-
আমি মনে করি ফরেক্স মাকেট যখন করব তখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে | ফরেক্স মাকেটে মাথা ঠান্ডা না করি তবে ফরেক্স থেকে আয় করা সম্ভব হবে না | ফরেক্স থেকে অনেকে আছে মাথা ঠান্ডা না রাখার কারনে লস করে থাকে যদি ফরেক্স মাথা ঠান্ডা করে বুঝে শুনে ফরেক্স ট্রেড করা যায় তবে ফরেক্স থেকে আয় করা সম্ভব |
-
সবসময় ট্রেডিং করার আগে আমাদের পেশাদার মনোভাব নিয়ে ট্রেড করতে হবে।মানুষ তখনই বেশি ভূল করে যখন সে উত্তেজিত থাকে। তাই আমাদের যখন খুবই আনন্দিত থাকি বা খুবই বিষাদগ্রস্থ থাকি তখন ট্রেডিং না করা আর সেটা উচিত নয় বলে আমি মনে করি।তাই স্বাভাবিক মস্তিস্কে ট্রেড করাটাই ভালো।
-
মাথা গরম করা যাবে না, মাথা সবসময় ঠান্ডা রেখে কাজ করতে হবে তা না হলে ফরেক্স এ মাথা গরম করে কাজ করা বা ট্রেড করা হলে লসের সম্মুখিন হতে হবে তাই সবসময় মাথা ঠান্ডা রেখে ট্রেড করলে ফরেক্স এ অনেক উন্নতি করা জেতে পারে । কোন ট্রেড বিপরীতে গেলে মাথা ঠান্ডা রাখা উচিৎ।
-
আমরা জানি যে কোন কাজে সফল হতে হলে আপনাকে মাথা ঠান্ড রেখে কাজ করতে হয়। মানুষ তখনই বেশি ভূল করে যখন সে উত্তেজিত থাকে। তাই আমাদের যখন খুবই আনন্দিত থাকি বা খুবই বিষাদগ্রস্থ থাকি তখন ট্রেডিং না করা। কেননা এখানে ইমোশন দেখানোর কোনই সুযোগ নেই। আপনাকে পেশাদার মনোভাব নিয়ে ট্রেড করতে হবে।
-
অবশ্যই, মাথা গরম করে কখনও ফরেক্স ট্রেড সম্ভব না। যদি কখনও আপনার একটা ট্রেড লসের চলে যায় তখন আপনার দ্বিতীয় ট্রেড নেওয়া থেকে বিরত থাকা উচিৎ। না হলে আরো বেশি লস করার সম্ভাবনা থাকবে।।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আনাকে অবশ্যই মাথা ঠাণ্ডা রাখতে হবে, মাথা ঠাণ্ডা রাখা ছাড়া ফরেক্স এ আপনে টিকে থাকতে পারবেন না, ফরেক্স মার্কেটে সফল হবার একমাত্র উপাই হল মাথা ঠাণ্ডা করা টা আপনার জন্য সবার আগে, মাথা গরম করেছেন থো মরেছেন, সুতরাং ঠাণ্ডা মাথাই কাজ করুণ, দেখবেন আপনার সফল হবেয় হবেয়.........।।
-
বার বার চাই যে ট্রেড করার সময় মাথা ঠান্ডা রাখব কিন্তু যখন একটা ট্রেডে লস করি তখন মনটাই খারাপ হয়ে যাই। আর তখন রাগ নামক ক্ষতিকর ইমোশন উটাপাল্টা ট্রেড করায়ে আমার ব্যলেন্স কে ০ করে ফেলে।আমিও চেষ্টা করি যে ট্রেডে লস গেলেও মাথা ঠান্ডা রাখার।
-
হ্যা ফরেক্স মাকেট করতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে আপনি যদি মাকেট করতে মাথা ঠান্ডা না রাখেন তবে আপনি ফরেক্স থেকে লস করতে পারেন | আমি মনে করি ফরেক্স মাকেট করতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে তারপর আপনি আপনার অভিগতা দিয়ে ফরেক্স থেকে আয় করতে পারবেন |
