-
কারো মাঝে আবেগ বেশি আবার কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কারো মাঝে আবেগ কম । ফরেক্স ব্যবসার ক্ষেত্র্রে আবেগের কাছে নিজেকে সমর্পন করে দিলে হবেনা । কারণ আপনি যদি আবেগি হয়ে মার্কেট অবস্থাকে কোনরুপ পাত্তা না দিয়ে ট্রেড দেন তবে আপনি সফল হতে পারবেন না ।
-
আবার কোনটাতে লস করলে হঠাৎ করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বন্ধ করে দিই। আর অনেক সময় ট্রেড অপেন করলেও ক্লোজ করতে ইচ্ছা করে না। তাই যারা নতুন তাদের বলব, আগে ডেমো ট্রেড পর্যাপ্ত পরিমানে করুন তারপর রিয়েল ট্রেডে আসুন। উল্টো
-
আমরা ট্রেড করলে ব্রোকার কি লাহবান হয়। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। এই সম্পর্কে আমার জানা নেই কেই জানলে আমাদেরকে সাথে শেয়ার করুন আমরাও জানতে পারব।
-
ব্রোকার হাউজ উভয়েই লাভবান হয়ে থাকি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি যদি খেয়াল করে থাকেন তা হলে দেখবেন আপনি আমি যখন ট্রেড করি সেই সময় ট্রেডের শুরুতেই কিছু লসে ট্রেড ওপেন হয় আর এটি হল ব্রোকার কমিশন যার কারনে লসে ট্রেড ওপেন হয়। আর এই ব্রোকার কমিশনকে আবার সিস্টেম কমিশন বলেও অভিহিত করা হয়ে থাকে।
-
যখন কোনো ট্রেডার লস খাবে তখন লস কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পারবে বলে আমার মনে হয় না তবে নিউজ সাইট পড়ে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা পাবেন। যা কাজে লাগিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেড করার জন্য শুধুমাত্র নিউজ সাইটের উপর নির্ভরশীল হলে চলবে না নিজের বিচার ক্ষমতাও থাকতে হবে। গুলো ব্রোকার পাবে।আর আমরা যে ট্রেড ওপেন করি সেখানে কমিশনের কারণে প্রথমে ট্রেড লসে যায়। সেই কমিশন গুলো ব্রোকারে যাবে।
-
লাভবান হয়, আমরা লাভ করি বা লস করি।তাকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। দের কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ এই লাভ কে স্প্রেড বলে।যে ব্রোকারের স্প্রেড যত কম সেই ব্রোকার তত ভাল আমাদের জন্য,যেমন ইনস্টাফরেক্স।
-
প্রতিটি ট্রেড ওপেন হওয়ার সাথে সাথে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। স্প্রেডের মাধ্যমে ব্রকাররা তাদের লাভ নিয়ে নেয়। আর যেসব ব্রোকারে স্প্রেড সিস্টেম নেই সেসব ব্রোকার কমিশনের মাধ্যমে নিজেদের
-
ফরেক্স মার্কেট এ অনেক সময় দেখা মার্কেট একেবারেই মুভ করে না। আপনি অনেক সময় বিরক্ত হতে পারেন যে মারকেট আসলে কখন বেশি মুভ হয়। ফরেক্স এ চারটি সেশনের মধ্য লন্ডন সেশনে সবচেয়ে বেস মার্কেট মুভ করে। এখান থেকে যে কেউ ট্রেদ করে প্রফিট বের করে আনতে পারে।
-
