আমি আপাতত স্ক্রিল এর মাদ্ধমে টাকা নিব। তারপর ব্যাংক এ নিব। কিরকম ফি কাটবে। কোনটা ভাল হবে ব্যাংক নাকি স্ক্রিল।
Printable View
আমি আপাতত স্ক্রিল এর মাদ্ধমে টাকা নিব। তারপর ব্যাংক এ নিব। কিরকম ফি কাটবে। কোনটা ভাল হবে ব্যাংক নাকি স্ক্রিল।
আমি ব্যাংকের মাধ্যমে ডলার উত্তোলন করি :-
অনলাইনে বিভিন্ন ভাবে ডলার বাই সেল করা যায় তবে সেটা নিরাপদ না, কেননা অনেকেই প্রতারণা করেন। এজন্য আমি ব্যাংককের মাধ্যমে ডলার উইথড্রো করে থাকি। বিশেষ করে ইসলামি ব্যাংক ও ডাচ্ বাংলা ব্যাংক এর মাধ্যমে ডলার উইথড্রো করে থাকি।
আমি ফরেক্স এর নতুন একজনকে ট্রেডার আমি এখনো কোনো টাকা আয় করি নি এবং কোন টাকা বিনিয়োগ ও করিনি তাই আমি কোন ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন পড়িনি তবে ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করলে সবচেয়ে ভাল মাধ্যম সরাসরি আপনার একাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে আর আপনি যদি বিভিন্ন মাধ্যমে টাকা উঠাতে চান তখন আপনাকে বিভিন্ন জায়গা দিতে হবে সেখানে আপনাকে অনেক লস করতে হবে তাই ব্যাংকের মাধ্যমে যদি কেউ টাকা উঠায় বিভিন্ন ব্যাংকের একাউন্টে মাধ্যমে টাকা সরাসরি চলে আসবে তাই ব্যাংকের মাধ্যমে টাকা উঠানো সবচেয়ে উত্তম ভালো।
এমন অনেক রয়েছে যারা প্রফিট ব্যাংকের মাধ্যমে উত্তোলন করে থাকে। কিন্তু আমি আমার অর্জিত প্রফিট স্ক্রিল একাউন্ট এর মাধ্যমে উইথড্র করে থাকি। আমরা একেকজন একেকভাবে উইড্রো করি। কেউ পাওনিয়ারে কেউ আবার পেপালে কেউ আবার ডেবিট কার্ডে উইথড্র করে থাকে।
আমি সাধারণত স্কিল একাউন্টের মাধ্যমে আমার পরিচিত ট্রেডারদের কাছে ডলার আদান-প্রদান করে থাকি। তবে এক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে হবে। কারণ এখানে বিশ্বাসযোগ্য একটা ব্যাপার রয়েছে ডলার আদান-প্রদান বললে একটা রিক্স থেকে যায়। তাই অপরিচিত কাউকে ডলার কেনা বেচা থেকে বিরত থাকতে হবে।
আমি এখনো টাকা উত্তোলন করিনি তবে হ্যাঁ ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করা খুবই সহজ ও নিরাপদ। ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যায় এতে কোন ঝামেলা থাকে না। টাকা উত্তোলনের সময় কোন ফাদে পড়তে হয় না। এমনকি ব্যাংকের টাকায় কোনো ঝামেলা থাকে না। ব্যাংক ছাড়াও অনেকে স্ক্রিল একাউন্ট বা পেপালের মাধ্যমে উইথড্রো করে থাকে। অনেকে আবার পরিচিত ট্রেডারদের কাছেও ডলার আদন প্রদান করে থাকে তবে এক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা ছাড়া সম্ভব নয়।
এখনো কোন ডলার উঠাতে পারিনাই কারন আমার ট্রেড দিলেই লস হয় এমন কি আমার একাউন্ট জিরো করে ফেলি জানিনা কখন লাভের মুখ দেখব তাই চেস্টা করে যাচ্ছি এবং এখনো শিখতেছি তবেই বলতে পারব যখন এই মার্কেটে সফলতা পাব। তবে আমি আমার ভুলের কারনে আমি লস করছি প্রথম আমি অতিরিক্ত ট্রেড করি এবং মানি মেনেজম্যেন্ট মেনে ট্রেড না করা।
