লস হবে না এমন গ্যারান্টি কিভাবে দেয়া সম্ভব? আমরা যারা নিয়মিত ট্রেডিং করি আমরা প্রত্যেকেই জানি ফরেক্স ট্রেডিং করতে গেলে অথবা লস মেনে নেয়ার ক্ষমতা থাকতে হয়।
Printable View
লস হবে না এমন গ্যারান্টি কিভাবে দেয়া সম্ভব? আমরা যারা নিয়মিত ট্রেডিং করি আমরা প্রত্যেকেই জানি ফরেক্স ট্রেডিং করতে গেলে অথবা লস মেনে নেয়ার ক্ষমতা থাকতে হয়।
ফরেক্স এ কাজ করতে গেলে যেকোনো সময় নষ্ট হতে পারে এটা আমরা জেনে নেই পরে কাজ শুরু করেছি। ক্লাস হবে না এমন গ্যারান্টি যদি পাওয়া যায় তাহলে সে নিয়মগুলো অনুসরণ করতে আমাদের কোন আপত্তি নেই।
আমি মনে করি আপনি যদি মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করেন তাহলে আপনার অ্যাকাউন্ট কখনই জিরো হবে না । ধরুন আপনার অ্যাকাউন্ট এর মূলধন ১০০ ডলার । এখন আপনি যদি ১০ সেন্টের ট্রেড ওপেন করেন তাহলে আপনার অ্যাকাউন্ট জিরো, মার্কেট পর্যবেক্ষণ করতে হবে, এনালাইসিস করতে হবে নিখুদ ভাবে, তাছাড়া মার্কেটের ট্রেন্ডও ফলো করতে হবে। তাহলেই আশা করা যায় যে এখানে আপনার একাউন্ট আর কখনই জিরো হবেনা।
ফরেক্স মার্কেটে যদি এ্যাকাউন্ট জিড়ো বানাতে না চান তাহলে আপনার কিছু গুণের অধিকারী হতে হবে । নিম্নে সেগুলোর কয়কেটা দেওয়া হল :
(১) ধৈর্য্য ধারণ করতে হবে ।
(২) ফরেক্স সর্ম্পকে অভিজ্ঞতা অর্জন করতে হবে ।
(৩) ফরেক্স মার্কেট এ্যানালাইসিস করতে হবে ।
(৪) ফরেক্স নিউজ অনুসরণ করতে হবে ।
(৫) ফরেক্স স্কুল সর্ম্পকে ধারণা রাকতে হবে
ফরেক্সে এ্যাকাউন্ট জিড়ো হওয়া ঠেকাতে হলে আমাদেরকে যথার্থভাবে মানি ম্যানেজমেন্টের দিকে নজর দেওয়া উচিত । আপনি যদি কম প্রফিটে সন্তুোষ্ট থাকেন তাহলে আপনি লিভারেজ কম ব্যবহার করবেন অথবা কম লটে ট্রেড করবেন । অামরা বেশী করে ফরেক্স মার্কেটে কাজ করব তাহলেই অামরা লাভবান হতে পারব । ভাই এখানে গ্যারান্টি দিয়ে কিছুই বলা যায় না। একাউন্ট জিরো হতেই পারে। তবে একাউন্ট জিরো ঠেকাতে ওভার ট্রেডিং রোধ করতে হবে। ওভার ট্রেডিংই একাউন্ট জিরো হওয়ার অন্যতম কারন। আমাদের এমন ভাবে লট নেয়া উচিত নয় যেন ২০০-৩০০ পিপস বিপরীত মুভেই আমাদের একাউন্ট জিরো হয়ে যায়। এক্ষেত্রে মানি ম্যানেজমেন্টে নজর দেয়া উচিত।