-
ফরেক্সে সব সময় ঠান্ডা মাথায় করতে হয়। মাথা গরম করে ট্রেড করলে অনেক ভুল হয়। আর ভুল হলে তো লস হবে, লাভের মুখ দেখা যাবে না। তাই ফরেক্সে সব সময় বুঝে শুনে থান্ডা মাথায় ট্রেড করতে হবে। তাহলে ভাল পরিমাণ লাভ করার আশা করা যায়।
-
ফরেক্স এ ভালো করতে হলে অনেক দিন যাবৎ একটি ধারাবাহিক আয়ের ধারা অব্যাহত রাখতে হলে আমাদের ফরেক্স অনেক সাবধনার সাথে ও মাথা ঠান্ডা রেখে করতে হবে । আমরা অনেক সময় লসের কারণে উত্তেজিত হয়ে ভুল ট্রেড নিয়ে থাকি ও আরো লস করে থাকি । তাই আমাদের লস হলে সেটাকে মেনে নিয়ে আস্তে আস্তে এগোতে হবে ও কম লাভ করে ধীরে ধীরে আমাদের লস পুরোন করতে হবে । মনে রাখতে হবে মাথা ঠান্ডা না রাখলে ফরেক্সে ও আমাদের জীবনের অন্য সব ক্ষেত্রে ও আমাদের শুধু লস ই হবে।
-
ফরেক্স ট্রেড করতে যেয়ে মাথা গরম করা যাবে না। এখানে মাথা গরম করলে আমাদের অবস্থা আর ও খারাপ হবে। কারন আমি ও যখন লস খাই তখন আমার মাথাও ঠিক থাকে না। তখন মন চায় আমি আর ফরেক্স করব না। আবার ভাবি সবাই ভাল ট্রেড করলে আমি ও একদিন করতে পারবো অব্যোশিই।
-
আমার মনে হয় ফরেক্সে সফলতার সাথে ব্যবসা করতে হলে অবশ্যই সবসময় মাথা ঠান্ডা রাখার কোন বিকল্প নেই। যে কোন ব্যবসায় সিন্ধান্ত নিতে হলে সব সময় মাথা ঠান্ডা রেখে সময় নিতে হবে।অনেক সময় দেখা যায় একটু লস করলে আমরা উত্তেজিত হয়ে সেই লস উঠাতে আমরা ভুল ট্রেড করে আরও বেশি লস করি। তাই আমাদের সবারই উচিৎ একটু ভেবেচিন্তে সময় নিয়ে ট্রেড করা।
-
ফরেক্স মার্কেটে ট্রেড বসাতে হয় ঠান্ড মাথায় নিরিবিলি পরিবেশে এনলাইসাস করে।এতে করে ভালভাবে এনালাইসাস করা যায়, ভাল ইনকামও করা যায়, আর যদি আপনি যে কোন কারণে মাথা গরম করে, অথাবা লস করে পেরেশানি হয়ে আপনি পুররায় ট্রেড বসালে আপনার লসের সম্ভাবনাই বশে।এখানে একজন ট্রেডারে জন্য খুবই হুরুত্ব পূর্ণ বিষয় হল আবেগী বা পেরেশানি না হওয়া, সব অবস্হা ধৈর্য শীল হওয়া, নিজের রাগ ও অভিমান কন্টল করা।
-
ফরেক্স মার্কেটে যদি একটু ভুল করেন তাহলে আপনার লসের পরিমান অনেক বেশি হবে।কোন একটা ট্রেডে যদি বড় ধরনের লস ঘটে তাহলে আর মাথাই কাজ করে না ট্রেডার দের ।তাই ট্রেডের সময় মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে।
-
প্রতিটা ট্রেড এর আগে ট্রেডের সীদ্ধান্ত ও প্লান মাথা ঠান্ডা রেখে করতে হবে অস্থির ভাবে ট্রেড করলে ভুলের সম্ভাবনা থাকে।তাছাড়া ত্রেড এ লস হলে মাথা ঠান্ডা রেখে মার্কেট ভালো ভাবে এনালিসিস করে আবার ট্রেড করে লস রিকভার করার চেষ্টা করতে হবে।
