ভাই যখন মার্কেট বেশি ভোলেটাইল পজিশনে থাকে তখন লসের সম্ভাবনা বেশি থাকে। কারন এই সময়ে আপনি বাই নেন আর সেল যাই নেন না কেন মার্কেট আপনার স্টপ লস হিট মারবেই। এছাড়াও যারা মনে করেন টেকনিক্যাল এ্যানালাইসিসের মাধ্যমে ট্রেড করেন তাদেরকে নিউজের সময় একটু সর্তক অবস্থায় ট্রেড নেওয়া উচিত বলে আমি মনে করি। তবে আপনি যদি সঠিকভাবে মানি ম্যানেজম্যান্ট ফলো করে ট্রেড করতে পারেন তাহলে লসের সম্ভাবন কম থাকে।