-
সব ই ঠিক আছে কিন্তু কম্পিউটারের সব সুবিধা কি আপনি মোবাইলে পাবেন বলে মনে করেন? আমি মোবাইলে ব্যবহার করি কিন্তু এখানে যেমন আমরা বিভিন্ন কাস্টমাইজড ইনডিকেটর ব্যবহার করতে পারি যা মো্বাইলে কোন ভাবেই সম্ভব নয়। অবশ্য যার যার সিদ্ধান্ত তার তার কাছে। তবে আমি বলব পিসির বিকল্প মোবাইল কথনই হতে পারবে না। এটা সম্পূর্ন আমার নিজের অভিমত।
-
এন্ড্রয়েড এবং আইওএস ফোন থেকে আপনি ট্রেড করতে পারবেন Instaforex মোবাই এপ্স টি দিয়ে।এপ্স টি দিয়ে ফরেক্স নিউজ ও পাওয়া সম্ভব। তাছাড়া কোন কারেন্সি তে কত % বাই বা কত % সেল হচ্ছে তা জানতে পারবেন।কেন্ডেল স্টিক চার্ট ও দেখতে পারবেন। আরো রযেছে দারুন দারুন সিস্টেম। যেকোনো মূহর্তে ৩ সেকেন্ডের মধ্যে ট্রেড ক্লোজ করতে পারবেন।
-
ফরেক্স যেহেতু একটা অনলাইন বিজিনেসস সেহেতু আপনি আপনার মোবাইল দিয়ে ইচ্ছা করলে ট্রেড করতে পারেন,আপ্নার মোবাইলে যদি ভাল নেট ব্যাবহার করা জায় তাহলে আপনি সহজেই আপনার মোবাইল ফোন দিয়ে ফরেক্স মার্কেট এর সকল খোঁজ খবর নিতে পারবেন
-
হ্যা এটাই সত্যি যে, ফরেক্স মার্কেট এখন কম্পিউটার এর পাশাপাশি মোবাইলে করা যায়। আমার মতে, মোবাইলে ফরেক্স মার্কেটে ট্রেড করা সুবিধাজনক।কিন্তুু কম্পিউটারে ট্রেড করলে ভালো হয়। কিন্তুু আমি বেশির ভাগ সময় মোবাইলে ট্রেড করে থাকি।কারন মোবাইলে ট্রেড করলে আমার সুবিধা হয়।
-
হ্যাঁ ভাই আমরা আমাদের দৈনন্দিন কাজে আমরা অনেক বেস্ত থাকি তাই তখন্ত আর আমরা কম্পিওটার নিয়ে বাহিরে জেতে পারি না। তাই ইন্সটাফরেক্স আমাদের জন্য সন্দর একটি উদ্দেগ নিয়েচে যে আমরা এখন মবাইলে ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে পাড়ব। এর জন্য আমাদের আর তেমন সময় ফরেক্স মার্কেট এ দিতে হবেনা। তাই আমি মনে করি আমরা আমাদের কাজের পাশাপাশি মুবাইলের মাধ্যমে ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড কোরতে পাড়ব।
-
আমি আগে যখন ফরেক্স মার্কেট সম্পর্কে শুনি তখন আমি ভাবতাম ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হলে কম্পিওটার প্রয়োজন। কম্পিওটাড় ছাড়া ফরেক্স মার্কেট এ ট্রেড করা যাই না। কিন্তু আমার ধারনা ছিল ভুল। কারন বর্তমানে আমরা মুবাইল এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে পারতেছি । মুবাইল এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ বাই এবং চেল কোরতে পারচি। তাই বর্তমানে ফরেক্স মার্কেট এ ট্রেড এর জন্য আর কষ্ট করার দরকার নেই।
-
বিষয়টি আসলেই খুবই মজার কারন যেখানে মোবাইলে সব করা যাচ্ছে সেখানে কম্পিউটার অতবড় একটা জিনিসের কাছে এখন পরে থাকতে হবে না মোবাইল দিয়ে ট্রেড করতে পারলে ভাল তবে এখানে আমি মনে করি মোবাইল ছোট এখানে মার্কেট বুযা অনেকটা কঠিন তাই নতুনরা মোবাইলে ট্রেড করলে লসের সম্ভবনা বেশি থাকবে তবে যাদের ভাল দক্ষতা আছে তাদের ব্যপার আলাদা
