লোভ করা কোন প্রকৃত ব্যবসায়ীর গুন হতে পারে না।
ফরেক্স ট্রেডিং এর জন্য নিজের বুদ্ধিমত্তার সাথে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ট্রেডিং অংশগ্রহণ করা যেকোনো ট্রেডারের জন্য জরুরী। সে ক্ষেত্রে কেউ যদি তার নির্বুদ্ধিতার প্রকাশ ঘটিয়ে মাত্রাতিরিক্ত লোভ করে, যার ফলশ্রুতিতে তার প্রফিট এর তুলনায় বড় ধরনের লস হতে পারে। এটা অবশ্যই কোন ট্রেডারের ভালো গুণ হতে পারে না।কারণ ফরেক্স এমন একটি ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে মুহুর্তের মধ্যে লাভ বা ক্ষতি ক্ষুদ্র থেকে বড় ধরনের আকার ধারণ করতে পারে। এজন্য কেউ যদি লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত ট্রেডিং এ অংশগ্রহণ করে এর দ্বারা সে তার লক্ষ্যভ্রষ্ট হতে পারে। আর লোভ এটা যে কোনো ক্ষেত্রেই একটি বর্জনীয় বিষয়।
কখোনও যেন লোভে না পরে যাই
আমার মতে লোভ এ পাপ আর পাপ এ ধ্বংশ তাই অতিরিক্ত লোভ ভালো না আর ফরেক্স ট্রেড এ তো লোভ ভালোই না কারন ফরেক্স ট্রেড এ আপনার যদি একবার লাভ হয় আর সেই লোভএ পড়ে *যদি আপনি আরো বেশি ডলার দিয়ে ট্রেড করেন তাহলে আপনার ফকির হওয়ার সম্ভবনা আছে।তাই আমার মতে কখোনও লোভে পড়া যাবেনা।
কখনো যেন লোভে না পরে যাই।
আমার মতে লোভে পাপ আর পাপে ধ্বংশ।তাই কোন জিনিসের প্রতি অধিক লোভ ভালো নয়। আর ফরেক্স এ তো লোভ করলেই আপনাকে ধরা খেতে হবে।একটা ট্রেড করে আপনি ভালো প্রফিট করলেন আর তখোন লোভে পড়ে বেশি পিপস দিয়ে আরো একটা ট্রেড করলেন তখোন আপনার লস হতে পারে।এ জন্য সবসময় মনে রাখতে হবে আমি যেন লোভে পরে না যায়।