আমি ফোরামে গত আগস্ট মাস থেকে কাজ করছি । ফোরামে মাঝখানে নিয়মিত ছিলাম না । এখন আবার নিয়মিত পোষ্ট করার চেষ্টা করছি । আসলে ফোরামে আলোচনার মাধম্যে অনেক কিছু শেখা যায় যা খুবই উপকারী ।
Printable View
আমি ফোরামে গত আগস্ট মাস থেকে কাজ করছি । ফোরামে মাঝখানে নিয়মিত ছিলাম না । এখন আবার নিয়মিত পোষ্ট করার চেষ্টা করছি । আসলে ফোরামে আলোচনার মাধম্যে অনেক কিছু শেখা যায় যা খুবই উপকারী ।
এটি সুপার বৃহস্পতিবারের সাথে বাণিজ্য করার সময়। আমি মনে করি এটি সুপার বৃহস্পতিবার বাণিজ্য করার জন্য একটি উত্তেজনাপূর্ণ দিন হতে চলেছে। আজকের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু সংবাদ রয়েছে কারণ: বিওইর আর্থিক নীতি, সরকারী ব্যাঙ্কের হার এবং মার্কিন মূল্যস্ফীতি প্রতিবেদন। এই সমস্ত ইভেন্টগুলি সহজেই বাজার চালাতে পারে এবং আগত দিনগুলি থেকে প্রবণতাও নির্ধারণ করতে পারে।সংক্ষেপে আমরা বলতে পারি যে অর্থনৈতিক ক্যালেন্ডার ইউকে থেকে উল্লেখযোগ্য মৌলিক পূর্ণ। সমস্ত জিবিপি জোড়া নতুন তরঙ্গ শুরু করতে এবং নতুন ট্রেন্ড সেট করতে হয়। মূল্যস্ফীতি প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের এতে মনোনিবেশ করা দরকার। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে!
আসন্ন সুযোগের জন্য শুভকামনা বন্ধুরা।
আমি বাংলা ফোরামে আছি ৪ মাস রানিং। এর আগে আমার আরো একটা আইডি ছিলো যেটায় আমার পেমেন্টের সমস্যা হয়েছিলো হবে আর ইউজ করতে পারি নাই । পরে ডিসেম্বরে এই আইডিটা খুলি আর এখন পর্যন্ত ইউজ করতেছি। আমি এই পর্যন্ত ফোরাম থেকে ১১৮ ডলারের মত বোনাস পাইছি। এর আগে আমি ইন্ডিয়া ফরেক্স ফোরামে আর নাইজেরিয়া ফরেক্স ফোরামে কাজ করতাম কিছু দিন।
ফোরামে আমি কয়েক মাস ধরে কাজ করছি। ফোরামে কাজ করাতে আমি অনেক কিছুই জানতে ও শিখতে পেরেছি। কারন ফরেক্স ফোরাম থেকে যে কোন সমস্যার সমাধান অতি সহজে পাওয়া সম্ভব ।আর ফরেক্স ফোরামের বোনাস দিয়ে ট্রেড করে আপনি লাভবান হতে পারেন । তাই ফরেক্স ফোরাম আমার অনেক ভাল লাগে ।
ফোরাম পোস্টিং সাইট এ আমি নতুন। আমি এক মাস যাবত কাজ করে আসছি। ফোরাম পোস্টিং সাইট একটি কোবই গুরুত্বপূর্ণ স্থান যেখানে আমরা ফরেক্স ট্রেডিং ব্যবসা সম্পর্কে অনেক কিছু শিখতে পারি বা অনেক কিছু জানতে। ফোরাম পোস্টিং সাইট এ কাজ করতে অনেক ভাল লাগ। কারন এখান থেকে যেমন আমরা শিক্ষা অর্জন করতে পারি তেমনি বোনাস পাওয়ার ও সুযোগ আছে। গত মাসে ফোরাম থেকে বোনাস পেয়েছি।
