-
আমি ফরেক্সে একজন নতুন ট্রেডার।ফরেক্স সম্পর্কে আমার নিজেরই এখন পর্যন্ত ভালো অভিজ্ঞতা হয়নি।তাই আমি এখন পর্যন্ত পরিচিত কাউকে ফরেক্স সম্পর্কে কিছুই শেখাতে পারেনি।বরং উল্টো আমি আমার পরিচিত ভাই ব্রাদারের দের কাছ থেকে ফরেক্স সম্পর্কে শিখছি।তবে আমি যদি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমার পরিচিত ভাই বোনদেরকে ফরেক্স সম্পর্কে শেখাবো।
-
আমি এখনো ফরেক্স সম্পর্কে ঠিক ততটা অভিজ্ঞ নয়। কেননা আমি ফরেক্স মার্কেটে এখনও নতুন। আমার যত দিন পর্যন্ত ফরেক্স মার্কেটে একজন দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডার না হব। ততদিন আমি ফরেক্স সম্পর্কে কাউকে শিখাব না কেননা আপনি যদি কোন ব্যক্তিকে ফরেক সম্পর্কিত কোন ভুল শিক্ষা দিয়ে থাকেন। আর যদি সে তা ফলো করে তাহলে তা তার ধ্বংসের কারণ হতে পারে। তাই ফরেক্স সম্পর্কিত কাউকে কোন কিছু শিক্ষা দিতে হলে অবশ্যই সঠিক শিক্ষা দিতে হবে।
-
আমি ফরেক্সে নতুন । এখনও আমি ফরেক্সে ডেমো প্রাক্টিস করছি । আর এখান থেকে ফরেক্সে মোটামুটি ধারনা পেয়েছি । তাই আমি এখনও কাউকে ফরেক্স শেখায় নি । তবে আমার দেখাদেখি আমার অনেক বন্ধু করতে আগ্রহি হয়েছে । তাদের সবাইকে বলছি আগে ফরেক্সে দক্ষ হতে হবে । তার জন্য ডেমো প্রাক্টিস করতে হবে । এবং ধের্য ধরে ফরেক্সে কাজ করতে হবে ।
-
ফরেক্স এ শেখার কোন শেষ নেই।আপনি যত ফরেক্স বিষয়ে অনুশীলন করবেন আপনি তত ফরেক্স শিখতে পারবেন।নতুন নতুন জিনিষ শিখতে পারবেন।আমি ফরেক্স এ একজন নতুন ট্রেডার।আমি এখনো ফরেক্স শিখে উঠতে পারিনি।ডেমোতে মোটামুটি ট্রেডিং প্র্যাকটিস করছি।আমি এখনো তেমন কাউকে ফরেক্স শেখায়নি বা শেখাতে আগ্রহ প্রকাশ করিনি কারণ আমি নিজেই এখনো ট্রেনিং পিরিয়ডে আছি।তবে আমি যখন দক্ষ ট্রেডার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব তখন আমার ফ্যামিলি এবং বন্ধুদের ফরেক্স শেখাতে চাই।
-
ফরেক্স শেকাবো কি ভাবে? আমি নিজেইতো ঠিক মত জানি না । সুতারাং শেখানোর প্রশ্নই উঠে না । আমি নিজেই শিখছি । ফরেক্স শেখা বা শেখানো এতো সহজ বলে আমি মনে করিনা । যে আমি বললেই আপনি শিখে নিবেন বা আপনি বললেন আমি শিথে নেব । ফরেক্স শিখতে এবং ফরেক্সে দক্ষ হতে অনেক শ্রম এবং সময়ের দকোর ।
-
আমি ফরেক্স এ আমি একজন নিউ,আমি নিজেই ট্রেড শিখছি,আমি বিভিন্ন সাইট হতে ফরেক্স বিষয় এ টপিক স্ট্যাডি করি আমি ৬ মাস যাবত ডেমো তে একটানা অনুশীলন করছি,ডেমো আমাকে ফরেক্স ট্রেড শিখতে সাহায্য করে থাকে,আমার ইচ্ছা আছে আমি যখন ভালো ভাবে ট্রেড শিখবো অন্যদের কেও ফরেক্স এ জইন করিয়ে ট্রেড শিখাবো।
