-
টাইটেল টা খুব উৎসাহ জাগানোর মতো। ফরেক্স এ তো এসেই লাভের মুখ দেখা যায় না। প্রথমে লাভ লস হবেই। আপনি যদি নিয়মিতো ফরেক্স এর উপর লেখাপড়া চালিয়ে যান আর ফরেক্স এ লেগে থাকেন তাহলে ফরেক্স থেকে লাভ করবেনই। ফরেক্স এ এমন কোনো ট্রেডার নেই যে আজ পর্যন্ত কোনো লস করে নি। সব ট্রেডারই কমবেশি লস করে। এমন কি বড় বড় ট্রেডারা ও। লস হলে হাল ছেড়ে দিবেন তাহলে ফরেক্স আপনার জন্য নয়।এই খানে মনবোল অনেক দরকার।
-
আজকে জারা লস করবেন তারা সামনে ভাল করবে কারন ফরেক্স ট্রেডে যে কারনে লস করে সেই কারন গুলো তারা ভাল করে শিখতে পারে ওই ধরনের ট্রেডে তারা পড়ে আর লস করে না তাই আজ জারা লস করে তারা সামনে ফরেক্স ট্রেডে লাভ করবে।
-
লাভ লস সব ব্যবসায়ে আসে তাই লস হতেই পারে তারমানে এই নয় যে আপনি আর কখোন লাভ করবেননা তাই একদোম ভেঙ্গে পড়বেননা হাল ছাড় বুদ্ধিমানের কাজ নয় লস করলে আপনি আবার ডেমোতে ট্রেডিং করে মনোবল ফিরিয়ে এনে আমার ফরেক্সে ট্রেড করবেন । আমার মনে হয় আপনি অবশ্যই সফোল হবেন।
-
আজকে যারা লস করছে তারা নিশ্চই মার্কেট সম্পর্কে পুরোপুরি দক্ষ বা অভিজ্ঞ না যার কারনে তারা ফরেক্স ট্রেডিং জগতের অনেক কিছুই ভাল ভাবে জানে না বা বুঝে না যার দরুন তাদের অনভিজ্ঞতার কারনে তারা ভাল ফল বা প্রফিট করতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে। আজকের ঐ সকল ট্রেডাররা তখনই লাভ বা প্রফিট করতে সক্ষম হবে যখন তারা নিজেদেরকে ফরেক্স শিক্ষায় শিক্ষিত করে ট্রেডিং দক্ষতায় নিজেদেরকে পারদর্শি করেত সক্ষম হবে।
-
যিনি লস করছেন তিনি কি এর থেকে শিক্ষা গ্রহণ করছেন কিনা। তিনি কি খতিয়ে দেখছেন কিনা কেন এবং কি কি কারনে লস করলেন। এমন কোনো বেবসা নেই যেখানে আমরা লস ছাড়া প্রফিট করতে পারি ফরেক্স মার্কেট ও এর বেতিক্রম নয়। আপনি জেতার জন্য সব সময় ই চেষ্টা করবেন আর আসা করি এক সময় আপনি সফল হতে পারবেন ই।তাই বলব যদি আপনি ফরেক্স এ একবার লস করেন তাহলে নিযের হার কে মেনে নেবেন না বরং চেষ্টা করেবন দেকবেন যে আমি এক সময় লাভ করবেনেই।
-
ফরেক্স মার্কেটে আজকে জারা লস করছে তারা সামনে লাভ করে কারন লস করলে সেখা যায় কি কারনে লস হল সেই লস থেকে সেখা যায় জেন প্রবর্তিতে আর লস নায় সে জন্য আজকে জারা লস করছে পরে তারা লাভ করতে পারে এবং ফরেক্সট্রেদ করে তারা ভাল করে।
-
মানূষ ভুল থেকেই শিক্ষা গ্রহন করে । আর লস করার প্রধান কারন হচ্ছে ভুল ট্রেড । কিন্তু আপনি যদি আপনার এই ভুল ট্রেডিং টা কাজে লাগিয়ে , মাথা খাটিয়ে পরের ট্রেডিং গুলো করেন , তাহলে আগের সেই ভুল টা এড়িয়ে যাবার চেষ্টা করবেন । যার ফলে আগের লসের কারনটা ধরতে পারছেন বলে , এবার আর অই ভুল করবেন না । সুতরাং লাভ করার সম্ভবনা বাড়বে ।
-
ফরেক্সমারকেটে জারা আজকে লস করে পড়ে তারাই লাভ করে কারন লস করলে অজা জায় যে কি কারনে লস করলাম কেন লস করলাম জেন পরবরতিতে লস না হয় সেবেপারে সতর্ক থাকতে হয় আর এখন যে লস হয় ওই লস আর কোন দিন হবে না ।
-
প্রতেক ব্যবসায়ই লাভ লস থাকে ফরেক্স ব্যবসাও তার বাইরে নয় আজকে যে সব ট্রেডাররা তাদের ব্যবসায়ে লস করচেন কাল যদি তারা তাদের ব্যবসা সম্পর্কে ভালো অর্থাৎ ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জানতে পারে এবং ট্রেড করার সময় তাদের ভচুল গুল খুঁজে বের করতে পারে তবে অবশ্যই তারা কালকে ফরেক্স মার্কেটে লাভবান হবে বলে আমি মনে করি
-
আজকে জারা লস করে সামনে তারাই লাভ করে কারন একবার যে লস করে কি কারনে লস করেছি সেটা দেখে বঝা জায় আমি কন ভুলের কারনে লস করলাম সেটা আর প্রবরতিতে কোন দিন ভুল হয় না এই জন্য আজকে জারা লস করে সামনে তারাই লাভ করে।