আমি খুব বেশী দিন যাবত ফোরামে নাই। অল্প কিছু দিন হলো আমি ফোরামের সাথে কাজ করছি। ফোরামে আগে একজনের ই অনেক গুলা আইডি থাকতো। আর সব গুলা আইডিতে একটা ট্রেডিং একাউন্ট যুক্ত করা যাইতো যা এখন একটা আইডি= একটা ট্রেডিং একাউন্ট করা হইছে। একটা ট্রেডিং একাউন্ট যদি অন্য কোন ফোরামে সংযুক্ত থাকে তবুও বোনাসের টাকাটা আর একাউন্টে আসে না
ফরেক্স ব্যবসার সাথে যুক্ত হয়েছি বেশিদিন না -এইতো ৪-৫ দিন ধরে। এখনো ফুল ফিড হয়ে কাজ শুরু করা হয় নি। আশা করছি খুবই তারাতাড়ি শুরু করে দিব ইন শাহ আল্লাহ। তবে ফোরামে এখনও কাজ করার সু্যোগ হয়ে ওঠেনি। যদিও আমি ফরেক্সএ নতুন কিন্তু ফোরামে আমি কাজ করতে চাই আর সেটা খুবই দ্রুত শুরু করব। ফোরামে কাজ করে ফরেক্স ব্যবসা আরও মালজনক হওয়া যাই।
আমি বাংলা ফরেক্স ফরামে যোগ দিয়েছি ডিসেম্বর মাসে। ডিসেম্বর থেকে এখন ফেব্রুয়ারি চলে মানে হচ্ছে আমি ৩ মাস যাবত ফোরামের সাথে আছি। এর আগে আমি ডেমো করেছিলাম দুই মাস। মোট ৩ মাস ডেমো করার পর আমি ফরাম বোনাসের টাকা দিয়ে ফরেক্স শুরু করি। শুরুর দিকে বেশ খানিক তা লস করে ফেল্লেও আবার লস রিকভার করে ফেলছি, আবার লস করছি এভাবেই চলছে
ব্যক্তিগতভাবে আমি বেশ কয়েকমাস হচ্ছে আমি ফরেক্স বাংলা ফোরামে কাজ করে চলেছি।এখানে কাজ করতে পেরে ফরেক্স শেখাটা অনেক সহায়ক হচ্ছে। কেননা ফোরামে আমরা ফরেক্সের বিভিন্ন বিষয়ে পড়তে এবং আলোচনা করতে পারি যেগুলো আমার জন্য অনেক কার্যকরি হতে পারে।তাই সবাইকে বলবো ফোরামের বিরুদ্ধতা করবেন না।
২০১৯ সালের নভেম্বরে ফোরামে একাউন্ট করছি।এই যাবৎ তিন মাসের মতো ফোরামে পোস্ট করছি।
ফোরাম এ আমি ১ বছর ধরে কাজ করছি,কিন্তু আমি বেশি পোস্ট করতে পারিনি,৩০০ এর উপর পোস্ট করেছি,তা দিয়ে মোটামুটি ভালোই বোনাস পেয়েছি,আরোও বেশি পোস্ট দিতে পারলে খুব ভালো হতো,অনেক দিন গ্যাপ দিয়েছি কিন্তু এখন থেকে প্রতিনিয়ত এই খানে পোস্ট দিবো।
আমি এপ্রিল 2018 থেকে ফোরামে কাজ করছি। আমি ফোরামের বোনাস পেয়েছি। আমার কাছে ফোরাম খুব ভাল লাগে। ফোরামে আমরা বোনাস ছাড়াও অনেক কিছু শিখতে পারি। এই ফোরামের মাধ্যমেই আমার ফরেক্সের সাথে পরিচয় ও ট্রেড করার সুযোগ পাওয়া।
ফোরামে আজকেই একাউন্ট খুলছি।।ফোরামে একাউন্টের বয়স একদিন আমার আর এই একদিন ধরেই কাজ করছি।
Bro in my opinion best way to learn forex is a demo we have to do practice every day to make our self perfect remember one thing demo make us perfect easily then other way to learn because demo has same trading plate forum as have real we can easily analyses market trend and chart without any problem but its need your time how much you have to spend on it, then you get some extra from forex.