-
আমরা যে যাই কোন কাজ করতে গেলে একটু না একটু মাথা গরম হতেই পারে তা স্বাভাবিক। কিন্তু ফরেক্স মার্কেট এর ক্ষেত্রে মাথা গরম করলে কাজ করলে তা হতে সুফল পাওয়া যাবে না । কারন ফরেক্স মার্কেট এমন একটি ব্যবসা যা আপনি যদি মাথা গরম করে ফরেক্স মার্কেট এ কাজ করেন তাহলে আপনি অনেকটা লস করবেন। আপনার ব্যালেন্স জিরো ও মূলধন কমে যাবে। তাই মাথা ঠান্ডা করে ফরেক্স মার্কেট এ কাজ করতে হবে তবেই ফরেক্স মার্কেট এ কাজ করা যাবে এবং ফরেক্স মার্কেট থেকে আয় করা যাবে।
-
আমরা যাই কোন কিছু কর না কেন যদি মাথা গরম থাকে তাহলে সেখােন থেকে ভাল সুফল পাওয়া যায় না। এই ফরেক্স মার্কেট এ যদি মাথা গরম করে কাজ করে তাহলে নিজের লস এর বিপদ নিজেই ডেকে আনা। যাই হোক আমরা যখন এই ফরেক্স করব তখন আমাদের মাথা ঠান্ডা রেখে ফরেক্স করতে হবে তবেই আমরা ফরেক্স থেকে আয় করতে পারব।
-
ফরেক্স অন্য যে কোন ব্যবসার চেয়ে আদালা এখানে যারা ধেয্য ধরতে পারেন না তাদের সফল হওয়ার কোন সম্ভাবনা নাই । প্রতিটা ট্রেড শুরুর আগে আপনাকে ধেয্য ধরে আপনাকে সিধান্ত নিতে হবে যেন আপনার ট্রেডিং লস না হয় । আাপনি অস্তির হয়ে অল্প সময়ে অধিক প্রফিট এর আশায় যদি অধিক ট্রেড করেন তবে আপনার ব্যালান্স রক্ষা করা সম্ভব হবে না। এটা ধয্য ধারন করে মাকেট বুঝে ট্রেড করতে হবে।
-
ভাই আপনি থিক বলেছেন ফরেক্স মাকেট করতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে না হলে আপনি ফরেক্স মাকেট থেকে লস করবেন | আমি মনে করি ফরেক্স মাকেটে ট্রেড করার সময় আপনি বুঝে শুনে ট্রেড করবেন মাথা ঠান্ডা করে তবেই আপনি ফরেক্স থেকে ভাল কিছু করতে পারবেন |
-
সাধারনত আমরা যে কাজ গুলো করি তাতে আমাদের কিছু কিছু সময়তে মাথা গরম হয়। এই ফরেক্স মার্কেট এ ও ঠিক এমনটা হতে পারে যে আমরা যদি কোন কিছু কারনে এই ফরেক্স মার্কেট এ মাথা গরম করে ফরেক্স করি তাহলে আমাদের অনেকটা লস হবে এবং একাউন্ট জিরো পর্যন্ত হয়ে যাবে। যাই হোক আমরা যখন এই ফরেক্স মার্কেট এ কাজ করব তখন এই ফরেক্স এ মাথা ঠান্ডা রেখে কাজ করব তখন এই ফরেক্স মার্কেট থেকে লস করব না লাভই করব।
-
ফরেক্স এ কাজ করার সময় আপনাকে মাথা ঠাণ্ডা রাখতে হবে আপনি মাথা ঠাণ্ডা না রাখলে ফরেক্স থেকে ভাল আয় করতে পারবেন না। আপনাকে ভাল আয় করতে গেলে বুঝু শুনে ট্রেড করতে হবে তাই ফরেক্স এ যখন ট্রেড বসাবেন তখন মাথা ঠাণ্ডা রেখ্বে সব দিক বিবেচনা করে ট্রেড বসাতে হবে। যাতে লস না যায় আর লাভ করতে পারি।
