মানি ম্যানেজমেন্ট হল ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ টুল। আপনি এই মার্কেট এ সফল হতে হলে অবশ্যই মানি ম্যানেজ মেন্ট ফলো করতে হবে। মানি ম্যানেজমেন্ট হল আপনার ব্যালান্সটাকে ভাগ করে নেওয়া। অর্থাৎ আপনি কতটুকু রিক্স নিবেন,লট সাইজ কত হবে,টিপি কত হবে, কিভাবে ব্যাকআপ দিবেন, আপনার স্টপলস কত বড় হবে ইত্যাদির সমন্বয়।