আমি সাধারণত একাউন্ট থেকে ডলার উথ্ড্র দিয়ে স্ক্রিল/ নেটেলারের মাধ্যমে উত্তলন করে থাকি। আমি পরবর্তীতে ব্যাংক এর মাধ্যমে করার চেষ্টা করব।
আমি প্রফিট করা ডলার আমার নেটলার একাউন্টে ট্রান্স ফার করি। সেখান থেকে আমি কাউকে ডলার দিয়ে ক্যাশ টাকা নিয়ে নেই আবার ব্যাংকের মাধ্যমেও টাকা উত্তোলন করি। আসলে যখন যেটা সুবিধা হয় তখন সেটাই করি। তবে বেশির ভাগ সময়েই অন্যের একাউন্টে ডলার ট্রান্সফার করি। কারন সবসময় তো আর খুব বেশি প্রফিট করতে পারি না। ল্প করে প্রফিট করি আর উইথড্র দেই।
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার । তাই মার্কেট থেকে আমি এখনও উল্লেখযোগ্য লাভ করতে পারিনি । ফরেক্স মার্কেট থেকে আয়কৃত টাকা উত্তোলনের অনেক উপায় রয়েছে । একেকটায় একেক ধরনের সুবিধা রয়েছে । যেমন আপনি ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করলে রিক্স কম থাকে কিন্ত সময় বেশি লাগে ।
আমি প্রফিট করা ডলার আমার কয়েনবেজ একাউন্টে ট্রান্স ফার করি। সেখান থেকে আমি কাউকে ডলার দিয়ে ক্যাশ টাকা নিয়ে নেই আবার ব্যাংকের মাধ্যমেও টাকা উত্তোলন করি। আসলে যখন যেটা সুবিধা হয় তখন সেটাই করি। তবে বেশির ভাগ সময়েই অন্যের একাউন্টে ডলার ট্রান্সফার করি। কারন সবসময় তো আর খুব বেশি প্রফিট করতে পারি না। অনেক দিন পর পর প্রফিট করি আর উইথড্র দেই।
আমি সাধারণত ডলার উত্তোলনের জন্য অনলাইন মেথড নেটেলার ব্যবহার করে থাকে। আমি যতদূর জানি বাংলাদেশে সরাসরি ব্যাংকের মাধ্যমে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে উত্তোলন দেয়ার সহজ পদ্ধতি নেই। তবে আপনি কোন অনলাইন পেমেন্ট মেথড থেকে ব্যাংকের মাধ্যমে ডলার উইথড্র দিতে পারবেন। এক্ষেত্রে ব্যাংক ভেদে দুই থেকে সাত কর্ম দিবস লাগতে পারে। বাংলাদেশের সবগুলো ব্যাংক এর মাধ্যমে ডলার উইথড্র দেয়া যায় না। তালিকাভুক্ত কয়েকটি ব্যাংক যারা আন্তর্জাতিক লেনদেন করে থাকেন কেবল সে সকল ব্যাংকগুলোর মাধ্যমে অর্জিত ডলার উইথড্র দেয়া যায়। এর জন্য আপনার পেমেন্ট মেথড এর সাথে আপনার নিজ নামের ব্যাংক একাউন্ট অ্যাড করে নিতে হবে। অবশ্যই অনলাইন পেমেন্ট মেথড এবং ব্যাংক একাউন্ট একই ব্যক্তির নামে হতে হবে। অন্যথায় এ পদ্ধতিতে উইথড্র দেয়া যাবে না।
ব্যাংকের মাধ্যমে ডলার উঠানো অনেক বেশি সময়সাপেক্ষ ব্যাপার এবং তাছাড়া এখানে অনেক ঝামেলা পোহাতে হয় ,তবে আমি এই ব্যাপারে নিশ্চিত নয় । আমার জানা ও দেখা মতে বেশিরভাগ ট্রেডার ডলার ব্যাংকের মাধ্যমে না নিয়ে অন্য উপায়ে উত্তলন করে থাকে । এ ক্ষেত্রে হ্যান্ড টু হ্যান্ড প্রক্রিয়া বেশি ব্যবহৃত হয়। এখন আমি ইন্টারনেটেই আমার ডলার বিক্রয করে দেই। কারণ এতে বেশি লাভ হয়। ব্যাংকে ডলার উত্তোলন করলে অনেক কম রেট পাওয়া যায় কিন্তু ইন্টারনেটে বিক্রয় করে দিলে অনেক ভাল রেট পাওয়া যায়। আমার জানামতে বর্তমানে অনেকেই এই পদ্ধতিতে তাদের ডলার উত্তোলন করে থাকে।
