-
আমিও তাই মনে করি যে ফরেক্সে কোন রাত বা দিন বলে কিছু নেই ফরেক্সে আপনি মার্কেটের অবস্থান বুঝে ভাল এন্ট্রি পয়েন্ট খুজে ট্রেড ধরতে পারেন সেটা দিন হোক বা রাত সেটা কোন বিষয় নয় মার্কেটের হাবভাব টাই মুখ্য বিষয়। তবে এনালাইসিস করে তবেই ট্রেড ধরতে হবে নতুবা লসের সম্মুখীন হওয়া লাগতে পারে। তাই হিসাব করে ট্রেড ধরুন নিশ্চিন্তে প্রফিট করুন।ধন্যবাদ।
-
ফরেক্স একটি আন্তজার্তিক ব্যবসা।পৃথিবীর সকল দেশের জনগণ এ ব্যবসা করতে পারে।ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন আর দিনে ২৪ ঘন্টাই খোলা থাকে।ফরেক্স এ যে কেউ যেকোন সময় ই ট্রেড করতে পারে এর জন্য বাধাধরা কোন নিয়ম নেই।তবে কিছু কিছু সময় মার্কেট এর মুভমেন্ট ভাল থাকে। আপনি যদি সেই মুভমেন্ট অনুসারে ট্রেড করতে পারেন তাহলে বেশি লাভ করতে পারবেন।আমার মনে হয় সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মার্কেট একটু বেশি মুভ করে।আপনি চাইলে এনালাইস করে এই টাইম টাই ট্রেডিং করতে পারেন।ফরেক্স এ আপনি এনালাইস করে রাত দিন ২৪ ঘন্টাই ট্রেড করতে পারেন।
-
ফরেক্স একটি অনলাইন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মার্কেটিং বিজনেস। ইন্সটাফরেক্স এত সুন্দর সার্ভিস দেয়ার কারণে এটা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় একটি অনলাইন বিজনেস হয়ে বর্তমানে অবস্থান করেছে। যে কোন বয়সের যে কোন পেশায় যে কোন ধরনের মানুষ এবং যে কোন সময় আপনি এখানে কাজ করতে পারবেন। ফরেক্স এ কাজ করার জন্য কোন নির্দিষ্ট সীমাবদ্ধতা বা রাতদিন এর পার্থক্য বলে কিছুই নেই। ধন্যবাদ
-
ফরেক্স একটি ব্যবসা । এখানে রাত বা দিন বলে কোন কথা নেই । সপ্তাহে দুইদিন শনিবার ও রবিবার বাদে রাত দিন ২৪ ঘন্টা ফরেক্স মার্কেট খোলা থাকে । তাই সপ্তাহের এই দুইদিন বাদে যে কোন দিন যেকোন সময় ফরেক্সে ট্রেড করা যাবে ।
-
জী হ্যা ফরেক্স মার্কেট এ কনো রাত বা দিন নেই,সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা মার্কেট ওপেন থাকে,তাই আপনি চাইলে যে কনো সময় ট্রেড করতে পারবেন,ফরেক্স মার্কেট এ চারটি সেশন আছে,আপনি আপনার পছন্দ মত সেশন এ ট্রেড করতে পারবেন,এইটা সম্পূর্ণ নির্ভর করে থাকে একজন ট্রেডার এর উপর।
-
