ফোরাম পোস্ট মোবাইল থেকেও করা যায়। কিন্তু মোবাইলে এর স্ক্রীন খুবই ছোট। এটা তে লিখে আপনি সুবিধা করতে পারবেন না। আর মোবাইল এ দ্রুত টাইপ ও করা যায় না। আর এই ফোরাম এর রুল ও আছে কমপক্ষে দুই লাইন লিখতে হবে।
Printable View
ফোরাম পোস্ট মোবাইল থেকেও করা যায়। কিন্তু মোবাইলে এর স্ক্রীন খুবই ছোট। এটা তে লিখে আপনি সুবিধা করতে পারবেন না। আর মোবাইল এ দ্রুত টাইপ ও করা যায় না। আর এই ফোরাম এর রুল ও আছে কমপক্ষে দুই লাইন লিখতে হবে।
হ্যা মোবাইল থেকে ফোরামে কাজ করা যায় । ফোরেমে শুধু পোষ্ট করা হয় , তাই মোবাইল দিয়ে ফোরামের পোষ্ট করা যায় । মোবাইলে পোষ্ট করার ক্ষেত্রে একটা সুবিধা থাকে এই যে , যেকোন স্থানে মোবাইল সাথে রাখা যায় এবং পোষ্ট করা যায় । যতো বেশি ফোরামে পোষ্ট করা যাবে ততো বেশি ফোরাম থেকে পোষ্টিং বোনাস বেশি পাওয়া যাবে এবং মাস শেষে বেশি ডলার হলে ট্রেড করতে সুবিধা হবে এবং লাভ টাও বেশি পাওয়া যাবে । তবে ট্রেড করার জন্য মোবাইল ব্যবহার না করে পিসি ব্যবহার করা ভালো ।
আমি কম্পিউটার দিয়ে ফরেক্স এর কাজ করি।তবে আমার কিছু বন্ধু মোবাইল দিয়ে ফরেক্স এর কাজ করে।তবে কম্পিউটার দিয়েই ফরেক্স এর কাজ করা আমার কাছে সুবিধাজনক বলে মনে হয়।আর আর একটা কথা আপনার যদি ডেক্সটপ থাকে আপনি যদি বাহিরে কোথাও যান তখন আপনি মোবাইল ব্যবহার করতে পারেন।
ফরেক্স একটি রেস্পন্সিভ সাইট , সুতরাং এইটা মোবাইল ফ্রেন্ডলি , আজকাল অনেক ভালো মানের স্মার্ট ফোন বের হয়েছে , যেহেতু আমাদের ২৪ ঘন্টা কম্পিউটার এর সামনে বসে থাকা সম্ভব নয় সেই ক্ষেত্রেamra মোবাইল ও ব্যবহার করতে পারি , বর্তমান এ ইন্টারনেট এর গতি মানসম্পন্ন তাই খুব ভালো ভাবেই ফরেক্স এর কাজ মোবাইল এর মাধ্যমে করা যায়।
মোবাইলে যদি ট্রেড করা যায় তা হলে মোবাইলে ফোরাম করা যাবেনা কেন? অবস্যই মোবাইলে ফোরাম করা যাবে । তাই আপনি মোবাইলে ফোরাম করার জন্ন প্রস্ততি নিতে পারেন । এখানে এইন্টারনে্ট কানেকশনের ব্যাপার । মোবাইল বা ল্যাবটব বিষয় নয় ।
মোবাইলে ফোরামের কাজ করা যায় তবে কষ্টসাধ্য ব্যাপার কারন মোবাইলে সব তথ্য দেখা যায় না লার্জ পেইজের জন্য তবে আমি মনে করি ল্যাপটপ বা ডেস্কটপে করাটাই অধিকতর ভাল । মোবাইলে টাইপ করতে সমস্যা হয় যেটা পিসে তে করা অনেক সহজ । মোবাইলে আপনি ট্রেড করতে পারেন ।
মোবাইল থেকে অবশ্যই ফোরামে কাজ করা যায়।। আমি মনেকরি,, ফোরামে কাজ করার জন্য কম্পিউটার এর চেয়ে মোবাইল ব্যাবহার করে করা অনেক সহজ।। আমি প্রায় ৫ মাস যাবত ফরেক্স ফোরামে মোবাইল দিয়েই কাজ করে আসছি।। এতে আমি কখনো কোনো সমস্যার সম্মুখীন হইনি।।