-
আমি প্রথমে আমার এক বন্ধুর মাধ্যমে ফরেক্স শিখেছি এবং তারপর থেকেই ফোরামের সাথে এবং ফরেক্সের সাথে যুক্ত আছি।কিছুটা সফলতা পাওয়ার পর আমি আমার কিছু বন্ধুকেও ফরেক্সে নিমন্ত্রন জানিয়েছি এবং তারাও এখন ফরেক্সে আছে এবং আমি সবমময় তাদের সাহায্য করার চেষ্টা করি।
-
আসলে ফরেক্স ট্রেডিং শেখার কোন শেষ নেই প্রতিটি বিষয়ে পরিপূর্ন ধারনা আনতে গেলে অনেক সময়ের দরকার হয় অনেক অনুেশীলনের প্রয়োজন পরে তার পরও আমি যত দূর ফরেক্স ট্রেডিং শিখেছি তার মধ্য দিয়ে আমি আমার দুই জন বন্ধুকে ফরেক্স ট্রেডিং শিখিয়েছি।তবে আমি চেষ্টা করছি ভালোভাবে ফরেক্স সম্পকে জ্ঞান অজন করতে।
-
আসলে আমি এখনো কাউকে ফরেক্স শিখাইনি নিজে ফরেক্স সম্পর্কে ভাল করে জানার চেষ্টা করছি। আমি এখনো ফরেক্স সম্পর্কে শিখতেছি। ফরেক্স মার্কেট অনেক বিশাল মার্কেট এটা শিখতে বেশ কিছুদিন লাগবে।তাই ফরেক্স সম্পর্কে নিজে পরে বন্ধু দের শিখাব আশা করি ।
-
ফরেক্স সম্পর্কে আমার তেমন বেশি অভিজ্ঞতা হয়নি কারন আমি নিজেই তো নতুন। তবে আমি চেষ্টা করছি ভালোভাবে ফরেক্স সম্পকে জ্ঞান অর্জন করতে। আমি এখনো কাউকে শেখানোর মত যোগ্যতা অর্জন করিনি।
-
আসলে ভাই আমি এখন পর্যন্ত খুব ভালো একজন অভিজ্ঞ ট্রেডার হতে পারি নাই । তবে ইচ্ছে আছে যদি কখনও নিজে নিজের ফরেক্স ট্রেডিং ক্যারিয়ার সফল করতে পারি তাহলে আমি অনেককে ফরেক্স ট্রেডিং শেখাবো । কারণ আমি মনে করি ফরেক্স ট্রেডিং হল মুক্ত একটা বিজনেস , যেটা করতে কারো কাছে দ্বারস্থ হতে হয় না । আমি যদি কাউকে ফরেক্স ট্রেডিং শেখাই আর সে যদি ফরেক্স ট্রেডিং থেকে ভালো অর্থ আয় করতে পারে তাহলে নিজেকে আরও একজন সার্থক ট্রেডার মনে হবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে আমি যেদিন ভাল করে টাকা ইনকাম করতে পারবো তারপর আমি অন্য কাউকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে বলবো এর আগে কাউকে ফরেক্স মার্কেটে ট্রেড কএতে বলবো না। কারন যদি বলি তবে সে যদি লস করে তবে আমাকে গালা গালি করতে পারে তাই।
-
আমি এখন পর্যন্ত কাউকে প্রত্যক্ষভাবে ফরেক্স শেখায়নি, তবে আমার দেখা দেখে অনেকেই শেখার আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু ফরেক্স যেহেতু একটি ঝুঁকিপূর্ণ লাভজনক ব্যবসা, অর্থাৎ লাভের পাশাপাশি লস হওয়ার সম্ভাবনা থাকে ,তাই আমি তাদেরকে খুব ভালোভাবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছি, এবং মানসিকভাবে তৈরি হওয়ার ব্যাপারে আগ্রহী করে তোলার চেষ্টা করছি,এভাবে যদি তারা খুব ভালোভাবে জেনে শুনে নিজেকে তৈরি করতে পারে তাহলে অবশ্যই আমি তাদেরকে শিখাবো।
