকজনই মাসিক বেস সিস্টেমে দীর্ঘমেয়াদী ট্রেডিং করে, যদি আপনার আরও ভাল বিনিয়োগ থাকে তবে আপনাকে সর্বদা প্রতিদিন ট্রেডিং করার দরকার নেই কেবল একটি ভাল ট্রেডিং করুন উন্নত মুনাফার সাথে কৌশলটি বেঁধে দেয় তবে এটি আরও লাভজনক উপার্জন করা খুব নিরাপদ এবং সুরক্ষিত হবে।
-
ফরেক্স হতে প্রতিদিন কত ডলার আয় করা যায় আসলে এটা নির্দিষ্ট করে বলা যাবেনা।তবে আপনি ফরেক্স এ যত বেশি দক্ষ ও অভিজ্ঞ হবেন তত বেশি আয় করতে পারবেন।ফরেক্স খুবই প্রফিটেবল একটা মার্কেট কিন্তু এটা অনেক রিস্কি মার্কেট ও বটে।এখানে প্রফিট করা আসলে এতটা সহজ নয়।পর্যাপ্ত জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতা থাকলেই কেবল প্রফিট করা সম্ভব অন্যথায় ফরেক্স এ প্রফিট করা সম্ভব না।ফরেক্স এ যদি আপনি ভাবেন আমি আজ ২০ ডলার আয় করব আমার মনে হয় এর থেকে বোকামী আর কিছু নেই।আপনি এসব না ভেবে আগে ভাববেন আমি ফরেক্স এ একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হব। আপনি ফরেক্স এ যখন নিজেকে দক্ষ ও অভিজ্ঞ হিসাবে গড়ে তুলতে পারবেন তখন দেখবেন দিনে ২০ ডলার না ১০০ ডলার ও আয় হবে।এজন্য প্রতিদিন কত আয় করব না ভেবে ফরেক্স এ দক্ষ হতে হবে আগে।আর আপনি ফরেক্স এ দক্ষ হলে আপনার ব্যালেন্স ৫০০ ডলার হলে আমার মনে হয় আপনি প্রতিদিন৩০-৪০ ডলার আয় করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে আপনি যদি ভাল ট্রেডিং প্লান করতে পারেন এবং যথেষ্ট দক্ষ এবং অভিজ্ঞ হয়ে থাকেন তা হলে আমি মনে করি আপনি ২০০ ডলার ইনভেস্ট করে প্রতিদিন ফরেক্স থেকে কম করে হলেও ১০ থেকে ১৫ ডলার প্রফিট করতে পারবেন।
-
ফরেক্স একটা আন্তর্জাতিক ব্যবসা এবং এটা অনলাইনে পরিচালিত হয়। এই ব্যবসায়ে আয়ের কোনো লিমিট নাই। অর্থাৎ একজন ট্রেডার দৈনিক নয় বরং যেকোন দিন যেকোন সময় ইচ্ছামত আয় করতে পারে কোনো বাধানিষেধ নাই। তবে সবাই ইচ্ছামত আয় করতে পারে না কারন ফরেক্স মার্কেটে আয় করতে দক্ষতা প্রয়োজন যা সবার নেই।
-
আসলে সঠিক করে বলা যায় না আপনি প্রতিদিন কত আয় করবেন।এটা সমপূ্র্ণ নির্ভর করে আপনি কত ইনভেস্ট করলে আর মাকের্ট কোন দিকে মুভমেন্ট নেয়।মাকের্টের মুভমেন্ট দেখে বুঝা যাবে। কত আয় করা সম্ভব। লস ও হতে পারে আবার লাভও হতে পারে।এটার নির্দিষ্টতা নাই। তবে এবিষয়ে যারা আরও বেশী জানেন তারা জানাবেন আশা করি।
-
আপনি প্রতি দিন কত ডলার আয় করতে পারবেন এটা নির্ভর করে ফরেক্সে আপনার দক্ষতা ও ট্রেড এর সিস্টেমের উপর ।আপনি যদি মোটা মুটি দক্ষ হন তবে প্রতি দিন ১০-২০ ডলার আয় করতে পারবেন ।
-