হা মোবাইল থেকে ফোরামে কাজ করা যায় । তবে মোবাইল দিয়ে ফোরামে কাজ করলে অনেক ভাল ডলার আয় করা যায় না । কারন ফোরামে কাজ করা এতো সহজ কয়াজ না । তবে আমি কিন্তু মোবাইলে ও কম্পিটারে ফোরামে কাজ করি । আমি ফোরামে কাজ করতে খুব পছন্দ করি । তবে অনেকে মোবাইল দিয়ে ফোরামে কাজ করে থাকে ।
মোবাইল থেকে ফোরমা এর কাজ করা যেতে পারে। এর জন্য আপনার ভালো এন্ড্র্যয়েড মোবাইল দরকার। আর ফোরাম পোস্টিং এ উল্লেখ আছে যে ১৩৬৬ পিক্সেল এর কম্পক্ষে দুই লাইন হতে হবে লাইন গুলো। আর তাই মোবাইল এ যাতে এরকম করা যায় সেদিকে লক্ষ্য রেখে করতে হবে।
মোবাইল দিয়ে কাজ করলে ভাল হয় না কিন্তু যার পিসি আসে তার পিসি দিয়া কাজ করা ভাল আমি এটা মনে করি যার পিসি আসে তার পিসি দিয়ে করা ভাল। এটা লেখার কাজ তাই মোবাইল দিয়ে করা ঠিক না তাই পিসি দিয়ে করা ভাল। আমি কাউকে মোবাইল দিয়ে কাজ করতে দেখিনি সবাই পিসি দিয়ে কাজ করে।
অবশ্যই মোবাইলের মাধ্যমে ফোরাম এবং ফরেক্স এর সমস্ত কার্যাবলি সম্পাদন করা যায় । একটা সময় ছিল যখন ট্রেডারদের শুধু কম্পিউটারের উপর নির্ভর হতে হত । কিন্ত বর্তমানে তা আর করতে হয় না । কেননা এখন স্মর্টফোনের মাধ্যমেই সব কাজ খুব দ্রুততার সহিত এবং সুষ্টভাবে সম্পাদন করা সম্ভব । তবে ফোরাম পোস্টের ক্ষেত্রে কম্পিউটারেই দ্রুত করা সম্ভব হয় ।
ফোরাম আপনি চাইলে কম্পিউটার কিংবা ফোরাম যে কোন স্থান থেকেই করতে পারবেন । এটা নিঃসন্দেহে খুব ভালো একটি উদ্যোগ । আর ফরেক্স ফোরামে এটা সর্বদা মনে রাখতে হবে যে ফরেক্সে ভাল করতে হলে আমাদেরকে ফোরামের সাথে অবশ্যই যুক্ত থাকতে হবে । কেননা ফোরাম হল ফরেক্সের তথ্য ভান্ডার । এখানে যুক্ত থাকার মাধ্যমেই যথার্থ লাভবান হওয়া যাবে ।
আমাদের দেশের প্রায় সকল মানুষের হাতেই এখন অ্যান্ড্রইটফোন আর এটি ব্যাবহার করে আমরা প্রতিনিযত বিভিন্ন অনলাইন ভিত্তিক কাজ করে থাকি টিক তেমনি এখন আপনি চাইলে আপনার মোবাইর ফোনটি ব্যাবহার করেও ফরেক্সের ফোরামে নিযমিত ভাবে পোস্ট করতে পারবেন এবং ফরেক্স ট্রেডিংও করতে পারবেন। ফলে আপনার কম্পিউটার না থাকরেও আপনি ফরেক্সে ট্রেড করে আয় করার সুযোগ কিন্তু ঠিকই পাচ্ছেন।
হ্যা যাবে। তবে এর জন্য আপনাকে ভাল স্মার্ট সেট ব্যবহার করতে হবে। অথবা ট্যাব দিয়ে ফোরাম করতে পারবেন। তবে আপনি আপনার মনের মত করে পোষ্ট করতে পারবেন না। আপনি দ্রুততার সাথে পোষ্ট করতে পারবেন না। তাছাড়াও হয়ত আপনার অনেক সমস্যা হবে। তাই আমার পরামর্শ হল আপনি কম্পিউটার দিয়েই ফোরামে পোষ্ট করেন। যদি আপনার কম্পিউটার না থাকে সে ক্ষেত্রে ভিন্ন কথা। কষ্ট করে মোবাইল দিয়েই ফোরামে পোষ্ট করতে হবে।