আমি প্রফিট করা ডলার আমার নেটলার একাউন্টে ট্রান্স ফার করি। সেখান থেকে আমি কাউকে ডলার দিয়ে ক্যাশ টাকা নিয়ে নেই আবার ব্যাংকের মাধ্যমেও টাকা উত্তোলন করি। আসলে যখন যেটা সুবিধা হয় তখন সেটাই করি। তবে বেশির ভাগ সময়েই অন্যের একাউন্টে ডলার ট্রান্সফার করি। কারন সবসময় তো আর খুব বেশি প্রফিট করতে পারি না। তবে আমি দেখেছি যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হয়েছে তারা ব্যাংকের মাধ্যমে ডলার উত্তলন করে থাকে। কারন ব্যাংকের মধ্যমে আপনি যদি ডলার উত্তলন করেন তবে আপনার ডলারের রিক্স কম থাকবে না। তাই যেখানে রিক্স কম সেখানেই আমাদের যাওয়া উচিত।তাছাড়া মাঝে মাঝে ডলার অন্য কারে কাছে বিক্রয় করি।তবে আপনি যদি ব্যাংকের মাধ্যমে যদি টাকা উত্তেলন করেন তাহলে অনেক জামেলা পোহাতে হয়।
ব্যংকের মাধ্যমে এখনও উইথড্র করার সুযোগ পায়নি।কারন আমি এখনও বড় অংকের প্রফিট করতে পারিনি যে ব্যংকের মাধ্যমে উইথড্র করবো।এজন্য আমি নেটলারের মাধ্যমে ডলার উত্তোলন করি।আর সেই ডলার অন্যকে দিয়ে দিই এবং সে টাকা প্রদান করে। তবে ভবিষ্যতে বড় প্রফিট করতে পারলে ব্যংকের মাধ্যমে উত্তোলন করবো ভাবছি।
জানামতে ব্যাংকের মাধ্যমে ডলার উঠানো অনেক বেশি সময়সাপেক্ষ ব্যাপার এবং তাছাড়া এখানে অনেক ঝামেলা পোহাতে হয় ,তবে আমি এই ব্যাপারে নিশ্চিত নয় । আমার জানা ও দেখা মতে বেশিরভাগ ট্রেডার ডলার ব্যাংকের মাধ্যমে না নিয়ে অন্য উপায়ে উত্তলন করে থাকে । এ ক্ষেত্রে হ্যান্ড টু হ্যান্ড প্রক্রিয়া বেশি ব্যবহৃত হয় । টাকা অল্প সময়ে এবং সহজে উত্তলন করতে চাইলে এই প্রক্রিয়াই সবচেয়ে বেশি কার্যকর
না আমি ব্যাংকের মাধ্যমে কখনো ডলার উত্তোলন করিনি। কারণ এটার মাধ্যমে ডলার উত্তোলন করতে যেমন সময়ের প্রয়োজন এবং প্রেমেন্ট খরচ অনেক বেশি তাই আমি মনে করি যে ব্যাংকের মাধ্যমে ডলার উত্তোলন না করা টা আমার কাছে অনেক নিরাপদ এজন্য আমি ব্যাংকের মাধ্যমে কখনো ডলার উত্তোলন করি নাই।
প্রফিট করা ডলার কি আপনি ব্যাংকের মাধ্যমে উত্তোলন করেন ? ব্যাংকের মাধ্যমে ডলার উত্তোলন করতে কতদিন সময় লাগে ? কোন ব্যাংকের মাধ্যমে উত্তলোন করতে হবে ? ব্যাংকের মাধ্যমে ডলার উত্তোলন করতে হলে কি কি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ? জানা থাকলে বিস্তারিত শেয়ার করুন
আমি প্রফিট করা ডলার আমার নেটলার একাউন্টে ট্রান্স ফার করি। সেখান থেকে আমি কাউকে ডলার দিয়ে ক্যাশ টাকা নিয়ে নেই আবার ব্যাংকের মাধ্যমেও টাকা উত্তোলন করি। আসলে যখন যেটা সুবিধা হয় তখন সেটাই করি। তবে বেশির ভাগ সময়েই অন্যের একাউন্টে ডলার ট্রান্সফার করি। কারন সবসময় তো আর খুব বেশি প্রফিট করতে পারি না। ল্প করে প্রফিট করি আর উইথড্র দেই।ফরেক্সে আয়কৃত ডলার উত্তোলন করার অনেক গুলো উপায় আছে। তবে আমার মতে ডলার অন্যের কাছে বিক্রি করাই বেশি লাভ জনক। এতে ডলারের মূল দাম টাই পাওয়া যায়। কিন্তু যদি মাস্টার কার্ড দিয়ে ডলার তোলা হয় তবে চার্জ বাদ দিয়ে আপনার ডলার প্রতি ৭০ টাকা করে পাবেন।