ফরেক্স মার্কেট থেকে আপনি একদিনে কত ডলার আয় করতে পারবেন এটা নির্ভর করবে আপনার ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা দক্ষতা এবং আপনার একাউন্ট ব্যালেন্স এর উপর, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ব্যালান্স বা ডিপোজিটের পরিমাণ যদি যথেষ্ট হয়ে থাকে, পাশাপাশি আপনি যদি ফরেক্স সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ হয়ে থাকেন, এবং সেই অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে, সঠিকভাবে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতে পারেন, তাহলে আপনি এক দিনে 100 থেকে 200 ডলার পর্যন্ত আয় করতে পারবেন। অবশ্য তার জন্য আপনাকে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ হতে হবে, সঠিকভাবে মার্কেট এনালাইসিস করা জানতে হবে, আপডেট নিউজ এর দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এবং লোভ ও ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে ট্রেডিং করতে হবে।আর এগুলো যদি যথাযথভাবে করতে পারেন তাহলে প্রতিদিন ফরেক্স থেকে খুব ভালো আয় করতে পারবেন।
-
২০০ ডলার ইনভেস্ট করে প্রতিদিন ফরেক্স থেকে কম করে হলেও ১০/১৫ডলার প্রফিট করতে পারবেন।যদি ঠিক ভাবে গড়ে তুলতে পারেন নিজেরে তবে আপনাকে আর পায় কে। কিন্তু এর জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে।
-
ভাই এখানে আপনি প্রতিদিন পর্যাপ্ত ডলার আয় করতে পারবেন। এখানে এই মার্কেটে উপার্জনের কোন লিমিটেশন নেই। আপনি আপনার ইচ্ছেমতো এ কাজটা করতে পারবেন। তাই দক্ষতা সহকারে ট্রেডিং-এ নেমে যান আর সঠিক পজিশনে এন্ট্রিগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই ফরেক্সে প্রতিদিন অনেক ডলার আয় করা সম্ভব হবে।
-
প্রতিদিন ফরেক্স থেকে কত ডলার ইনকাম করা যাবে তা নির্দিষ্ট করে কেউ বলতে পারবেনা। কারণ ফরেক্স মার্কেট প্রতিনিয়ত পরিবর্তনশীল এ কারণে এখান থেকে নির্দিষ্ট পরিমাণ প্রতিদিন ইনকাম করা সম্ভব নয়। তবে ফরেক্স মার্কেট থেকে প্রতিমাসে মূলধনের 5 শতাংশ থেকে 10 শতাংশ খুব সহজে ইনকাম করা যায় যদি ফরেক্স সম্পর্কে ভাল ধারণা এবং ট্রেডিংয়ে দক্ষতা অর্জন করা যায়। অনেকে ফরেক্স মার্কেট কে টাকা উপার্জনের মেশিন মনে করেন। প্রতিমাসেই মূলধনের সমান ইনকাম করতে চান। কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত যে ফরেক্স এক প্রকার ব্যবসা। এবং কোন ব্যবসা থেকেই প্রতি মাসে মূলধনের সমান ইনকাম করা অসম্ভব। আপনি যদি একটি মুদি দোকানদার এর সাথে ফরেক্স এর তুলনা করেন তাহলে দেখতে পাবেন একটি মুদি দোকানদার প্রতি মাসে তার মূলধনের 3 শতাংশ থেকে 5 শতাংশের মত ইনকাম করে থাকে। সে যদি প্রতি মাসে 3 শতাংশ থেকে 5 শতাংশ প্রফিট নিয়ে সন্তুষ্ট থাকতে পারে তাহলে আমরা কেন ফরেক্স থেকে বেশি প্রফিটের আশা করি। ফরেক্স থেকে বেশি ইনকামের আশা করলে হিতে বিপরীত হয়। এতে প্রফিট এর পরিবর্তে পুরো মূলধনই হারাতে হয়।