মোবাইল থেকে কী ফোরাম করা যায় কিনা আমি ঠিক জানি না। তবে জানি মোবাইল থেকে ফরেক্স করা যায়। যেহেতু মোবাইল থেকে ফরেক্স করা যায় সেহেতু ফোরামও করা যাবে মোবাইল থেকে তা হয়তো ব্যবস্থা হচ্ছে বা গবেশনা হচ্ছে আশা করছি।
মোবাইল থেকেও ফোরামে পোষ্ট করা যায়, তবে সেটা একটু বেশি সময় নিয়ে থাকে। ভাল করে টাইপ করা যায়না, তাই আমি পিসিতে পোষ্ট করতে স্বাচ্ছন্দ বোধ করি। তবে মাঝে মাঝে মোবাইর থেকেও ফোরামে পোষ্ট করি।
আসলে আমি মোবাইল ফোন ব্যাবহার করে কখনই ফরেক্সের এই ফোরামে কাজ করিনি তবে আমার কিছু বন্ধু ফোরামে নিয়মিত মোবাইল ফোন ব্যাবহার করে পোষ্ট করে থাকে। তবে সেক্ষত্রে আপনার মোবাইল ফোনটি অবশ্যই অ্যানড্রোইট ভার্সনের হতে হবে তাছাড়া আপনি ফোরামে পোস্ট করতে পারবেন না।
হ্যাঁ অবশ্যই মোবাইলের মাধমে ফোরামে পোস্ট করা যায় তবে সেটি হিতে হবে একটি এন্ড্রোইড মোবাইল।মোবাইলে টাইপ করা অনেক কষ্ট এবং সময় অপচয় হয়।তাছাড়া মোবাইলে সব অপশনগুলো একত্রে দেখায় না এই জন্য আপনার যদি একটা পিসি থাকে তাহলে মোবাইল থেকে পিসিই অন্নতম।আমি পিসির মাধমে ফোরামে পোস্ট করি।
আমরা মোবাইল দ্বারা ফরেক্স ফোরামে কাজ করতে পারি তাই আমাদের মোবাইল সেট টি হতে হবে এন্ড্রোয়েড, যদি ভাল ভাবে কাজের জন্য কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করা অনেক ভাল,ফরেক্স ফোরামে কাজ করে আমরা ভাল করে যদি পোষ্ট করে থাকি তার বিনিময়ে আমরা যে বোনাস পাই তা দিয়ে ফরেক্স ট্রেডিং করতে পারি।
আমার জানামতে মোবাইল দিয়ে ফরেক্স এর কাজ করা যায়। মোবাইল দিয়ে কাজ করলে ভাল হয় না কিন্তু যার পিসি আসে তার পিসি দিয়া কাজ করা ভাল আমি এটা মনে করি যার পিসি আসে তার পিসি দিয়ে করা ভাল। এটা লেখার কাজ তাই মোবাইল দিয়ে করা ঠিক না তাই পিসি দিয়ে করা ভাল। আমি কাউকে মোবাইল দিয়ে কাজ করতে দেখিনি সবাই পিসি দিয়ে কাজ করে। তাই পিসি দিয়ে করা ভাল।
মোবাইল থেকে কী ফরেক্স ফোরাম করা যায় কিনা আমি তা সঠিক জানি না। তবে আমি একটু বলতে পারবো যে মোবাইল থেকে সরাসরি গুগোল গেলে হয়তো ফরেক্স ফোরাম করা যাবে।
ফরেক্স হলো আয়ের একটি সহজ উপায়।এ মাধ্য অনেকে আয় করে সফল হতে পারে।কিনতু আমাদের মাঝে এমন মানুষ ও আছেন যাদে সব সময় কমপিউটারের সামনে বসে থাকা সমভব হয় না।তাই তারা নিজেদের মোবাইল ফোনে ফরেক্স ব্যাবহার করতে পারেন। আয় ও করতে পারেন।
আমি কম্পিউটার এর মাধ্যেমে এই ফরেক্স এর কাজ করে থাকি । মোবাইল এর মাধ্যেমে করা যায় কিনা আমি সেটা জানি না। তবে একটুকু বলতে পারি যে ফরেক্স মার্কেট যেহেতু দিন দিন অনেকটা চাহিদা বাড়ছে তাই আমার মতে এই ফরেক্স ফোরাম এন্ডোয়েড সেট দিয়ে ফরেক্স ফোরাম করা যাবে তা অতি শিগ্রই আসবে।