-
আমি ফরেক্স অনলাইন দিয়ে শিখছি,আমাকে কেউ এই বিজিনেস শিখাই নি,আমি নিজে নিজে চেষ্টা করে এই বিজিনেস লার্ন করেছি,আমি এখন অনেক কেই ফরেক্স শিক্ষাছি,এই পর্যন্ত ৫ জন কে ফরেক্স ট্রেড শিক্ষাছি,ইচ্ছা আছে আরো বেকারদের এই বিজিনেস এ আনার,এবং তাদের বেকারত্ব দূর করার।
-
আমি আমার পরিবারের সদস্যদের ফরেক্স করতে সাহায্য করেছি।এবং আমার ববন্ধুদের ফরেক্স করার জন্য উদবুদ্ধ করেছি এবং শিখিয়েছি।কারণ ফরেক্স কজের মাধ্যমে অনেকে সাবলম্বি হয়ে উঠেছে।যা বেকারত্ব কমাতে সাহায্য করেছে। এ জন্য ফরেক্সকে আমি ধন্যবাদ জানাই।এমনকি এটি এমন একটি কাজ যা শেখাতে খুব বেশি সময় লাগেনা।
-
আমি বলবো অভিজ্ঞ এবং দক্ষ ট্রেডাররা ট্রেডিং মার্কেটের বড় শিক্ষক। তারাতো সারাজীবন বেচে থাকবেন না , সুতরাং তাদের উচিত অন্য যে কাউকে তাদের মতো দক্ষতার ছাপ দেওয়া। আমি এখনও পুরোপুরি দক্ষ নয় তাই তেমন কাউকে ফরেক্স ট্রেডিংয়ে শিখায় নি। তবে কোনোদিন দক্ষ হতে পারলে অবশ্যই শিখাবো।
-
না, আমি এখনো কাউকে পরে শেখায় নি। কারণ আমি নিজেই ফরেক্স সম্পর্কে শিখছি, অর্থাৎ ফরেক্স সম্পর্কে আরও জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি, কেননা আমি যত বেশি শিক্ষা অর্জন করে নিজেকে দক্ষ করে তুলতে পারব, ফরেক্স মার্কেট থেকে তত বেশি সফলতা অর্জন করতে পারব, তবে হ্যাঁ আমি যখন ফরেক্স মার্কেটে সম্পর্কে নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলে,ট্রেডিং করার মাধ্যমে সফলতার সাথে আয় করতে পারবো, তখন যদি কেউ পারে সম্পর্কের শিখতে আগ্রহ প্রকাশ করে তাহলে অবশ্যই তাকে ফরেক্স সম্পর্কে শেখাবো।
-
হ্যাঁ আপনি সঠিক ফরেক্স ট্রেডিং ব্যবসায়ের সাথে সম্পর্কিত হন এবং এমবিএ বিপণনের সাথে সম্পর্কিত আপনার গোপনীয়তাগুলি এখানে বেশি ভাগ করে নিন কারণ মার্কিন নাগরিকদের জন্য সর্বদা গোপন এবং সর্বদা কাজের ভিসা ছিল কারণ আপনি যখন বাজার ভ্যান ডিভাসের নিয়মগুলি অনুসরণ করেন এবং আপনি সর্বদা সাফল্য পান এবং ফরেক্স ট্রেডিং ব্যবসায়ের মূল্যবান সম্পদ হয়ে ওঠে এবং আপনি পুরো অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসের অফার সহ এই ব্যবসাটি উপভোগ করেন
-
জ্বি হ্যাঁ। আমি গতকাল আমার এক সহকর্মীকে শিখেয়েছি। আমি নিজেও নতুন কিন্তু ফরেক্স সম্পর্কে জানার পর ওইটা আর নিজের মাঝে রাখতে পারি নি। সাথে সাথেই চলে গেলাম সহকারীর কাছে। তাখেও ফরেক্স সম্পর্কে ধারনা দিয়েছি যত টুকু জেনেছি চেস্টা করেছি তাকেও ততটুকু জানাতে।তাকেও আমি একটা একাউন্ট করে দিয়েছি।
-
