-
আমি একজন ছাত্র ।আমার জিবনে আনেক আশা আসে আমি একজন সফল মানুস চাই। এ জন্য আমি নিজেকে ফরেক্স বাবসায় নিয়োজিত করসি।আমি মনে করি ফরেক্স এ দক্ষতার সাথে কাজ করতে পারলে জিবনে সফল মানুষ হওয়ার আশা পুরন করা সম্ভাব হবে। আমি নিজেকে সেই ভাবে গড়ে তুলবো আর ফরেক্স করে আনেক টাকা আয় করতে পারব।
-
নালাইসিস আছে সে গুলকে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। b ভালকরে জানতে হবে । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । কারন আবেগহীন হলে আপনার সব পরিকল্পনা বিলীন হয়ে
-
অনেকের কাছ থেকে ফরেক্সের কথা শুনে নিজের খুব ইচ্ছা জাগে , আমি অনেকদিন ধরে বেকার বসে আছি আর ভাবছি এমন কোনো কাজ পেতাম যেটা ঘরে বসেই করা যেতো তাই ফরেক্স ব্যবসাটি বেছে নেই । তাছাড়াও ফরেক্স ব্যাবসাটি খুব ভালো এবং অল্প পূঁজিতে শুরু করা যা যেটা খুব আকর্ষণীও ।
-
আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি নিজেকে একজন অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তোলতে চাই । আমি আমার পেশার পাশাপাশি ফরেক্সে ব্যবসা করে আমার আর্থিক উন্নতি করতে পারব। আমাদের দেশের প্রেক্ষিতে ফরেক্স পেশা সম্পূর্ণ নতুন এবং ভিন্নধর্মী একটা পেশা । ফরেক্স এর আসার একটা কারণ হল আমি এই ব্যবসাটাকে একটা ভিন্ন ধরনের পেশা হিসেবে মনে করি ।
-
আমি একজন কলেজ শিক্ষার্থী । আমি পড়ালেখার পাশাপাশি কিছু টাকা আয় করার জন্য ফরেক্সে এসেছি । ফরেক্স থেকে কিছু টাকা আয় করার মাধ্যমে আমার অনেক উপকার হয় । ফরেক্সে সবাই আসে টাকা আয় করার জন্য । তাই আমিও পড়ালেখার পাশাপাশি ফরেক্সে কাজ করে কিছু টাকা আয় করতে চায় বলে ফরেক্সে এসেছি । ফরেক্স টাকা আয়ের একতা ভাল মাধ্যম । সবাই ফরেক্সে কাজ করে টাকা আয় করতে পারে ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এ সবাই কিছুনা কিছু উদ্দেশ্য নিয়ে আসে।তাই আমিও ফরেক্স মার্কেট এ একটি উদ্দেশ্য নিয়ে এসেছি।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করার জন্য আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করি বা ফরেক্স মার্কেট এ আমার আসা।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমি আমার আসা পূরণ করতে চাই।
-
আসলে আমার যেটা মনে হয় ফরেক্সে সবাই আসে মূলত প্রধান একটা উদ্দেশ্যকে সামনে রেখে আর তা হল মুনফা অর্জনের আশা । এতে আমিও ব্যাতিক্রম নয় । আমি ফরেক্স ট্রেডিং করে আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি নিজেকে একজন অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তোলা । ফরেক্স এর আসার আরো একটা কারণ হল আমি এই ব্যবসাটাকে একটা ভিন্ন ধরনের পেশা হিসেবে মনে করি । কেননা আমাদের দেশের প্রেক্ষিতে ফরেক্স পেশা সম্পূর্ণ নতুন এবং ভিন্নধর্মী একটা পেশা ।