-
আমরা ফরেক্স ব্যবসা যখনই করতে যাব তখনই মাথা ঠান্ডা রেখে তারপর করব । যে ট্রেডার মাথা ঠান্ডা রেখে ট্রেড করবে সে কখনোই লসে পড়বে না । অতএব বেশী বেশী আমরা ধৈর্য্য ধারণ করে এই ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন দক্ষতা অর্জন করার । দক্ষতা ছাড়া ফরেক্স মার্কেটে সফলকাম হওয়া সম্ভব নয় ।
-
ব্যাবসায় লস হবেই হবে৷আর লস হলে কী আর আমাদের মাথা ঠান্ডা থাকবে ??? তখন মাথায় আগুন জ্বলে ধাউ ধাউ....,হায় কেনো এধরনের এন্ট্রী কেনো নিলাম ? কেনো...? মাথাই ফাটিয়ে ফেলতে চায়৷তা পারেনা বলেই কয়েকটা নির্দোষ চুল ছিড়ঁতে পারে৷অনেকে তো পিসিটাই ভাঙ্গতে চায়!!!অথচ যার কোনো দোষই নাই৷
-
ফরেক্স মার্কেটে সফল হতে হলে আপনাকে মাথা ঠান্ড রেখে কাজ করতে হয়। মানুষ তখনই বেশি ভূল করে যখন সে উত্তেজিত থাকে। তাই আমাদের যখন খুবই আনন্দিত থাকি বা খুবই বিষাদগ্রস্থ থাকি তখন ট্রেডিং না করা। কেননা এখানে ইমোশন দেখানোর কোনই সুযোগ নেই। আপনাকে পেশাদার মনোভাব নিয়ে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে হলে আমাদের মাথা ঠান্ডা করে করতে হবে কারন ফরেক্স করতে যদি আমরা মাথা গরম করে থাকি তাহলে আমাদের অনেক লস হয়ে যাবে তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় মাথা ঠান্ডা রেখে ফরেক্স ট্রেডিং করতে হবে ইমোশনাল পরিহার করে ট্রেড করতে হবে।
-
যে কোন কিছুতে যদি আমরা কাজ করি এবং সে কাজ থেকে সাফলতা অর্জন করতে চাই তাহলে আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে তাহলে সাফলতা অর্জন করা যাবে। ঠিক তেমনি এই ফরেক্স মার্কেট এ যদি আমরা আয় করতে চাই তাহলে আমাদেরকে মাথা ঠান্ডা রেখে ফরেক্স করতে হবে। তাহলে ফরেক্স থেকে আ্য় করা সম্ভব এবং ফরেক্স থেকে সাফলতা অর্জন করা সম্ভব।
-
যে কোন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হবে।যেমন আপনি কোন একটি ট্রেডে লস করলেন লস রিকোভারি করার জন্য আরো বড় লটে ট্রেড ওপেন করলেন তাতে লস আরো বেড়ে গেলো এই পরিস্থিতিতে মাথা গরম করে আরো ট্রেড ওপেন করলেন ফলাফল একাউন্ট জিরো। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করে লস মেনে নিয়ে পুনরায় এনালাইসিস করে ট্রেড ওপেন করলে একাউন্ট জিরো হতো না। মনে রাখবেন আপনার সকল এনালাইসিস ও ট্রেডের জন্য নেয়া সিদ্ধান্ত সবসময় সঠিক হবে না। সব ধরনের পরিস্থিতির জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখতে হবে।
-
