-
ফরেক্সে যে তিন ধরনের এনালাইসিস আছে তার মধ্য ফান্ডমেন্টাল এনালাইসিস অন্যতম । এই এনালাইসিস করতে হয় আমাদেরকে অনেক বেশি সতর্কতার সহিত । আর ফান্ডমেন্টাল এনালাইসিস ট্রেডিং করার সময় গুরুত্বপুর্ণ প্রভাব রাখতে সক্ষম হয় । তাই অবশ্যই আমি মনে করি যে ফান্ডমেন্টাল এনালাইসিসের মধ্য আমাদেরকে দক্ষতা অর্জণ করতে হবে ।
-
ফান্ডামেন্টাল এনালাইসিস মুলত একটি দেশের অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক ইত্তাদির ওপর ভিত্তি করে করা হয়। অর্থাৎ আপনি যে কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করবেন সে দেশের সামাজিক অথবা রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা কিরুপ তার উপর পর্যালচনা করে নিয়ে সিদ্ধান্ত গ্রহন করবেন। ফান্ডমেণ্টাল এনালাইসিস করার জন্য আপনাকে নিউজ পেপার, নিউজ ইত্যাদি দেখতে হবে যাতে করে সেই দেশের বর্তমান অবস্থা বুঝতে পারেন।
-
সাধারনত ফরেক্স মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে । যথা ১। ফান্ডামেন্টাল ২। টেকনিক্যাল ও ৩। সেন্টিমেন্টাল । ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য এই তিন ধরনের এ্যনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ । সাধারণত ফান্ডামেন্টাল এ্যনালাইসিস করা হয় কোন একটি দেশের অর্থনৈতিক অবস্তার উপর ভিত্তি করে । বিভিন্ন সাইটের মাধ্যমে জানা যায় যে একটি দেশের ফান্ডামেন্টাল অবস্থা কি রকম । ধন্যবাদ ।
-
ফান্ডামেন্টাল এনালাইসিস ফরেক্সমার্কেটে অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ফান্ডামেন্টাল এনালাইসিস আপনাকে আপনার ডিপোজিট এর উপ করতে হবে। একটা দেশের অর্থনৈতিক সম্পর্কে ধারণা রাখাই হল ফান্ডামেন্টাল এনালাইসিস।
-
ফরেক্স মার্কেট এ দুই ধরনের আনালাইসেস করা হয় ১ টেকনিকাল , ২ ফাণ্ডামেণ্টাল । সবচে কঠিন আর প্রফিটেবল এণালাইসেস হোল ফাণ্ডামেণ্টাল এনালাইসেস।
-
ফরেক্স মার্কেটে আমরা প্রফিট করার জন্য তিন ধরনের এনালাইসিস করতে পারি তার মধ্যে ফান্ডামেন্টাল এনালাইসিস একটি,এই এনালাইসিস আমরা ফরেক্স মার্কেটের নিউজের উপরে করে থাকি,ফরেক্স মার্কেটে আমরা ফান্ডামেন্টাল এনালাইসিস করলে ভাল প্রফিট করা যায়,তাই আমরা ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করে থাকি।
-
ফান্ডামেন্টাল আনালাইসিস করতে হয় কোন দেশের বিশেষ করে আপনি কন দেশের কারেন্সি নিয়ে ট্রেড ওপেন করবেন সেই দেশের আর্থিক, সামাজিক ও রাজনৈতিক বিষয় ভালভাবে বিশ্লেষণ করে ট্রেড ওপেন করার সিধান্ত নেয়য়া ফান্দামেন্টাল আনালাইসিস বলে। ফরেক্স ট্রেড এর জন্য এই আনালাইসিস খুই দরকার।
-
ফউন্ডামেটাল এনালাসিস হল কোন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক,সামাজিক এর মাধ্যমে কারেন্সী কী হতে পারে তা বোঝয়। আর এই ফউন্ডামেটাল এনালাসিস বোঝাটা একটু কঠিন। তবে এই ফউন্ডামেটাল এনালাসিস জানতে হলে নিউজ দেখতে হবে প্রতিদিন।
-
