-
ফরেক্স মাকেট এ টিকে থাকতে হল প্রথমে আমাদের কে দিতে হবে ধৈযের ও লোভের পরীক্ষা । যদি আমারা ধৈয ধরে লোভ ত্যাগ করে ফরেক্স এ সময় দিয়ে নিয়মিত চর্চার মাধ্যমে শিখতে পারি তাহলে আমরা ফরেক্স এ টিকে থাকাতে পারব । আর এই পরীক্ষা দিতে হবে কম করে হলে ও ছয় মাস বা তার বেশী । আমাদের মনে রাখতে হবে ফরেক্স এ টিকে থাকলে ই প্রফিট হবে , তাই আমাদেরকে ফরেক্স এ টিকে থাকার কথা ভাবতে তবে প্রফিটের আশা করার আগে ।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে বেশ কয়েকটা জিনিসের প্রয়োজন আছেবলে আমি মনে করি,সর্ব প্রর্থম আপনাকে ফরেক্স সম্পর্কে পড়াশুনার করতে হবে,তারপর ডেমোতে প্রাকটিস করার মাধ্যমে নিজেকে দক্ষ কর তুলতে হবে,নিয়মিত সময় প্রদান করে কঠোর পরিশ্রমের মাধ্যমে মার্কেট এনালাইসিস করতে হবে,যে কোন ট্রেড অপেন করার আগে মার্কেটের অবস্থা সম্পর্কে ধারনা নিয়ে মানি ম্যানেজমেন্ট করতে হবে, এবং লোভকে সামলিয়ে ছোট ছোট লটে ট্রেড করকে পারেন,কেননা এতে করে লস হওয়ার ঝুকি কম থাকবে, যার ফল স্বরূপ দীর্ঘসময় আপনি টিকে থাকতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনার অবশ্যই ধৈর্য্য এবং লক্ষ্য ঠিক রাখতে হবে এবং ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।পাশাপাশি ফরেক্স সম্পকে দক্ষতা অজ্রন কররে হবে।
-
সাধনা ও অধ্যবসার দ্বারা মানুষ অসাধ্যকেও সাধ্য করতে পারে★★
ধৈর্য্য ই বড় সাফলতা এনে দিতে পারে তারজন্য কঠর পরিশ্রমও দরকার।
** জ্ঞান অর্জন করা
বেশী করে পরিশ্রম করা
দক্ষতা বাড়ানো
অভিজ্ঞ মানুষের কাছ থেকে পরার্মশ নেওয়া
নিউজ এর উপর গুরুত্ব দেওয়া
মানি ম্যানেজমেন্ট অনুসরণ করা
সবর্দা ছোট লট ট্রেড করা
লক্ষ্যস্হল ঠিক রাখা
ধৈর্য্য শীল হওয়া
-
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য প্রথমেই দরকার ধৈর্য। আর নিজেকে দক্ষ করে গড়ে তুলা। সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করতে হবে। বেশি লোভ করা যাবে না ছোট ছোট টেড করতে হবে।
-
ব্যক্তিগতভাবে আমার পরামর্শ হলো ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য আপনাকে অবশ্যই প্রতিটি ট্রেডে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আপনি কখনো আপনার একাউন্টের তুলনায় বেশি রিস্ক নিতে পারবেন না। পাশাপাশি আপনাকে লোভ এড়িয়ে চলতে হবে। কোন কারণেই ওভার ট্রেডিং করা যাবে না। ট্রেডে সব সময় স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করবেন। তাহলে আপনি অবশ্যই ফরেক্স এ টিকে থাকতে পারবেন।
-
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে কিছু উপাদানের দরকার না নিচে লেখা হলঃ
১. অধিক পরিমাণে ধৈর্য।
২.লোভ থেকে বিরত থাকা।
৩.ফরেক্স সম্পর্কে দক্ষতা।
৪. ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা।
৫.অধিক পরিশ্রম ।
৬.মার্কেট এনালাইসিস।
৭. মানি ম্যনেজমেন্ট।
-
অধিক পরিমাণে ধৈর্য। লোভ থেকে বিরত থাকা।ফরেক্স সম্পর্কে দক্ষতা।ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা।অধিক পরিশ্রম ।মার্কেট এনালাইসিস।মানি ম্যনেজমেন্ট।আপকা িং নিউজ প্রত্যবেক্ষণ করা।সমস্যা হলে ভাল ট্রেডারের কাছ থেকে পরার্শও নেয়া।
-
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে সবার আগে এই মার্কেটয় এর সকল নিয়ম জানতে হবে এবং সেই অনুপাতে ট্রেড চালু আর বন্ধ করতে হবে তাহলে আপনি এই ফরেক্স মার্কেট হতে ভাল লাভ করতে পারবেন বলে আমি মনে করি । ফরেক্স মারকেত এ টিকতে পারলেই সফলতা বের করা যায় ।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য ভালো ফরেক্স সম্পর্কে জানা প্রয়োজন।যে যত ভালো এনালাইসিস করতে পারবে এ বিষয়টা সে ততভালো ট্রেডিং করতে পারবে।এখানে টিকে থাকাই মুল লক্ষ্য হওয়া উচিত আর তার জন্য প্রয়োজন ধৈর্য্য ধরে মার্কেট বোজা এবং সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট মেনে চলা।