আমি আপনার সাথে একমত ফরেক্স মার্কেট এ মাথা ঠাণ্ডা রেখে ট্রেড করতে হবে আপনি যদি কারর সাথে ঝরগা করার পর যদি ট্রেড করেন তা হলে দেখবেন আপনার সেই ট্রেড লস এ যাবে আপনি যদি কোন দিন খুব বাস্ত থাকেন তা হলে আপনি ও দিন ফরেক্স মার্কেট এ ট্রেড করবেন না । আপনি রেগে গেলে ফরেক্স মার্কেট এ ট্রেড করবেন না কারন মানুষ রেগে গেলে ভুল ট্রেড করে ফরেক্স মার্কেট এ তাই নিয়ম করে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে
-
ফরেক্স মার্কেটে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। না রাখলে আমরা যে কোন সময় লস করতে পারি।ফরেক্সে তারাই প্রফিট করতে পারে যারা নিজেদের কন্ট্রোল করতে পারে যাতেকরে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়।
-
আপনি ঠিকই বলেছেন মাথা ঠান্ডা রাখতে হবে। না রাখলে আমরা যে কোন সময় লস করতে পারি । ফরেক্সে লাভ করতে হলে আমাদের মাথা ঠান্ডা
করে কাজ করতে হবে ।
-
ফরেক্স ট্রেডিং হল এমন একটি ব্যবসা যেখানে আপনাকে ধৈর্য ধারন করতে হবে ও ইমোশান কন্ট্রোলে রাখতে হবে। এখানে যদি আপনে লস করে বসেন তাহলে লস রিকভার করার জন্য মরিয়া না হয়ে লস কেন হল তা খুঁজে বের করুন ও সমাধান করার চেষ্টা করুন। আর একটি জিনিস হল আপনি যদি একজন সফল ট্রেডারের মত ট্রেড করতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট একটি নিয়মে ট্রেড করতে হবে ও স্টপলস ব্যবহার করতে হবে এর ফলে আপনি কত লস করবেন তা আগে থেকেই নির্ধারিত হয়ে যায়। তাই লস হলে মাথা গরম করার কোন দরকার নাই এতে কোন কাজে আসবেনা বরং কেন লস করলেন তা বের করে লাভ বেশি করার চিন্তাভাবনা করতে হবে।
-
ভাই মাথা ঠান্ডা রাখা খুব কঠিন। গতকাল এবং তার আগের রাত্রীতেও আমার ঘুম হয় নাই এই ট্রেনশানের কারনে কি করি বলনতো? মাথাকে কি দিয়ে বুঝাবো যে ঠান্ডা থাক। শেষ পর্যন্ত মোবাইলে গেমুস শুরু করলাম কিছুতেই কাজ করছে না ঘুম আসতেছে না। অবশেষে আসুল কাজ করলাম আল্লাহ, সুবহানাআল্লাহ, জিকির করতে করতে কখন ঘুম আসছিলাম জানি না। তবে সাডে চার ঘন্টা ঘুমিয়েছি।
-
ফরেক্স বিজনেস এ ট্রেড করতে হলে আপনাকে মাথা ঠান্ডা রেখে করতে হবে। আপনি যে কোণ ট্রেড করতে হলে আপনাকে বুঝে শুনে করতে হবে, আমি মনে করি ফরেক্স কোন মাথা গরম করে করার কাজ নয় আপনাকে ফরেক্স করতে হলে আপনি ভাল করে এনালাইসিস করে করতে হবে তানা হলে আপনি ফরেক্স করে সফল হতে পারবেন না। তাই আমি মনে করি ফরেক্স করতে হলে আপনাকে মাথা ঠান্ডা রেখে করা উচিত বলে আমি মনে করি।:rules:
-