মোবাইল থেকে ফরেক্স করা যায় কিন্তু নিজেকে অব্ব্যাওসয় ভাল করে ডেমো প্রাকটিস করলে মোবাইলে রিয়েল ট্রেড করা সম্ভভ ।।কারন মবাইলে ট্রেড করলে সিগনাল সহজে বুজা যায় ...বুজে ট্রেড করলে তেমন ভয়ের কোন কারন নাই ...।এইটা আরো সহজ ভাবে ট্রেড করা যায়...।
আমার মনে হয় করা জেতা পারে যাদের স্মার্ট ফোন আছে তারা করতে পারে। জাহাতু ফরেক্স ট্রাডিং করার জন্য মোবাইল প্লাটফর্ম আছে। আমার ল্যাপটপ আছে তাই আমি ল্যাপটপ এ বসে কাজ করি।
্ভাই আমি ফরেক্স করি পিছিতে আমি কখন দেখিনি মোবাইল ফরেক্স করা যায় কিনা তবে আপনি ফরেক্স আপনার মাকেটে অবস্তা দেকতে পারবেন | ভাই আপনি যদি ফরেক্স করতে চান তবে আপনি কম্পিউটার করবেন তবে আপনার উপকার হবে আপনার ট্রেড কাটতে সুবিধা হোবে না হলে আপনার আনেক সমস্যা হতে পারে |
আপনার ইন্টারনেট কানেকশন আর বাংলা লেখা গেলেই আপনি বাংলা ফরাম সাইটে কাজ করতে পারবেন।তবে কম্পিউটার এ বাংলা ফোরামের কাজ করতে সুবিধা হয়।কারন মোবাইলের ডিস্প্লে ছোট তাই দেখতে ও দ্রুত লিখতে গেলে সমস্যার সম্মুক্ষিন হতে হয়।
আপনার কাছে যদি স্মার্টফোন থাকে তবে আপনি ফোরামে পোস্ট করতে পারবেন। তবে সব স্মার্টফোন দিয়ে ফোরামে একাউন্ট খোলা যায় না। তবে পোস্ট করতে কোনো সমস্যা হয়না। আপনি হয়তো কিছু ফিচার ফোন থেকেও ফোরামে পোস্ট করতে পারবেন। মোবাইল থেকে বেশ ভালো ভাবেই ফোরাম পোস্ট করা সম্ভব।
আপনি যদি ফরেক্স ট্রেডিং বিষয়ে জ্ঞান অর্জন করে থাকেন তবে আপনি অবশ্যই ফোরামে দক্ষতার সাথে কাজ করতে পারবেন আর ফোরামে কাজ করার জন্য বা পোস্ট করার জন্য যে কম্পিউটারই প্রয়োজন বিষয়টা ঠিক তেমন নয় আপনি চাইলে আপনার স্মার্টফোরটি দিয়েও ফোরামে কাজ করতে পারবেন এবং বোনাস লাভ করতে পারবেন।
মোবাইল থেকে ফরেক্স ফোরাম এর কাজ করা যাই কিনা আমি সঠিক জানি না,কারন আমি কোন দিন মোবাইল থেকে ফোরাম এর কাজ করি নাই তাই এই ব্যাপারে আমি আপনাকে সঠিক কথা বলতে পারছি না,আমি সব সময় কম্পিউটার থেকে ফোরাম এর কাজ করে থাকি,আর আমার কাছে মনে হয় যে ফরেক্স ট্রেডিং মোবাইল থেকে করা যাই কিন্তু ফোরাম এর কাজ টা মোবাইল থেকে করা হয়তো অনেক ঝামেলা, তাই আমি মনে করি ফোরাম এর কাজ টা কম্পিউটার থেকে করা টা উচিৎ।
মোবাইল থেকে কী ফরেক্স ফোরাম করা যায় কিনা তা আমি সঠিক বলতে পারি না। তবে আমি শুনতেছি যে মোবাইল থেকে করা যাবে । আর তার জন্য মোবাইল এ বাংলা সফটওয়ার লাগে।
ফরেক্স ফোরাম এ আমরা আমাদের মোবাইল থেকেও পোস্ট করতে পারি । সেই জন্য আমাদের ভালো মানের স্মার্ট ফোন দরকার হবে এবং যেহেতো ফরেক্স ফোরামে আমরা বাংলায় পোস্ট করি ওই মোবাইল এ বাংলা লেখার সুবিধা থাকা বাঞ্চনীয় । তবে ফরেক্স ফোরাম এ পোস্ট করার জন্য ল্যাপটপ বা পিসি ই বেশি সুবিধা জনক । তবে আমরা চাইলে আমাদের স্মার্ট ফোন দিয়ে ফরেক্স এ ট্রেড করতে পারি আমাদের শুধু সংশ্লিষ্ট অপ্প্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে ।