আমি মূলত লন্ডন সেশনে ট্রেড করা পছন্দ করি। কারন এই সেশনে সবচেয়ে মার্কেট বেশি মুভ করে থাকে। আর নিউয়র্ক সেশনেও মার্কেট ভালো মুভ করে থাকে। আপনি চাইলে এই দুটা সেশনে স্কাল্পিং করেো ভালো প্রফিট করা যায়। আমি প্রতিদিন এই দুই সেশন দেখে ট্রেদ করে থাকি।
-
মার্কেট যদি আপনার অনুকূলে থাকে অবশ্যই আপনি বেশি ট্রেড করবেন আর প্রতিকূলে থাকলে ট্রেড করবেন না । মার্কেট ট্রেন্ড বুঝে ট্রেডিং করা উচিত । তবে আমি মনে করি মার্কেটে কোন নিউজ থাকলে নিউজটা ফ্লাস হওয়ার পরে ট্রেডিংটা বেশি করা উচিত ।
-
আসলে আমার মতে ফরেক্সে ট্রেড করার কোন নিদিষ্ট টাইম নেই।আমার মতে ফরেক্সে ট্রেড করার পূর্বে সব সময় মার্কেট অ্যানালাইসিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত। ফলে যখন দেখবেন যে অ্যানালাইসিসকৃত তথ্য এই ইংঙ্গিত দিচ্ছে যে মার্কেট মুভমেন্ট একটি নিদিষ্ট দিকে খুব দ্রুত টার্ন নিবে ঠিক সেইু সময় ট্রেড ওপেন করাটাই ভালো।
-
ফরেক্স এ যার যার ধারনা ও সুবিধা মত করে ট্টেড করে থাকে । এছাড়া ফরেক্স এ বিভিন্ন ধরনের পিপস, এনালাইসিস, ট্টেজেডি, ও ইন্ডিকেটর দেখেও ফরেক্স এ ট্টেড করে থাকে। তবে এখন আমার ধারনা মতে ফরেক্স এ কিছুটা টাইম থেকে ধারনা করে ফরেক্স এ ট্টেড করে থাকে। যেমন এখন ফরেক্স এ সকাল ৬টা খেকে সকাল ১০টা পর্যন্ত ফরেক্স অনেকটা উঠানামা করে এবং সন্ধা ৭ থেকে রাত ১০টা পর্যন্ত অনেকটা উঠানামা করে থাকে।
-
মার্কেট সর্ম্পকে ভাল জ্ঞান থাকলে যেকোন সময় ট্রেড করা যায় তবে মার্কেট মুভমেন্ট কোন দিকে করবে সেটা নিশ্চিত হতে পারলে তখনই ট্রেড করাটা শ্রেয় । ফরেক্সে ভালভাবে ট্রেড করতে হলে forexfactory.com এর নিউজগুলো ভালোভাবে স্ডাডি করতে হবে তাহলে আপনি ভাল লাভ করতে পারবেন ।
-
ফরেক্সে প্রতিদিন ট্রেড করার প্রয়োজন নেই।। ফরেক্সে এমন কিছু সময় আছে যখন ফরেক্স বাজার বেশ ভাল রকম মুভমেন্ট করে।। সময় টা হল ফরেক্স টাইম অনুযায়ী বাংলাদেশ সময় বিকেল ৬ টা থেকে রাত ১০ টা পরজন্ত।। তবে আমাদের কে অবশ্যই ফরেক্স নিউজ ইমপ্যাক্ট গুলি ফলো করা উচিৎ।।
-
ফরেক্স মার্কেট চব্বিশ ঘন্টার মার্কেট হওয়াতে এখানে অসংখ্যা ট্রেডার তাদের ট্রেডিং সিস্টেম ও নিজেদের সময়মত করেই ট্রেড করে । আমি আসলে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই রাতে ট্রেড করি । তবে দক্ষ ট্রেডাররা ইচ্ছামত সময়ে ট্রেড করেন না । তারা কিছু সময় টার্গেট করে রাখে এবং ওই সময়গুলোতে যথার্থ বিশ্লেষণ করেই ট্রেড করে থাকে । আমাদেরও উচিত তাদের অণুসরণ করা ।
-
আমি কখনওই বেশি ট্রেডিং করি না ।আমার ট্রেডিং প্লান মত যতটুকু ট্রেডিং করা প্রয়োজন ঠিক ততটুকুই ট্রেডিং করি । আসলে আমি সপ্তাহে মাত্র দুই থেকে তিনটি ট্রেড করি । এর মধ্যে থেকেই আমি আমার লাভ লস বের করে নিয়ে আসি । আমি মনে করি যত বেশি ট্রেড তত বেশি ঝুকিঁ ।
