ফোরাম ট্রেডার কে দেওয়া বোনাস কখনই ফেরত নেয় না, তবে আপনি যদি ফোরামের নিয়মের বহির্ভূত কোন কাজ করে থাকেন তাহলে ফোরাম আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে।আর হ্যাঁ আপনি যদি ফোরামে দেওয়া বোনাসকে ডিপোজিট হিসেবে ব্যবহার করে ট্রেডিং করার সময় কখনো লস করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সেই বোনাস রিকভার করতে হবে,কারন বোনাস রিকভার করার পূর্ব পর্যন্ত আপনি যত বেশি প্রফিট করুন না কেন ব্রোকার আপনাকে উইথড্র করতে দেবে না, তাই ট্রেডিং করে প্রফিট করা ডলার উত্তোলন করতে হলে অবশ্যই পড়বে লসকরা বোনাস রিকভার করতে হবে এবং তারপরেই উইথড্র করতে পারবেন।