-
ভাই ফরেক্স ট্রেডিং থেকে আপনি আনলিমিটেড পরিমাণ অর্থ লাভ করতে পারেন । তাই আবার ভাবেন না যেন তাহলে ফরেক্স থেকে খুব সহজেই কোটিপতি হওয়া যায় । ফরেক্স ট্রেডিং একটা বিশাল ট্রেডিং প্লাটফর্ম । এখানে অনেকে আছে প্রতিদিন কোন লাভই করতে পারে না । কেউ আছে ৪/৫ ডলার লাভ করে প্রতিদিন আবার কাউ আছে প্রতিদিন ১০০০+ ডলার ও ইনকাম করে । আসলে এটা ট্রেডার অনুসারে বিভিন্ন । ফরেক্স ট্রেডিং থেকে ইনকাম নির্ভর করে আপনার ট্রেডিং কওশল আর আপনার ট্রেডিং ক্যাপিটাল এর উপর । আপনার ট্রেডিং কওশল আর ক্যাপিটাল যত বেশি হবে আপনি তত বেশি আয় করতে পারবেন ।
-
আসলে ফরেক্স থেকে প্রতিদিন কতটা আয়া করা যাবে তার কোন সীমা নাই। আপনার যদি ফরেক্স সম্বন্ধে ভাল অভিজ্ঞতা থাকে এবং মার্কেট এনালাইন্সেস ভাল মতো করতে পারেন এবং ব্যালেন্স বেশি হয় তাহলে আপনি ফরেক্স থেকে প্রচুর ডলার আয় করতে পারবেন। তাই কত ডলার আয় করতে পারবেন তা চিন্তা না করে আগে চিন্তা করেন আপনি কতটা ভাল ট্রেডার।
-
আসলে ফরেক্স ট্রেডিং দিয়ে প্রতি দিন কতো ডলার ইনকাম করতে পারবেন সেটা নির্ভর করবে আপনার ট্রেডিং দক্ষতার উপর। আপনি যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো প্রফিট অর্জন করতে পারেন। তবে এখানে যদি আপনি দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার না হয়ে থাকেন তাহলে প্রফিট তো দুরে থাক অনেক সময় একাউন্ট জিরো হওয়ার ঝুঁকি থাকে। আর ফরেক্সে দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার হলে মোটামুটি ভালোই আয় করা সম্ভব। এছাড়াও আরও একটা বিষয় দেখতে হবে আপনার মূলধন কিরকম। কেননা যে কোন ব্যবসায় মূলধনও একটা মুখ্য ভুমিকা পালন করে। যার মূলধন যতো বেশি প্রফিটও ততই বেশি। ধন্যবাদ
-
এটা আসলে কোন নির্দিষ্টতা নেই। আপনি যত ইচ্ছা তত উপার্জন করতে পারেন। তবে মুনাফার পরিমাণ মুলত আপনার মুলধনের উপর নির্ভর করে। আপনার যত বেশি মুলধন হবে আপনি ততবেশি এই ব্যবসা হতে উপার্জন করতে পারবেন। তবে দৈনিক ভিত্তিতে উপার্জনের টার্গেট এই ব্যবসায় না করাই উত্তম। কারণ প্রতিদিন একইভাবে এই মার্কেট চলাচল করে না। যদি প্রতিদিন একইভাবে চলাচল করতো তাহলে আমরা দৈনিক ভিত্তিতে টার্গেট করতে পেতাম এবং সেটা উপার্জনের চেষ্টা করতাম। তাই এখানে আমাদেরকে মাসিক ভিত্তিতে টার্গেট করা উচিত এবং সেটা আমাদের মূলধনের উপর ভিত্তি করে।
-