-
আমি সব সময় কম ডলার দিয়ে ট্রেড করে থাকি ।কারন আমি জানি যে ফরেক্স মাকেট সম্পকে সঠিক জ্ঞান অজন করতে পারলে কম টাকা ট্রেড করেও বেশী টাকালাভ করা যায় ।
আমি সব সময় ধৈয্যধারন করতে চেষ্টা করি এবং লোভ কম করে কাজ করে থাকি ।
-
বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ লন্ডন ও নিউইয়র্ক সেশনেই সর্বাধিক ট্রেড করেন৷নিঃসন্দেহে এই দুই সেশনই গুরুত্ত্বপূর্ণ সময় যা আমাদের দেশর সময় দুপুর ১টা থেকে রাত ১১টা৷আবার সন্দ্বা ৬টা থেকে রাত ১০টা এই ৪ ঘন্টা চলে সর্বাধিক লেনদেন৷বিশেষ করে এই সময়েই সবচেেয়ে বেশী ট্রেড হয়৷
-
কখন বেশি ট্রেড করব সেটার পুর্ব নির্ধারিত কোন কিছু নেই। যাখন মার্কেট প্লেস আমার অনুকূলে মনে করব তখনই আমি বেশি ট্রেড করব। আমি আমার ট্রেডিং ষ্ট্রাটেজি কাজে লাগিয়ে টেড করার চেষ্টা করব। যখন আমার কাছে মনে হবে এই স্ময়টাই আমার ট্রেড করার জন্য উত্তম। আমি ঠিক সেই সময়ে ট্রেড করব। বেশি ট্রেড কন ট্রেড বলে কিছু আছে বলে আমার মনে হয়না।
-
যখন ককোন নিউজ থাকে না তখন আমি ট্র্রেড করি । আমরা যখনই ট্রেড করব তখনই মার্কেট এ্যানালাইসিস করে তারপর টেড করার চেষ্টা করব । যে ট্রেডার যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা ট্রেডের দকিে আগ্রহ না করে মার্কেট এ্যানালাইসিসের দিকে বেশী বেশী আগ্রহ প্রকাশ করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
আমি ফরেক্স মার্কেটে বেশি ট্রেড করি না। যতটা পারি কম ট্রেড করে থাকি। তারচেয়ে বেশি এ্যানালাইসিস বেশি করে থাকি। দেখা যায় কোন কোন দিন আমি একটি কিংবা দুটি ট্রেড করে থাকি। আবার এমনো হয়ে থাকে যে দিন আমি আদৌ ট্রেড ওপেন করে থাকি না। মার্কেট না বুঝতে পারলে আমি কখনোই ট্রেড করি না। আমি সব সময় আমার এ্যাকাউন্ট ব্যালেন্স ধরে রাখার চেষ্টা করি।
-
আপনি ফরেক্স মার্কেটে সোম থেকে শুক্রবারের যেকোন দিন ট্রেদ করতে পারেন ।তবে ট্রেদ থেকে লাভ করতে গেলে আগে আপনার মার্কেটে ট্রেন্ড লাইন ধরতে হবে।মার্কেটে যখন বেশি মুভ মেন্ট করে তখন ট্রেড করা বেশি লাভ জনক।
-
আমি বেশি ট্রেড করি না । খুব অল্প ট্রেড করি তবে তা আমার ট্রেডিং গুরুর পরামর্শ মোতাবেক । এখনো একজন নতুন ট্রেডার হওয়াতে নিজের ইচ্ছামত ট্রেডিং করতে পারি না । কেননা আমি মনে করি যে নিজের ইচ্ছামত ট্রেডিং করতে হলে আমাদের অবশ্যই অনেক বেশি পরিমাণে দক্ষতা অর্জণ করতে হবে । আমি প্রথম প্রথম নিজের ইচ্ছামত ট্রেডিং করে অনেক লস করছি ।
-
আমি ব্যাক্তিগত ভাবে বলছি ট্রেড করার জন্য রাতই উপজুক্ত সময় কারন বেশির ভাগ ট্রেডার রা দিনে অন্য কাজ নিয়ে এবং পারিপার্শিক চাপে ব্যাস্ত থাকে তাই ব্যাস্ততা ও ঝামেলা মুক্ত ভাবে ট্রেড করার জন্য রাতই যোগ্য সময়।
-