-
মূলত ফরেক্স করি বাড়তি বাড়তি আয়ের জন্য। আমি ব্যবসার পাশাপাশি ফরেক্স করে থাকি। তাই নিজেকে আরো একটু স্বাবলম্ভী করার আশায় আরো একটু ভাল ভাবে বেচে থাকার তাগিদে ফরেক্স করে থাকি। ফরেক্স এ স্বপ্ল পুজি নিয়ে ট্রেড করা যায়, এবং অবসর সময়ে কাজ করা যায় বলে ব্যাবসার পাশাপাশি করতে পারি। তাই ফরেক্স করে থাকি।
-
আমি মনে করি ফরেক্স করে আমি লাভবান হতে পারব। তাই আমি ফরেক্স করতে এসছি। ফরেক্স ব্যবসাকে আমার খুব সহজ মনে হয়। যা অন্য কোন ব্যবসার ক্ষেত্রে মনে হয়না। ঘরে বসে ব্যবসা করার এত সুন্দর সিসটেম আমার খুব ভাল লেগেছে। তাই আমি ফরেক্স করতে চাই।
-
আমার ফরেক্স ট্রেডে আসার কারন হল ঘরে বসে ট্রেড করা । আমার কোন ব্যবসা করার মত কোন টাকা নেই ।তাই ঘরে বসে ফরেক্স কছি আর ডোলার আয় করছি । কেননা ফরেক্স করতে কোন টাকা লাগেনি । প্রথম থেকে ফোরাম পোষ্টিং করছি এবং বোনাস হিসেবে যা ডরার আয় হচ্ছে তা দিয়েই ট্রেড করছি ।
-
ফরেক্স মার্কেট আামার আশার কারন হল আমি এই ফরেক্স মার্কেট থেকে ভাল একজন ট্টেইনার হয়ে ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারি এবং আমি যেন নতুন ট্টেইনারদেকে ভাল ফরেক্স শিখিয়ে ভাল জ্ঞান অর্জন করে দিতে পারি।
-
ফরেক্সে আসার কারণ কি এই প্রশ্নের খুব একটা সাধারণ উত্তর হবে অামি অবশ্যই ফরেক্সে এসেছি নিজেকে লাভবান করার জন্যই । ফরেক্সে আমরা যদি লাভবান হতে চায় তবে অবশ্যই আমাদেরকে নিজেদেরকে লক্ষ্যর দিকে এগিযে নেওয়ার জন্য অব্যশই অনেক বেশি পরিমাণে চেষ্টা ও উদ্যেম অব্যহত রাখতে হবে । আর সেই প্রচেষ্টার ফলেই আসবে একেকটা মহাবিজয় ।
-
আমি আগে অযাখাই ইন্টানেটে সময় ব্যয় করতাম । অলস সময় গুলো কাটানোর কনো কাজ ছিল না। কিন্তু ফরেক্স এর সাথে যুক্ত হবার পর আমার বেশ ভাল সময় কাটতেছে। একাউন্ট ওপেন , ডিপোজিট , উইথড্র ইত্যাদি একা একাই ঘরে বসে করা য়ায় তাই আমি ফরেক্স কে এসেছি।
-
আমার দীর্গদিনের ইচ্ছা একটা স্বাধীন ব্যাবসা করার আর সেটা থেকে ফরেক্স করার প্রতি আগ্রহ বাড়ে কারন ফরেক্স হল নিজের স্বাধীন ব্যাবসা এই খানে আমাকে কেই কিছু বলতে পারবেনা। ফরেক্স কে আমার পেশা হিসাবে নেওয়ার ইচ্ছা আছে।
-
মূলত ফরেক্স মার্কেট এ আশার কারন হল আয় করা। তবে আমি এখন ভাবছি যে আমি ফরেক্স মার্কেট থেকে শুধু আয়ই করব না এর পাশাপাশি আমি নতুন ট্টেইনারদেরকে ট্টেডিং দেওয়াব। এবং ফরেক্স মার্কেট থেকে ভবিষ্যতে কোন কিছু করতে পারি তা আশা করছি।
-
আমি এক জন ছাত্র । আমান আশা ছিল যে আমি লেখা পড়ার পাশাপামি টাকা আয় করব । তখন আমি আমার কলেজের এক বড় ভাইয়ের কাছ থেকে ফরেক্স সম্পকে জানতে পারি যে ঘরে বসে দিনের যে কোন সময় কাজ করে টাকা আয় করা যায় । আমি ফরেক্স এ এসেছি টাকা আয় করা জন্য যে আমি টাকা আয় করে উজ্জল ভবিষ্যৎ গড়তে পারি । এবং কিছু শিখতে পারি ।
