সহজভাবে বলতে গেলে লাভ: ফরেক্স এ ট্রেড ওপেন করার পড় যদি আপনার অনুকুলে যায় তাহলে লাভ হবে।যেমন- আপনি একটি ট্রেড বাই ওপেন করলেন ১.১২৩৪ এবং লট ০.১। এবার যদি তা বেরে ১.১২৩৮ হয় তাহলে আপনার লাভ হল স্প্রেড বাদ দিয়ে ১ পিপস যা লট অনুযায়ি ০.১০ ডলার।
লস: ফরেক্স এ ট্রেড ওপেন করার পড় যদি আপনার প্রতিকুলে যায় তাহলে লস হবে।যেমন- আপনি একটি ট্রেড সেল ওপেন করলেন ১.১২৩৪ এবং লট ০.১০। এবার যদি তা ১.১২৩৫ হয় তাহলে আপনার লস হল । ফরেক্স এ এভাবে লাভ এবং লস হয় ।