আমি ফোরামে গত আগস্ট মাস থেকে কাজ করছি । ফোরামে মাঝখানে নিয়মিত ছিলাম না । এখন আবার নিয়মিত পোষ্ট করার চেষ্টা করছি । আসলে ফোরামে আলোচনার মাধম্যে অনেক কিছু শেখা যায় যা খুবই উপকারী ।
বৈদেশিক মুদ্রার আমার দৈনন্দিন জীবনে প্রভাবিত কিন্তু এটি আমার জীবনের জন্য খুব ভাল। এটি আমার জন্য অর্থ উপার্জনের একটি খুব ভাল উপায়। আমি আমার জীবনে ধনী মানুষ হতে চাই তাই আমি ফরেক্স ট্রেডে ভাল লাভের চেষ্টা করছি। বৈদেশিক মুদ্রার বাণিজ্য আমাকে আমার জন্য প্রচুর উপার্জনের সুযোগ দেয় i আমি একজন বেকার ছেলে তাই আমি কোনও উপায়ে অর্থ উপার্জন করতে চাই। আমি মনে করি ফরেক্স আমার জন্য খুব ভাল উপায়। আমি এই কাজটি যে কোনও জায়গায় যে কোনও সময় করতে পারি তাই এটি আমার পক্ষে খুব ভাল।
দোস্ত, আমি এই ফোরামে একটু সময় কম না, আমি এই মাসে এর মধ্যে কাজ শুরু করেছি এবং আমি কঠোর পরিশ্রম করছি এবং আমি আমার সাফল্য অর্জনের জন্য পরিশ্রম করে এগিয়ে যেতে চাই ।
ফোরাম বর্তমান আমার অনেক বেশি একটা প্রিয় জায়গাতে পরিণিত হচ্ছে । কেননা ফোরাম বাংলাদেশের একমাত্র সাইট যেখানের সাথে যুক্ত থেকে একজন নতুন ট্রেডার নিজেকে েএডভান্স লেবেলে নিয়ে যেতে পারবে । তাই অবশ্যই এ কথা মনে রাখা প্রয়োজন যে আমাদের উচিত হল ফোরামের রুলস মেনে তার সাথে কানেক্ট থাকা । এতে বহুবিধ লাভ রয়েছে ।
ফরেক্স ফোরাম এ আমি প্রায় ২ - ৩ মাস কাজ করি ,ফরেক্স ফোরাম এর এই ব্যবস্থা খুব সুন্দর এর বোনাস ডলার দিয়ে ট্রেড করে আমরা অনায়েসে প্রফিট টা তুলতে পারি । আমি ফোরাম এ পোস্ট করে খুবি খুশী এবং এর মাধ্যমে আমি ব্যাক্তিগত ভাবে আজকে সাফল্যর সিঁড়িটা খুজে পেয়েছি ।
ফরেক্স ফোরাম এ আমি প্রায় ২ - ৩ মাস কাজ করি ,ফরেক্স ফোরাম এর এই ব্যবস্থা খুব সুন্দর এর বোনাস ডলার দিয়ে ট্রেড করে আমরা অনায়েসে প্রফিট টা তুলতে পারি । আমি ফোরাম এ পোস্ট করে খুবি খুশী এবং এর মাধ্যমে আমি ব্যাক্তিগত ভাবে আজকে সাফল্যর সিঁড়িটা খুজে পেয়েছি ।
আমি ১৩ সালে যখন ফরেক্স সম্পর্কে প্রথম জানি শিখি তখন ই ফোরামে আসছিলাম। আমার একটা একাউন্ট ও ছিলো কিন্তু এখন সেটা আর নেই। তাই ১৯ সালের শেষের দিকে আমি এই আইডিটা খুলি আর এটা ইউজ করা শুরু করি। হিসেবে করতে গেলে আমি ৫ মাস যাবত ফোরামে আছি
ফোরামে আমি প্রায় ১ বছর পর্যন্ত কাজ করতেছি । কিন্তু অামি চাই আমি এই ফোরামে কাজ করে জীবনে সফলকাম হতে পারব । সুতরাং আমরা সর্বদা ফোরামে কাজ করার চেষ্টা করব । যে যত বেশী এই ফোরামে কাজ করবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।
