-
ফরেক্সে যে সব কারনে ট্রেডাররা বেশি ভাগ ক্ষেত্রে লস করে থাকে তার প্রধান এবং অন্যতম কারন হল ওভার কনফিডেন্স এবং লোভের বসবর্তি হয়ে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করা। এছাড়াও ভূল ট্রেডিং জালে জড়িয়ে যাওয়া,মার্কেট অ্যানালাইসিস জ্ঞানের স্বল্পতা প্রভৃতি কারনে এখানে ট্রেডাররা লস করে থাকেন।
-
যে কনো ব্যবসায় না বুঝে করলে তো লস এ পড়তে হবে ফরেক্স ও তেম্ন আপনি ফরেক্স এ না বুঝে ফরেক্স এ ট্রেড করলে তো লস খাবেনই। যারা ভাল করে ফরেক্স এ ট্রেড বুঝে না। না বুঝে ট্রেড শুরু করে দেই তারা লাভ তো দূরে থাক লস ছাড়া আর কিছু ফরেক্স থেকে নিতে পারে না। তাই ফরেক্স এ লস করতে না চাইলে কাজ বুঝে তারপর ট্রেড করতে হবে।
-
ফরেক্স মাকেটে রিক্সি মাকেট এখাণ থেকে লাভ করা অনেক কথিন | ফরেক্স মাকেট অনেক লস করে থেকে লোভ এড় কারনে ফরেক্স মাকেটে যে বেশি লোভ করবে সে ফরেক্স থেকে লস করতে পারে | আর ফরেক্স যারা নতুন তারা অদক্ষতা থাকার কারনে ফরেক্স মাকেটে লস করে থাকে |
-
ফরেক্স এ লস করার কারন হল:
১) লোভ করে ট্টেড করা
২) বেশী লটে ট্টেড করা
৩) মার্কেট এনালাইসিস না করা
৪) মানি ম্যানেজমেন্ট মেনে না চলা
ইত্যাদি কারনে সাধারন লস গুলো করে থাকে।
-
৯৫% ট্রেডার কখনও লস করে না। ৯৫% লস করে তার যারা ফরেক্স না বুঝে, এনালাইসিস ছাড়া ট্রেড করে তারা লস করেন। ট্রেডারেরা হয়ত ৫টি ট্রেড বনালে ২টিতে লুজার হয় বাকী ৩টিতে লাভ বান হয়। সব মিলে লাভ - লস = লাভ থাকে ।আপনার কাছেও ফরেক্স ভাল লাগবে যদি আপনি ফরেক্স দক্ষ হয়ে ট্রেড করে লাভ করেন।
-
ফরেক্স মার্কেটে লসের কারন হলঃ
# অভিজ্ঞতার অভাব
# মার্কেট এ্যানালাইসিস না করা
# মনগড়া ট্রেড করা
# লোভ করা
# অন্যকে অনুসরন করা
# ওভার ট্রেড করা
-
ফরেক্স একটা ব্যবসা আর ব্যবসায় লাভ লস থাকবেই তবে ন লসের একটা কারন আছে সাধারনত ফরেক্সে যারা নতুন নতুন ট্রেড করে তারা বেশির ভাগই লস করে ।ফরেক্স এ লসের কারন কি লসের কারন হিসেবে আমি মনে করি অতিরিক্ত লোভ করা মার্কেট এনালাইস না করে ট্রেড ওপেন করা ।তাছারা মানিম্যানেজমেন্ট না দেখে ট্রেড ওপেন করা ।আরেকটা বিষয় হচ্ছে একটা ট্রেডে লস হবার পরে মনে করা যে এই লস এখনি আমাকে রিকভার করতে হবে তার কারনে আরো বেশি লস হয় ।
-
ফরেক্স এ যে কারনে লস গুলোা করে থাকে তা হল যে, ফরেক্স এ বেশীর ভাগই লোভ করে ফরেক্স কাজ করে। ফরেক্স এ যারা লোভ করে থাকে তারা ৯০% লস গুলো করে থাকে। এছাড়া আর যে কারনে লস গুলো করে থাকে তা হল মার্কেট এনালাইসিস না করে মানি ম্যানেজমেন্ট না ফলো করে ফরেক্স করে। যখন ব্যালেন্স জিরো হয়ে যায় তখনই লস গুলো করে থাকে।
-