ফান্ডমেন্টাল অ্যানালাইসিস হলো একটি দেশের অর্থনৈতিক অবস্থা পর্যবেক্ষন করে ট্রেড করা । আর এর জন্য প্রয়োজন একটি ইকোনোমিক-ক্যালেন্ডার । ইকোনোমিক ক্যালেন্ডার এর মাধ্যমে প্রতিটি দেশের উৎ*পাদন সহ অর্থনীতির সাথে জড়িত সকল বিষয় অবগত হওয়া যায় । এবং এই অর্থনৈতিক অবস্থাকে কাজে লাগিয়ে ট্রেড করাই হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস । তবে আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুবই রিস্কি ।
-
অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এর উপর ভিওি করে যে এনালাইসিস করা হয় তাকে ফান্ডামেন্টাল এনালাইডিসস বলে। ফান্ডামেন্টাল এনালাইসিসে আপনাকে লক্ষ করতে হবে যে কোন দেশে অর্থনীতি ভালো করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপের দিকে যাচ্ছে। বেকারত্বের পরিমান বৃদ্ধি সহ বিভিন্ন ইভেন্টে কিভাবে কেন এবং কিভাবের দেশে অর্থনীতিতে ভূমিকা রাখে এই সকল বিষয় গুলো ফান্ডামেল্টাল এনালাইসিসে আপনাকে গুরুত্ব দিতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ফান্ডামেন্টাল এনালাইসিস এর বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একজন ট্রেডারকে ফান্ডামেন্টাল এনালাইসিস দ্বারা অনেক বেশি চতুর ও বুদ্ধিমত্তা হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। যদি কোন ট্রেডার ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে ফান্ডামেন্টাল দিকটি সঠিকভাবে বুঝতে পারে তাহলে সে অবশ্যই এই মার্কেট থেকে ভাল প্রফিট অর্জন করতে পারবেন। আর ফান্ডামেন্টাল এনালাইসিসগুলো বুঝতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স নিউজগুলো সম্পর্কে নিয়মিত জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আপনি অবশ্যই এই মার্কেট থেকে ভাল প্রফিট অর্জন করতে পারবেন।
-
আপনি ফরেক্স মার্কেট এ খুব সহজ এ ফান্ডামেন্টাল এনালাঈসিস করতে পারবেন আপনি ইন্সটাফরেক্স এর ওয়েব সাইট এ নিউজ দেখে ট্রেড করতে পারেন আবার আপনি ইন্সটাফরেক্স এর ফান্ডামেন্টাল এনালাঈসিস দেখে ট্রেড করতে পারেন যে ভাবে আপনার ট্রেড করতে সুবিধা হয় আপনি সেই ভাবে ট্রেড করতে পারবেন আপনি শুধু বুঝে বুঝে ট্রেড করবেন
-
ফান্ডামেন্টাল এনালাইসিস দ্বারা আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন এমনকি ফান্ডামেন্টাল নিউজ দ্বারা আপনি খুব সহজেই ফরেক্স মার্কেটের বিভিন্ন পেয়ার সম্পর্কে ভাল ধারনা অর্জন করতে পারবেন। এছাড়া ইন্সটাফরেক্স এর মাধ্যমে ফান্ডামেন্টাল এনালাইসিস দেখে ট্রেড করতে পারবেন। এবং এর সুবিধা ও অসুবিধাগুলো সহজেই বুঝতে পারবেন আর আপনি সেই সুবিধাগুলোর উপর নির্ভর করে বুঝে শুনে ট্রেড করতে পারবেন।
-
ফরেক্স ট্রেড করার জন্য ফান্ডামেন্টাল খুবই জরূরী। আমরা বেশিরভাগ সময় লস করি একমাত্র ফান্ডামেন্টাল নিউজ না দেখে ট্রেড করার কারনে। কারন আমরা মার্কেট এ বড় যখন দেখি তখন একমাত্র কারন থাকে দেশের ফান্ডামেন্টাল অবস্থা। আর দেশের ভালো মন্দ অবস্থার উপর সেই দেশের কারনেসি ভ্যালু নির্ভর করে।
-