-
বিজ্ঞানের এই উতকর্ষতার যুগে আপনি আমি চাইলে কম্পিউটারে পরিবর্তে এ্যানড্রোইট ফোনে ফরেক্সের অ্যাবস ব্যবহার করে অনায়াসে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারি ফরেক্স ট্রেডিং দক্ষতায় দক্ষ যে কেউই এখন তার মোবাইল ফোনটিকে ব্যবহার করে ফরেক্স মার্কেটে সফলতার সাথে ট্রেড করে প্রফিট বা আয় করতে পারে।
-
হ্যা ফরেক্স মার্কেটে এখোন মোবাইলে একথা সত্যি ।
এখোন ফরেক্স মার্কেটে ট্রেডিং মোবাইলে করা যায় এর জন্য ট্রেডার অনেক সুভিধা হয়েছে কারন যেকনো যায়গা থেকে ট্রেডকরা যাচ্ছে কারন কম্পিউটার সবযায়গায় নেওয়া যায় না কিন্তু মোবাইল সব যায়গায় নেওয়া যায়।
তাই ফরেক্স মার্কেট মোবাইলে এসে অনেক ভালো হলো।
-
এটা অবশ্যই ইন্সটাফরেক্সের একটা ভালো উদ্দ্যেগ বলে আমি মনে করি। কারণ কম্পিউটার সে খানে সেখানে নেওয়া যায় না। মোবাইলে সে খানে ইচ্ছা আমি বহন করতে পারি, আর মোবাইল ট্রেড করা অনেক সহজ। সব মিলিয়ে আমার ভালো লেগেছে
-
এখন মোবাইল এ আপনি আপনার মোবাইল থেকে বিজনেস করতে পারবেন। কেননা ফরেক্স ব্যবসা যেহেতু যেকোনো সময় যেকোনো জায়গা থেকে করা যায় এক্ষেত্রে মাঝে মাঝে মোবাইল থেকেও ট্রেড করা যায়।
-
এখন দিনে দিনে android প্লাটফর্ম অনেক বেশি গুরুত্ব পাছে সাধারণ মানুষের কাছে, যেকানে ট্রেড করার জন্য প্লাটফর্ম ইনস্টল করার মাধমে আমরা ট্রেডিং সহজেই করতে পারব. অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন এই প্লাটফর্ম থেকে মানুষ ঠিক তাই করতে পারবে, যা মানুষ কম্পিউটার প্লাটফর্ম থেকে করতে পারবে. তবে সুধু একটাই সমসা যা হছে একমা এখানে ইনডিকেটর অথবা রোবট বেবহার করতে পারব না.
-
ফরেক্স ট্রেডিং এর মেটা ট্রেডার ৪ সফটওয়্যারটি এখন ফোনেও কাজ করে । তাই সব সময় কম্পিউটারের সামনে বসে থাকার আর কোন দরকার নেই । ফোনের সফটওয়্যার টা এসে ট্রেডার দের অনেক সুবিধা করে দিয়েছে । এখন সব সময় নিজেকে আপডেট রাখা সম্ভব ।
-
ফরেক্স মার্কেট এখন বরতমান মোবাইলে করা যায় তাই মোবাইলে ফরেক্স ট্রেড করাতে আমাদের খুভ সহজ হয়েছে ফরেক্স মার্কেটে সবসময় হাজির থাকতে হত এখন অনেক সময় ভাইরে থাকলে ফরেক্স ট্রেড মোবাইলে দেখা যায়।
-
ফরেক্স মার্কেট আসলে এখন মোবাইলে করা জাসছে তাই মোবাইলে করায় আমাদের অনেক দিক দিয়ে সুভিদা পাসছি কারন মোবাইলে করলে ফরেক্স মার্কেট সম্পরকে সবসময় জানা জাছে আমি যেখানে জাই না কেন মার্কেট দেখতে পারছি ।
-