ফরেক্স যেমন লাভাজনক তেমন খুব রিস্কি ব্যাবসা । তাই ফরেক্স সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপর লাইভ ট্রেড শুরু করতে হবে । আপনাকে সর্ব প্রথম ভালোভাবে study, knowledge, practice, experience, all analysis, control emotion এগুলো অর্জন করতে হবে । শতকরা 10 % ট্রেডার ফরেক্স এ সফল হয় বাকি 90% ট্রেডার লস করে তাদের অর্থ । আপনিও যদি লস করে থাকেন তাহলে নিজের কাছে প্রশ্ন করুন কেন বার বার লস করছেন । আপনি চিহ্নিত করুন আপনার ভূল কি, দুর্বল দিক গুলো কি কি একটু গভীরভাবে ভাবুন তাহলে ধরতে পারবেন কেন বার বার লস করছেন ।
-
ফরেক্স লসের কারন গুলো হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) পরিশ্রম ও ধৈয্যর অভাব
৪) মার্কেট এনালাইসিস না করা
৫) মানি ম্যানেজমেন্ট মেনে না চলা।
-
ফরেক্স মার্কেট এ লস হবার অনেক কারন আছে যা আপনি মাঞ্ছেন না তার কারন এ আপনার লস হছে ১, আপনি মনে হয় বারবার আপনার টেড ইং সিস্টেম পরিবর্তন করছেন ২, ফরেক্স মার্কেট এ নিয়মিত টেড না করার কারনেও লস হয় ৩, আপনি যদি আপনার টেড ইং সিস্টেম ভাল করে না বুঝেন তা হলেও আপনি লস করতে পারেন ৪,আপনি টেড করছেন সেই টেড এ লস হবার জন্য কি ভুল হল তা খুজে বের না করার কারনেও লস হয় ।
-
খুব সুন্দর করে বুজিয়ে দিয়েছেন আপনি। আমি মনে করি বিগেনার ট্রেডাররা এই নিয়ম মেনে চললে মোটামোটি লস কে নিজের কন্ট্রোল এ নিয়ে আসতে পারবে। আর একটু অভিজ্ঞতা অর্জন করতে পারলে ভালো প্রফিট করতে পারবে। নতুন ট্রেডারদের জন্য রইলো শুভ কামনা।
-
আসলে অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল। বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে। নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে। পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন,
-
ধন্যবাদ আপনাকে । *আসলেই আপনার কথায় যুক্তি আছে । আমরা সাধারনত লস করি অতিরিক্ত লোভের কারনে । ফরেক্স মার্কেটে লাভ করার পূর্ব শর্ত হচ্ছে লোভ না করা । মার্কেট এ্যনালাইসিস করে আপনার দেখানো পন্তায় ট্রেড করলে লাভ আসবে তাতে কোন সন্দেহ নেই । আমরা নতুনরা এই পদ্ধতি অভলম্বন করে ট্রেড করতে পারি ।
-
ফরেক্স ট্রেডিংয়ে লস একটি স্পর্শকাতর জিনিস। এখানে লস করেনা এমন ট্রেডার খুজে একটিও খুজে পাওয়া যাবে না। ফরেক্স মার্কেটে ট্রেডাররা কম বেশি সবাই লস করে তবে যারা ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার তাদের লস করা বা ডিপোজিট হারানোর প্রবণতা অনেক বেশি আবার যারা সফল ট্রেডার তাদের লস করার চেয়ে লাভের পরিমান বেশি।এক্ষেত্রে নতুন ট্রেডাররা যে সকল কারনে লস করে যেমন: কোন স্ট্র্যাট্রেজি ছাড়া ট্রেড, ওভার ট্রেড, ইমোশনাল ট্রেড, বিশ্লেষনহীন ট্রেড, মানিম্যানেজমেন্ট বিহীন ট্রেড ইত্যাদির কারনে ফরেক্স মার্কেটে লস হয়।
