-
আগামীকাল ২৫শে নভেম্বর যারা ইউরোতে ট্ট্রেড তারা মাথায় রাখবেন আগামীকাল আইএফও ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চ একটি মিডিয়াম ইমপ্যাক্ট নিউজ প্রকাশ করবে এটি হল জার্মান আইএফও ব্যবসায় পরিবেশ। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই জার্মান আইএফও ব্যবসায় পরিবেশ হবে ৯৪.৯। আগে মাসে এটি ছিল ৯৪.৬। যদি জার্মান প্রারম্ভিক সিপিআই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা ইউরো জন্য ভাল হবে। সেক্ষেত্রে ইউরো বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় ইউরো ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর ইউরো ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আমি সকলকে অবহিত করছি যে আজ বাংলাদেশ সময় 9:00pm মার্কিন কনফারেন্স বোর্ড ইনকর্পোরেটেড সিবি ভোক্তা আস্থা CB Consumer Confidence এর ইকনোমিক নিউজ নিউজ প্রকাশ করবে। এটি ডলারকে আংশিক প্রভাবিত করতে পারে। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা আংশিক বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 125.9 আর এই মাসে এর পূর্বাভাস হল 126.9। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আগামীকাল যারা অস্ট্রেলিয়ান ডলারে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল বাংলাদেশের লোকাল টাইম সকাল ৬:৩০ ঘটিকায় অস্ট্রেলিয়ান জাতীয় আদমশুমারি ব্যুরো ত্রৈমাসিক সম্পাদিত নির্মাণ কাজ এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই ত্রৈমাসিক সম্পাদিত নির্মাণ কাজ অনুমোদন -১.০% হবে। আগে প্রান্তিকে এটি ছিল -৩.৮%। যদি মাসিক বিল্ডিং অনুমোদন এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা অস্ট্রেলিয়ান ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় অস্ট্রেলিয়ান ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর অস্ট্রেলিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
ফরেক্সে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রিলিজ হয়। আপকামিং নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের Economic Calender সেকশনে পাওয়া যায়। নিউজ রিলিজ হওয়ার পূর্বে বিভিন্ন প্রতিষ্টান সার্ভে করে কোন নিউজ কিরকম আসতে পারে তার একটা পূর্বাভাষ ভ্যালু (forecast) তৈরি করে। এসব প্রতিষ্টানে bloomberg, cnbc এর মত বড় বড় বিজনেজ নিউজ এজেন্সী থাকে। এই forecast ভ্যালুর চেয়ে actual খারাপ আসা মানে ঐ দেশের ইকোনমি খারাপ করছে , আর ঐ ভ্যালু থেকে ভাল করা মানে ঐ দেশের ইকোনমি ভাল করছে। নিউজ আসার সাথে সাথে প্রাইসের প্রচুর উঠানামা করবে। ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে। আমরা যখন কোনো কারেন্সি পেয়ারে ট্রেড করি তখন ঐ পেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের প্রয়োজনে নির্দিষ্ট সেশন অনুযায়ী সংশ্লিষ্ট পেয়ারটির উপর upcoming নিউজগুলো আমাদের প্রত্যেকের নিজ নিজ ব্রোকার অথবা বিভিন্ন নিউজ সাইট থেকে পর্যবেক্ষণ করে থাকি৷ forexfactory.com,investing.com ইত্যাদি নিউজ সাইট গুলো থেকে upcoming নিউজগুলো এনালাইসিস করা আমাদের প্রত্যেকের জন্যই অপরিহার্য কর্তব্য৷আমরা যারা একটু পুরনো trader তারা সবাই খুব স্বাভাবিকভাবেই এসব নিউজ সাইট থেকে upcoming নিউজগুলো প্রতিদিন দেখে দেখে ট্রেড করে থাকি৷তাই যারা একদম নতুন ট্রেডার হিসেবে মার্কেটে এসেছেন তারা সবাই upcoming নিউজগুলো খুবই গুরুত্ব সহকারে analysis করার চেষ্টা করবেন৷তাহলে ফলাফল ভাল আসবে।তাই ট্রেড করার আগে অবশ্যই ভালো করে জেনে তার পর ট্রেড করা উচিত।