ফরেক্স মার্কেট সবচেয়ে লন্ডন সেশনে বেশি মুভ করে। আমি মূলত লন্ডন সেশনে ট্রেড করে থাকি। আর দুপুরের পর ট্রেড নিয়ে থাকি। এ সম ট্রেড করলে তারাতারি প্রফিট হয়। আর অন্য সমইয় তেমন একটা মার্কেট মুভ করে না। আপনি ও লন্ডন সেশোনে ট্রেড নিতে পারেন।
-
ফরেক্স একটি আন্তর্জতীক মুদ্রার বাজার এই মার্কেট রাত দিন ২৪ ঘন্টা ওপেন থাকে, আপনার যে সময় দিন সেই সময় অন্য কোন দেশে রাতার আবার আপনার যে সময় রাত সেই সময় অন্য কোন দেশে দিন, সুতারাং ফরেক্সে রাত আর দিন বলে কোন কথা নাই, আপনার এনালাইসিস অনুযায়ী যখন উপযুক্ত সময় পাবেন তখনই ট্রেড করবেন।
-
ভাই আমি ফরেক্স মাকেটে সন্ধ্যার সময় ট্রেড করি আমি মনে করি এ সময় মাকেট বেশি উথানামা করে তাই আপনি এখান থেকে লাভ করতে পারি বলে ট্রেড করি | আমি মনে করি সবাইকে কোণ না কোণ সময় ধরে ফরেক্স মাকেটে ট্রেড করা থিক হবে এবং আপনি আয় করতে পারবেন |
-
ফরেক্স একটি আন্তর্জতীক মুদ্রার বাজার এই মার্কেট রাত দিন ২৪ ঘন্টা ওপেন থাকে, আপনার যে সময় দিন সেই সময় অন্য কোন দেশে রাতার আবার আপনার যে সময় রাত সেই সময় অন্য কোন দেশে দিন, সুতারাং ফরেক্সে রাত আর দিন বলে কোন কথা নাই, আপনার এনালাইসিস অনুযায়ী যখন উপযুক্ত সময় পাবেন তখনই ট্রেড করবেন।
-
আমি ফরেক্সে ট্রেড করার পূবে প্রথমে যে কাজটি করি তা হল ভাল করে মার্কেট অ্যানালাইসিস করি আমি মনে করি ভাল প্রফিট লাভ করতে হলে ট্রেড করার পূর্বে মার্কেট অ্যানালাইসিসের কোন বিকল্প নেই। মার্কেট অ্যানালাইসিসের পর মানিম্যানেজমেন্ট করে তার পর আমি ফরেক্সে ট্রেড করি তবে আমি চেষ্টা করি সব সময় লং ট্রেড করতে এবং নিদিষ্ট লটে।
-
আনি একজন ছাত্রী দিনের বেলা আমাকে পড়াশুনার কাজে বেশি ব্যাস্ত থাকতে হয় তাই আমি ফরেক্স এ ট্রেড করি রাতের বেলাতে বেশি আর যে দিন ছুটি থাকে সে দিন দিনের বেলা তে ও করি। আর আপনি যে সময় ইচ্ছা সে সময় ফরেক্স এ ট্রেড করতে পারেন। তবে সফ্ল হতে গেলে আপনাকে দক্ষ ট্রেডার হতে হবে।
-
আমার মতে প্রত্যেকটি ভালো ট্রেডারের তার নিজস্ব একটি ট্রেডিং স্ট্রাটেজি থাকে, আর আপনার স্ট্রাটেজি অনুযায়ী যদি আপনি মনে করেন এখন আপনি ট্রেড করার সময় তখনি আপনি ট্রেড করবেন । তাই এখানে নির্দিষ্ট কোন সময় বলা যায়না, যে আমি কখন ট্রেড করব । নতুন অবস্থায় মার্কেটে অতিরিক্ত মুভমেন্ট করার সময় ট্রেড না করাই ভালো ।
-
ভাই আমি দিনের বেলা বেশি ট্রেড করি আমি মনে করি ফরেক্স মাকেট থেকে বেশি লাভ করতে হলে দিনে ট্রেড করা ভাল | আমি দিনের বেলা ফরেক্স মাকেটে ট্রেড করে বেশি লাভ করি ফরেক্স থেকে বেশি বেশি আয় করতে হলে দিনে ট্রেড কোড়া ভালো |
-