-
ফরেক্স মার্কেটে লস একটি সাভাবিক বিষয বিভিন্ন কারনে ফরেক্স মার্কেটে লস হয়ে থাকে আপনি যদি সঠিক ভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করেন তবে আপনার হতে পারে , নিজের খেয়াল খুশি মত ট্রেড করলে লস হবে পারে , সঠিক ভাবে মানি ম্যনেজমেন্ট না করে ট্রেড করলে লস হতে পারে তাই নতুন করে ট্রেড করার সময় অতীতের ভুল গুলো সরন করে ট্রেড করা উচিত।
-
ফরেক্সে লসের অন্যতম ও প্রধান কারন হচ্ছে মানি ম্যানেজমেন্ট না করা। লোভের কারনে আমরা অ্যাকাউন্ট জিরো করে ফেলি। ছোট ছোট ভলিউম নিয়ে ট্রেড করলে লসের আশংকা কমে যায়। কিন্তু আমরা ডিপোজিটের তুলনায় রিস্ক বেশি নিয়ে থাকি। যা আমাদের লসের বড় একটি কারন।
-
ফরেক্সে নানা কারনেই আপনি লসের সম্মুখীন হতে পারেন তবে এর মধ্যে সব থেকে কমন যে কারন গুলোতে ট্রেডাররা বেশি ভাগ ক্ষেত্রে লস করে থাকে তা হল অতিরিক্ত প্রফিট লাভের লোভ এবং এভার কনফিডেন্সের কারনে গৃহীত ট্রেডিং সিদ্ধান্ত।
-
ফরেক্স লস বিভিন্ন করণে হতে পারে যেমন :
১। অতিরিক্ত লোভ করে ট্রেড করলে
২। মন গড়া ট্রেড করলে
৩। সঠিক ভাবে মার্কেট এনালাইসিস না করলে
৪। নিজের ব্যালেন্স এর উপর মানি ম্যনেজমেন্ট না করে ট্রেড করলে ট্রেড এ বড় ধরণের লস হবার সম্ভাবনা থাকে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করার পিছনে অনেক গুলা কারণ থাকতে পারে।আসলে তারাই ফরেক্স মার্কেট এ বেশী বেশী লস করে যারা ফরেক্স মার্কেট এ নতুন।নতুনরা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে না জেনে ট্রেড করে।আর ট্রেড করে লস করে।তারা ফরেক্স মার্কেট সম্পর্কে যদি ভালোভাবে জেনে ট্রেড করতো তাহলে ব্যর্থ ফরেক্স ট্রেডার এর পরিমার কমে আসতো।তাই আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানুন তারপর ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আসুন।
-
যে কারনে লস গুলো করে থাকে তা হল:-
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) না বুঝে ট্টেড করা
৪) নিয়ম-কানুন না মেনে চলা
৫) মার্কেট এনালাইসিস না করা ও
৬) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা ।
ইত্যাদি কারনে সাধারন লস গুলো করে থাকে ফরেক্স থেকে।
-
প্রথমত ট্রেডিং সম্পর্কে অনবিজ্ঞতা,স্বল্প ও দুর্বল জ্ঞ্যান৷বেশি প্রফিটের লোভ করা,অধৈর্য্য হওয়া,ভালো ভাবে না বুঝেই স্ক্যাল্পিং করা৷সঠিক ভাবে মানি মেনেজম্যান্ট ফলো না করে ওভার ট্রেডিং করা৷দীর্ঘদিন ডেমো প্র্যাকটিস না করা৷সঠিক ভাবে এনালাইসিসগুলো না বোঝা৷লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷
-