-
ফরেক্স এ ট্রেডিং এর ক্ষেত্রে আপকামিং নিউজগুলো মার্কেট মুভমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে । এই নিউজগুলোর গুরুত্ব এবং কার্যকারিতার উপর ভিত্তি করে মার্কেট কখনো শক্তিশালী আবার কখনো মন্থর গতির হয় । তাই এই নিউজগুলো সম্পর্কে ভালভাবে খোঁজখবর এবং বিশ্লেষণ করতে পারলে অবশ্যই মার্কেট এর ভবিষ্যৎ মুভমেন্ট সম্পর্কে ভাল একটি আভাস পাওয়া যেতে পারে । আমি এই নিউজগুলি সম্পর্কে সম্যক ধারনা লাভ করতে চাই কিন্তু আমার কাছে ভাল কোন রেফারেন্স নেই শেখার জন্য । কেউ কি এ ব্যপারে কোন ভাল বই বা ওয়েবসাইট সম্পর্কে জানেন যেখান থেকে বিস্তারিত শেখা যাবে ?
-
ফরেক্স প্রায় প্রতিদিন নিছু আপকামিং নিউজ দেয়।আমরা যদি ফরেক্স শিখতে চাইর এবং আপকামিং কোন নিউজ পেতে চাই তাহলে আমাদেরকে ফরেক্স ট্রেডিং গুুরুফ এর সাথে যুক্ত থাকলে ভালোভাবে আপকামিং নিউজ পাওয়া যায়।
-
আগামী ২৮শে নভেম্বর বাংলাদেশ সময় 7:30pm এ কানাডিয়ান ডলারের জন্য হাই ইমপ্যাক্টের নিউজ GDP m/m এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এই নিউজ প্রকাশের পর কানাডিয়ান ডলারের বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 0.1% । এনালিস্টরা এই নিয়ে পূর্বাভাস দিয়েছে 0.1% এর। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Previous এর চেয়ে কম হয় তাহলে এটি কানাডিয়ান ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Previous এর চেয়ে বেশি হয় তাহলে তা কানাডিয়ান ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আগামীকাল ২৮শে নভেম্বর যারা ইউরোতে ট্ট্রেড তারা মাথায় রাখবেন আগামীকাল ইউরোস্ট্যাট একটি মিডিয়াম ইমপ্যাক্ট নিউজ প্রকাশ করবে এটি হল বার্ষিক সিপিআই ফ্ল্যাশ অনুমান। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই সিপিআই ফ্ল্যাশ অনুমান হবে ০.৮। আগে মাসে এটি ছিল ০.৭। যদি সিপিআই ফ্ল্যাশ অনুমান পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা ইউরো জন্য ভাল হবে। সেক্ষেত্রে ইউরো বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় ইউরো ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর ইউরো ভোলাটিলিটি বাড়তে পারে।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫দিন খোলা থাকে এবং প্রতিদিন কিছু না কিছু নিউজ যেকোন কারেন্সির থাকে। এর মধ্যে কিছুকিছু নিউজ মার্কেটে খুব ইম্প্যাক্ট পরে। আমার জানা মতে এ সকল নিউজকে আপকামিং নিউজ বলে থাকে।
-
আমি সকলকে অবহিত করছি যে আগামীকাল বাংলাদেশ সময় 6:30am অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো মাসিক Building Approvals m/m এর ইকনোমিক নিউজ নিউজ প্রকাশ করবে। এটি একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর অস্ট্রেলিয়ান ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল -7.6% আর এই মাসে এর পূর্বাভাস হল -1.0% নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি অস্ট্রেলিয়ান ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা অস্ট্রেলিয়ান ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।