ফরেক্স মার্কেটে দিনে বা রাতে কাজ করতে হবে এমন কোন নিদ্রিষ্টতা নেই,ফরেক্স মার্কেট সপ্তাহের পাঁচ দিন ২৪ ঘন্টা করে খোলা থাকে,আর ঐ ২৪ ঘন্টার মধ্যো যে কোন সময় আপনি ট্রেড করতে পারেন,তবে বাংলাদেশের সময় অনুসারে সন্ধা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সময়কে আর্দশ সময় বলে মনে করা হয়,কেননা ঐ সময় মার্কেটের অবস্থা ভাল থাকে,তবে আপনি রাত দিনের যে কোন সময় ফরেক্সে ট্রেড করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে রাত দিন নেই তবে এইখানে সময়ের মুল্য আছে।আমাদের কে দেখতে হবে কোন কোন সময়ে নিউজ প্রকাশ হবে। আর সেই টাইম হিসাব করে নিউজ এর পরে ট্রেড ওপেন করতে হবে। তাই ডেইলি কেন্ডেল ফলো করে আমাদের কে ফান্ডামেন্টাল এনালাইসিস করে নিউজ প্রকাশ হবার পরে ট্রেড ওপেন করতে হবে আর এতে করে ভালো রেজাল্ট পাওয়া যাবে।
-
ইতিহাসে একটা প্রবাদ আছ "ব্রিটিশ রাজত্বে কখনো সূর্য অস্ত যেত না"। বর্তমানে এই যুক্তিটি ফরেক্স মার্কেটের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। কারণ ফরেক্স মার্কেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মার্কেট এবং এর বিস্তৃতি সারা বিশ্ব জুড়ে। পৃথিবীর এক অর্ধাংশে দিন এবং অন্য অর্ধাংশে রাত। দিন বা রাত ২৪ ঘন্টাই এখানে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় হয়। তাই ফরেক্স মার্কেটে কোন দিন রাত বলে কথা নেই। এখানে যখন তখন এখানে ট্রেড করা যায়।
-
কি কাজ করতে চলেছেন সে সম্পর্কে কোনো ধারণা না থাকার অর্থ, আপনি অন্ধকারের যাএী,কোন অন্ধের মতো।কোন নির্দিষ্ট সময় নাই ফরেক্স করা জন্য তবে সময়কে সঠিকভাবে যারা কাজে লাগাতে পারে তারাই ভালো করে
।সময় কে সঠিক ব্যবহারের ফলে ব্যবসায় সফলতা আনা সম্ভব।কারণ সব সময় ফরেক্স করা যায় তবে এমন কিছু সময় আছে যখন করলে বেশী লাভ করাযায়।আর যারা দক্ষ তারা সেই সময়কে কাজে লাগাবে।যেমন সন্ধ্যায় ৭টা থেকে রাত১০টায় ট্রেড করা ভালো সময়।তখন ট্রেডের একটি গতি থাকে তার সাথে ভালো মুভমেন্টও থাকে।তাই কৌশলগত ভাবে সময় কে কাজে লাগাতে হবে।এতোভালো করা যাবে ব্যবসায়
-
1 Attachment(s)
ফরেক্স মাকেট সাপ্তাহে ৫ দিন এবং ২৪ ঘন্টা খোলা থাকে । এই ২৪ ঘন্টার মধ্যে আমরা যে কোন সময় ট্রেড করতি পারি । কিছ কিছু ট্রেডার নিদিষ্ট কোন সময়কে ভাল মনে করেন । তবে একজন ভাল ট্রেডার এর জন্য সব সময় ই ভাল । যদি মাকেট সম্পকে ভাল জ্ঞান থাকে । [ATTACH=CONFIG]8044[/ATTACH]
-
আমরা জানি ফরেক্স মার্কেট বিশ্বের সবচেয়ে বড় অনলাইনভিত্তিক অর্থনৈতিক ক্ষেত্র । এখানে দৈনিক অনেক ট্রিলিয়ন ডলারের পর্যন্ত লেনদেন হয় যা একদিনে সর্বোচ্চ কোন মার্কেটে হয় না । তাই আমি মনে করি যে ফরেক্স যদিও চব্বিশ ঘন্টা খোলা থাকে কিন্ত কখন ঠিক মার্কেটের অবস্থা পরিবর্তন হতে পারে তা কেউ জানে না । প্রথমদিকে কিছু দিন যাবৎ ডেমোতে ট্রেড করে যা বুঝলাম তা হল এই মার্কেট কোন স্থিতিশীল মার্কেট নয় যে কোন সময় যে কোনভাবে পরিস্থিতি পরিবর্তন হতে পারে ।