সকল ধরনের কাজ করতে গেলে মাথা ঠান্ডা রাখতে হয়।না হলে সে কাজে কোনো সাফল্য আসা সম্ভবপর নয়।সকলফরেক্স কাজের মতো ফরেক্সে যদি সফল হতে হয় হয় তবে ঠান্ডা মাথা ও কাজের প্রতি অনেক মনোযোগী হতে হবে।একমাত্র তবেই ফরেক্সে সম্ভাবনা রয়েছে।আর যদি আপনার মাথা ঠান্ডা না থাকে তবে আপনি কখনোই ফরেক্সে সফল হবেন না।তাই ফরেক্স কাজ করতে হলে ঠান্ডা মাথার প্রয়োজন।
-
মাথা ঠান্ডা করে কাজ করতে হবে তা নাহলে যে কোন সময় আপনি লস খাবেন । সুতরাং ধর্য্য ধরে কাজ করতে হবে।
-
ফরেক্স মার্কেটের প্রথম কাজ হচ্ছে মাথা ঠান্ডা রাখা । এই মার্কেটে কাজ করতে গেলে ধৈর্য হারা হলে চলবেনা । দেখাযাবে আপনার অনুকুলে মার্কেট কিন্তু মুহুর্তের মধ্যে মার্কেট আপনার আওতার বাহিরে চলে গেছে সেই মুহুর্তে মাথা গরম করলে চলবে না । তখন আপনাকে ধৈর্য ধারন করে বসে থাকতে হবে । দেখবে মার্কেট আস্তে আস্তে আপনার অনুকুলে চলে আসছে । এর আগে আপনাকে মার্কেট এনালাইসেস করতে হবে । তাইলে আপনি সফলাতা পাবেন ।
-
সাধারনত যে কোন কাজ করতে গেলে আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করলে তা থেকে সাফলতা পাওয়া যায়। তাই আমার মতে এই ফরেক্স এ কাজ করতে হলে এবং ফরেক্স থেকে আয় করতে গেলে আমাদেরকে মাথা ঠান্ডারেখে ফরেক্স এ কাজ করতে হবে তাহলে ফরেক্স থেকে সাফলতা অর্জন করা যাবে এবং ফরেক্স থেকে আয় করা যাবে।
-
আমার মনে হয় ফরেক্সে সফলতার সাথে ব্যবসা করতে হলে অবশ্যই সবসময় মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে। কারনঃকথায় আছে রেগেছেন তো হেরেছেন। একটা ট্রেডে লস করার পর জেদ করে বড় ভলিউমে ট্রেড ওপেন করে একাউন্ট জিরো করবেন না।অনেক সময় একটু লস করলে আমরা উত্তেজিত হয়ে সেই লস উঠাতে আমরা ভুল ট্রেড করে আরও বেশি লস করি এ ধরনের মেন্টালিটি আমাদের সবার ভিতরেই আছে। এটাকে দমন করতে হবে। তবেই আমরা সফল হতে পারব। আমাদের সবারই উচিৎ একটু ভেবেচিন্তে ট্রেড করা।
-
লস হলে সবারই মন খারাপ হয় তবে চিন্তা না করে আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। না রাখলে আমরা যে কোন সময় লস করতে পারি । ফরেক্সে লাভ করতে হলে আমাদের মাথা ঠান্ডা
করে কাজ করতে হবে ।
-
আমার মনে হয় ফরেক্সে সফলতার সাথে
ব্যবসা করতে হলে অবশ্যই সবসময় মাথা
ঠান্ডা রেখে ট্রেড করতে হবে। অনেক
সময় একটু লস করলে আমরা উত্তেজিত
হয়ে সেই লস উঠাতে আমরা ভুল ট্রেড
করে আরও বেশি লস করি তাই* আমাদের
সবারই উচিৎ একটু ভেবেচিন্তে ট্রেড মাথা ঠান্ডা রাখতে হবে। না
রাখলে আমরা যে কোন সময় লস করতে
পারি । ফরেক্সে লাভ করতে হলে
আমাদের মাথা ঠান্ডা
করে কাজ করতে হবে ।
করা। আপনাদের মন্তব্য কি?