ফরেক্স মার্কেটে একজন দক্ষ ট্রেডারের সবচেয়ে বড় গুণ হল নিজেকে লোভ থেকে দূরে রেখে ট্রেড শেখা। যারা লোভকে আয়ত্বে আনতে পেরেছে তারাই অতি তাড়াতাড়ি ফরেক্স শিখতে পেরেছে। আমাদের উচিত আয়ের আগে ট্রেড ভাল করে শেখা। নয়তো আমরা পিছিয়ে থাকব।
অবশ্যই ফরেক্স বাজারে কৌশলে ট্রেড করতে পারলে লস এড়ানো সম্ভব। এক্ষেত্রে ফরেক্স বিষয়ে সঠিক ধারনা থাকা বিশেষ প্রয়োজন। দক্ষ হলে খুব সহজেই লাভবান হওয়া সম্ভব।
আমরা যখন ১০০০ ডলারের একাউন্ট এ ১ স্টান্ডার্ড লট সেল মারি তখন তখন আমরা আসলে ১ লক্ষ ডলার কিনলাম। এখন Usd যদি শক্তিশালী হয়ে নিচে নামে তাহলে আমরা পার পিপস ১০ ডলার প্রফিট করি। ১০০ পিপস নিচে আসলে ১০০০ ডলার প্রফিট করি। এখন মার্কেট যদি উল্টাদিকে যায়, বা Eur এর ভ্যালুটা যদি বাড়ে তাহলে ২০০ পিপস উপরে গেলেই আমাদের লস হবে ২০০০ ডলার এবং মার্জিন সহ যদি আমদের ২০০০ ডলার লসে যায় তখন অটো আমাদের ট্রেডটি ক্লোজ হয়ে একাউন্ট জিরো হয়ে যাবে। আর ট্রেড ক্লোজ হবার পর যদি মার্কেট নিচেও পড়ে তাতে আমাদের কোন লাভ নেই ।
একাউন্ট জিরো হতেই পারে। তবে একাউন্ট জিরো ঠেকাতে ওভার ট্রেডিং রোধ করতে হবে। ওভার ট্রেডিংই একাউন্ট জিরো হওয়ার অন্যতম কারন। আমাদের এমন ভাবে লট নেয়া উচিত নয় যেন ২০০-৩০০ পিপস বিপরীত মুভেই আমাদের একাউন্ট জিরো হয়ে যায়। এক্ষেত্রে মানি ম্যানেজমেন্টে নজর দেয়া উচিত।
ফরেক্স মার্কেটে আপনার একাউন্ট জিরু হবে না যদি আপনি আপনার ব্যলেন্স উপর মানি মেনেজমেট ঠিক মত করতে পারেন তাহলে আর যদি আপনি মানি মেনেজমেন্ট ঠিক মত না করতে পারেন তাহলে আপিনার বেলেন্স বেশি দিন ঠিকে থাকবে বলে মনে হয় না কারন ফরেক্স মার্কেটে মানি মেনেজমেন্ট খুব ধরকার।
ফরেক্স মার্কেটে সফল হওয়ার একটি অন্যতম পথ হলো সঠিকভাবে কৌশল অবলম্বন করে ট্রেড করা। কেননা একটি সঠিক ও আদর্শ কৌশল অবলম্বন করতে না পারলে ট্রেড করে কখনোই প্রফিট করা সম্ভব হবে না। এক্ষেত্রে আপনার প্রফিটের ব্যালেন্স অনুযায়ী লট বা ভলিউম নির্ধারন করে ট্রেড করতে হবে। অতিরিক্ত লোভ করে বড় লটে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। আপনার ব্যালেন্স একশত ডলারের নিচে হলে কখনও ০.০১ এর বেশি ট্রেড নেওয়া উচিত হবে না। আমাদের প্রথম লক্ষ হওয়া উচিত ব্যালেন্স টিকেয়ে রাখা। ব্যালেন্সের দিকে নজর রেখে ট্রেডের লট নির্ধারন করতে হবে।
ফরেক্স কৌশলে আপনার একাউন্ট জিরো হবে না
গেরানটেড ! ফরেক্স এ আর আপনার একাউন্ট জিরো হবে না . . .