-
কথাটা একেবারেই যৌক্তিক যে ফরেক্স মার্কেটে কোন রাত দিন নাই। কেননা ফরেক্স ট্রেডিং ২৪ ঘন্টাই খোলা থাকে। তবে আমাদের দেশের ক্ষেত্রে আমি মনে করি ফরেক্স ট্রেডিং করার ভালো সময় হলো দুপুর ২ টার পর থেকে রাত ১০ টা পর্যন্ত। কেননা এই সময় টাতে মার্কেট বেশি মুভ করে। তবে আপনারা চাইলে এখানে সব সময়ই ট্রেড করতে পারেন। এতে কোন বাধানিষেধ নাই। ধন্যবাদ
-
আমরা সবাই অবগত যে ফরেক্স মার্কেট বিশ্বের সবচেয়ে বড় অনলাইনভিত্তিক অর্থনৈতিক ক্ষেত্র । এখানে দৈনিক অনেক ট্রিলিয়ন ডলারের পর্যন্ত লেনদেন হয় যা একদিনে সর্বোচ্চ কোন মার্কেটে হয় না । তাই আমি মনে করি যে ফরেক্স যদিও চব্বিশ ঘন্টা খোলা থাকে কিন্ত কখন ঠিক মার্কেটের অবস্থা পরিবর্তন হতে পারে তা কেউ জানে না । আমি ফরেক্স মার্কেটে এখনো রিয়েল ট্রেডিং করি নাই । তবে কিছু দিন যাবত ডেমোতে ট্রেড করে যা বুঝলাম তা হল এই মার্কেট কোন স্থিতিশীল মার্কেট নয় যে কোন সময় যে কোনভাবে পরিস্থিতি পরিবর্তন হতে পারে ।
-
হ্যা ঠিক তাই ফরেক্স মার্কেটেে দিন রাত বলে কিছু নেই। ফরেক্স মার্কেটে সপ্তাহের ৫ দিন যেকোনো সময় ফরেক্স মার্কেটে যেকেউ ট্রেড করতে পারে। ফরেক্স মার্কেট একটি আন্তজার্তিক মুদ্রাবাজার ফলে এটি সপ্তাহের ৫ দিনই রাতদিন ২৪ ঘন্টা খোলা থাকে। ফরেক্স মুক্ত পেশা হওয়ার কারনে যে কেউ তার সুবিধা অনুযায়ী ট্রেড করতে পারে।
-
ফরেক্স এ যে কোন সময় ট্রেডিং করা যায়। তবে লাভ লস নির্ভর করে মার্কেট মুভমেন্টের উপর। মোট ৪ টি সেশনের মধ্যে ইউরো আর ডলার সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বেশি মুভ করে তাই ৭ টা থেকে ১০ টা ট্রেড করার জন্য ভালো সময়। এছাড়া সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা নিজের প্লানিং অনুযায়ী যে কোন সময় ট্রেডিং করা যায়।
-
ফরেক্স মার্কেটে দিন বা রাত নেই কথাটা যথাযথ সত্য।এর কারণ হচ্ছে পরে একটি আন্তর্জাতিক মানের মুদ্রার বাজার যেখানে বিভিন্ন দেশের ট্রেডাররা সরাসরি ট্রেড করে থাকেন।বিশ্বের একেক দেশের টাইম জন একেক রকম হওয়ার কারণে ফরেক্স মার্কেট দিন রাত 24 ঘন্টাই খোলা থাকে। সপ্তাহে দুই দিন ব্যতীত অর্থাৎ শনিবার এবং রবিবার ব্যতীত বাকি পাঁচ দিনে ফরেক্স মার্কেট দিন রাত খোলা থাকে। ফরেক্স ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় নেই। আপনি ইচ্ছে করলে যে কোন সময় ট্রেড করতে পারেন।তবে দিনের কিছু কিছু সময় রয়েছে যে সময় গুলোতে মার্কেট খুবই বেশি ওঠা-নামা করে।আমি আগেও বলেছি ফরেক্স মার্কেট অস্থিতিশীল যা মুহূর্তের মধ্যেই পরিবর্তন হতে পারে।আমার মনে হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 7 টা থেকে রাত 10 টা পর্যন্ত মার্কেট খুব বেশি মুভমেন্ট করে। এ ব্যাপারে আমি অভিজ্ঞ ট্রেডারদের মতামত আশা করছি।