আমি ফোরামে নতুন একজন সদস্য আমি ফোরামে বেশি দিন হয় নি কাজ করছি কিন্তু আমি অনেক দিন ধরে ফোরামে কাজ করে জেতে চায় ফরেক্স মার্কেটে কাজ করতে হলে ফরেক্সে রিয়েল একাউন্টে টাকা দিয়ে কাজ করতে হয় কিন্তু এখানে তা লাগে না আর এখানে কাজ করে মাস শেষে কিছু ডলার লাভ পাওয়া যায় আমি আমার ফোরাম পোষ্টের মানও আরও বেশি উন্নত করতে পারব কেননা প্রতিনিয় ফোরাম হতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব এবং বাকী দিনগুলোতে ফোরাম হতে আরও বেশি গুরুত্বপূর্ণ তথ্য পাব বলে আশা করি ।
অনেক আগে থেকেই ফোরামের পোষ্টগুলো থেকে অনেক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছি । আসলে এই ফোরাম আমাদের অনেক কিছু শেখায়, যেটা আপনি অন্য কোথাও পরিষ্কারভাবে শিখতে কিংবা জানতে পারবেন না । আমি যেমন ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেকে অভিজ্ঞ করে তুলতে পারছি, তেমনি ফোরামে পোস্টিং করার মাধ্যমে ব্রোকার থেকে বোনাস পাচ্ছি যা দিয়ে আমি কোন ইনভেস্ট না করেই ট্রেড করতে পারছি ।
বাংলাদেশ ফরেক্স ফোরামে অনেকদিন ধরে কাজ করছি আমি ফরেক্স ট্রেডিং রিলেটেড অনেক কিছু এখান থেকে শিখতে পেরেছি। আমার অজানা ফরেক্স ট্রেডিং বিষয়ক অনেক বিষয় আমি এখানে উপস্থাপনের মাধ্যমে অভিজ্ঞ ট্রেডারদের নিকট থেকে খুব সহজে জানতে পেরেছি এবং উপকৃত হয়েছি। আর হ্যাঁ আমার পরিচিত অনেকেই আছে যারা দীর্ঘদিন যাবৎ বাংলা ফোরামের সাথে কাজ করে আসছে এবং প্রতি মাসে 10 থেকে 11 তারিখের ভিতরে ফোরাম তাদের একাউন্টে বোনাস প্রদান করেছে।
বেশ কয়েকমাস হচ্ছে আমি ফরেক্স বাংলা ফোরামে কাজ করে চলেছি।এখানে কাজ করতে পেরে ফরেক্স শেখাটা অনেক সহায়ক হচ্ছে। কেননা ফোরামে আমরা ফরেক্সের বিভিন্ন বিষয়ে পড়তে এবং আলোচনা করতে পারি যেগুলো আমার জন্য অনেক কার্যকরি হতে পারে।রেক্স ফোরাম থেকে আপনি যে কোন সমস্যার সমাধান খুব সহজে পাওয়া যায় আমার আশা
ফোরামে আমি আজ নিয়ে ২১ দিন ধরে কাজ করছি। ফোরামে কাজ করাতে আমি অনেক কিছুই শিখতে পেরেছি। কারন ফরেক্স ফোরাম থেকে আপনি যে কোন সমস্যার সমাধান খুব সহজে পাওয়া জায়।আমার আশা আছে ফোরাম যত দিন থাকবে আমিও ফোরামের সাথে সাথে এগিয়ে যাব এবং আপনারও এগিয়ে যান।
