-
ফরেক্স ট্রেডিংয়ে লোভ এমনই একটি বিষয় যা একজন ট্রেডারকে তার সকল ট্রেডিং দক্ষতা অভিজ্ঞতা,কেৌশল ইত্যাদি থেকে দূরে রেখে অধিক প্রফিট লাভের মোহে ফেলে ভূল ট্রেডিং সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে ।যার পরিনামে আমাদের লাভের পরিবর্তে লস হতে থাকে । এভাবে চলতে থাকলে এক সময় ব্যালেন্স টিকে রাখাটা কঠিন হয়ে পড়ে ।ফরেক্স সম্পরকে ঠিক মত এনালাইসিস না করে ফরেক্সে ট্রেড করতে আশা এবং লস করা।আবার অনেকে লোভের কারেনেও লস করে বসে।বেশি প্রফিটের আশায় ঠিক মত মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করলে লস করে।
-
]ফরেক্সে লস করার সবচেয়ে বড় বা প্রধান কারন হলো না জেনে না বুঝে বা অভিজ্ঞ না হয়ে এই ব্যবসা করতে চলে আসা। এছড়াও লোভ করা, রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টা করা, নির্দেশনা না মানা এবং নিউজ না পড়া ইত্যাদি লস হওয়ার কারন।আমি বলব ফরেক্সে লসের প্রধান কারণ হল লোভ এবং অদক্ষতা। ফরেক্স সম্পর্কে দক্ষতা না থাকলে শুধু লসের মুখ দেখা যায়। আবার ট্রেডিং এর সময় বেশি লোভ আপনাকে লসে ফেলতে পারে। কাজেই ট্রেডিং করতে হলে আপনাকে অবশই ফরেক্সে অনেক দক্ষ হতে হবে আর লোভ পরিহার করতে হবে। ধন্যবাদ
-
ফরেক্স এ লস হওয়ার হাজারটা কারণ রয়েছে। এর মাঝে প্রধান যে কারণ গুলো রয়েছে তা হল সঠিক ভাবে মার্কেট এনালাইস না করতে পারা, মানি ম্যানেজ মেন্ট ঠিক ভাবে না মানা, সাপোর্ট রেজিসটেন্স লেভেল নির্ধারণ না করতে পারা, ট্রেডিং সেন্টিমেন্ট না বুঝতে পারা ইত্যাদি। তবে সব থেকে প্রধান কারণ হল মার্কেট সম্পর্কে পড়াশুনার অভাবই হল ফরেক্স মার্কেট এ লসের কারণ।এমনই একটা বেবশা মার্কেট সম্বন্ধে আপনার ভালো ধারনা থাকতে হবে বেশি লোভের জন্য বড় লটে ট্রেড করা যাবে না ফরেক্সে অল্প সময়ে বেশি প্রফিট করা যাবে না যারা লোভ করে অল্প সময়ে বেশি বেশি আয় করতে চায় তারাই লস করে সেজন্য ট্রেড করার সময় বেশি লোভ আপনাকে লসে ফেলে দেই তাই ট্রেডিং করতে হলে আপনাকে অবশই ফরেক্সে অনেক দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে আর লোভকে এড়িয়ে চলতে হবে।
-
ফরেক্সে লস করার সবচেয়ে বড় বা প্রধান কারন হলো না জেনে না বুঝে বা অভিজ্ঞ না হয়ে এই ব্যবসা করতে চলে আসা। এছড়াও লোভ করা, রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টা করা, নির্দেশনা না মানা এবং নিউজ না পড়া। আমরা যারা এখানে নতুন, তারা ফরেক্স সম্পর্কে খুব ভাল করেই জানে না যে আমাদের যে জ্ঞান অর্জন করতে হবে তা হ'ল গাংটক, যা আমরা অর্জন না করে এবং আমাদের লোকসানের মুখোমুখি করে অর্থ উপার্জন করতে চাই। বেশিরভাগ সময় আমরা ডেমো ব্যবসা করি না, যা আমাদের ক্ষতির কারণ হয়। আমাদের আরও অনুশীলন করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ লোসের অনেকগুলো কারণ রয়েছে কিন্তু অধিকাংশ নতুন ট্রেডার যে সকল কারণে লস করে থাকে তা হল এনালাইসিস করতে না পারা মানি ম্যানেজমেন্ট সঠিক না রাখা অতিরিক্ত লাভের আশায় বেশি লট নিয়ে ট্রেড করা স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার না করা ফরেক্স মার্কেট নিউজ ফলো না করা এসকল কারণে সাধারণত নতুন ট্রেডার লস করে থাকে
-
বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বেশি ট্রেড করি। কারণ এই সময়টা ফরেক্স মার্কেটের সেসশন অনুযায়ী নিউজ টাইম। আর নিউজ টাইমে ফরেক্স মার্কেটের মুভমেন্ট অনেক বেশি করে থাকে। আর যারা দক্ষ ও অভিজ্ঞ তারা অবশ্যেই নিউজ টাইমে ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করে।ফরেক্সে বিভিন্ন কারনে লস হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য কারন সমূহ হল অতিরিক্ত লাভের বা প্রফিটের লোভ,ওভার কনফিডেন্স,ট্রেডিং ে অদক্ষতা,মার্কেট অ্যানালাইসিস না করে ট্রেড করা,আবেগের বসে ট্রেড করা ইত্যাদি কারন সমূহের কারনেই মূলত লস হয়ে থাকে।ফরেক্স কিন্তু সহজ মনে হয়। কারণ যেহেতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে। কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন। সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না। সে ক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন। ধরে রাখুন ফরেক্সে আপনার প্রথম ২টি ডিপোজিট আপনি হারাবেন। বুঝে ট্রেড করার চেষ্টা করুন। দেখবেন তখন ট্রেডিং অনেকটা সহজ লাগবে।