-
আপনি ফরেক্সে আপনার ইচ্ছা অনুযায়ী যখন তখন ট্রেড করতে পারেন। তবে মনে রাখতে হবে বিনাকারনে ট্রেড করে কোন লাভ নেই। ট্রেড করতে হলে প্রথমে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে পারেন। এমনও হই সাড়া দিন ট্রেড না করে আপনি এমন কিছু সময় আছে যে সময় ট্রেড করলে আপনার ভালো আয় হতে পারে। তাই ফরেক্সে জদিও কোন ট্রেড করার বাধা নেই তবুও বুঝে শুনে সময় মতো ট্রেড করলে ভালো হই।
-
ফরেক্স মার্কেটে কোন রাত দিন নেই । প্রতিদিন ২৪ঘন্টায় এই মার্কেট ওপেন। যে কেউ যে কোন সময় এই মার্কেটে ব্যবসা করতে পারেন । ফরেক্স সম্পর্কে ভালভাবে জেনে বুঝে নিয়মমাফিক ভাবে ট্রেড করলে এইব্যবসা দিয়েই অনেক কিছুই করা সম্ভব।
-
আমি মনে করি, ফরেক্স ট্রেডিং এর জন্য মোট চারটি সেশন আছে । এর মধ্যে সবচেয়ে ট্রেডিং এর উপযুক্ত সেশন হল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা । এছাড়াও সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পযর্ন্ত ট্রেডিং করা যেতে পারে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার কেন সময় সীমা নাই।আপনি এখানে বিভিন্ন দেশের কারেন্সি ক্রয় বিক্রয় করতে পারেন। আমরা ফরেক্স এ যখন তখন ট্রেড করতে পারি। ফরেক্স এ ২৪ ঘন্টায় ট্রেড করা যায়। সপ্তাহের ৫ দিন ফরেক্স মার্কেট খোলা থাকে। আর ২ দিন ফরেক্স মার্কেট বন্ধ থাকে। আপনি এই ৫ দিন দিনে কিংবা রাতে যখন ইচ্ছা ট্রেড করতে পারেন। তবে সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পরজন্ত ট্রেড করি আমি। আমার কাছে এই সময় টা ট্রেড করার জন্য উপযুক্ত।
-
জী হ্যা আমার কাছে ফরেক্স মার্কেট এ কোন দিন বা রাত নেই সব কিছু ট্রেড নেওয়ার জন্য সমান মনে হয়,অনেক এ তার পছন্দ মত সময়ে এন্ট্রি নিয়ে থাকে,কিন্তু আমি যখন আমার স্ট্যারেজি অনুযায়ী এন্ট্রি পাই সে দিন হোক বা রাত আমি নিয়ে থাকি,তাই আমি মনে করি সপ্তাহে ৫ দিন ফরেক্স এ দিন রাত সব সমান।
-
ফরেক্সে আপনি সবসময়ই কাজের সুযোগ পাবেন এটি একটি ইন্টারন্যাশনাল মার্কেট এই মার্কেট সপ্তাহের ৭দিনের মধ্যে ৫ দিন খোলা থাকে ২৪ ঘন্টা তাই এই মার্কেট এ রাত বা দিন কোন কিছু বুঝা যায়না তাই আমাদের ফরেক্স মার্কেট থেকে ইনকামের জন্য যে কোন সময় ফরেক্স ট্রেড করে থাকি।
-
হ্যা মাঝেমাঝে সন্ধার পর থেকে রাত পর্যন্ত মার্কেটের গতিবিধি একটু বেশি থাকে। এইসময় সতর্কতার সাথে ট্রেড করা উচিৎ কারন মার্কেটের অতিরিক্ত মুভমেন্টের কারনে যেকোন দিকে যেতে পারে সেজন্য টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করা উচিৎ।