দক্ষ ট্রেডারদের কাছে ফরেক্সে ট্রেড করার কোন নিদিষ্ট টাইম নেই।তাই আমি ফরেক্সে ট্রেড করা পূর্বে সব সময় মার্কেট অ্যানালাইসিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি ফলে যখন দেখি যে অ্যানালাইসিসকৃত তথ্য এই ইংঙ্গিত দিচ্ছে যে মার্কেট মুভমেন্ট একটি নিদিষ্ট দিকে খুব দ্রুত টার্ন নিবে ঠিক সেইু সময় আমি ট্রেড ওপেন করে থাকি।
-
ফরেক্সে ট্রেড করতে হবে মার্কেটের গতিবিধি বুঝে।নির্দিষ্ট সময়ে ট্রেড করতে হবে অথবা মার্কেটে বেশি মুভমেন্ট হচ্ছে এমন সময়ে ট্রেড করতে হবে এটা ঠিক নয়। বরং আপনি কোন প্লানে আগাতে চান সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন।লং টাইমফ্রেমে মার্কেটের সাটটোর্ট এবয় রেসিসটেন্স বুঝে ট্রেড করার চেষ্টা করুন।
-
আমি ফরেক্স মাকেটের নতুন একজন ট্রেডার । আমি মনে করি যে ফরেক্স ট্রেডার দের একএক জনের একএক কৌশলে ট্রেড করে থাকে । আমি সব সময় কম ডলার দিয়ে ট্রেড করে থাকি । কারন আমি জানি যে ফরেক্স মাকেট সম্পকে সঠিক জ্ঞান অজন করতে পারলে কম টাকা ট্রেড করেও বেশী টাকা লাভ করা যায় । এবং আমি সব সময় ধৈয্য ধারন করতে চেষ্টা করি এবং লোভ কম করে কাজ করে থাকি ।
-
ফরেক্স মার্কেট এ আমি তখনই ট্টেড করি যখন দেখি যে আমার ট্টেড করার উপযুক্ত হয়েছে কিনা। আমি যখন কোন নিদিষ্ট দিকে বা ট্টেড করার উপযোগী হয় ঠিক তখনই আমি ট্টেড করে থাকি। মুভিং এভারেজ ও ইন্ডিকেটর ব্যবহার করে আমি ফরেক্স এ ট্টেড করি।
-
আমি যখন আমার সিস্টেম এ ট্রেড পাই তখন আমি বেশি ট্রেড করি আর আমার সিস্টেম এ যদি আমি ট্রেড না পাই তা হলে আমি ট্রেড করি না আপনি ও যদি এই ভাবে ট্রেড করেন তা হলে আপনার লস ট্রেড কম হয়ে যাবে আর লাভ এর ট্রেড এর পরিমান বেড়ে যাবে আমার মতে ফরেক্স মার্কেট এ বুঝে বুঝে ট্রেড করা উচিত না হলে লস ট্রেড এর পরিমান বেড়ে যাবে তাই আপনার সিস্টেম এ ১০০ % ট্রেড না আসলে আপনি ট্রেড করবেন না তা হলে লাভ এর পরিমান বারবে
-
ফরেক্স মার্কেটে প্রত্যেকটি ভালো ট্রেডারের তার নিজস্ব একটি ট্রেডিং স্ট্রাটেজি থাকে, আর আপনার স্ট্রাটেজি অনুযায়ী যদি আপনি মনে করেন এখন আপনি ট্রেড করার সময় তখনি আপনি ট্রেড করবেন । তাই এখানে নির্দিষ্ট কোন সময় বলা যায়না, যে আমি কখন ট্রেড করব । নতুন অবস্থায় মার্কেটে অতিরিক্ত মুভমেন্ট করার সময় ট্রেড না করাই ভালো ।
-
আমার মতে ফরেক্সে কখনো বেশি ট্রেড করা উচিৎ না । আমি কখনো ফরেক্সে বেশি ট্রেড করিনা । তার কারন হল যখন আমার ডলার কম থাকে তখন অনেক বেশি ট্রেড ওপেন অবস্থায় থাকলে মারকেট আমার বিপরীতে গেলে প্রফিটের চিন্তা করা যায় না বরং লসের সম্ভাবনা বেশি থাকে ।
-
অামি রাতে বা সকালে বেশী ট্রেড করে থাকি কারণ সেই সময় মার্কেট ওঠা নামা কম করে । অামরা দেখব যখন না থাকে তখন অামরা ট্রেড করব না । অামরা কাজ করব বেশী লোভ না করব । সেই ট্রেডারই লাভবান যে বুঝে শুনে ট্রেড করে । বুঝে ট্রেড করার গুরুত্ব অনেক ।