আসলে ফরেক্স কাও কে শেখানো যায় না,ফরেক্স শেখার আগ্রহ থাকা লাগবে তাহলে ফরেক্স শেখা যাবে। আর আমি কাওকে এ পযন্ত শিখাইনি,আমি নিজেই ফোরাম বাশির কাছ থেকে শিখতেছি।হ্যা যদি কারও ফরেক্স এর প্রতি গভির আগ্রহ থাকে শেখার বা জানার তাহলে তাকে আমি অনশ্যই ফোরামে এড করে দিব
-
না ভাই আমি নিজেই এখনো শিখছি। ফরেক্স মার্কেট বিশাল এখানে শেখার অনেক কিছু আছে। আমি নিজে ভালোভাবে ফরেক্স কে আয়ত্ত করে তারপর অন্যকে শেখাবো। এখন আমার ফোকাস শুধুমাত্র ফরেক্স শিক্ষার দিকে।
-
না আমি এখনো একজন নতুন ট্রেডার ফরেক্স সম্পর্কে আমার তেমন বেশি অভিজ্ঞতা হয়নি। কারন আমি নিজেই তো নতুন। তবে আমি চেষ্টা করছি ভালোভাবে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে এবং অন্যদের শিখাতে। আমি আমার এক বন্ধুর কাছ তেকে শিখেছি তবে আমি আমার পরিবারের সকলকে ফরেক্স সম্পর্কে বলছি তারা আমার মত ফরেক্স করতে আগ্রহী এবং আমি আমার মাধ্যমে তাদেরকে এই ব্যবসায়ে হাতেখড়ি করাতে চাই।
-
না, আমি কাউকে ফরেক্স শিখাই নেই। তবে আমার স্বামী অনেককে ফরেক্স এর উপর প্রশিক্ষণ দিয়েছে দেখেছি। তবে তাদের মধ্যে অনেকে ফরেক্স করে আর অনেকে বাদ দিয়ে দিয়েছে। বর্তমানে আমি আমার স্বামীর কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছি এবং আমার কাছে ব্যবসাটাকে খুব ভালোই মনে হচ্ছে। দোয়া করবেন যাতে আমি সফল হতে পারি। আল্লাহ আমার সোহায় হোক।
-
আমি অনেকজনকেই ফরেক্স শিখিয়েছি। আসলে আমি চাই যে যারা বেকার বা যারা ইন্টারনেট থেকে উপার্জন করতে আগ্রহী তারা যেন এই ব্যবসা করে থাকে। আর আমি যদি অন্যকে শিখাই তাহলে তারা অনন্তভালভাবে চলতে পারবে আর এতে তো আর আমার কোন ক্ষতি নাই। একদিন না একদিন তারা অবশ্যই আমার প্রতি একটু হলেও বিনয়ী থাকবে। তাই আমি চেষ্টা করি আমার আশেপাশে যারা থাকে তাদেরকে এই ব্যবসা সম্পর্কে আমি যতটুকু জানি তা শিখিয়ে দেই। এতে আমারও অনেক ভাল হয় কারণ তাদের শিখানোর সময় আমার ভুলগুলো ধরতে পারি।
-
ফরেক্স সম্পর্কে আমি এখনও এতোটা দক্ষ ওঅভিজ্ঞ হয়ে উঠতে পারিনি তাই অন্যকেউকে শেখানো আমার পক্ষে কিছু টা অসম্ভব বলেই আমি মনে করি। কাউকে কিছু শেখাতে হলে সেবিষয়ে পরিপূর্ণ ধারণা ওজ্ঞান থাকা প্রয়োজন। ভালো ধারণা না থাকলে ভালো করে শেখানো যাবেনা কেউ কে।তাই আগে নিজে ভালো করে জানতেও শিখতে চাই। তারপর কিছু মানুষকে শেখানোর জন্য সময় দিতে চাই আল্লাহ্* যদি সেই ক্ষমতা দান করে ইনশাআল্লাহ শেখানোর চেষ্টা করবো
-
ফরেক্স ট্রেডাং ব্যবসায় আমি একজন নতুন সদস্য।আমি খুব বেশিন ধরে ফরেক্স ট্রেডিং এ নয়।আমি ামার এক কলিগের কাজ থেকে ফরেক্স ট্রেডিং শিকতেছি।আমি যদি ভালোভাবে ফরেক্স ট্রেডিং শিখতে পারি তারপর আমার ইচ্ছা আছে অন্যদের শিখানোর।