-
প্রথমত অনলাইন জগত আমার ভালো লাগে। আর অনলাইন ইঙ্কাম খুব ভাল একটা আয়ের রাস্তা। ঘরে বসে ইন্টারনেট এ কাজ করে আয়। আর ফরেক্স করে সাবল্মবী হওয়া সম্ভব। কেওননা এখানে অনেক টাকা আয়ের সুযোগ রয়েছে। আর ফরেক্স করে ফ্যামিলিকে ও প্রচুর সুময় দেয়া সম্ভব।
-
আমি ফরেক্সকে পেশা হিসেবে বেচে নিয়েছি। আমি যখন পেশা নিয়ে হতাশ ছিলাম। তখন আমার হতাশ জীবনে ফরেক্স আশার আলো দেখিয়েছে। ট্রেডিং স্বাধীনতা এবং টাইমের স্বাধীনতা ফরেক্স পছন্দ করতে আমাকে উৎসাহ যোগিয়েছে। আমি মনে করি ফরেক্স আমার জীবনের অমোঘ পরিবর্তন এনে দিয়েছে। একাধিক বার ফরেক্সে আমার একাউন্ট জরো হয়ে গেছিল। আমি আশা হারাইনি। আবার উঠে দাঁড়িয়েছি। আর শেষ পর্যন্ত সকল বাধার অবসান ঘটিয়ে সফলতার পথে রয়েছি।
-
ফরেক্স মার্কেটে ট্রেডার হওয়ার আগ্রহ বা ইচ্ছা বা স্বপ্ন বা পূর্ব-পরিকল্পনা কোনোও কিছুই আমার কখোনোও ছিলনা৷হঠাৎ করেই সময় কাটানোর জন্য এই মার্কেট টা বুঝতে আসি,জানতে আসি যে আসলে ফরেক্স মার্কেট টা কী ও এখানে কী হয় ? শুধুমাত্র সময় কাটানো ও ব্যাস্ত থাকার জন্যই ৪ বছর পূর্বে এখানে এসেছিলাম৷কখোনোও ভাবিনি এখানে সত্যিই ট্রেড করতে পারবো,এখানে প্রফিট করতে পারবো,আবার সেই প্রফিট উইথড্রো করতে পারবো... কখোনোই ভাবিনি৷এখানে আমি আসতে চাইনি,মনে হয় মার্কেট আমাকে চেয়েছে৷এই ফরেক্স ব্যাবসার সন্ধান পাওয়ার প্রায় ২ বছর পরে এখানে এসেছিলাম৷এই মার্কেটে ট্রেড করার কোনোও যোগ্যতা বা সামর্থ্যই আমার ছিলনা৷এখানে অপ্রত্যাশিত বা অনাকাংখিত চলে আসা হয়েছে৷সম্ভবত এটাই আমার তকদীর ও নির্ধারিত পেশা৷
-
আমি একজন ছাত্র ।আমার জিবনে আনেক আশা আসে আমি একজন সফল মানুস চাই। এ জন্য আমি নিজেকে ফরেক্স বাবসায় নিয়োজিত করসি।আমি মনে করি ফরেক্স এ দক্ষতার সাথে কাজ করতে পারলে জিবনে সফল মানুষ হওয়ার আশা পুরন করা সম্ভাব হবে। আমি নিজেকে সেই ভাবে গড়ে তুলবো আর ফরেক্স করে আনেক টাকা আয় করতে পারব।
-
আমার ফরেক্স মার্কেটে প্রবেশ করার একটাই উদ্দেশ্য আর সেটা হল নিজের বেকারত্ব দূর করার পাশাপাশি নিজেকে যাতে স্বাবলম্বি করে গড়ে তুলতে পারি । কারন বেকারত্ব মানুষের জীবনে সবচেয়ে বড় অভিশাপ । কাজেই এই সময়টাকে, এটাকে যদি আমরা উপযুক্ত ব্যবহারের মাধ্যমে সঠিক ভাবে সঠিক জায়গায় প্রয়োগ করতে না পারি তাহলে লাইফে কোন কিছু অর্জন করা সামনে আমাদের জন্য আরও কঠিন হয়ে যাবে । সবজায়গায় কম্পিটিশন ছাড়া আর কিছুই দেখতে পাবেননা । কিন্ত ফরেক্সে কোন কম্পিটিশন নেই,আর সেজন্যই আমার ফরেক্সে আসা ।
-