আপনার একাউন্ট জিরো হবে নাকি হবেনা সেটা নির্ভর করছে আপনি কত লেভারেজ নিচ্ছেন, কত ট্রেড দিচ্ছেন সেটার উপর।
সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
যদি আপনি লেভারেজ না নেন তাহলে একাউন্ট
জিরো হবেনা। কারণ ১ Eur তে ১.১০ ডলার পাওয়া
যাচ্ছে। বা ১ ডলারে .৯০ Eur পাওয়া যায়। তাই এই
মুহুর্তে যদি আপনি ২০০০ ডলার ইনভেষ্ট করে .০১ লট
বা ১০০০ Eur কিনে রাখেন তাহলে যদি Eur এর
এগেইনেষ্ট এ Usd ৭৫০০ পিপস পড়ে একেবারে ডলার
এর দাম শুন্যও হয়ে যায় আপনার লস হবে ৭৫০ ডলার,
আসলে লেভারেজ আপনাকে বড় আকারে ট্রেড দিতে সুযোগ দিচ্ছে এবং সে কারণে লস হলেও সেটা বড় আকারে হয়। এখন আপনি লেভারেজ ঠিকই ১:৫০০ নিলেন কিন্তু ট্রেড এ সেটার ব্যবহার করলেননা তাহলেও কিন্তু আপনার একাউন্ট জিরো হবেনা,
আপনি কখনো একাউন্ট জিরো করতে পারবেননা। লস হবে কিন্তু জিরো হবেনা। তেমনি অভার প্রফিটও করতে পারবেননা।
যাক ফরেক্স মার্কেট এ যেমন লসের প্রচুর ঝুকিঁ আছে তেমনি প্রফিটেরও প্রচুর অপারচুনিটি আছে। কারণ ফরেক্স ব্যবসা হচ্ছে অনিশ্চিত ব্যবসা । প্রতিনিয়ত পরিবর্তনশীল এই মার্কেটে কখন কি ঘটবে তা কেউ বলতে পারবে না । ফরেক্সে একাউন্ট জিরো হওয়া ঠেকাতে হলে আমাদেরকে যথার্থভাবে মানিম্যানেজমেন্ট র দিকে নজর দেওয়া উচিত ।
ফরেক্স মার্কেটে আপনার একাউন্ট কখনো জিরো হবেনা । যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনার একাউন্ট জিবনে জিরো হবেনা । আর আপনার যনি অগনিত টাকা থাকে এবং ট্রেড সম্পর্কে ভাল ধারনা থাকে তাহলে আপনার একাউন্ট জিরো হবে না। আপনি যদি এই মার্কেটে ব্যবসা করেন তাহলে আপনাকে অবশ্যই ভাল করে মার্কেট বুঝতে হবে । এবং টাকা কম থাকলে কম সেন্ট দিয়ে ট্রেড করতে হবে ।
ফরেক্সে আমরা আমাদের নিজেদের কৌশলগত কারণেই ব্যালেন্স জিরো করে থাকি। এই জিরো করার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো বেশি লিভারেজ নেওয়া এবং সেই অনুযায়ী একাধিক ট্রেড ওপেন করা, যেটা একাউন্ট জিরো করে দেয়ার জন্য যথেষ্ট। এছাড়াও অতিরিক্ত লোভ এবং অধৈর্যতা ব্যালেন্স জিরো করার অন্যতম কারণ। এর পাশাপাশি স্বল্প জ্ঞান নিয়ে ফরেক্স ট্রেডিং করা, অতিরিক্ত আবেগী হয়ে ট্রেড নেয়া, সুশৃংখল প্ল্যানিং না করা, শুরুতেই অধিক মুনাফা অর্জন করার মানসিকতা, ভুলের কারণগুলো রেকর্ড করে সে অনুযায়ী নিজেকে সংশোধন না করা এবং অন্যের সিগন্যাল নির্ভর ট্রেডিং করা ফরেক্স মার্কেটে লস করার কতিপয় মেজর কারণ। এছাড়াও মানি ম্যানেজমেন্ট না মেনে ট্রেড করা, অভার র্ট্রেডিং করা, স্টপ লস ব্যবহার না করা, সঠিকভাবে এনালাইসিস না করা ইত্যাদি ফরেক্স মার্কেটে লস করার অন্যতম কারণ। লসের বৃত্ত থেকে বের হতে হলে অবশ্যই উপরোক্ত বিষয়গুলোকে সঠিক পন্থায় পালন করে ট্রেডিং করতে হবে। নতুবা কখনোই লসের চক্র থেকে বের হওয়া সম্ভব নয়। তাই আমাদের অবশ্যই একাউন্ট ওপেন করার সময় লিভারেজ নির্ধারণে অনেক বেশি সতর্ক হতে হবে।