সব এন্ড্রয়েড ও উইন্ডোজ মোবাইলে এমটি ফোর প্লাট ফর্ম সাপোর্ট করে। তবে এখানে একটা সব থেকে বড় অসুবিধা হল এখানে কাস্টম ইনডিকেটর ব্যবহার করার কোন সুযোগ থাকে না। ফিবোনাচ্ছি বা এই ধরনের বিভিন্ন টুল ব্যবহার করা যায় না। তবে এটা খুবই ভাল একটা জিনিস যাতে কম্পিউটারের সামনে না থাকলে্ও প্রাইস মনিটর করা যায়।
-
হ্যা ।আমি মনে করি এটা অনেক ভাল উদোগ । এতে খুব সহজেই ট্রেড করা য়াবে ।
-
ফরেক্স যেহেতু একটা অনলাইন ব্যবসা সেহেতু আপনি ইচ্ছা করলে আপনার মোবাইল ফোনেও ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারেন এর জন্য আপনার মোবাইল ফোনে ফরেক্স মার্কেট এর বিভিন্ন ডকুমেন্ট যোগ করতে হবে এছাড়া আর কিছু না এতে আপনার আর বেশি সুবিধা হবে বলে আমি মনে করি কারণ এতে আপনি আপনার ফরেক্স মার্কেটের সকল খজ খবর নিতে পারবেন
-
মোবাইলে কম্পিউটারের সকল কাজ করা যাচ্ছে এখন আর ফরেক্স মার্কেটের কাজ করতে কম্পিউটার লাগে না মোবাইলে করা যাচ্ছে।
-
ফরেক্স মার্কেট আমদের হাতের মুঠোই ইচ্ছা করলে আমরা মোবাইলে এই মার্কেটের যাবতীয় কাজ আমরা করতে পারি আমরা আবার দেখা যাচ্ছে কম্পিউটারে যে কাজ করছি করতে করতে যদি কারেন চলে যায় তারপরেও এই ফরেক্স মার্কেটের কাজ মোবাইল দিয়েও করতে থাকি তাতে কোনও সমস্যা নেই সেজন্য আবার কম্পিউটারের কাজ না করলেও মোবাইলেও শম্ভাব।
-
আপনাদের অনেক ধন্যবাদ মোবাইল এ এই ব্যাবস্থা চালু করার জন্য । সব সময় ঘরে বসে কাজ করা যায় না । মোবাইলে এই সুযোগটা পাওয়ায় আমার টার্গেট আরও বেড়ে গেলো ।
-
হ্যা, এখন ইনস্টাফরেক্স এর উদ্দোগে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ফরেক্স এর কাজ গুলো করতে পারবেন। আমার মতে এটি একটা বিশাল বেপার। ফরেক্স কে আরও একধাপ হাতের মুঠোয় এনে দিল ইনস্টাফরেক্স কোম্পানি।
-
হ্যাঁ ভাই আপনারা ঠিক বলেছেন এখন মোবাইল থেকে ও ফরেক্স ট্রেড করা সম্ভব। আর মোবাইল সহজে বহনঞ্জোগ্য আর আপনি যেকোনো সময় যেকোনো জায়গায় বসে ফরেক্স ট্রেড করতে পারবেন।আর এটা নতুন গ্রাহকদের জন্য সুখবর কারন অনেকে ল্যাপটপ বা কম্পিউটার কেনার টাকা তাই তারা সহজে মোবাইল কিনে ফরেক্স ট্রেড করে আয় করতে পারবে।
-
মোবাইল ভারসন বের হয়েইয়েছে ভাল কথা ।। কিতু আমি মনে করি ফরেক্স সম্পর্ক যে এনালাইসিস করে ট্রেদ করতে চান সে কখনই মোবাইল ভারসন এ এনালাইসিস করবেন না ।। এখানে উইন্ডটা অনেক ছোট থাকে বিধাই কেন্ডেল একটু উঠালে বা নাম্লেই মনে হই মার্কেট তা অনেক নেমেছে বা অনেক উঠেছে এতে আপনি বিভ্রান্ত হতে পারেন ।। তাই আমি মনে করি ট্রেড করতে হলে ডেস্কটপ বা ল্যাপ্টপ এ ভাল।। আপনি আপনার ট্রেড চেক করা বা ক্লোজ করার জন্য মোবাইল ভারসন ব্যবহার করতে পারেন।।
-
বর্তমান যুগে আপনি যে কোন জায়গা থেকে ফরেক্স করতে পারেন । ফরেক্স করার সব চেয়ে সহজ মাধ্যম হল মোবাইল । এটা বহন করা সহজ ,যে কোন জায়গায় আপনি বহন করতে পারেন ইন্টারনেট কানেকশন এর মাধ্যমে ফরেক্স ট্রেড করতে পারেন । তবে কম্পিউটার এ এনালাইসিস করে ট্রেড করা ভাল ।