একজন ট্রেডারের কাছে ফান্ডামেন্টাল এনালাইসিস এর গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ বেশি সময় ট্রেডাররা ফান্ডামেন্টাল এনালাইসিস না করে বা নিউজ না দেখে ট্রেড করার ফলে মার্কেট লস করে থাকে। আর এইসব কারণ হতে বাচার একমাত্র উপায়ই হচ্ছে ফান্ডামেন্টাল নিউজগুলো ফলো করে ট্রেড করতে হবে। তাহলে আপনি অবশ্যই এই মার্কেট সম্পর্কে ভাল মন্দ দিকগুলো খুব সহজেই বুঝতে পারবেন এবং লস এর হাত থেকে রক্ষা করতে পারবেন আপনার ওপেকৃত ট্রেডটি। এবং নির্ভুল ভাবে ট্রেড করে ভাল সফলতা অর্জন করতে পারবেন এটা আমার বিশ্বাস।
-
ফরেক্স মার্কেটে ৩ ধরনের অ্যানালাইসিস থাকে যেমন : ফান্ডামেন্টাল অ্যানালােইসিস , টেকনিক্যাল অ্যানালাইসিস , সেন্টিমেন্টাল অ্যানালাইসিস ।অর্থনৈতিস, সামাজিক অথবা রাজনৈতিক ইত্তাদির ওপর ভিত্তি করে যে অ্যানালাইসিস করা হয় তাই ান্ডামেন্টাল অ্যানালাইসিস ভ
-
ফরেক্স মার্কেটের অভ্যন্তরে ঘটিত প্রতিটি নিউজের সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে ফান্ডামেন্টাল এ্যানালাইসিস করা যায়। কারন এখানে সচরাচর এই ধারনাগুলি নিয়েই নিউজ ট্রেডারগণ, ফরেক্স মার্কেটে তাদের কার্যকর ভূমিকা প্রয়োগ করে সঠিক এ্যানালাইসিসের মাধ্যমে ট্রেড নিয়ে প্রফিট করে থাকেন। অর্থাৎ* বিশ্ব অর্থনীতির অবকাঠামোর গঠনগত দিক পর্যালোচনা করে যে রিপোর্ট পেশ করা হয় সেটাই এখানে ফান্ডামেন্টাল এ্যানালাইসিস। তাই এই নিউজগুলো দেখে ট্রেড নিলেই ফান্ডামেন্টাল এ্যানালাইসিস করা হয়ে যাবে।
-
আমি মনে করি ফান্ডামেন্টাল এনালাইসিসটি খুব কঠিন একটি বিষয় কেননা এই বিষয়টি এনালাইসিস করতে গেলে আপনাকে অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ হতে হবে। কারণ এই ধারণাগুলো আপনি অভিজ্ঞতা ছাড়া কখনই ভাল কিছু জ্ঞান অর্জন করতে পারবেন না। তাই আমার বিশ্বাস আপনি যত বেশি ফরেক্স মার্কেটে অবস্থান করতে পারবেন এবং নিউজগুলো নিয়ে বেশি বেশি গবেষণা ও আপনার ট্রেডিং কৌশলে প্রয়োগ করে এর সঠিক ব্যবহার ও ফলাফল সম্পর্কে ভাল দক্ষ ও অভিজ্ঞতা অর্জনই হচ্ছে ফান্ডামেন্টাল এনালাইসিস এর কাজ। তাই আমার বিশ্বসা ফান্ডামেন্টাল এনালাইসিস ফরেক্স মার্কেটের জন্য একজন ট্রেডারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
ফরেক্স মার্কেটে fundamental analysis বলতে মূলত কোনো দেশের currencyএর উপর মৌলিক বিশ্লেষণকে বোঝানো হয়৷সাধারণত আমরা যে দেশের currency নিয়ে ট্রেড করতে চাই সেই currencyএর ভবিষ্যৎ price Value কি রকম হবে তা নিয়ে কিছু অ্যানালাইসিস করতে হয়৷নির্দিষ্ট দেশের সার্বিক পরিস্থিতির ওপর ওই দেশের কারেন্সি Value ওঠানামা করে৷এর নাম fundamental analysis৷এর জন্য আমাদেরকে কিছু analytical সাইট দেখতে হয়৷যেমন forexfctory.com বা investing.com ইত্যাদিতে প্রতিদিন নির্দিষ্ট সেসনে নির্দিষ্ট কারেন্সির ওপর ছোট-বড় কমবেশি নিউজ থাকে৷এগুলো পর্যালোচনা করতে হয়৷প্রত্যেকটি ট্রেডের সফলতার 10% নির্ভর করে এই ফান্ডামেন্টাল এনালাইসিসের উপর৷এজন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ৷
-
প্রথমত ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হলে আপনাকে বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিস্তিতি সম্পর্কে অবগত থাকতে হবে। বিশেষ করে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জাপান,কোরিয়া এসব দেশে বর্তমান কি ধরনের পরিস্তিতি বিরাজ করছে সেই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। তবেই আপনি ফান্ডামেন্টাল এনালাইসিস করতে পারবেন। তা না হলে এটা আপনি করতে পারবেন না।