ফরেক্স ফোরামে আপনার মত আমিও বেশি দিন হয়না আমার।আমি প্রায় এক থেকে দেড় মাস হবে আমার ফরেক্স ফোরামে অবশ্য আমি এর মধ্যে এক মাসরে ফোরামের বোনাস পেয়েছি এবং তা দিয়ে ফরেক্স ট্রেড করেছি তাতে আমার লস হয়েছে তাতে আমার মনখারাপ হয়না। কারন আমি মনে করি আমার কিছু ভুল ছিল। তবে আমি আবার ফরেক্স ফোরামে ফরম পোষ্ট করে আবার ফরেক্স ট্রেড করবো ।আর ফরেক্স ফোরামে কাজ করতে আমার খুবই ভালোলাগে।আমি ফরেক্স কে খুব ভালাে বাসি।ধন্যবাদ
আমি ফরামে খুব বেশি দিন হল আসিনি । তবে ফরেক্স সম্পর্কে জানতাম অনেক দিন থেকেই । আর অনেক দিন থেকে জানতাম বলেই সিদ্ধান্ত নিতে সময় নিইনি । আগে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জানার চেষ্টা করেছি তারপরে ফরামে যোগ দিয়েছি । ভালই লাগছে যে অনেক কিছু নতুন শিখতে পারছি। এবং কিছু ডলার সাপোর্ট পাচ্ছি। সব মিলে আমি বলব বাংলা ফোরামকে অসংখ্য ধন্যবাদ যে বাংলাদেশের মানুষদের এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য।
ফরেক্স ফোরাম এ আমি প্রায় ২ বছর হল ফোরাম এ জয়েন করে আমি এখনো কাজ করে যাচ্ছি। ফরেক্স ফোরাম এ আমি বোসান এর জন্যই নয় আমি এই ফোরাম থেকে অনেক কিছুই শিখতে পারছি এবং আমার কোন সমস্যা হলে আমার কোন জানার বিষয় থাকলে আমি ফরেক্স ফোরাম থেকে পোস্ট করে তা জানার চেষ্টা করে থাকি। ধন্যবাদ।
ফরেক্স ফোরাম এ আমি প্রায় ২ বছর হল ফোরাম এ জয়েন করে আমি এখনো কাজ করে যাচ্ছি। ফরেক্স ফোরাম এ আমি বোসান এর জন্যই নয় আমি এই ফোরাম থেকে অনেক কিছুই শিখতে পারছি এবং আমার কোন সমস্যা হলে আমার কোন জানার বিষয় থাকলে আমি ফরেক্স ফোরাম থেকে পোস্ট করে তা জানার চেষ্টা করে থাকি। ধন্যবাদ।
যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জানার চেষ্টা করেছি তারপরে ফরামে যোগ দিয়েছি । আমি খুব বেশি পোস্ট করতে পারিনা , তাই খুব বেশি বানাস ও পাই নি । তবে বোনাস ঠিক ঠাক মতোই পাচ্ছি , কোন সমস্যা নেই ।
আমি ফরেক্স ফোরাম এ অনেকদিন যাবৎ কাজ করছি। আমি প্রথম দিকে ইংরেজীতে ফোরাম পোস্ট করতাম। তারপর একসময় দেখতে পেলাম বাংলা ভাষায় ফোরাম পোস্ট করা যায়। তখন থেকে আমি নিয়মিত বাংলা ফোরাম পোস্ট এ কাজ করতে থাকলাম।
ফরেক্স ফোরাম এ আমি প্রায় ২ বছর এর মত হবে ফোরাম এ জয়েন করেছি। তবে আমার আগের আইডি টি ইমেইল এর সমস্যার করনে আমি আগের আইডিটি ডুকতে পারি নি। তাই আমি ফরেক্স ফোরাম আবার ২ মাস হল নতুন করে একাউন্ট করে ফরেক্স ফোরাম এ জয়েন করেছি। তবে আমি শুধু বোনার অর্জন করার জন্যই ফরেক্স ফোরাম জয়েন করি নি। আমি এখানে নতুন নতুন কলা-কৌশল অবলম্বন করে ফরেক্স শিখতেছি। ধন্যবাদ।