ফরেক্স মার্কেটে প্রথমে আমি স্কিলার দিয়ে ডিপোজিট ও উইথড্রল করতাম।কিন্তু ২০১৮ এর দিকে আমার স্কিলার একাউন্ট্ নষ্ট হয়ে যায়।কি কারনে আমার একাউন্ট্ টি ক্লজ করে দিয়েছে।তার সুনির্দিষ্ট কারন আমি জানিনা।অনেক চেষ্টা করেও আমি স্কিলার একাউন্ট্ ঠিক করতে পারিনি।এরপর আমি নিটেলার একাউন্ট্ করি।এর মাধ্যমেই আমি ফরেক্স মার্কেট এ ডিপোজিট ও উত্তোলন করে থাকি।কিন্তু নিটালারের মাধ্যমে সহজেই ডলার বিক্রি করা যায় না।আর যদি আমি নিটেলার দিয়ে ব্যাংক ট্রান্সফার করি তাহলে প্রতি ট্রেনজেকশনে 12 ডলার ফি কাটবে।আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আমি 10 থেকে 15 ডলার উইথড্রল দিই।আর এখানে থেকে 12 ডলার ট্রান্জেকশন ফি কাটলে আমার আর কিছুই থাকে না।এর জন্য আমি একটু একটু করে ডলার জমে এক বারে ব্যাংক ট্রান্সফার করি।
ব্যংকের মাধ্যমে এখনও উইথড্র করার সুযোগ পায়নি।কারন আমি এখনও বড় অংকের প্রফিট করতে পারিনি যে ব্যংকের মাধ্যমে উইথড্র করবো।এজন্য আমি নেটলারের মাধ্যমে ডলার উত্তোলন করি।আর সেই ডলার অন্যকে দিয়ে দিই এবং সে টাকা প্রদান করে। তবে ভবিষ্যতে বড় প্রফিট করতে পারলে ব্যংকের মাধ্যমে উত্তোলন করবো ভাবছি।ব্যাংকের মাধ্যমে ডলার উওোলন কখোনই ক্রিনি,আমার কাছে এটি ঝামেলা মনে হয়,আমি সাধারণত অনলাইন পেমেন্ট মেথড ব্যবহার করে ফরেক্স মার্কেট থেকে আমার প্রফিট উইথদ্র করি,এটি সব থেকে সহজ মাধ্যম,তাই আপনি ব্যাংকের ঝামেলা বাধ দিয়ে অনলাইন পেমেন্ট মেথড ব্যবহার করুন।উপকৃত ডলারগুলি আমার নেটলার অ্যাকাউন্টে সরিয়ে নিই। সেদিক থেকে, আমি কারও সাথে শীতল হার্ড নগদ গ্রহণ করি না এবং ব্যাঙ্কের মাধ্যমে নগদ ফিরিয়ে আনি না। সত্য বলা যেতে পারে, এটি সুবিধার জন্য। যাই হোক না কেন, প্রায়শই না আমি ডলার অন্য রেকর্ডে স্থানান্তর করি। যেহেতু আমি সাধারণত সুবিধার অতিরিক্ত কিছু করতে পারি না। আমি উপকার করব এবং পিছনে পিছনে অংশ নেব।
আমি প্রফিট করা ডলার আমার নেটলার একাউন্টে ট্রান্স ফার করি। সেখান থেকে আমি কাউকে ডলার দিয়ে ক্যাশ টাকা নিয়ে নেই আবার ব্যাংকের মাধ্যমেও টাকা উত্তোলন করি। আসলে যখন যেটা সুবিধা হয় তখন সেটাই করি। তবে বেশির ভাগ সময়েই অন্যের একাউন্টে ডলার ট্রান্সফার করি। কারন সবসময় তো আর খুব বেশি প্রফিট করতে পারি না। ল্প করে প্রফিট করি আর উইথড্র দেই।আমি এখনো পর্যন্ত লসই রিকভারি করে যাচ্ছি আগে প্রফিট করি তারপর না হয় ভাববো ব্যাংকের মাধ্যমে ডলার উত্তোলন করা যায় কি না।তবে আমি যতদুর জানি ব্যাংকের মাধ্যমে ডলার সরাসরি উত্তোলন করা যায় না।আপনাকে ৩য় কোনো পক্ষের সাহায্য নিতে হবে ডলার উত্তোলন করতে।
আমি ফরেক্স এর ডলার গুলো প্রথমে আমার নেটেলার একাউন্টে ট্রান্সফার করি এবং আমার সুবিধা অনুযায়ী মোবাইল ব্যাংকিং বা যে কোন ব্যাংক এর মাধ্যমে ক্যাশ করি। তবে অনেকে আবার পেপাল বা অন্য কোন মাধ্যমে ডলার গুলো ক্যাশ করে থাকেন। এখানে আপনি যে কোন মাধ্যমেই ডলার ক্যাশ করতে পারবেন এতে কোন সমস্যা নাই।