-
আসলে আমি চাই অনেক ফরেক্স শিখানোর জন্য কিন্তু কেউ শিখতে চাই না।কারণ সবাই মনে করে এটা একটি ফালতু জিনিস আসলে এটা সত্যি না এটার কোনো কারণ নেই এবং কোন মানে নেই এটা শুধুমাত্র একটি ফাঁদে ফেলার জন্য বিকল্প পদ্ধতি মাত্র এমনটাই মনে করেন।
-
আমি ভাই আপনার সাথে এক মত। সবার ই উচিৎ অন্তত একজন কে ফরেক্স শিখানো। আমি এখন নতুন শিখতেছি। তবে আমি ১৩ সালে এক ভাইকে পাইছিলাম যিনি আমাকে ফরেক্স শিখানো শুরু করছিলেন কিন্তু বেশি দিন শিখাইতে পারেন নাই। তার ব্যাক্তিগত কোন কিছুর জন্য তিনি দেশের বাইরে চলে যান আর তার সাথে কন্টাক হয় নি। এখন আমি নিজে নিজেই আবার ফরেক্স শেখা শুরু করে দিছি। আমি শিখতে পারলে অন্তত একজন কে অবশ্যই শিখাবো
-
আমাদের দেশে কর্মক্ষেত্রে মানুষের তুলনায় অনেক কম তার জন্য আমাদের দেশের মানুষ বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে আর্থিক ভাবে মুক্ত করতে পারছেনা।তাই আমাদের উচিত ফরেক্স ট্রেডিং মার্কেট অন্যদেরকে ভালো করে শিখানো তাহলে সে তার কাজের পাশাপাশি ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে ভাল আয় করতে পারবে।আর আমি আমার বন্ধুদেরকে ফরেক্স এর কথা বলেছি কিন্তু আমি ভালো করে না জানার কারণে অন্যদেরকে শিখাতে পারিনি।তবে আমি ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে ভাল আয় করতে পারলে অবশ্যই আমি অন্যদেরকে শিখাবো।
-
আসলে ফরেক্স ট্রেডিং শেখার কোন শেষ নেই প্রতিটি বিষয়ে পরিপূর্ন ধারনা আনতে গেলে অনেক সময়ের দরকার হয় অনেক অনুেশীলনের প্রয়োজন পরে তার পরও আমি যত দূর ফরেক্স ট্রেডিং শিখেছি তার মধ্য দিয়ে আমি আমার দুই জন বন্ধুকে ফরেক্স ট্রেডিং শিখিয়েছি। যাদে;র আমি ফরেক্স ট্রেডিং শিখিয়েছি তারা অনেক বেশি আগ্রহী ছিল যার কারনে খুব সহজেই আমি এই কাজটি করতে পেরেছি আর তারা ্খন ফরেক্স থেকে বেশ ভাল আয় করছে।
-
সফল ব্যবসায়ীর সাথে আমি যা নির্দিষ্ট করতে পারি তারাই হ'ল যারা $ লাভে পৌঁছায়। আমি মনে করি সেখানে অনেক সফল ব্যবসায়ী রয়েছেন। আমাকে তাদের কাছ থেকে শিখতে হবে এবং এই ব্যবসায় ভাল জিনিসগুলি প্রয়োগ করতে হবে। আমি আশা করি আমি তাদের মতো হতে পারি এবং আমি তরুণ, ধনী এবং সফল অবসর নিতে চাই। আমি জানি এই ব্যবসাটি সহজ নয় তবে আমার সাফল্যের জন্য অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে।
-