-
ফরেক্স একটি আন্তরজাতিক বাজার। আপনি এখানে বিভিন্ন দেশের কারেন্সি ক্রয় বিক্রয় করতে পারেন। আমরা ফরেক্স এ যখন তখন ট্রেড করতে পারি। ফরেক্স এ ২৪ ঘন্টায় ট্রেড করা যায়। সপ্তাহের ৫ দিন ফরেক্স মার্কেট খোলা থাকে। আর ২ দিন ফরেক্স মার্কেট বন্ধ থাকে। আপনি এই ৫ দিন দিনে কিংবা রাতে যখন ইচ্ছা ট্রেড করতে পারেন। তবে সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পরজন্ত ট্রেড করি আমি। আমার কাছে এই সময় টা ট্রেড করার জন্য উপযুক্ত।
-
ভাই ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক বিজনেস । বিশ্বে এক দেশে এক সময় দিন আবার এক সময় রাত । যদি কোন নির্দিষ্ট দেশের সময় মেনে করত তাহলে সেটা আর আন্তর্জাতিক পর্যায়ে যেত না । যার কারণে ফরেক্স মার্কেট চলে আন্তর্জাতিক টাইম জোন হিসেবে । যেকোনো দেশের মানুষ যেকোনো সময় ট্রেড করতে পারে । তবে ফরেক্স মার্কেট খোলা থাকে সপ্তাহে ৫ দিন । আমাদের দেশের সময় অনুসারে শুক্রবার রাত ৩ টায় বন্ধ হয় আবার রবিবার রাত ৩ টায় খুলে আর মার্কেট বাকি ৫ দিন ২৪ ঘণ্টা চালু থাকে এবং যেকোনো সময় ট্রেড করা যায় ।
-
ফরেক্স হচ্ছে বিশ্বের সব থেকে অনলাইমভিত্তিক মুদ্রাবাজার।এখান প্রতিদিন কয়েক ট্রিলিয়ন এর মত লেনদেন হয়।যা এককভাবে বিশ্বের সব থেকে বেশি।এই মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে।শনিবার রবিবার এই দুই দিন মার্কেট বন্ধ থাকে।বাকি পাচদিন ২৪ ঘন্টাই মার্কেট খোলা থাকে।আপনি ফরেক্স মার্কেট এ যে কোন সময় লেনদেন করতে পারেন।এখানে রাত দিন এটা কোন বিষয় না।মার্কেট এনালাইসিস করে আপনি যেকোন সময় ট্রেড করতে পারেন।তবে মার্কেটের মুভমেন্ট দু একসময় কম বেশি হয়।যেমন লন্ডন সেশন কিংবা নিউইয়র্ক সেশনে মার্কেটের মুভমেন্ট ভাল হয়।এটা আপনাকে এনালাইসিস করেই বের করতে হবে।আপনি এনালাইসিস করলে দেখবেন হয়ত বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা হতে রাত ১০ টা পর্যন্ত মার্কেটের মুভমেন্ট ভাল থাকে।এই সময়টাতে আপনি ট্রেড করলে ভাল ফল পেতে পারেন। তবে সবকিছুই নির্ভর করবে আপনার সঠিক এনালাইসিসের উপর।আপনার এনালাইসিস ভালো হলে ভালো প্রফিট করতে পারবেন এখানে কোন রাত দিন নাই।
-
হ্যা ভাই এই ব্যবসাতে কোন রাতদিন নেই। এখানে আপনি দিন অথবা রাত মিলায় ২৪ ঘন্টার মধ্যে যে কোন সময় ট্রেড করতে পারবেন। এটাই হল এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা। কেননা আপনি আপনার সিস্টেম অনুযায়ী যখনি দেখবেন যে মার্কেটা একটু আপনার ফেবারে চলে এসেছে তখনি আপনি ট্রেডের জন্য প্রস্তুতি নিতে পারেন, এখন সেটা রাত হোক অথবা দিনের বেলাতে হোক।