আসলে ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা অনেকেই জানি যে আসলে ফরেক্স মার্কেটে আমাদের একাউন্ট জিরো হতে সময় লাগে না। কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি তাহলে ফরেক্স মার্কেট আমাদের একাউন্ট জিরো করাটাও খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। যদি আমরা মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে এবং সঠিকভাবে মার্কেট এনালাইসিস করার মাধ্যমে ট্রেড করতে পারি। এবং আমরা যদি ছোট ছোট লটে ট্রেড করি তাহলে আমাদের একাউন্ট জিরো করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। কারণ আমাদের যতই লস হোক মানি ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে তাহলে আমাদের একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং মার্কেট একসময়ের লস রিকভার করে আবার ব্যাক করতে পারে সেদিকে আমরা যদি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি এবং মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে সঠিক এনালাইসিস করার মাধ্যমে ট্রেড করতে পারি তাহলে আমাদের অ্যাকাউন্ট জিরো করা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ।
আপনার কথাটা একেবারেই অযৈক্তিক। কারন এখানে যদি আপনি লিভারেজ ব্যবহার না করেন, তাহলোতো আপনি ইনকামি করতে পারবেন না। ভলিওমের ব্যাপারটাও কিন্তু সেরকম। তাই এগুলোর সাথে কৌশলের কোন সম্পর্ক নেই। কেননা কৌশল সেটা আলাদা ভিন্ন একটা জিনিস, যেটা পরিপূর্ণতা পাবে আপনার পদ্ধতির উপর। আপনার স্ট্রাটিজি যদি ভাল হয়, তাহলে সুকৌশলে আপনার ট্রেডগুলোকে, আপনার একাউন্টকে নিরাপদ রাখতে পারবেন
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে। কৌশল অবলম্বন না করলে কখনোই বেশি দিন টিকে থাকা যাবে না। আপনি মার্কেটে টিকে থাকার জন্য কিছু কৌশল অবলম্বন করবেন,একটি না একটি কৌশল থেকে অবশ্যই আপনার কাছে সফলতা ধরা দিবে। সব সময় চেষ্টা করবেন রিস্ক কম নিয়ে কাজ করতে তাতে করে আপনার অ্যাকাউন্ট বেশি দিন টিকে থাকার সম্ভাবনা থাকে।ফরেক্সে একাউন্ট জিরো হওয়া ঠেকাতে হলে আমাদেরকে যথার্থভাবে মানিম্যানেজমেন্ট এর দিকে নজর দেওয়া উচিত । কেননা সঠিক মানিম্যানেজমেন্ট ট্রেডিং এর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে এবং মার্কেটে বেশিদিন টিকে থাকা সম্ভব।