ফরেক্স একমাত্র লসের কারণ হল লোভ । লোভ না ছাড়লে কেহই ফরেক্স মার্কেট থেকে উন্নতি করতে পারবে না । অামরা এই লস থেকে রেহাই পেতে অবশ্যই মার্কেটে লেগে থাকব তাহলেই অামরা লাভবান হতে পারব । অতিরিক্ত কোন কিছুই অামাদের জন্য করা ঠিক হবে না ।
-
ফরেক্স এ ট্রেডাররা লসে তাদের নিজেদের কারনে পরে। ওভার ট্রেড এবং লোভ হচ্ছে ফরেক্স এ চররম শত্রু। এই দুইটা জিনিস পরিহার করতে পারলে ফরেক্স এ টিকে থাকা যাবে না। লস খেলে মার্কেট বুঝা যাবে। আর যদি লস না হয় তাহলে কেউ মার্কেট বুঝতে পারবে না।
-
আসলে উদ্দেশবিহীন ট্রেডিং করাঃ অধিকাংশ ট্রেডার জানে না যে বাই করতে হবে না সেল করতে হবে। প্রাইস একটু বেড়ে গেলেই তারা মনে করে যে এটা আবার কমবে, তখন সেল ট্রেড দিয়ে বসে। এভাবে ট্রেড করলে আজীবনই লস খাবেন। মার্কেট অ্যানালাইসিস করতে চেষ্টা করুন,
-
আমরা অধিকাংশ মানুষ অল্প মূলধন দিয়ে, অল্প সময়ে প্রচুর টাকা উপার্জন এর আশায় ফরেক্স ট্রেড আরম্ভ করি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই লস করে ফরেক্স মার্কেট থেকে চলে যেতে বাধ্য হই ।তার প্রধান কারণ হলো অতিরিক্ত লিভারেজ ব্যবহার করা ।
-
ব্যবসা মানেই লাভ অথবা লস। প্রত্যেক ব্যাবসায় লাভ লস রয়েছে। তবে ফরেক্সে যদি সঠীক ভাবে ট্রেড করা যায় তাহলে লসের সম্ভাবনা অনেক কম থাকে। ফরেক্সে দক্ষতা দ্বারা যদি আপনি ট্রেড করতে পারেন, তাহলে ফরেক্সে আপনি লস খাবেন না।
-
ফরেক্স মার্কেট এ লস এর কারন হিসেবে অনেক বিষয় উঠে আসে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ন মার্কেট ট্রেন্ড ধরতে না পারা। কারন মার্কেট ট্রেন্ড ধরতে না পারলে লস হবে নিশ্চিত। আরো কিছু বিষয় নিচে দেওইয়া হলো।
* মানি ম্যানেজমেন্ট
* স্টপ লস সেট
*টেক প্রফিট সেট
*অতিরিক্ত লোভ
-
অনেক মানুষ আছে যারা ফরেক্স এ কিছু শিগে ,নিজেকে বড় কিছু মনে করে এবং ট্রেড করতে শুরু করে তারা হইত জানে না যে ট্রেড এত সহজ জিনিস নই ।এখানেই তারা ধরা খাই ।আমি মনে করি একজন ট্রেডার হিসবে ফরেক্স এর সব জ্ঞান থাকা কুব দ্রকার সেই সব মানুসের যারা অল্পকিছু শিগে ট্রেড করতে যাই ।
-
অভিজ্ঞতার বিষয় নিয়ে একটি কথা বলি ।যারা ফরেক্স এ নতুন তারা প্রথমে ফরেক্স এ এলে থাদের কাছে মনে হবে এই কাজটি কত সহজ ,তবেকি তাই ।একদ্দম ইনা ।এই ফরেক্স বিষয় টা অনেক জটিল ,অনেক সময় দিতেহয় এই ফরেক্স এর প্রতি তাহলেই কিছু শেখা সম্ভবন ।
-
ফরেক্সের মাধ্যমে জিবনে অনেক উন্নতি করা সম্ভব ,তবে ফরেক্স বিষয়ে আমাদের জ্ঞান থাকা দরকার আছে ।যারা ট্রেড করতে জানে তাদের জন্য এইফরেক্স খুব একটি ভাল বিষয় বলে আমি মনে করি ।এই ফরেক্স ট্রেড করে অনেক লাভবান হউয়া যায় ভাল একজন ট্রেডার হলে ।
-