আসলাম ও আলীকুম আল্লাহর নামের সাথে শুরু করুন যিনি পরম করুণাময় দিন দিন আমরা যখন ফরেক্স ট্রেডিং থেকে আরও কিছু শিখি তখন আমরা ভুল করি এবং ক্ষতি হয় তবে আমাদের আশা হারাতে হবে না এবং চেষ্টা করার চেষ্টা করছি যে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করতে হবে তারপরে আসল ট্রেডিংয়ে আসুন আপনাকে অবশ্যই ভাল মুনাফা অর্জন করতে হবে fore ফরেক্স ট্রেডিং মানের পোস্ট ভাল জ্ঞান এবং ন্যায্যতা এছাড়াও গুরুত্বপূর্ণ যখন আপনি মানের পোস্টের সাথে রয়েছেন তখন আপনাকে অবশ্যই জবাব দিতে হবে এবং আপনার পোস্টে নতুন আগমনকারীকে অবশ্যই ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করতে হবে তবে চেষ্টা করে দেখুন সত্যিকারের অ্যাকাউন্টে অন্যথায় এটি তাদের পক্ষে ক্ষতিকারক নয় যাঁরা এতে আগ্রহী না হন এবং তাঁর সময় নষ্ট করেন ood শুভকামনা
-
আমার মতে ফরেক্স এ ট্রেড করে টাকা আয় করা খুব যে কঠিন কাজ এমন না, দরকার শুধু সঠিক সময় সঠিক ট্রেড করার, আর এই সঠিক সময় আর সঠিক ট্রেড করার জন্য প্রয়োজন, ফরেক্স মার্কেটের সঠিক জ্ঞান ও অভিজ্ঞতা, তাই আমি মনেকরি ভালো ভাবে ডেমো ট্রেড অনুশিলন করলে আসা করি আমরা সবাই ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা আয় করতে পারবো প্রতিদিন, তাই এটা বলা যায় না ঠিক কত টাকা আয় করা যায় প্রতিদিন।
-
ফরেক্স থেকে আপনি প্রতিদিন কত ডলার আয় করতে পারবেন তা পনার মার্কেট এনালাইসিস করার ক্ষমতা এবং ট্রেডিং এর দক্ষতার উপর নির্ভর করে । আপনি যত মার্কেট ভালো এনালাইসিস করতে পারবেন আপনি ফরেক্স মার্কেটের মুভমেন্ট তত ভালো বুঝতে পারবেন এবং আপনি সঠিক ট্রেডে এন্ট্রি নিতে পারবেন । আর আপনি কতটা আয় করবেন তা আপনার একাউন্ট ব্যালেন্স এর উপরও অনেকটা নির্ভর করে ।
-
দরকার নেই। আমাদের অবশ্যই প্রবণতাটি সর্বদা অনুসরণ করা উচিত যাতে আমাদের লাভের উচ্চ সুযোগ পাওয়া যায়। ঠিক আছে, আমাদের অবশ্যই সর্বদা ভাল কাজের অধিকারী হওয়া উচিত এবং আমাদের ইতিবাচক ব্যবসায়ীদের সাথে মিশে যাওয়া দরকার। এই জীবনে আমাদের অবশ্যই ভাল জিনিস বাস্তবায়ন করতে হবে যাতে অন্যরা আমাদের ভাগ করে নেওয়ার মাধ্যমে উপকার পেতে পারে। শুধু নিজেকে বন্ধু হতে। হ্যালো আমার প্রিয় ভাই আপনি কেমন আছেন আমি
-
ফরেক্স এ আয়ের কোনো সীমারেখা থাকে না, আপনি প্রতিদিন এত পরিমান তাকাও উপার্জন করে ফেলতে পারেন, যা কিনা বিগত রেকর্ড কেও হার মানে. আসেল আপনার যদি সেই পরিমানে মানি অভায়লাব্লে পরিমানে অর্থ বা ডলার একাউন্ট এ থাকে, তাহেল আপনারা বড় লত এর ট্রেড নিতে পারবেন এবং যা থেকে আপনি সহজে মার্কেট এর মুভমেন্ট এ লাভ করতে পারবেন.