-
একজন নতুন ট্রেডারের জন্য প্রতিটি মুহূর্তই মূল্যবান। তাকে ধীর কিংবা অস্থির সব মার্কেটই জানতে ও চিনতে হবে। সুতরাং এটা ঠিক যে, এখানে দিন এবং রাত দুটোই সমান। আমাদের যত বেশী সময় দেয়া যায় ততই ভালো। এখানে শুধু অভিজ্ঞরাই টিকে থাকে আর আয় করে প্রতিষ্ঠিত হয়।
-
হ্যাঁ ফরেক্সে কোন রাত দিন নাই যখন ইচ্ছা তখন আপনি ফরেক্স করতে পারবেন। কিন্তু প্রতি সাপ্তাহে ২ দিন মার্কেট বন্ধ থাকে এই ২ দিন আপনি কোন ট্রেড করতে পারবেন না আর বাকি ৫ দিন আপনি যখন ইচ্ছা তখন ট্রেড করতে পারবেন সেটা রাত হক বা দিন। আর ভাল ট্রেডার হতে হলে আপনার ফরেক্স এর সাথে সারা দিন লেগে থাকা দরকার ফরেক্স সম্পর্কে বেশি বেশি যানা দরকার অনেক জ্ঞান অর্জন করা দরকার তাহলেই অাপনি সাফল্য অর্জন করতে পারবেন।
-
আপনি যে কোন সময় মার্কেটে এন্ট্রি নিয়ে ট্রেড করতে পারবেন, তবে সপ্তাহে ৫দিন মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে আর বাকী ২দিন বন্ধ থাকে । এই ৫দিনের মধ্যে আপনি যে কোন সময় মার্কেটের অবস্থান বুঝে যে কোন পেয়ারে এন্ট্রি নিয়ে প্রফিট করতে পারবেন । তবে আপনার যদি উক্ত পেয়ার সম্পর্কে ভাল জ্ঞান থাকে তাহলে লাভ করতে পারবেন আর যদি ভাল দক্ষ ও অভিজ্ঞ না হয়ে থাকেন তাহলে সেই পেয়ার হতে লাভ বিনা লসে পরিণত হতে পারেন ।
-
বাংলাদেশ টাইম এ ফরেক্স মার্কেট সোমবার ভোঁর এ শুরু হয় আরশুক্রবার ভোঁর রাত এ বন্ধ হয়ে যাই এই সময় মার্কেট প্রতিদিন ২৪ ঘণ্টা খোলা থাকে, ২৪ ঘণ্টা খোলা থাকে বলে যে ২৪ ঘণ্টা ট্রেড করতে হবে এর কোন মানে নাই। ফরেক্স মার্কেট এ বাংলাদেশ এর বেশির ভাগ ট্রেডার সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ট্রেড করে থাকে কারন এই সময় ফরেক্স মার্কেট ভাল মুভ করে তাই ট্রেড করলে লাভ ও করা যায় বেশি
-
ফরেক্স মার্কেট একটি ইন্টারন্যাশনাল মার্কেট এই মার্কেট সপ্তাহের ৭দিনের মধ্যে ৫ দিন খুলা থাকে ২৪ ঘন্টা তাই এই মার্কেট এ রাত বা দিন কোন কিছু বুঝা যায়না তাই আমাদের ফরেক্স মার্কেট থেকে ইনকামের জন্য যে কোন সময় ফরেক্স ট্রেড করে থাকি তাই আমি মনে করি।
-
ফরেক্স একটা অসাধারণ ব্যবসা। যা দিনরাত 24 ঘণ্টা যেকোনো সময় করা যায়। তাছাড়া ট্রেড করার জন্য যেহেতু মার্কেট 24 ঘন্টা খোলা থাকে মার্কেট বোঝার জন্য করার জন্য অবশ্যই সারাক্ষণ ফলো করতে হয়।
-
ফরেক্স একটি সাধারণ ব্যবসা। তবে অন্যান্য ব্যবসাআর ফরেক্স এর মধ্যে অনেক পার্থক্য। যে কোন ব্যবসা বা পেশায় নির্দিষ্ট আকারের সময় দিতে হয়। কিন্তু ফরেক্স একটি স্বাধীন পেশা যেখানে যেকোনো সময় অন্য কাজের ফাঁকে সময় দেয়া সম্ভব।