-
আসলে ফান্ডামেন্টাল এনালাইসিস হচ্ছে বিভিন্ন দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে জ্ঞান অর্জন করা। বিশেষ করে আপনি যেই দেশের পেয়ারটিতে ট্রেড করতে ইচ্ছুক সে দেশ এবং বিপরীত দেশের পেয়ার সম্পর্কে অর্থনৈতিক ভাবে যে বিষয়গুলো জড়িত আছে সেগুলো সম্পর্কে ভাল জ্ঞান রফত করতে হবে এবং পাশাপাশি আপনাকে বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি কিরূপ ধারণ করতে পারে সে সম্পর্কেও আপনাকে অভিজ্ঞ থাকতে হবে। যখন আপনি এই বিষয়গুলো সম্পর্কে ভাল জ্ঞান আয়ত্ব করতে পারবেন তখন অবশ্যই আপনি এই মার্কেটে ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন। আর এই বিষয়গুলো সম্পর্কে জানার একমাত্র মাধ্যমই হচ্ছে ফান্ডামেন্টাল এনালাইসিস এর কাজ।
-
ফান্ডামেন্টাল এনালাইসিস সাধারণত কোন দেশের অর্থনৈতিক খবর এবং রাজনৈতিক অবস্থান এর উপর ভিত্তি করে করা হয়ে থাকে। এটা টেকনিক্যাল এনালাইসিস থেকে অনেক কঠিন। আমি সাধারণত ফান্ডামেন্টাল এনালাইসিস করি না কারণ সেটার ব্যপারে আমার তেমন জ্ঞান নেই। আমার মতে ফান্ডামেন্টাল এনালাইসিস এর জন্য আপনার ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা থাকা বাঞ্চনীয়। আপনার যদি সেটা না থাকে তাহলে আপনি কখনই ফান্ডামেন্টাল এনালাইসিস করে সফল ট্রেডার হতে পারবেন না।
-
ফান্ডামেন্টাল এনালাইসিস বিষয়টি হচ্ছে কোন দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক দিকগুলো বিচার বিশ্লেষণ করে ট্রেড করাকে বুঝায়। তবে এটা অন্যান্য এনালাইসিসগুলো হতে একটু বেশি কঠিন। আর এজন্য আমি ফান্ডামেন্টাল এনালাইসিসটা একটু বেশি বেশি করার চেষ্টা করি। আর এ হিসেবে আমি আপনাকে বলতে চাই ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে জানতে চাইলে আপনাকে ভালমানে অভিজ্ঞ ও দক্ষ জ্ঞানের অধিকারী হতে হবে। যখন আপনি আপনার দক্ষ ও অভিজ্ঞ জ্ঞান অর্জনকারী হিসেবে এই মার্কেটে গড়ে তুলতে পারেন তাহলে আপনি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করে সফল ট্রেডার হতে পারবেন।
-
ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হলে আপনাকে দেশের অরথনইতক অবস্থা সম্পর্কে জানতে হবে বুঝতে হবে তাদের দেশের বেকারত্ত হার উদ্দৃতি এ সকল বিষয় সম্পর্কে জানতে হবে তাহলে আপনি এই এনালাইসিস নিয়ে ফরেক্স মার্কেট হতে ভাল করে ট্রেড করতে পারবেন বলে আমি মনে করি ।
-
ফরেক্স মার্কেট এ দুই ধরনের আনালাইসেস করা হই ১ টেকনিকাল , ২ ফাণ্ডামেণ্টাল । সবচে কঠিন আর প্রফিটেবল এণালাইসেস হোল ফাণ্ডামেণ্টাল এনালাইসেস । এই টা করা একটু কোঠীণ। ফান্ডামেন্টাল এনালাঈসিস সম্পরকে আমি খুব ভালমত জানি না কারন আমি ফরেক্স এ নতুন
-
ফান্ডামেন্টাল এনালাইসিস হল এমন একটা এনালাইসিস ব্যবস্থা যেখানে মার্কেট এনালাইসিস এর জন্য সুচক হিসাবে ধরা হয় কোন দেশের অর্থেনৈতিক সামাজিক এবং রাজনৈতিক অবস্থার প্রভাবে উক্ত দেশের কোরেন্সি বা মুদ্রার উপর কেমন প্রভাব রাখতে পারে।