ফরেক্স এর ব্যপারে জানতে পারি এই বছরের প্রথম দিকে আগেও দেখেছি অনেক সাইট কিন্তু কখনও আগ্রহ বোধ করিনি। কিন্তু এই বছরের প্রথমদিক থেকে এটার ব্যপারে জানতে শুরু করি এবং এখনও জানছি এবং ডেমো করছি এখন আমার অনেক আগ্রহ এটার বিষয়ে জানার যাই হোক আমার অবশ্য একটি ব্যবসা আছে পুরাতন সেটা কম্পিউটার সার্ভিসিং এর তো আমি আমার দোকানে বসে ফ্রি টাইমে ফরেক্স নিয়ে পড়াশুনা এবং প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। তবে আমার ইচ্ছা এখান থেকে আমি ভাল কিছু আয় করার চেষ্টা করবো যাতে আমি আরও একটু ভালভাবে চলতে পারি।
-
আমার দেখামতে ফরেক্স ব্যবসা এমন একটি ব্যবসা যেখান থেকে আমরা অনায়সে অনেক পরিমাণের মুনাফা উপার্জন করতে পারি। তাছাড়া এই ব্যবসা করার জন্য আমাকে অন্যের কাছে দ্বারস্থ হতে হয় না। তারমানে এই ব্যবসায় আমিই আমার বস। আর এই বিষয়টা আমার খুব ভাল লাগে। তাছাড়া আমি যদি অন্য কিছু করতে চাই আমি সেটিও করতে পারবো, কারণ এই ব্যবসা করার জন্য আমাকে সম্পূর্ণ সময় দিতে হয় না।
-
আমার জানা মতে ফরেক্স ব্যবসাটি হচ্ছে স্মার্ট এবং সুন্দর একটি আয়ের মাধ্যম এখানে অনায়াসে দক্ষতা ও অভিজ্ঞতা খাটিয়ে ভাল মুনাফা উপার্জন করা সম্ভব। তাছাড়াও এই ব্যবসা করতে তেমন সমস্যা হয় না এমনকি রাজনৈতিকভাবে কোন জটিলতা নেই। আর উক্ত কারণগুলোর জন্যই আমি ফরেক্স ব্যবসার প্রতি আকৃষ্ট হয়।
-
আমি একজন ছাত্র।আমি মনে করি ফরেক্স ব্যবসা করার জন্য নিদৃষ্ট কোন সময় ব্যয় করতে হয়না যে কারনে আমি যেকোন সময় এটা করতে পারা য়াই। আমার কাছে মনে হয় আমি আমার পেশার পাশাপাশি ফরেক্সে ব্যবসা করে আমার আর্থিক উন্নতি করতে পারব। তাছাড়া ফরেক্স এ আসার অন্ন আরও কারন আছে তা হল আমি ফরেক্স ট্রেডিং করে আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি নিজেকে একজন অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তোলা ।
-
ফরেক্স এমন ট্রেডিং ব্যবসা যে টা অন্য যে কোন কাজের পাশাপাশি করা সম্ভব। তাই আমার কাছে ফরেক্স ভালো লাগে। আর ট্রেড করার জন্য সারাদিন চার্টের সামনে না থাকলেও চলে। নিজের ইচ্ছা মত যখন তখন ট্রেড করতে পারা যায়।
-
আমার এখানে ব্যবসা করার পেছনে একটাই উদ্দেশ্য সেটা হলো নিজে যাতে স্বয়ংসম্পূর্ণভাব চলতে পারি এবং সেই সাথে নিজের পরিবারকেও যাতে কিছুটা হলেও সহযোগিতা করতে পারি। তাই এ কারনেই এই আশায় কাজ করে যাচ্ছি যেন এই ব্যবসাটাকে আরেকটু উন্নত করতে পারি, আরেকটু ডেবলাভ করতে পারি এটাই আরকি।
-
প্রথম ফরেক্সে আসা কৌতুহলী হয়ে। তারপর ফরেক্স হয়ে উঠল আড্ডা, নতুন বন্ধুদের একসাথে ইনকাম করার একটি মাধ্যম। তারপর কখন যে ট্রেডিং এ অভ্যস্থ হয়ে গেছি তা নিজেই জানি না। কেটে গেছে অনেকগুলো বছর। এখনো সবার দোয়ায় টিকে আছি। তবে বেশিরভাগই এখানে আসে ভালো একটা অর্থ উপার্জন করার আশায়। কেউ পারে আবার কেউবা ঝড়ে যায়।