-
হ্যা মাঝেমাঝে সন্ধার পর থেকে রাত পর্যন্ত মার্কেটের গতিবিধি একটু বেশি থাকে। এইসময় সতর্কতার সাথে ট্রেড করা উচিৎ কারন মার্কেটের অতিরিক্ত মুভমেন্টের কারনে যেকোন দিকে যেতে পারে সেজন্য টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করা উচিৎ।
-
হ্যাঁ একদম সঠিক কথা বলেছেন কারন ফরেক্স মার্কেট এর কোন রাত বা দিন নেই । কারন ফরেক্স হল ব্যবসার এমন একটি মার্কেট যেটা সপ্তাহে ৫ দিন করে রাত দিন ২৪ ঘণ্টাই খোলা থাকে । তাই একজন ট্রেডার তার সুবিধা মতো দিন রাত ২৪ ঘণ্টার যেকোনো সময়েই ট্রেড করতে পারে বলে আমি মনে করি ।
-
ফরেক্স মার্কেট থেকে ইনকামের জন্য যে কোন সময় ফরেক্স ট্রেড করে থাকি তাই আমি মনে করি ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে বাংলাদেশ সময় রবিবার ভোর ৪ টা থেকে আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবেন তবে ফরেক্স এ ট্রেড করার সব থেকে ভাল সময় হল দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই ৫ দিনের মধ্যে আপনি যে কোন সময় মার্কেটের অবস্থান বুঝে যে কোন পেয়ারে এন্ট্রি নিয়ে প্রফিট করতে পারবেন তবে আপনার যদি উক্ত পেয়ার সম্পর্কে ভাল জ্ঞান থাকে তাহলে লাভ করতে পারবেন আর যদি ভাল দক্ষ ও অভিজ্ঞ না হয়ে থাকেন তাহলে সেই পেয়ার হতে লাভ বিনা লসে পরিণত হতে পারেন ।
-
ফরেক্স মাকেট যেহুতো সপ্তাহে ৫দিন২৪ ঘন্টাই খোলা থাকে সেহুতো যেকোন সময় ই টেড ওপেন করা যায়।তবে দুপুর১২ থেকে ২ টা বা রাতব১১ টায় এমন সময় গুলোতে আমেরিকা লন্ডনএর মত শরহর গুলো কাযকম শুরু হয়।তাই অনেকে নিউজ বা এমন সময় টেড ওপেন করতে পছন্দ করে
-
ফরেক্স মার্কেট বিশ্বের সবচেয়ে বড় অনলাইনভিত্তিক অর্থনৈতিক ক্ষেত্র । এখানে দৈনিক অনেক ট্রিলিয়ন ডলারের পর্যন্ত লেনদেন হয় যা একদিনে সর্বোচ্চ কোন মার্কেটে হয় না । তাই আমি মনে করি যে ফরেক্স যদিও চব্বিশ ঘন্টা খোলা থাকে কিন্ত কখন ঠিক মার্কেটের অবস্থা পরিবর্তন হতে পারে তা কেউ জানে না । আমি ফরেক্স মার্কেটে এখনো রিয়েল ট্রেডিং করি নাই । তবে কিছু দিন যাবত ডেমোতে ট্রেড করে যা বুঝলাম তা হল এই মার্কেট কোন স্থিতিশীল মার্কেট নয় যে কোন সময় যে কোনভাবে পরিস্থিতি পরিবর্তন হতে পারে ।
-
ওভার ট্রেড আসলে লভের কারনে মানুষ করে থাকে। যারা ফরেক্সে লোভ করে থাকে তারা ওভার ট্রেড করে থাকে। ফরেক্সর কাজে কোন লোভ করা যাবে না যে লোভ করেছে তার মধ্যে বেশির ভাগ মানুষ ফরেক্স থেকে ঝরে পরেছে। তাই লোভে পরে ওভার ট্রেড করা ঠিক না।