-
ফরেক্স মার্কেট থেকে কত ডলার আয় করা সম্ভব তার কোন হিসেব নেই। আয়ের ব্যাপার টা অনেক কিছুর উপর ই নির্ভর করে বলে আমি মনে করি। একজন কত ডিপোজিট করলো তার উপর নির্ভর করে, একজন কত টা দক্ষ তার উপর ডিপেন্ড করে, একজন কত টা সুক্ষ ভাবে এনালাইজ করলো তার উপর ও ডীপেন্ড করে। সো এভাবে বলা মুশকিল যে ফরেক্স থেকে কত আয় করা সম্ভব
-
ফরেক্সে প্রতিদিন আনলিমিটেড ডলার ইনকাম করা সম্ভব। তবে ফরেক্স ট্রেড সম্পর্কে আপনার অনেক দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। যদি কেউ দক্ষতার সাথে ট্রেড করতে পারে তবে সে প্রতিদিনই অনেক ডলার ইনকাম করতে পারবে ফরেক্স থেকে।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে আয়ের নির্দিষ্ট কোনো সীমারেখা নেই , আর সেটা নির্ভর করবে আপ্নার দক্ষতার উপর। মার্কেট এনালাইসিস করার ক্ষমতা যার যত বেশি সে তত সাকসেস হবে।
-
ফরেক্স মার্কেট থেকে আয় করার জন্য অভিজ্ঞতা এবং দক্ষতা অত্যান্ত গুরুত্বপূর্ণ । ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন কত আয় করা যায় এর উত্তর আপনি নিজেই । ফরেক্স মার্কেট থেকে আয় করার কোন নির্দিষ্ট সীমা নাই । এর জন্য আপনাকে প্রচুর পরিশ্রম এবং পড়াশুনা করতে হবে । মার্কেট এ্যানালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট আপনি যত তাড়াতাড়ি আয়ত্ব করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি এর সুফল পাবেন ।
-
প্রতিদিনের আয় নির্ভর করে আমাদের অভিজ্ঞতা ও মূলধনের পরিমানের উপর। আমরা যদি বেশি মূলধন দিয়ে ট্রেড করি তাহলে বেশি আয় করতে পারব। ফরেক্স মার্কেটে আমাদের অধিক আয় নির্ভর করে আমাদের দীর্ঘ অভিজ্ঞতার উপর। আমাদেরকে ভাল ভাবে এ ব্যবসা শিখা উচিত।
-
প্রতিদিন হিসাব ছাড়া আয় করা সম্ভব কিন্তু আমি পরে করি প্লেন করে হিসাব করে ট্রেডিং করা ভালো। ধরুন আমি টারগেট করলাম ৩০ ডলার। তাহলে মাসে সপ্তাহে ১৫০ ডলার আসবে এর মাঝে ৫০- ধরে রাখবে। এখন মাশে তাহলে ৪০০ ডলার আসবে যদি এ হিসেবে ট্রেড করে থাকেন। আমি মনে করি আমাদের দেশে ৪০০ ডলার ইনকাম করা অনেক কিছু। তাই লোভ না করে অপ্ল অপ্ল করে করাই অনেক ভালো।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে যদি আপনার ভালো জ্ঞান ও অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এবং ট্রেডিং একাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থেকে থাকে তাহলে আপনি প্রতিদিন ভালো পরিমাণের এমাউন্ট লাভ করতে পারবেন,,,, ধন্যবাদ ।
-
