-
ফরেক্স করতে পেরে আমি আনন্দিত। ফরেক্সের মাধ্যমে আমি ঘরে বসে আয় করতে পারি। যা দ্বারা আমার দৈনন্দিন চাহিদা গুলো পূরন করতে পারতেছি।এতে আমার তেমন কোনো কষ্ট করতে হচ্ছে না। ফরেক্স করতে পেরে আমি অবসর সময় কাটাতে পারি । ফরেক্স এর মাধ্যমে আমি পৃথিবীর অথনীতি নিয়ে অনেক কিছুই শিখেছি ।অথনীতির প্রতিনিয়ত আপডেট নিউজগুলো ফরেক্স এর মাধ্যমে পারি ।ফরেক্স শিখে আমি ট্রেডার হতে চাই ।
-
ঘরে বসে টাকা আয় করতে পারলে কে না আনন্দিত হয় । এই আনন্দ একবারে আসে না । এর জন্য অনেক কস্ট করতে হয় । ফরেক্সে অনেক গবেষণা , আলোচনা , পরযাচলনা , অনুশীলনের মাধ্যমে সফলতা আসে । শেষ পর্যন্ত পুরাপুরি সফল হতে না পারলেও বেশ আনন্দ লাগে । দেশের কী অবস্থা তা খুব ভাল ভাবে এনালাইসিস করতে পারছি । অনেক দেশের মুদ্রার নাম জানতাম না ,এখন আমি জানি । বিশেষ করে ডলার এবং ইউরো এদের ভিতর কি এক মধুর সম্পর্ক তাও আমি ফরেক্স এ এসে জেনেছি । ফরেক্স করতে পেরে আমি খুব আনন্দিত ।
-
ফরেক্স করতে পেরে আমি অনেক আনন্দিত।কারন এই ফরেক্স এর জন্য আমি আমার জিবনে অনেক সংঘর্ষ করেছি।আর এখন আমি ফরেক্স কে এমন ভাবেই ভাল বেসে ফেলেছি যে রাতে ঘুমালেও এন্ট্রি নেয়া থাকলে ঘুম ভেঙ্গে যায়। আবার এন্ট্রি টা কি অবস্থায় আছে সেটা দেখতে হয়।মোবাইল আছে তো তাই দেখতে পারি।
-
ফরেক্স এর জন্য আমি আমার জিনবোনে আনেক আনেক সংঘরস্য করেছি। আর এখন আমি ফরেক্স কে এমন ভাবেই ভাল বেসে ফেলেছি যে রাতে ঘুমাসলেও এন্ট্রি নেয়া থাকলে ঘুম ভেংগে যায়। আবার এন্ট্রি টা কি আবস্থায় আছে সেটা দেখতে হয়। ঠিক তেমন ভাবে আমি এর থেকে জ্ঞান ও সংগ্রহ করতে পারি। ফরেক্স মার্কেটে ট্রেড করতে যেয়ে আমি আন্তর্জাতিক মার্কেটের সকল দেশের মূদ্রার নাম শিখতে পেরেছি।
-
ফরেক্স ব্যবসা করতে পেরে আমি অনেক খুশি এবং আনন্দিত। আমি একজন ছাত্র এবং আমার কিছু ব্যক্তিগত খরচের প্রয়োজন পড়ে যা আমি আমার অভিভাবকের কাছে না চেয়ে ফরেক্স থেকে আয় করে থাকি।
-
সন্দেহ নেই যে আলটি আমার কাছে বেশ সুন্দর লাগে, আমার কাছে বিটি আইন্টের মতো লাগে, আমার কাছে বিটি আইন্টের মতো লাগে, আমার কাছে বিটি আইন্টের মতো লাগে, আমার কাছে বিটি আইন্টের মতো মনে হয় সমস্ত বিষয় বিবেচনা করা হয়। অনেক প্রশংসিত.
-
জি অবশ্যই ফরেক্স করতে পেরে আমি অনেক আনন্দিত। ভালোভাবে আমার কাজগুলো সম্পাদন করতে পারব। আমি ফরেক্সে যতটুকু সময় দিয়েছি তার মাধ্যমে আমি অনেকটা সফলতা পেয়েছি যেটি মূলত আমার আনন্দিত হবার কারন। পরীক্ষা আমাকে অনেক সফলতা দিয়েছি এবং আমি এটিকে যথাযথভাবে ব্যবহার করে কাজে লাগিয়ে লাগাতে পেরেছি মাধ্যমে অর্থ উপার্জন করতে পারি দিন শেষে। এবং আমি মনে করি আমার মতো আরো মানুষ আছে যারা ফরেক্স করে অনেক আনন্দিত
-
ফরেক্স থেকে আমি যথেস্ট লাভ করেছি শুধু তাই নয় আমি জিবনে স্বাধীন ভাবে ব্যাবসা বা চাকুরি করতে চেয়েছি । সেক্ষেত্রে ফরেক্স আমাকে সেই সুজগ করে দিয়েছে । আমি আখন আন্তজাতিক মারকেটে কন দেশের কী অবস্থা তা খুব ভাল ভাবে এনালাইসিস করতে পারছি । অনেক দেশের মুদ্রার নাম জানতাম না ,এখন আমি জানি । বিশেষ করে ডলার এবং ইউরো এদের ভিতর কি এক মধুর সম্পর্ক তাও আমি ফরেক্স এ এসে জেনেছি । ফরেক্স করতে পেরে আমি খুব আনন্দিত ।
-
হ্যা অবশ্যই আমি ফরেক্স করতে পেরে আনন্দিত। কারন ফরেক্স এমন একটা ব্যবসা যা যেকেউ যেকোন সময় করতে পারে। এখানে নিদৃষ্ট কোন টাইম নেই যেকোন সময় এই ব্যবসা করা যায়। এই বৌবসা করতে কোন কায়িক শ্রম ব্যয় করতে হয়না ঘরে বসে যেকেউ এই ব্যবসা করতে পারবে।
-
ফরেক্স করতে পেরে আমি শুধু আনান্দিতই না আমি গর্বিতও। কারন ৬ মাস পূর্বেও আমি বেকার ছিলাম এবং আমার পরিবার আমার লেখাপড়ার খরচ চালাতে হিমসিম খেত.................. কিন্তু এখন আমার দিন পাল্টেছে এখন আমি ফরেক্স মার্কেটে ট্রেড করে মাসে ১২০০০-১৪০০০ টাকা আয় করছি। তার মানে এখন আমি আর বেকার না আমি একজন স্বাবলম্বী মানুষ।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।