ফোরামে প্রায় ৫-৬বছর থেকে কাজ করছি তবে ভালভাবে কাজ শুরু করেছি ২০১৯ সাল থেকে । মাঝে একটু গ্যাপ হয়ে গেলে ও এখন নিয়মিত কাজ করার চেষ্টা করছি। বাংলাদেশ ফরেক্স ফোরাম আমাদের জন্য দারুণ একটা সুযোগ এনে দিয়েছে । বিশ্ববিখ্যাত ফরেক্স ব্যবসা সম্পর্কে আমরা যেমন অনেক কিছু শিখতে পারছি , নিজেদের লেখার অভ্যাস করতে পারছি এবং অর্থনৈতিক সাপোর্ট হিসাবে বোনাসের ব্যবস্থা করে দিচ্ছে । যা দিয়ে আমরা রিয়েল ট্রেড করে প্রফিট অর্জন করতে পারছি। এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।
আমি ফোরামে নতুন একজন সদস্য । আমি ফোরামে বেশি দিন হয় নি কাজ করছি । কিন্তু আমি অনেক দিন ধরে ফোরামে কাজ করে জেতে চায় । ফরেক্স মার্কেটে কাজ করতে হলে ফরেক্সে রিয়েল একাউন্টে টাকা দিয়ে কাজ করতে হয় । কিন্তু এখানে তা লাগে না আর এখানে কাজ করে মাস শেষে কিছু ডলার লাভ পাওয়া যায় । ফোরেমে কাজ করে যা হয় তাই লাভ।
ফোরামে আমি কয়েক মাস ধরে কাজ করছি। ফোরামে কাজ করাতে আমি অনেক কিছুই জানতে ও শিখতে পেরেছি। কারন ফরেক্স ফোরাম থেকে যে কোন সমস্যার সমাধান অতি সহজে পাওয়া সম্ভব ।আর ফরেক্স ফোরামের বোনাস দিয়ে ট্রেড করে আপনি লাভবান হতে পারেন । তাই ফরেক্স ফোরাম আমার অনেক ভাল লাগে । ফোরামে আমরা বোনাস ছাড়াও অনেক কিছু শিখতে পারি। এই ফোরামের মাধ্যমেই আমার ফরেক্সের সাথে পরিচয় ও ট্রেড করার সুযোগ পাওয়া।
ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। ফোরামে আমরা ফরেক্সের বিভিন্ন বিষয়ে পড়তে এবং আলোচনা করতে পারি যেগুলো আমার জন্য অনেক কার্যকরি হতে পারে।তাই সবাইকে বলবো ফোরামের বিরুদ্ধতা করবেন না।
ফরেক্স ফোরাম এ আমি প্রায় ১ বছর হল আমি ফরেক্স ফোরামে আছি। আমি ফোরাম এ এসে অনেক কিছু শিখতে চেষ্টা করি এবং অনেক কিছু মতব্য করে বোনাস অর্জন করছি। এছাড়া আমি ফোরাম এ আমার কোন ধরনের সমস্যা থাকলে আমি তা জানার জন্য ফোরাম এ পোষ্ট করে থাকি এতে দক্ষ ও অভিজ্ঞ ফরেক্সে ট্রেডারগন উত্তর দিয়ে থাকেন।
ফোরাম বাংলাদেশের একমাত্র সাইট যেখানের সাথে যুক্ত থেকে একজন নতুন ট্রেডার নিজেকে েএডভান্স লেবেলে নিয়ে যেতে পারবে । তাই অবশ্যই এ কথা মনে রাখা প্রয়োজন যে আমাদের উচিত হল ফোরামের রুলস মেনে তার সাথে কানেক্ট থাকা । এতে বহুবিধ লাভ রয়েছে ।