-
ফরেক্স মার্কেট আগে মোবাইলে করা জেত না কিন্তু এখন মোবাইলে করা জায় এতে করে ট্রেড করে অনেক মজা পাওয়া জায় কারন ফরেক্স ওপেন থাকলে অনেক সময় কম্পিউটারের সামনে বসে থাকা লাগত কিন্তু মোবাইলে করা জায় এখন আর বসে থাকা লাগে না ।
-
ফরেক্স ট্রেড করতে গেলে আপনার অবশ্যই নেট কানেক্সন থাকা লাগবে এবং একটি পার্সেনাল কম্পিউটার আর সাধারনত ফরেক্স ট্রেড এমটি ৪ সফটয়্যার এর মাধ্যমেই করা হযে থাকে পূর্বে আমরা শুধু মাত্র কম্পিউটারের মাধ্যমের এই ফরেক্স ব্যবসা করতোম কিন্তু বর্তমানে এন্ড্রুয়া্ইড মোবাইল এর বদলতে আমরা এই ফরেক্স ট্রেড মোবাইলের মাধ্যমেও করতে সক্ষম হচ্ছি ।
-
ফরেক্স মার্কেট মোবাইলে আসায় যে কতো উপকার হয়েছে তা বলে শেষ করা যায় না তাই ফরেক্স করতে গেলে আগে সুদু কম্পিউটারে বসে থাকতে হত কিন্তু এখন আর তা লাগে না আমার কোন ট্রেড থাকলে আমি সেটা মোবাইলে করতে পারছি দেক্তে পারছি।
-
মার্কেট অবশ্যই এখন আমাদের মোবাইলে। ফরেক্সের ব্যাবসা এখন মোবাইল এর মাধ্যমে করা যায়। তবে এই কাজ সকল মোবাইল দিয়ে করা যায় না। এই কাজের জন্য অবশ্যই আন্ড্রিওয়েড মোবাইল দরকার। আর মোবাইল এর মাধ্যমে সবসময় কাজ করা যায় ।
-
ফরেক্স মার্কেট এখন আমার মোবাইলে ফরেক্স ট্রেড করতে পারছি তবে আগে সেটা করা জেতনা তাই ফরেক্স মোবাইলে করতে পেরে যে আমাদের কি সুবিদা হয়ে অনেক ভাল হয়েছে যে আমরা মোবাইলে করতে পারছি তাই ফরেক্স ট্রেড করার জন্য এখন বসে থাকা লাগে না।
-
এখন ফরেক্স বিজনেস টা আপনি আপনার মোবাইল এ ও করতে পারেন জার জন্য আপনাকে অ্যান্ডরয়েড মোবাইল ব্যাবহার করতে হয় আর আপনি কিন্তু আবার ট্যাব এ ও আপনার ট্রেড পরিচালনা করতে পারেন......আর আসলে মোবাইল থেকে কম্পিউটার এ আমি অনেক কম্পরট ফিল করি আমি কম্পিউটার দিয়া ট্রেড করলে অনেক ভাল ভাবে আনাল্যসিস করতে পারি কিন্তু মোবাইল দিয়া টা সম্ভব না আর তাই কম্পিউটার অনেক ভাল
-
ইন্সটা ফরেক্সকে অনেক ধন্যবাদ এই ধরনে নিত্য নতুন সেবা আমাদের মাঝে দেয়ার জন্য মোবাইলে এই সুবিধা চালু করা নিঃসন্দেহে একটা ভালো উদ্যেগ এখানে আমরা সাবাই নিজ নিজ কাজে অনেক ব্যাস্ত থাকি যার কারণে সবসময়ই কম্পিউটারের সামনে বসে থাকা বেশিরভাগ ট্রেডারের কাছে অসম্ভব তাই মোবাইলের মাধ্যমে আমরা যে কোন স্থানে ফরেক্স এর খবারাখবর রাখতে পারি
-
ফোরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আগে আপনার ল্যাপটব, ডেক্সটপের উপর নির্ভর করতে হতো। কিন্তু বর্তমানে প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে ফোরেক্স মার্কেট প্লাটফরম অ্যান্প্রয়েড ভারসনেও পাওয়া যাচ্ছে কিন্তু লক্ষ রাখা দরকার এটি ক্নিতু আপনাকে সব ধরনের ইন্ডিগর ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া আপনি মার্কেট এর সকল পেয়ার দেখতে, অ্যানালাইসিস করতে এবং মার্কেটে ট্রেড রান করতে বা ক্লোজ করতেও পারবেন।
-
ফরেক্স মার্কেট এখন মোবাইলে করা যায় আর এই ফরেক্স মোবাইলে করে যে কতো সুজগ সুবিধা বেড়ে গেছে তা না বলে বঝান যাবে না তাই মোবাইলে ফরেক্স ট্রেড করতে পেরে আমরা অনেক সুবিদা পেতে পারি যেমন ফরেক্স মার্কেটে আগে ট্রেড দেখার জন্য সবসময় কম্পিউটারে বসে থাকতে হত ।
-
মোবাইল এর মাধ্যমে আমরা এখন ট্রেড করতে পারি আর এটা একটা ভাল জিনিস ফ্ররেক্স ট্রেডারদের জন্য ফরেক্স মোবাইলে ট্রেড করার জন্য কয়েকটি ভার্শন নিয়ে আসছে যার মাধ্যমে আপনি যেকোন স্থান থেকে ট্রেড করতে পারেন। আর মোবাইল এমন একটা জিনিস যেটা সহজেই বহন করা যায়। কম্পিউটার এর সামনে অনেক সময় বরিং লাগে সারাক্ষন দেখে থাকা যায় না তাই আমি মনে করি ফরেক্স ট্রেডারদের জন্য মোবাইল ট্রেডিং একটা ভাল দিক হয়ে উঠবে।
-
ফরেক্স মার্কেট ট্রেড করার জন্য আগে মোবাইলে ফরেক্স ট্রেড করা জেত না তাই ফরেক্স মার্কেট এখন মোবাইলে করা যায় এতে করে আমাদের জন্য অনেক ভাল সুবিদা হয়েছে কারন ফরেক্স ট্রেড করতে গেলে বেশির ভাগ সময় ফরেক্স মার্কেটে থাকতে হয় তাই মোবাইলে থাকা সম্ভব হয়।
-
বাহ ভালই হল। মোবাইল দিয়ে এখন সব কিছু চেক করে উপডেট থাকা যাবে। ফোরাম এর পোস্ট গুলা যখন তখন পরা যাবে। আর সবসময় তো পিসি অন রাখা যায় না। অনেক ভাল হইছে মোবাইল সিস্টেম করে।
-
এখন ডিজিটাল যোগ তাই সবকিচু এখন ডিজিটাল।আগে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য কম্পিউটার সামনে বসে থাকতাম কিন্তু এখন আমরা সেই কষ্ট থেকে মুক্তি পেয়েছি।আমরা এখন মোবাইল এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারছি।আমরা যখন বাহিরে কোন কাজ এ যাই তখন আমাদের সাথে কম্পিউটার নিয়ে যেতে হয়না।আমরা এখন মোবাইল এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারছি।তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করা এখন আরো সহজ।
-
ফরেক্স মাক্রেত এখন অনেক জনপ্রিও এবং আমরা ইচ্ছা করলে অনেক টাকা আয় করতে পারি। আমি ইচ্ছা করলে আমার মবাইল দিএও ট্রেড করতে পারি ।মবাইল ট্রেডিং অনেক ভাল কিন্তু আমার মবাইল ট্রেডিং এর জন্য অনেক সতরক হএ ট্রেদ করতে হবে।
-
ট্রেডাররা ইন্সটাফরেক্স এর মাধ্যমে আপনার যেকোন অপারাটিং পদ্ধতিতে এবং যেকোন মোবাইল ব্রাউজারে ট্রেড করতে পারবেন। তাছাড়া আপনি আপনার মোবাইলে ফরেক্স এর মার্কেট সম্পরে জানতে পারবেন। কারন ইন্সটাফরেক্স এখন মোবাইলের জন্য সেই সুবিধা বহন করেছে।