ফরেক্স সম্পর্কে আমার তেমন বেশি অভিজ্ঞতা হয়না কারন আমি নিজেই তো নতুন। তবে আমি চেষ্টা করছি ভালোভাবে ফরেক্স সম্পকে জ্ঞান অজন করতে এবং অন্যদের শিকাতে।আমি আমার এক ভাগনের কাছ তেকে শিখেছি তবে আমি আমার পরিবারের সকলকে ফরেক্স সম্পর্কে বলছি তারা আমার মত ফরেক্স করতে আগ্রহ।
-
জি আমি আমার স্টুডেন্ট ৬-৭ জন কে শিখিয়ে ছিলাম, কিন্তু তারা বেশিদিন টিকলো না। লোভ বেশি করে পেলে। তাদের সেন্টমেন্ট এনালাইসিস এর বড় অভাব। তাই আমি তাদের পিছনে সময় নষ্ট না করে নিজে নিজে আরো আপগ্রেড হই। আর ইনশাআল্লাহ সফলতার কাছাকাছি চলে আসি
-
আমি আমার বন্ধু কে ফরেক্স শিখিয়েছি.সে আমার মাধ্যমেই ফরেক্স এ আসার জন্য আগ্রহী হয়.আমি তাকে ফরেক্স এর বেপারগুলো সম্পর্কে তাকে অবহিত করি যে এইখেন কিভাবে টিকে থাকতে হবে এবং কিভাবে উপ্পার্জন করা যায়.ট্রেডিং শিখানতা একটা ভালো বেপার ও.নিজের দক্ষতা ও যাচাই করা যায় আইটির ম,আধ্যমে.এবং অনুশীলন হয়.
-
হ্যা আমি আমার কয়েকটা বন্ধুকে ফরেক্স শিখিয়েছি। তারা আমার কাছ থেকে ফরেক্স শিখে একটু একটু করে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।তার অনেক উৎসাহের সাথে ফরেক্স ট্রেডার হিসাবে নিজেকে ভাবকে শুরু করেছে। আমি চাই আমার সাথে সাথে আমার কাছের মানুষ গুলো স্বাবলম্বি হোক।
-
আমি নিজে এখনো শিখতেছি।আমি শিখা শেষ হলে আমি ইনশাআল্লাহ শিখাবো।
-
তুমি ঠিক. আপনার যদি একটি ভাল এবং সফল কৌশল থাকে তবে বাজার থেকে আরও অর্থ পাওয়ার জন্য আপনাকে সর্বদা এটিকে কিছুটা আপগ্রেড করার চ্যালেঞ্জ দেওয়া হবে। কখনও কখনও এটি ভাল কাজ করে না, এবং এ কারণেই আপনি সত্যিকারের অ্যাকাউন্টে ব্যবসায়ের চেষ্টা করার আগে ডেমো অ্যাকাউন্টে আপনার আপগ্রেডগুলি পরীক্ষা করার জন্য সর্বদা প্রয়োজন e
-
হ্যা আমি একজনকে ফরেক্স শিখিয়েছি । তার প্রথম প্রথম অনেক বেশি আগ্রহ ছিল । তারপর ডেমো প্রেক্টিস করতে দিলাম প্রথম ৩ সপ্তাহ খুব ভাল ট্রেড করেছিল । তারপর ৩-৪ মাস পরে ইনভেস্ট করতে বলেছিলাম । আমার কথা না শুনে ১০০ ডলার ইনভেস্ট করে এবং প্রায় ৪৫০ ডলার লাভ করে । পরবরতিতে সব লস করে ০.০০ করে ফেলে। মজার বিসয় হল তার যতোটুকু অভিজ্ঞতা ছিল সে ততো দূর লাভ করেছে। তারপর যা হবার তাই সব লস করেসে।
-
আমি আমার পরিচিত একজন বড় ভাইয়ের কাছে থেকে প্রথম ফরেক্স এর কথা শুনি। এবং বরতমানে তার কাছেই আমি ফরেক্স শিখছি। তবে আমি যেহেতু নতুন , এবং শেখার এখনও অনেক বাকি আছে তাই এখনও কাওকে শিখাইনি। ইচ্ছা আছে ভালো ভাবে শিখতে পারলে আরও অনেক্কে ফরেক্স শিখাব
-
না আমি এখনো নিজে শিখতেছি কাউকে ফরেক্স শিখায়নি, তবে ভবিষ্যতে আমার বন্ধুদের শিখানোর ইচ্ছা আছে কারন কাউকে শিখালে কমেনা বরন নিজের জ্ঞান বাড়ে।