ফরেক্স এ আসলে দুটোই প্রয়োজন প্ররিশ্রম করে কৌশল আয়ত্ব করতে হয় এবং সেটা প্রয়োগ করে ট্রেড করতে হয়। আপনি যত ভাল কৌশল আয়ত্ব করতে পারবেন তত বেশী লাভবান হতে পারবেন। রোবটে কেউ প্রফিট করছেন এরকম আমি শুনিনি সাধারণত দক্ষ ট্রেডার তারা কোন দিন রোবট ব্যবহার করেন বলে আমি শুনিনি তবে নবাগত যত ট্রেডার ব্যবহার করেছেন সকলেই লস করেছেন সুতরাং যদি ফরেক্স এ কিছু করতে চান তাহলে আপনার নিজে থেকে করতে হবে নিজের দক্ষতা দিয়ে।