-
আপনি আপনার মুলধন কিভাবে বিনিয়োগ করবেন এবং লস না করে তার সঠিক রক্ষনাবেক্ষন কিভাবে করবেন তা জানতে হলে বা করতে হলে আপনাকে ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে। ফান্ডামেন্টাল এনালাইসিস করা একজন দক্ষ ট্রেডারের নিয়মিত কাজ।
-
ফরেক্স মার্কেটে এনালাইসিস তিন ধরনের,১ টেকনিকাল , ২ ফাণ্ডামেণ্টাল এবং ৩ সেন্টিমেন্টাল এনালাইসিস। ফাণ্ডামেণ্টাল এনালাইসিস নির্ভর করে কোন দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক পরিস্থিতির উপর। এইজন্য ফাণ্ডামেণ্টাল এনালাইসিস এর জন্য নিউজকে গুরুত্ব দিতে হয়।
-
ফান্ডামেন্টাল এনালাইসিস হল বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার উপর মার্কেটের বর্তমান অবস্থা। যেমন কোন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এই সব বিষয়ের কারনে ঐ দেশের মুদ্রা উঠা-নামা করে আর এই সব বিষয়ের উপর পরিপূর্ন জ্ঞানকে ফান্ডামেন্টাল এনালাইসিস বলা হয়। যার ফান্ডামেন্টাল এনালাইসিস সক্ষমতা বেশি তার জন্য ট্রেড করা তত সহজ।
-
আমার কাছে যেটা মনে হয় যে ফান্ডামেন্টাল এনালাইসিস হল এমন একটা এনালাইসিস ব্যবস্থা যেখানে মার্কেট এনালাইসিস এর জন্য সুচক হিসাবে ধরা হয়। এবং কোন দেশের অর্থেনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অবস্থার প্রভাবে উক্ত দেশের কারেন্সি বা মুদ্রার উপর যেমন প্রভাব রাখতে পারে। আর এই রাজনৈতিক, অর্থনৈতিক,
সামাজিক এই সব বিষয়ের কারনে ঐ দেশের মুদ্রা ওঠা-নামা করে আর এই সব বিষয়ের উপর পরিপূর্ন জ্ঞানকে ফান্ডামেন্টাল এনালাইসিস বলা হয়।ধন্যবাদ
-
ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের গুরুত্ব ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না কারন আপনি যে কারেন্সি পেয়ারের সমন্বয়েই ট্রেড করুন না কেন সঠিক ভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে মার্কেট মুভমেন্ট ভবিষ্যত্বে কোন দিকে টার্ন করতে পারে তা যদি আচ না করতে পারেন তবে আপনি কখনই ফরেক্সে সফলতার সাথে টিকে থাকতে পারবেন না।যে কারেন্সি নিয়ে আপনি ট্রেড করবেন সেই দেশের অর্থনৈত্তিক অবস্থার সার্বিক বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে যে অ্যানালাইসিস প্রনয়ন করা হয়ে থাকে তাকেই মূলত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে। নিজে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস প্রনয়নের পাশাপাশি ট্রেড করার পূর্বে অভিজ্ঞ মার্কেট বিশ্লেষকদের দ্বারা প্রনয়নকৃত ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো নিয়মিত ভাবে ফলো করা উচিত।
-
ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হলে আপনাকে বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিস্তিতি সম্পর্কে অবগত থাকতে হবে। বিশেষ করে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জাপান,কোরিয়া এসব দেশে বর্তমান কি ধরনের পরিস্তিতি বিরাজ করছে সেই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। তবেই আপনি ফান্ডামেন্টাল এনালাইসিস করতে পারবেন। তা না হলে এটা আপনি করতে পারবেন না।