ফরেক্স মার্কেটে এ্যাকাউন্ট জিরো হওয়ার ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর আপনার ভলিওমের উপর নির্ভর করে। আপনি যদি সঠিকভাবে ভবিওমের উপর নির্ভর করে সঠিক ট্রেডিং এনালাইসিস করতে করতে পারেন তাহলে আপনার এ্যাকাউন্ট সহজে জিরো হবে না। আর যদি ভবিওম বা মানি ম্যনেজমেন্ট ঠিক না রেখে ট্রেডিং কৌশল শুরু করেন তাহলে আপনার এ্যাকাউন্ট দ্রুত জিরো হয়ে যেতে পারে। কারন আপনি আগে থেকেই লস এর পরিমান নির্ধারন করে দিতে পারবেন। আর ট্রেডিং এর ক্ষেত্রে কোন কিছুর গ্যারান্টি নেই তাই সবসময় প্রটেকশন নিয়ে ট্রেড করবেন তাহলে সমস্যা কম হবে। আর যারা অতিরিক্ত বড় লটে ট্রেড করেন তারাতারি বেশী বেশী লাভ করার জন্য তাদেরই একমাত্র একাউন্ট জিরো হয়।
ফরেক্স মার্কেটে লস করে শূন্য হবে না এটা শিওর হয়ে বলা মুশকিল। মার্কেট যদি উল্টাদিকে যায়, বা Eur এর ভ্যালুটা যদি বাড়ে তাহলে ২০০ পিপস উপরে গেলেই আমাদের লস হবে ২০০০ ডলার। মার্জিন সহ যদি আমদের ২০০০ ডলার লসে যায় তখন অটো আমাদের ট্রেডটি ক্লোজ হয়ে একাউন্ট জিরো হয়ে যাবে। আর ট্রেড ক্লোজ হবার পর যদি মার্কেট নিচেও পড়ে তাতে আমাদের কোন লাভ নেই।
আপনি যদি মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করেন তাহলে আপনার অ্যাকাউন্ট কখনই জিরো হবে না । ধরুন আপনার অ্যাকাউন্ট এর মূলধন ১০০ ডলার । এখন আপনি যদি ১০ সেন্টের ট্রেড ওপেন করেন তাহলে আপনার অ্যাকাউন্ট জিরো হতে হলে মিনিমান ১০০০ পিপস মার্কেটকে আপনার ট্রেডের বিপরীতে যেতে হবে । সেটা অঘন্টন না হলে অসম্ভব একটা বিষয় । তাই কম লটে ট্রেড করুণ অ্যাকাউন্ট জিরো হবে না , যদিও লাভ কম হবে , কিন্তু লসের চেয়ে সামান্য লাভও অনেক ভালো ।মানি ম্যানেজমেন্ট রোল ফলো করে ট্রেড করে তাহলেতো তার একাউন্টটা জিরো হওয়ার কোন প্রশ্নই আসে না।মোট কথা হচ্ছে আমরা লোভে পড়ে ট্রেড করি যার কারণে একাউন্ট জিরো হয়।মানি ম্যানেজমেন্ট রোল ফলো করলে এরকম হয় না।ট্রেডিং এমন একটি কৌশল ট্রেডিং ব্যবসা যেখানে আপনাকে কৌশলে প্রফিট করে নিতে হবে। কারন এখানে প্রফিট করা অতটা সহজ বিষয় না। ফরেক্স মার্কেট এমনও ট্রেডার আছেন যে ৭-৮ বছর ধরে ফরেক্স করছেন তারা এখনও লস করছেন।আমাদের যত বেশি জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে, তত ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা এবং যদি আমরা ভাল পরিকল্পনার সর্বনিম্ন বৈদেশিক মুদ্রায় কাজ করি তবে আমাদের পক্ষে এটি আরও ভাল হবে এবং আমরা সফল নেতারা হয়ে উঠব। আমার বন্ধু বৈদেশিক মুদ্রার বাজারে হরি করছিল না এবং আমাদের আটটি ফরেক্স মার্কেটে দেখাতে হবে না আমরা রোগী এবং শীতল মনের সাথে কী করতে হবে তা যদি আমরা পড়ার অঞ্চলে প্রতিক্রিয়া করি তবে আমরা সফল হতে পারি তারপরে আমরা জাতি এবং ক্ষতির মুখোমুখি
ফরেক্স মার্কেট এ যতো বার আমি আমার একাউন্ট জিরো করেছি তা নিজের অতিরিক্ত লোভ এর জন্য করেছি,বার বার একাউন্ট জিরো করে এখন আর ট্রেডিং করতে মন চাই না,আমি মনে করি ট্রেডিং করার জন্য একটি কৌশল অব্যশই আপনার মেনে নিয়ে করতে হবে,কিন্তু আমি মনে করি ফরেক্স ট্রেডিং এর সব থেকে বড় কৌশল হয়েছে ম্যানি ম্যানেজমেন্ট ঠিক রেখে লট নির্ধারন করে আপনি যদি স্টপ লস ব্যবহার করে ট্রেডিং করেন তাহলে আপনার একাউন্ট জিরো হবার চান্স অনেক কম থাকবে,ধন্যবাদ সবাই কে।