ফরেক্স থেকে আপনি প্রতিদিন কত ডলার আয় করতে পারবেন তা পনার মার্কেট এনালাইসিস করার ক্ষমতা এবং ট্রেডিং এর দক্ষতার উপর নির্ভর করে । আপনি যত মার্কেট ভালো এনালাইসিস করতে পারবেন আপনি ফরেক্স মার্কেটের মুভমেন্ট তত ভালো বুঝতে পারবেন এবং আপনি সঠিক ট্রেডে এন্ট্রি নিতে পারবেন । আর আপনি কতটা আয় করবেন তা আপনার একাউন্ট ব্যালেন্স এর উপরও অনেকটা নির্ভর করে ।
-
ফরেক্স মার্কেট থেকে দৈনিক কত ডলার আয় করা সম্ভব এটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। দৈনিক যে আয় হবে এমন কোন নিশ্চয়তা নেই। কারণ ফরেক্স মার্কেট আপন গতিতে ওঠানামা করে। ফরেক্স মার্কেট সব সময় ট্রেড করার জন্য উপযোগী থাকে না। যখন মার্কেট ট্রেড করার জন্য উপযোগী থাকে না তখন ট্রেড করা থেকে বিরত থাকতে হয় এবং ট্রেড না করলে আয়টাও হবে না। তাছাড়া আপনার যদি ব্যালেন্স বেশি থাকে তাহলে আপনার বেশি আয় করতে সুবিধা হবে কিন্তু ব্যালেন্স কম থাকলে বিনিয়োগও কম। তাই আয়টাও কম হবে। তবে ফরেক্স মার্কেট থেকে আয় করতে হলে অবশ্যই দক্ষতা এবং সঠিক কৌশল অবলম্বনের প্রয়োজন হবে। দক্ষতা এবং ট্রেডিং এর কৌশল যদি আপনি না জানেন তাহলে আয় তো দূরের কথা ফরেক্স মার্কেটে বেশিদিন টিকে থাকতে পারবেন না।
-
আপনি নিশ্চই জানতে চেয়েছেন যে ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন কত প্রফিট লাভ করা সম্ভাব আসলে দেখুন আয়ের কি আর কোন শেষ আছে? আপনি যদি ভাল ফরেক্স ট্রেডিং করতে বুঝেন এবং যথেষ্ট দক্ষ এবং অভিজ্ঞ হয়ে থাকেন তা হলে আমি মনে করি আপনি ১০০ ডলার ইনভেস্ট করে প্রতিদিন ফরেক্স থেকে কম করে হলেও ৬ থেকে ৭ ডলার প্রফিট করতে পারবেন
-
ফরেক্স থেকে প্রতিদিন কত ডলার আয় করতে পারবেন সেটা মুলত আপনার ট্রেডিং দক্ষতার উপর নির্ভর করবে। আপনি যদি ভালো করে ফরেক্স জেনে থাকেন এবং ফরেক্সের বেসিক রুলসগুলো মেইনটেইন করে চলতে পারেন তবে আপনি নিয়মিত প্রফিট করতে পারবেন আর কত প্রফিট করতে পারবেন সেটা আপনার ইনভেস্টের উপর ডিপেন্ডেড।
-
ফরেক্স থেকে প্রতিদিন আপনি কত সংখ্যক ডলার অর্জন করতে পারবেন তা পনেরো বাজার পরীক্ষা এবং ক্ষমতা বিনিময় করার জন্য আপনার ক্ষমতার উপর নির্ভর করে। আপনি বাজারকে যত ভাল ভাঙ্গতে পারবেন, আপনি তত ভাল ফরেক্স মার্কেটের বিকাশ বুঝতে পারবেন এবং আপনার কাছে সঠিক এক্সচেঞ্জ প্রবেশের বিকল্প থাকবে। তদুপরি, আপনি যে পরিমাণ অর্থ সংগ্রহ করেন তা আপনার রেকর্ড ব্যালেন্সের উপর এক বিরাট চুক্তি নির্ভর করে।
-
ফরেক্স এ আয়ের কোনো সীমারেখা থাকে না, আপনি প্রতিদিন এত পরিমান তাকাও উপার্জন করে ফেলতে পারেন, যা কিনা বিগত রেকর্ড কেও হার মানে. আসেল আপনার যদি সেই পরিমানে মানি অভায়লাব্লে পরিমানে অর্থ বা ডলার একাউন্ট এ থাকে, তাহেল আপনারা বড় লত এর ট্রেড নিতে পারবেন এবং যা থেকে আপনি সহজে মার্কেট এর মুভমেন্ট এ লাভ করতে পারবেন.