-
ফরেক্স একটি বিজনেস । এখানে সবাই যেমন টাকা আয় করার জন্য ট্রেড করে থাকে, তেমনি আমিও টাকা আয়ের জন্যই এখানে ট্রেড করে থাকি । আমার অনেক দিনের স্বপ্ন ফরেক্স এ ট্রেড করে টাকা আয় করব, অনেক দিন ধরে শিখে তারপর আমি এখন ট্রেড করা শুরু করেছি এবং একটু হলেও সফল হতে পেরেছি । তবে আমার এখনও অনেক কিছু শেখার আছে ।
-
ফরেক্স এর আসার কারণ হল ফরেক্স ব্যবসা করার জন্য নিদৃষ্ট কোন সময় ব্যয় করতে হয়না যে কারনে আমি যেকোন সময় এটা করতে পারছি |আমিও সেই উদ্দেশ্যেই ফরেক্সে এসেছি যাতে এখান থেকে প্রাপ্ত ইনকামে আমার হাত খরচ টা উঠে যায়। আমি মূলত ফরেক্সে এসেছি অর্থ উপার্জনের জন্য।
-
আমি ফরেক্স মার্কেটে আসার আগে ছোটখাটো অনেক কাজে যোগদান করেছি কিন্তু বেশি দিন উক্ত কাজগুলো করতে পারিনি। কিন্তু যখন থেকে আমি ফরেক্স মার্কেটের সন্ধ্যান পেয়েছি বা অন্যান্য বন্ধুদের কাছ থেকে ফরেক্স এর কথাবার্ত শুনেছি তখন থেকেই মোটামুটি ফরেক্স মার্কেটকে বুঝার চেষ্টা করেছি এবং এর পাশাপাশি ট্রেডিং সম্পর্কে জ্ঞান অর্জনের চেষ্টা আছি। আর যখন মোটামুটি ফরেক্স এর ধারণায় অগ্র হয়েছি তখনই এই মার্কেটে একটা এ্যাকাউন্ট তৈরি করি এবং সেই এ্যাকাউন্ট দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেডিং কৌশল পরিচালনা করতে শিখি। পরবর্তীতে ফরেক্স মার্কেটে ট্রেড করে ভাল সফলতা পেয়েছি এবং এখন পর্যন্ত ফরেক্স মার্কেটে ট্রেডের সুফল ভোগ করে চলছি। আর এজন্য আমি ফরেক্স মার্কেটকে আক্রে ধরে আছি আর ভবিষ্যতেও থাকব।
-
আমার ফরেক্স মার্কেট এ আশার উদ্দেশ্য আয় করা। আমি যদিও একটি ব্যবসা করছি তারপরও আমি চাই আরও একটি ইনকামের রাস্তা বের করা যা দিয়ে আমি আরও একটু ভাল চলতে পারবো। তবে ফরেক্স থেকে আয় করা অনেক সময়ের ব্যপার কারন ভালভাবে বুঝতে না পারলে শুধু লস হতে থাকবে। লস করার চেয়ে আগে ভাল ভাবে শিখে নিয়ে তারপর ট্রেড করা উচিত। তারপরও লস হবে তবে আপনি বুঝতে পারবেন কেন লস হচ্ছে। আমিও লস করছি আর একটু একটু করে শিখছি।
-
ফরেক্স মার্কেট থেকে আয় করার জন্য আমার ফরেক্স মার্কেটে আশা আর আমি ফরেক্স মার্কেট থেকে আয় করে আমার পরিবারের চাহিদা বা আমার নিজের জিবনের চাহিদা পুরন করার উদ্দেশে আমার ফরেক্স মার্কেটে আশা আমি ফরেক্স মার্কেটে ট্রেড করে আমার জিবনের চাহিদা সম্পুরন ভাবে জেন পুরন করতে পারি এই জন্য আমার ফরেক্স মার্কেটে আশা ।
-
ব্যক্তিগতভাবে আমি বলবো ফরেক্স ব্যবসায় আসার আমার মুল করান হলো একজন ভালো ফরেক্স ট্রেডার হওয়া। তাছাড়া আরো কারন আসে যেমন ফরেক্স খুব লাভজনক ব্যবসা। এই ব্যবসা করে খুব দ্রুত ধনী হওয়া যায়। এই ব্যবসা করলে আমি আমার পরিবারকে সমায় দিতে পারবো। আমি এর মতো ভালো আর কোন ব্যবসা আর দেখিনি তাই আমি ফরেক্স ব্যবসা করি।
