আমি সাধারনঅত রাতে ট্রেড করি না। তারপর ও যদি আমরা ভালো কোন ট্রেড সেটাপ পাই সেক্ষেত্রে ট্রেড নিতে পারি। কিন্তু রাতে আমার মতে ট্রেড না নেওয়াই ভালো। মার্কেট রাতে ঘুমিয়ে থাকে। দিনের বেলায় ট্রেড করা উত্তম।
Printable View
আমি সাধারনঅত রাতে ট্রেড করি না। তারপর ও যদি আমরা ভালো কোন ট্রেড সেটাপ পাই সেক্ষেত্রে ট্রেড নিতে পারি। কিন্তু রাতে আমার মতে ট্রেড না নেওয়াই ভালো। মার্কেট রাতে ঘুমিয়ে থাকে। দিনের বেলায় ট্রেড করা উত্তম।
হ্যাঁ আমি রাতে ট্রেড করে থাকি কারন আমি মনে করি রাতে ট্রেড করার জন্য উপযুক্ত সময় কারন আপনে রাতে অনেকেই অনলাইনে পাবেন । আর রাতে আপনে সব কাজ শেষ করে তার পর ট্রেড করতে বসবেন এতে আপনার মাথায় অন্য কোন কাজের চাপ থাকবে না । ফলে আপনে ভাল ভাবে ট্রেড করতে পারবেন ।
ফরেক্স মার্কেট রাতে যে মুভ করে না তা কিন্তু নয়। ফরেক্স মার্কেট রাতেও অনেক সময় খুভ ভালো মুভ করে থাকে। আমি যতটুকু দেখেছহি যেদিন হাই ইম্প্যক্ট নিউজ থাকে সেদিন মারকেট প্রচুর ম্ভু করে থাকে। আর তাছারা রাতে সবাই সাধারন্ত ট্রেড করে না।
ভাই আমি রাত দিন এই দুটো সময়কে একসাথে মিলিয়ে ট্রেড করি । যদি আমার এনাল্যাইসিস মোতাবেক সবকিছু মিলে যায় এবং সেটা দিনে হলে দিনেই নেই, আর রাতে পজিশন পেলে রাতেই ট্রেডে যাই । অর্থাৎ* দিনরাতের মধ্যে যখনি পজিশন পাই তখনি আমি মার্কেটটা আগে বেশ ভালভাবে যাচাই বাছাই করে ট্রেড নেওয়ার পরিকল্পনা গ্রহন করে থাকি । সুতরাং আমার কাছে দিন রাত দুটোই সমান ।
যে আমিরাতে চেক করি আমি রাতের time ট্রেড করতে খুব পছন্দ করি কারন এ সময়টা অনেক ঠান্ডা থাকে কেউ থাকেনা নিজের মা থাকে সুস্থ ভাবে ব্যবহার করতে আমার খুব ভালো লাগে*
আমার ফরেক্স এ ট্রেড করা অনেক ভালো লাগে আমি মনে করি এটা আমার জন্য খুব ভাল,আমি তখন রাত জেগে* ট্রেড করি তখন আমি আমার একাকীত্ব সময়টাকে ভুলে যাই খুব ভালো লাগে নিজেকে ভুলে থাকতে এবং তার পাশাপাশি আমি কিছু উপার্জন করতে পারছি
একাকিত্ব সময়গুলো কিভাবে কাটে তা আমি জানিনা তবে আমিরাত থেকে চেক করতে ভালবাসি আর এই সময়টা আমি ট্রেডিংয়ে দিই তখন আমার খুব ভালোলাগে চাবি আমার একাকীত্ব সময়গুলো ত্রাদিং এর মাধ্যমে টাকা উপার্জন করতে পারছে
রাতে আপনে সব কাজ শেষ করে তার পর ট্রেড করতে বসবেন এতে আপনার মাথায় অন্য কোন কাজের চাপ থাকবে না । ফলে আপনে ভাল ভাবে ট্রেড করতে পারবেন ।
আমিরাতে ট্রেড করি কিন্তু দিনের বেলা ক্লিক করলে অনেক টাকা ইনকাম করা সম্ভব তবু আমি দিনে করতে পারিনা আমি মনে করি দিনে ট্রেড করা রাতের থেকে অনেক ভালো কিন্তু তাতে অনেক নিরিবিলি থাকে বলে আমি রাতে ঠিক করি আমার বাসার রাতে চেক করার সবথেকে সহজ কারণ সবাই ঘুমিয়ে থাকে আমি একা একা কি করতে পারি
আমিরাতের ট্রেড করি কারণ রাতের বেলায় অনেকটা শান্ত থাকে market স্থির থাকে আমি স্কাল্পিং করি কারন রাতে পার্কিংয়ের জন্য অনেক ভালো অনেক ট্রেডার রাতে ঘুমিয়ে থাকে তো market একটি সামঞ্জস্যপূর্ণ অবস্থায় বিরাজ করে এই মুহূর্তে ট্রেডিং এর ক্ষেত্রে রাতে টেস্ট করা সব থেকে ভালো বিশেষ করে ডিসেম্বর মাসে রাতের ট্রেডের জন্য উত্তম সময়