-
ফরেক্সের লসের অনেক কারণ রয়েছে যেমন ধরেন কেউ কেউ সিগন্যাল ব্যবহার করে কেউ কেউ আবার না জেনে না বুঝে রোজগার শুরু করার জন্য ট্রেডিং শুরু করে দেয় মানি ম্যানেজমেন্ট এবং কোন কিছু না বুঝে একটি ছোট বিনিয়োগ করেই ট্রেডিং শুরু করে দেয় তবে আমার মতে ট্রেডিং করার জন্য আপনাকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে
১ ,আপনাকে প্রথম কিছুদিন ডেমো ট্রেডিং করা উচিত
২, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে ধারণা নেয়া উচিত
৩, সাধারণ এয়ার লাইসেন্স করা সব থেকে বড় গুরুত্বপূর্ণ
৪, মার্কেটে কোন প্রকার বড় ধরনের সংঘর্ষ আছে কিনা সে সম্পর্কে জানা
৫, ইন্টারন্যাশনাল কোন নিউজ সম্পর্কে ওই দেশের টাকার উপর যথা শত জ্ঞান রাখা ।
-
ফরেক্সে অনেক কারণে লস হয়ে থাকে কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে অতিরিক্ত বেশি ঝুঁকি নেওয়া। অনেকে বেশি লাভের আশায় ঝুঁকি নিয়ে কাজ করতে যায় পরে দেখা যায় যে লাভের চেয়ে লস বেশি হয়ে যায় পরে ক্যাপিটাল থাকে না। এবং যে জিনিস লস হয়ে যায় সেটা উঠানো অনেক কষ্টের কাজ পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। এই জন্য আমাদের সাবধানে এবং ঝুঁকি কম নিয়ে কাজ করা উচিত কারণ এই বেশি ঝুঁকি নেওয়ার কারণেই ফরেক্স মার্কেটিং এ অনেকে লস করে থাকে।
-
ফরেক্স ট্রেডিংয়ে, বিভিন্ন কারণে একজন ট্রেডার লস করতে পারে। এখানে কিছু সাধারণ পয়েন্ট উল্লেখ করা হলো যে সমস্ত কারণে ব্যবসায়ীদের লস হতে পারে:
1. জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব: ফরেক্স মার্কেট এবং কৌশল সম্পর্কে পর্যাপ্ত বোধগম্যতা ছাড়াই ট্রেড করা খারাপ সিদ্ধান্ত এবং পরিশেষে লস এর কারণ হতে পারে।
2. আবেগপূর্ণ লেনদেন: ভয় বা লোভের মতো আবেগকে ট্রেডিং সিদ্ধান্তের নিলে আবেগপ্রবণ ক্রিয়া এবং নেতিবাচক ফলাফল হতে পারে।
3. দুর্বল ঝুঁকি ব্যবস্থাপনা: উপযুক্ত স্টপ-লস লেভেল সেট করতে ব্যর্থ হওয়া বা একক ট্রেডে অত্যধিক পুঁজির ঝুঁকি নেওয়া এ ব্যবসায় ক্ষতির কারণ হতে পারে।
4. উচ্চ লিভারেজ: লিভারেজের অত্যধিক ব্যবহার লাভ এবং ক্ষতি উভয়ই বৃদ্ধি করতে পারে, এবং উল্লেখযোগ্য হারে ক্ষতির ঝুঁকি বাড়ায়।
5. শৃঙ্খলার অভাব: একটি সুনির্দিষ্ট ট্রেডিং পরিকল্পনা অনুসরণ না করা বা একটি পরীক্ষিত কৌশল থেকে বিচ্যুত হওয়া অসঙ্গত এবং ক্ষতিকারক ট্রেডিং অভ্যাসের দিকে নিয়ে যেতে পারে।
6. বাজারের অস্থিরতা: ফরেক্স মার্কেটে আকস্মিক এবং উল্লেখযোগ্য মূল্যের ওঠানামা অপ্রত্যাশিত ক্ষতির কারণ হতে পারে।
7. সংবাদ এবং ঘটনাগুলির প্রভাব: প্রধান অর্থনৈতিক ঘটনা বা ভূ-রাজনৈতিক উন্নয়ন বাজারের অস্থিরতা তৈরি করতে পারে এবং বাণিজ্যকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে।
8. বিশ্লেষণ ছাড়াই ট্রেডিং: সঠিক টেকনিক্যাল ফান্ডামেন্টাল এনালাইসিস ছাড়াই ট্রেডিং সিদ্ধান্ত নেওয়া ক্ষতির সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে।
লোকসান এড়াতে, ব্যবসায়ীদের জ্ঞান অর্জন, সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল নিযুক্ত করা এবং ট্রেড করার সময় মানসিক শৃঙ্খলা বজায় রাখার উপর মনোযোগ দেওয়া উচিত। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ সম্পাদন করা এবং একটি সু-সংজ্ঞায়িত ট্রেডিং প্ল্যান মেনে চলাও ভাল ট্রেডিং ফলাফলে অবদান রাখতে পারে।
-
ফরেক্সে লসের কারণ ধৈরয সহকারে না ট্রেড করা। বেসি বেসি ট্রেড করা। কোম সেন্টে ট্রেড না করলে আমাদের অতি অল্প সময়ে বালেন্স শেষ হয়ে যেতে পারে। বোঝে ট্রেড করা। না বুঝে কখনো না ট্রেড করা। আর অল্প অল্প করে ট্রেড করা।