আসলে লেভারেজ আপনাকে বড় আকারে ট্রেড দিতে সুযোগ দিচ্ছে এবং সে কারণে লস হলেও সেটা বড় আকারে হয়।এখানে গ্যারান্টি দিয়ে কিছুই বলা যায় না। একাউন্ট জিরো হতেই পারে। তবে একাউন্ট জিরো ঠেকাতে ওভার ট্রেডিং রোধ করতে হবে। ওভার ট্রেডিংই একাউন্ট জিরো হওয়ার অন্যতম কারন। আমাদের এমন ভাবে লট নেয়া উচিত নয় যেন 150-200 পিপস বিপরীত মুভেই আমাদের একাউন্ট জিরো হয়ে যায়। এক্ষেত্রে মানি ম্যানেজমেন্টে নজর দেয়া উচিত। এখন আপনি লেভারেজ ঠিকই 1ঃ5 নিলেন কিন্তু ট্রেড এ সেটার ব্যবহার করলেননা তাহলেও কিন্তু আপনার একাউন্ট জিরো হবেনা,
ফরেক্স মার্কেটে অ্যাকাউন্ট জিরো হবে না এমন নিশ্চয়তা কেউ দেওয়া উচিত হবে না। কারন ফরেক্স একটা লোভী জায়গা যেখানে লোভে পড়লে মানু্ষ সবরকম নীতি ভুলে ওভারট্রেডিং করে জিরো হয়ে যেতে পারে।তবে যদি সর্বোচ্চ ধৈর্য্য এবং বড় ক্যাপিটাল নিয়ে মানি ম্যানেজমেন্ট ফলো করা যায় তবে অ্যাকাউন্ট জিরো হওয়া থেকে প্রতিহত হতে পারে অন্যথায় সম্ভব না।ট্রেড করতে পারেন তাহলে আপনার একাউন্ট কখনই জিরো হবেনা। এছাড়াও আপনাকে মার্কেট সম্পর্কে মোটামুটি ভাল কিছু অভিজ্ঞতাও থাকতে হবে। মার্কেট পর্যবেক্ষণ করতে হবে, এনালাইসিস করতে হবে নিখুদ ভাবে, তাছাড়া মার্কেটের ট্রেন্ডও ফলো করতে হবে। তাহলেই আশা করা যায় যে এখানে আপনার একাউন্ট আর কখনই জিরো হবেনা।আমার প্রিয় ভাই, আপনি ঠিকই বলেছেন এবং আমি আপনার সাথে একমত যে আমরা যদি এই কৌশলটিতে সবচেয়ে ভাল করে কাজ করি তবে আমি অনেক কিছু দেব তবে তা ঘটে। আমরা এতে কৌশল না রেখে আমরা এতে কখনই সফল হতে পারি না, তাই অ্যাকাউন্টের স্বার্থে আমাদের এটিতে একটি সম্পূর্ণ প্রচেষ্টা করতে হবে।
ফরেক্স মার্কেটে এ্যাকাউন্ট জিড়ো হবে না কারণ হল মার্কেট এ্যানালাইসিস বেশী বেশী করে করব তাহলেই আমরা লাভবান হতে পারব । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । আমরা বেশী বেশী এ্যানালাইসিস করব তাহলেই আমরা লাভবান হতে পারব মানি ম্যানেজমেন্ট না করা, স্টপ লস এবং টেক প্রফিট ব্যাবহার না করা। ফরেক্স স্টাডি করে দক্ষতা লাভ করতে পারলে লস করার সম্ভাবনা অনেক কম।আর যদি ভবিওম বা মানি ম্যনেজমেন্ট ঠিক না রেখে ট্রেডিং কৌশল শুরু করেন তাহলে আপনার এ্যাকাউন্ট দ্রুত জিরো হয়ে যেতে পারে। আর যারা অতিরিক্ত বড় লটে ট্রেড করেন তারাতারি বেশী বেশী লাভ করার জন্য তাদেরই একমাত্র একাউন্ট জিরো হয়। অতিরিক্ত বড় লটে ট্রেড করে তারাতারি বেশী বেশী লাভ করার জন্যই একমাত্র একাউন্ট জিরো হয়।