-
আমার ফরেক্স এ আসার কারন টা হচ্ছে আমার ইচ্ছে ছিল জীবনে ভাল কিছু একটা করা ,আর ভাল কিছু করতে হলে ভাল একটা মাধ্যম এর প্রয়োজন আছে,তাই আমি মনে করি ফরেক্সই হচ্ছে সেই মাধম,আমি যদি ফরেক্স মার্কেটে নিজের লোভ টাকে কন্ট্রোল করতে পারি তাহলে আমি আমার লক্ষে পোঁছাতে পারব আশা করি।
-
আমি নিজেকে উন্নত করার জন্য। আমার জীবনে ভিবিন্ন্ যায় গাই গেছি ব্যবসা করতে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে ব্যবসায় লচ খাইছি আজ বিভিন্ন ব্যাংকে কিছু লোন আছে এগুলো এখন পরিশুধ করতেছি । জীবনের অনেক লস খাইছি বাট এখন আর লস খাইতে চাই না। জীবনে আর লস দিতে যেন না হয় সে জন্য ফরেক্র মারকেটে আসা।
-
আমার ফরেক্স এ আসার অন্যতম কারণ হচ্ছে আমি বর্তমানে বেকার আর ফরেক্স মার্কেটে এসে আমার বেকারত্ব কিছুটা হলে দূর করতে পারছি। এমন কি ফরেক্স মার্কেটে অনেক দিন যাবৎ কাজ করতেছি মোটামুটি ফরেক্স সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান অভিজ্ঞতা অর্জন করেছি। আর উক্ত জ্ঞানের উপর নির্ভর করে বর্তমানে আমি শুধুমাত্র ফরেক্স মার্কেটের উপর পূর্ণ নির্ভরশীল হয়ে আছি। এবং এতে করে আমি বেশ ভাল মুনাফা উপার্জন করতে পারছি। এছাড়াও বর্তমানে আমি ফরেক্স ব্যবসা করে বেশ সচ্ছলতা বোধ করছি।
-
পৃথিবীতে মানুষ যে কাজই করুক না কেন প্রতিটি কাজের উদ্দেশ্য আছে। কেননা উদ্দেশ্য ছাড়া কোনও কাজ হয় না। তেমনি আমার ফরেক্স ট্রেডিং এ আসারও উদ্দেশ্য আছে আর সেটা হলো যেহেতু ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস এবং এটা একটা স্বাধীন ব্যবসা তাই আমি আমার কেরিয়ার এখানে গড়তে চাই। বর্তমান সময়ে আউটসোর্সিং বা ফ্রীল্যংসিং বেস জনপ্রিয় একটা ব্যবসা। এখানে কাজ করলে নিজের ইচ্ছা স্বাধীন ভাবে কাজ করা যায়। এবং এতে কাজ করে বৈদেশিক মুদ্রা এনে দেশকেও অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করা সম্ভব। তাই আমি এককথায় বলতে পারি ফরেক্স ট্রেডিং এ আমার আসা হলো এখানে কাজ করে নিজে স্বাবলম্বী হওয়া এবং দেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করা। ধন্যবাদ
-
আমি মাস্টার্স শেষ করেও জব পাছিনা,তাই আমার বেকারত্ব দূর করার জন্য আমি এই ফরেক্স বিজিনেস এ জইন করেছি,আমি এখন প্রতি মাস এ ২০০ ডলার ইনকাম করতে পারি,কিন্তু জব করেও কেউ এমন আয় করতে পারছেনা,ফরেক্স বিজিনেস আমার এখন ইনকাম করার একটি মাত্র পথ।
-
একজন দক্ষ ট্রেডার হওয়ার চ্যালেঞ্জ সামনে রেখে, নিজের আর্থিক অবস্থার উন্নয়ন আর কিছু অপূর্ণ স্বপ্ন পূরণ করার লক্ষ্য নিয়েই ফরেক্স এ আমার আগমন। I wish, i can do it, ইনশাআল্লাহ্।