-
ইউ,এস, ডলারের সাথে সংযুক্ত মেজর কারেন্সির পেয়ার গুলিতে নিয়মিত ট্রেড করি। তাই ফান্ডামেন্টাল এর গুরুত্বপূর্ণ একটি বিষয়ে বলতে চাই। যদি দেখা যায়, কোন দেশের মেজর কারেন্সির প্রাইসের দর কমতে কমতে এমন অবস্তা হয়েছে যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তখন আপনার টেকনিক্যাল এনালাইসিস যদি ইংগিত দেয় সেল দেওয়ার জন্য, আপনি সেল দিতে যাবেন না। কারন কোন দেশের মেজর কারেন্সির প্রাইসের দর বেশি কমে গেলে সেদেশের জন্য বিরাট একটা ক্ষতির বিষয়। আবার প্রাইসের দর বেশি বেড়ে যাওয়াটা ক্ষতির বিষয়। উভয় দিক দিয়ে ক্ষতি। তাই সেদেশের ফিন্যান্সিয়াল অভিজ্ঞরা উঠে পড়ে লেগে যায় তাদের কারেন্সিকে নরমাল পজিশনে নিয়ে আনার জন্য যেকোন কিছুর বিনিময়ে এই পলেছি তারা করবে অথবা তাদের মনিটরি পলেছি চেঞ্জ করবে। না হয় ইন্টরেস্ট রেট কন্টিনিউ বাড়াবে। শতভাগ নিশ্চিত। নো ডাউট।
-
ফরেক্স মার্কেটে আমরা যে এনালাইসিস করে থাকি তা সাধারণত তিন প্রকার।এগুলো হলো টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস। এদের মধ্যে ফান্ডামেন্টাল এনালাইসিস সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপর নির্ভর করেই মার্কেট সবথেকে বেশি ওঠা-নামা করে থাকে।এই ফান্ডামেন্টাল এনালাইসিস সাধারণত বিভিন্ন নিউজ বা রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি করতে হয়।আমরা মাঝে মাঝে দেখি ইউএস ইকোনমি রেট,ইউ এস ইন্টারেস্ট রেট,ইউ এস স্টক এক্সটেন্ড রিপোর্ট,ইউএস ট্রেজারি ইয়েল্ড রিপোর্ট ইত্যাদির উপর নিউজ প্রকাশিত হয়।এই রিপোর্টগুলো সরাসরি ফরেক্স মার্কেট এর সাথে সম্পর্কিত।এই রিপোর্ট গুলো বার নিউজ গুলো যদি ভালো ফলাফল প্রকাশ করে তাহলে ইউ এস ডলারের মূল্য বৃদ্ধি পায় আর রিপোর্টগুলো বা নিউজ গুলো যদি খারাপ ফলাফল প্রকাশ করে তাহলে ডলারের মূল্য কমে যায়।অর্থাৎ এই নিউজগুলোর মাধ্যমে ডলারের সাথে সম্পর্কিত অন্যান্য কারেন্সিগুলো শক্তিশালী বা দুর্বল হয়।এজন্য যারা ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করে থাকেন তারা এই সকল নিউজ এর উপর বিশেষ গুরুত্ব দেন।
-
ফরেক্স মার্কেট নিয়ে আমরা সাধারণত তিন ধরনের এনালাইসিস করে থাকি। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস, মেন্টাল এনালাইসিস। এসব বলেনা লাইসেন্স এর উপর ভিত্তি করে আমরা ট্রেড ওপেন করে থাকি। তিন ধরনের এনালাইসিস এর মধ্যে ফান্ডামেন্টাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। ফান্ডামেন্টাল এনালাইসিস সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে থাকে।তাই ফান্ডামেন্টাল এনালাইসিস সঠিকভাবে করতে পারলে লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।ফান্ডামেন্ট ল এনালাইসিস বিভিন্ন রিপোর্ট নিউজ এর উপর ভিত্তি করে তৈরি করা হয়ে থাকে।ফান্ডামেন্ট ল এনালাইসিস অফ নাকি বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অবগত করবেন। এ সকল নিউজ মাথায় রেখে ফান্ডামেন্টাল এনালাইসিস করা হয়ে থাকে।
-