বাংলাদেশে ফরেক্স এর কাজের কন শেষ নেই।এটি একটি বাজার জাতকরন ব্যাবসা ,এতস তস্মন লস হইনা লাভ এর ই আশা বেশি আছে ।এই ফরেক্স থেকে আমরা বছরেওঙ্ক টাকা ইনকাম করতে পারি ,শুধু এই ফরেক্সথেকে ব্যবসাকরে ।এই ফরেক্সামাদের একটি সুন্দর জীবন দিতে পারে।
-
বাংলাদেশে অনেক মানুষ আছে যারাফরেক্স থেকে অনেক টাকে ইনকাম করে ছে ,এবং তাদের দেখে অন্য মানুষ ফরেক্সকাজে আসে ।কন অভিজ্ঞা ছারাই যুক্ত হই ,তার পর ট্রেড করে শুরু করতে থাকে ,তবে আম্র মনে হই সেই সব মানুস লস করে বেশি ,অভিজ্ঞা থাকতে হবে তাছারা ফরেক্সে লাভ করা সম্ভব নয় ।
-
আমার যে টা মনে হই আর কি ।বাংলাদেশে ফরেক্স ব্যবসা যারা করেন তারা বেশির ভাগ মানুষ এখন চরম উন্নতি করাছে ,সমাজের কাছে তারা এখন মাতঝা উচু করে দারিয়ে আছে ।জ্ঞান দখতা এবং টাকার জন্য ।অনেক মানুস এই কাজে এসে সফলতা অরজন করেছে ।
-
ফরেক্স এ ট্রেড করে আপনি অনেক লাভবান হতে পারেন ।যদি ট্রেড করা টা আপনার সম্পুরন জানা থাকে ।আর না জানলে এই ফরেক্স থেকে লাভবান হউয়া সম্ভব নই ,তাই ফরেক্স এর জন্য জ্ঞান নিয়ে ফরেক্স মার্কেট এ আসা উতম বলে আমি মনে করি তাহলে আপনার সফলতা আসবে তারাতারি
-
ফরেক্স ব্যবসা অনেক বড় মাপের একটি কাজ ।যা থেকে আপনি অনেক বড় লক হতে পারেন তবে এই ফরেক্স এর একটি বিষয় আছে যেখানে থে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ,সেটা হল ফরেক্স এ ট্রেড করতে জানতে হবে ,আমি একজন ট্রেডার হিসবে বলি সফলতা আনতে হলে ট্রেড ক্রা জানতে হবে ।
-
ফরেক্স এ লস হতে পারে আপনার ডলার ।সে টা কামন করে একই ফরাম এ যদি ৫ টার বেশি পোস্ত দেন তাহলে আপনার ডলার লস হতে পারে ,বলে আমি মনে করি ,কেউ না জেনে যদিন দিয়ে থাকেন তাহলে হইতবা জানবেন ,আমার একবার ডলার হারিয়ে গেছে,তাই ভাল করে বুঝে পোস্ট করবেন ।
-
ফরেক্সে এক যে কারনে লস হইয়ে থাকে সেই কারন টা হল,দেখা যায় যে অনেকের ১০০ ডলার আছে সে কি করে ১ডলার পিপস নিয়ে ট্রেড করে তখনি সেই লস এর কারন হিয়ে দাড়ায় ।এবং ১০০ পিপ বিপরীত হইয়ে দারায় ,টোখোণ টাড় লোশ এড় কারন হইয়ে দারায় ।
-
আমার মতে ফরেক্স এ লসের প্রধান কারন হল লোভ করা। কারন আনেকে লোভ করে নিদিষ্ট ডলার ব্যাতিত এর থেকে বেশী ডলার ইনভেস্ট করে বসে এতে তার লসের সম্ভবনা বেশী হয়। তাছাড়া অনেকে লোভ ব্যাতীত এ বিষয়ে অজ্ঞ থাকায় জানে না যে মার্কেট কখন ওঠা নামা করবে । ফলে তারা লসের সম্মুখীন হয়।
-
ফরেক্স এ লসের অনেক কারন আছে। ফরেক্স করতে গেলে অনেক নিয়ম কানুন মেনে ট্রেড করতে হয়। আমরা কি পারি সেই নিয়ম গুলো মেনে ট্রেড করতে। আমি যথাসম্ভব চেষ্টা করি সেই নিয়মগুলো মানার জন্য। নিয়মের বাইরে কিছু করা সম্ভব না। আর নিয়মের বাইরে গেলে ফরেএক্স এ টিকে থাকা সম্ভব নয়।