এখানে গ্যারান্টি দিয়ে কিছুই বলা যায় না। একাউন্ট জিরো হতেই পারে। তবে একাউন্ট জিরো ঠেকাতে ওভার ট্রেডিং রোধ করতে হবে। ওভার ট্রেডিংই একাউন্ট জিরো হওয়ার অন্যতম কারন। আমাদের এমন ভাবে লট নেয়া উচিত নয় যেন ২০০-৩০০ পিপস বিপরীত মুভেই আমাদের একাউন্ট জিরো হয়ে যায়।এক্ষেত্রে মানি ম্যানেজমেন্টে নজর দেয়া উচিত।প্রতিনিয়ত পরিবর্তনশীল এই মার্কেটে কখন কি ঘটবে তা কেউ বলতে পারবে না।ফরেক্সে একাউন্ট জিরো হওয়া ঠেকাতে হলে আমাদেরকে যথার্থভাবে মানিম্যানেজমেন্ট র দিকে নজর দেওয়া উচিত।কেননা সঠিক মানিম্যানেজমেন্ট ট্রেডিং এর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে।
একটি উন্নত ফরেক্স কৌশল আপনার ট্রেডিং অ্যাকাউন্ট রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যদিও কোনো কৌশলই নির্বোধ নয়, সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা এবং মার্কেটের অবস্থার সাথে অভিযোজন আপনার সম্পূর্ণ অ্যাকাউন্ট ব্যালেন্স হারানোর ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। সুশৃঙ্খল থাকুন এবং দীর্ঘমেয়াদী সাফল্যের সম্ভাবনা বাড়ানোর জন্য আপনার কৌশলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন।
ফরেক্স মার্কেটে অ্যাকাউন্ট জিরো হবে না এমন নিশ্চয়তা কেউ দেওয়া উচিত হবে না। কারন ফরেক্স একটা লোভী জায়গা যেখানে লোভে পড়লে মানু্ষ সবরকম নীতি ভুলে ওভারট্রেডিং করে জিরো হয়ে যেতে পারে।তবে যদি সর্বোচ্চ ধৈর্য্য এবং বড় ক্যাপিটাল নিয়ে মানি ম্যানেজমেন্ট ফলো করা যায় তবে অ্যাকাউন্ট জিরো হওয়া থেকে প্রতিহত হতে পারে অন্যথায় সম্ভব না।যদি মানি ম্যানেজমেন্ট রোল ফলো করে ট্রেড করে তাহলেতো তার একাউন্টটা জিরো হওয়ার কোন প্রশ্নই আসে না।মোট কথা হচ্ছে আমরা লোভে পড়ে ট্রেড করি যার কারণে একাউন্ট জিরো হয়।মানি ম্যানেজমেন্ট রোল ফলো করলে এরকম হয় না।সেটিংয়ে সাফল্য অর্জনের উপায়, আমাদের যত বেশি জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে, তত ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা এবং যদি আমরা ভাল পরিকল্পনার সর্বনিম্ন বৈদেশিক মুদ্রায় কাজ করি তবে আমাদের পক্ষে এটি আরও ভাল হবে এবং আমরা সফল নেতারা হয়ে উঠব। আমার বন্ধু বৈদেশিক মুদ্রার বাজারে হরি করছিল না এবং আমাদের আটটি ফরেক্স মার্কেটে দেখাতে হবে না আমরা রোগী এবং শীতল মনের সাথে কী করতে হবে তা যদি আমরা পড়ার অঞ্চলে প্রতিক্রিয়া করি তবে আমরা সফল হতে পারি তারপরে আমরা জাতি এবং ক্ষতির মুখোমুখি হব।
একাউন্ট একেবারে শুন্য হবেনা। যদিও সেটা কখনো সম্ভব না দুটি শক্তিশালী মূদ্রার বিনিময় হার কখনো শুন্যতে নামতে পারেনা। আমরা যখন ১০০০ ডলারের একাউন্ট এ ১ স্টান্ডার্ড লট সেল মারি তখন তখন আমরা আসলে ১ লক্ষ ডলার কিনলাম। এখন Usd যদি শক্তিশালী হয়ে নিচে নামে তাহলে আমরা পার পিপস ১০ ডলার প্রফিট করি। ১০০ পিপস নিচে আসলে ১০০০ ডলার প্রফিট করি,