-
স্ক্যাল্পিং মানে শর্ট টার্ম ট্রেড এখানে ছোট টাইমফ্রেমে ট্রেড করে প্রফিট নিয়ে বের হয়ে যেতে অনেক সময় লসও হয় তবে এখানে লসের জন্য ট্রেড ঝুলিয়ে রাখা হয়না। লাভ বা লস যাই হোক খুব দ্রুততার সাথে বের হয়ে যেতে হয়। যারা মার্কেট সম্পর্কে ভালো বোজেন তারা খুব ভালো স্কাল্পিং করতে পারেন।
-
ফরেক্স মার্কেট এ দুই ধরনের ট্রেডার পাওয়া যায়।যেমন-
১।সুইং ট্রেডার
২।স্ক্যাল্পার
আপনি যদি ফরেক্স মার্কেট এ লং টাইম এ ট্রেড করে লাভ করেন অর্থাৎ লং টাইমফ্রেম ব্যবহার করে ট্রেড করেন তাহলে আপনি সুইং ট্রেডার।আর যদি শর্ট টাইম ফ্রেম ব্যবহার করে ট্রেড করেন তবে আপনি স্ক্যাল্পার।ফরেক স মার্কেট এ অল্প সময়ে স্বল্প পরিমাণ লাভ করে যে ট্রেডিং এ সেগুলোকে স্ক্যালপিং বলে।এই ট্রেডগুলো ১৫-৩০ মিনিটের হয়ে থাকে। এখানে ১০-২০ পিপস লাভ করে ট্রেডাররা।তবে স্ক্যাল্পিং অনেক রিস্কি।নতুন ট্রেডারদের স্ক্যাল্পিং না করাই ভাল কারণ এখানে অনেক বেশি এনালাইসিস করতে হয়।একটু ভুল হলেই বড় ধরনের ক্ষতি হয়ে যায়।আমি নতুন ট্রেডার তাই এখন স্ক্যাল্পিং পছন্দ করিনা।আগে নিজেকে দক্ষ করতে পারলে তারপর স্ক্যাল্পিং করব কিনা ভেবে দেখব।
-
স্ক্যাল্পিং এর মাধ্যমে যেহেতু ভালো প্রফিট করা যায় তাই আমি অবশ্যই স্ক্যাল্পিং পছন্দ করি। তাছাড়া স্ক্যাল্পিং সিস্টেমের মাধ্যমে অল্প পুজিঁ দিয়ে বেশী মুনাফা লাভ করা যায় । সুতরাং অবশ্যই স্ক্যাল্পিং সিস্টেমে ট্রেড করাটা উত্তম এবং আমি স্ক্যাল্পিং সিস্টেমে ট্রেড করা খুব পছন্দ করি।
-
ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং সিস্টেমটা মূলত এমন একটা সিস্টেম যে সিস্টেমটার মূল হলো অল্প সময়ে ট্রড করে দ্রুত বের হয়ে যাওয়া যে সময়টাতে ট্রেড করলে অথবা অল্প ইনভেস্ট করে বেশী মুনাফা অর্জন করা যায় আর তাই আমি ফরেক্স ট্রেডের এই স্ক্যাল্পিং ট্রেড সিস্টেম আমি খুব পছন্দ করি।
-
জী না আমি স্ক্যাল্পিং পছন্দ করিনা,আমি একজন লং টাইম ট্রেডার,আমি লং টাইম এন্ট্রি নিতে বেশি পছন্দ করি,স্ক্যাল্পিং খুব রিস্কি ট্রেড,এর ফলে আমাদের ব্যালেন্স শূন্য হবার চান্স বেশি থাকে,তাই লং টাইম ট্রেড করুন স্ক্যাল্পিং বাধ দিয়ে।
-
স্ক্যাল্পিং করা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না কারন স্ক্যাল্পিং করে হয়ত আপনি সাময়িক কিছু লাভ করতে পারেন তবে সবসময় সেটা পারবেন না কারন স্ক্যাল্পিং করা হয় অনুমানের ভিত্তিতে এখানে কোন এনালাইসিস বা মেথড প্রয়োগ করা হয় না তাই স্ক্যাল্পিং করে খুব একটা বেশি লাভ হয় না। এজন্য আমি বেশি সময় ধরে ট্রেড করাকেই পছন্দ করি।
-
আমার জানা মতে স্ক্যালিাপং হল স্বল্প সময়ের ট্রেড । এখান থেকে অল্প সময়ে মুনাফ অর্জন করা যায়। তবে আমি এখনো স্ক্যালিাপং করি না কারন স্ক্যাল্পিং এর জন্য এনালাঈসিস করার প্রয়োজন । আমি এখনো স্ক্যাল্পিং করা শিখি নি তাই করিনা।
-
আমি মনে করি যে, স্ক্যাল্পিং সিস্টেমটা মূলত এমন একটা সিস্টেম যে সিস্টেমটার মূল হলো একটা নিদিষ্ট সময় যে সময়টাতে ট্রেড করলে অথবা অল্প ইনভেস্ট করে বেশী মুনাফা অর্জন করা যায় আর তাই আমি ফরেক্স ট্রেডের এই স্ক্যাল্পিং ট্রেড সিস্টেম আমি খুব পছন্দ করি।
-
আমি স্কাল্পিং করে তেমন লাভ করতে পারি না যার জন্য আমি স্কাল্পিং করি না আসলে স্কাল্পিং করতে হলে আপনার দরকার অনেক অবিজ্ঞতার তা না হলে আপনি স্কাল্পিং করে কিছু পাবেন না । ফরেক্স মার্কেট হল আয় করার স্থান এখানে আপনাকে ভাল একটি অবস্থান গড়ে তোলতে হবে তা নাহলে আপনি স্কাল্পিং করে টিকে থাকতে পারবেন না ।
-
প্রাথমিকভাবে আমাদের সবারই পছন্দ থাকে স্কাল্পিং ট্রেডিং কওশল । কিন্তু ধীরে ধীরে যখন ফরেক্স এ ট্রেড করতে করতে অভিজ্ঞতা হয় তখন আমরা আসলে সবাই বুঝতে পারি স্কাল্পিং এর চেয়ে লং টার্ম ট্রেডিং কওশল অনেক ভালো । তবে মাঝে মাঝে মার্কেট এর অবস্থা বুঝে স্কাল্পিং করে মোটামুটি ভালই লাভ করা যায় । নতুনদের জন্য স্কাল্পিং কওশল মোটামুটি ভালই , কারণ প্রথমে অনেক ছোট ক্যাপিটাল দিয়ে ট্রেডিং শুরু করে । তাই আমিও মোটামুটি স্কাল্পিং পছন্দ করি ।