ফরেক্স মার্কেট এ আমরা তিন ধরনের এনালাইসিস করে থাকি।১.টেকনিক্যাল এনালাইসিস ২.ফান্ডামেন্টাল এনালাইসিস ৩.সেন্টিমেন্টাল এনালাইসিস।এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল ফান্ডামেন্টাল এনালাইসিস।ফান্ডা েন্টাল এনালাইসিসে কোন দেশের বর্তমান কারেন্সি সম্বন্ধে জানা যায়।একটি দেশের অর্থনৈতিক সামাজিক ইত্যাদির উপর ওই দেশের বর্তমান কারেন্সি নির্ভর করে।ফান্ডামেন্টা এনালাইসিস করলে ওই দেশের বর্তমান কারেন্সি সম্পর্কে জানা যায়।তাই ট্রেডিং এর পূর্বে ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেডিং করা খুব জরুরী।
-
ফরেক্স মার্কেটে যাওয়ার আগে সাধারণত তিন ধরনের এনালাইসিস করার প্রয়োজন হয়।১.ফান্ডামেন্টা এনালাইসিস ২.টেকনিক্যাল এনালাইসিস এবং ৩.সেন্টিমেন্টাল এনালাইসিস। এর মধ্যে ফান্ডামেন্টাল এনালাইসিস এবং টেকনিক্যাল এনালাইসিস এর প্রতি বেশি গুরুত্ব দেয়া হয়।ফান্ডামেন্টাল এনালাইসিস কোন দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে করা হয়।এর মাধ্যমে কোন দেশের কারেন্সি ভেল্যু নির্ধারণ করা হয়।আপনি এই ভেল্যু দেখে সহজেই বুঝতে পারবেন যে আপনি বাই করবেন নাকি সেল করবেন।এর উপরই আপনি আপনার মানি ম্যানেজমেন্ট করবেন।ফান্ডামেন্ াল এনালাইসিস করার জন্য আন্তর্জাতিক পত্রিকার উপর নজর রাখতে হয় এবং আপকামিং নিউজের উপর নজর রাখতে হয়।প্রফিট করতে গেলে ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে খুব ভালভাবে জানা দরকার বলে আমি মনে করি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে এনালাইসিস জানা খুব জরুরী।তিন ধরনের আরএসএস রয়েছে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। যারা ফরেক্স এ ট্রেড করে তারা সাধারণত টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস বেশি ব্যবহার করে। টেকনিক্যাল এনালাইসিস হল ক্যান্ডেল দেখে ভবিষ্যৎ দিক নির্ধারণ করা আর ফান্ডামেন্টাল এনালাইসিস হল কোন দেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং পারিপার্শ্বিক অবস্থার উপর বিশ্লেষণ করে ওই দেশের কারেন্সির ভবিষ্যৎ দিক নির্ধারণ করা। আমার কাছে ফান্ডামেন্টাল এনালাইসিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়।
-
আমরা জানি ফরেক্স মার্কেটের পরিসর অনেক বড়। এখানে এনালাসিস না করে ট্রেড নিলে পরে বড় আকারের লস খেতে হবে এবং এখানে টিকে থাকা সম্ভব হবে না। এনালাইসিস দুই প্রকার যথাঃ ফান্ডামেন্টাল এনালাইসিস এবং টেকনিক্যাল এনালাইসিস। একটি দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থার উপর ভিত্তি করে প্রাইস ভ্যালু নিরধারন অনুমান করা ফান্ডামেন্টাল এনালাইসিস।
-
ফরেক্স মার্কেট এ দুই ধরনের এনালাইসিস করা হয়। যথাঃ (১)
টেকনিক্যাল এনালাইসিস ও (২) ফান্ডামেন্টাল এনালাইসিস।
তবে টেকনিক্যাল এনালাইসিস এর থেকে ফান্ডামেন্টাল এনালাইসিস করা খুব কঠিন।
ফান্ডামেন্টাল এনালাইসিস হল কোন একটি দেশের অর্থনৈতিক , সামাজিক এবং রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে ঐ দেশের কারেন্সি ভেলুর যে পরবর্তন ঘটে এবং তা বিশ্লেষণ করে বের করার যে একটি উপায় তাই হল কান্ডামেন্টাল এনালাইসিস।