মোবাইল থেকেও ফোরামে পোষ্ট করা যায় । আমরা যদি বাংলা ভার্সনের মোবাইলের মাধ্যমে আমরা ফোরামে কাজ করতে পারব । অতএব আপনারাও চেষ্টা করেন যাতে ফোরাম থেকে মাসে একটা প্রফিট অর্জন করতে পারেন । আর আমি চাই ফোরামের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে তাহলেই আমরা লাভবান হতে পারব । কিন্তু আমি মোবাইলের চেয়ে কম্পিউটার দিয়ে ফোরামে কাজ করতে পছন্দ করি ।
হ্যাঁ মোবাইল থেকে ফোরামে কাজ করা যায়। এই জন্য ভাল মোবাইল ব্যবহার করা লাগবে। মোবাইল এ ভাল বাউজার ব্যবহার করা লাগবে। তাহলে ফোরামে ভাল ভাবে কাজ করা যাবে । বাংলা লেখার জন্য ভাল সফটওয়্যার ব্যবহার করা লাগবে।
হা, যেকোন এন্ড্রয়েট সেট থেকে আপনি বাংলাদেশ ফরেক্স ফোরামে কাজ করতে পারেন। এতে যেমন আমরা ফোরাম থেকে যে কোন সময় যে কোন কিছু শিক্ষতে পারি, আবার এখার থেকে যে কোন সময় পোস্টিং বোনাসও পেতে পারি। এতে করে আমরা যানযট বা অবসর সময় সহজে পার করতে পারি।
আপানর যদি এনন্ডয়েড ফোন থকে তবে আপনি ফোরাম পোষ্ট করতে পারবেন। তে লেখালেখি তে ফোন ভাল একটা মধ্যম না যদি আপনার পিসি বা ল্যপটপ না থাকে । আর আপনার যদি ল্যপটপ মোবইল দুইটোই থাকে তবে ল্যাপটপে ফোরাম পোটিং করা ভাল । ফোরাম এরে রুল হচ্ছে আপনাকে একই আইপি ব্যবহার করতে হবে একটি এ্যকাউন্টে একই আইপি তে একাধিক ফোরাম একাউন্ট হলে আপনার একাউন্ট লক হতে পারে।
মোবাইল থেকে অব্যশোই ফোরাম এ কাজ করা যাবে। এতে কোন্ সমস্যা নেই। তবে ফোরাম পোস্ট এ কিছু নিয়ম আছে যে গুলো আপনাকে মানতে হবে। ১৩৬৬ রিজুলেশন এর কুম পক্ষে দুই লাইন করে আপনাকে মন্তব্য করতে হবে। এর কম হলে বোনাস বাদ দিতে পারে।
মোবাইল থেকে ফোরামেও কাজ করা যায়। মোবাইল থেকে ফোরামে কাজ করা গেলেও সময় লাগে বেশি। কারন একটা অক্ষর টাইপ করতে অনেক বার বাটন প্রেস করার প্রয়োজন পড়ে। মোবাইলে দিয়ে ফোরামে লিখালিখি করতে সময় লাগলেও সুবিধা আছে। যে কোন স্থানে দাড়িয়ে বা বসে পোস্টিং করা যায়। বোরিং সময়টাকে খুব ভালভাবে কাজে লাগানো যায়।
হ্যাঁ মোবাইলে কাজ করা যাবে। তবে মোবাইলটা একটা স্মার্ট ফোন কিংবা এন্ড্রয়েড ভার্সনের মোবাইল যেটাতে খুব সুন্দরভাবে বংলা টাইপ করা ।আমার মনে হয় কম্পিউটার হলে ভালো হয়।
আমি মনে করি মোবাইল মোবাইল থেকে ফোরামে পোস্ট না করা ভাল আপনার অনেক দেরি হতে পারে | আমি মনে করি পিসিতে থেকে ফোরামে পোস্ট করতে পারলে ভাল ভাবে করতে পারবেন | ফরেক্স মাকেট করতে হলে আমি মনে করি মোবাইল থেকে ফোরামে পোস্ট না করে কম্পিউটার করা ভাল |