-
হ্যাঁ ফরেক্স মার্কেটে যত বেশী সময় দেওয়া যাবে তত ভালো, শুধু তাই নয় এখানে শিখার প্রচুর মাধ্যম আছে যা থেকে আমরা শিখতে পারি মার্কেট এর মুভমেন্ট বুঝার জন্য প্রচুর পরিমান সময় দিতে হবে তাহলে আমরা যেমন এখান থেকে কিছু শিখতে পারব তেমনি প্রফিটেও অর্জন করতে পারব
-
আপনি জত বেসি সময় দিবেন তত বেসি লাভ বান হবেন । একন প্রশ্ন করতে পারেন কি ভাবে । আপনি অনেক সময় দেওার ফলে আপনি আপনার সম্মসসা গুলা নিয়ে আর ঈকজনের সাতে আলচনা করবেন এতে আপনি আপনার সমস্যা গুলা সামাধান করতে পারবেন। এটা হচ্চে বেসি সময় দেওার লাভ । আর সময় না দিলে তেমন একটা জানতে পারবেন না । তাই বেসি সময় দিয়ে ট্রেড করা দরকার।
-
ফরেক্স মার্কেটে যে যত বেশি সময় দিতে পারে সেই ট্রেডার ট্রেডিং সম্পর্কে তত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারে তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য প্রথমে আমাদের ডেমো ট্রেডিং করা অন্যতম কারন ফরেক্স মার্কেটে ট্রেডিং করা কলাকৌশল শিখে ভাল ট্রেডিং করা যেতে পারে তাই আমাদের অনেক ভাল হয়।
-
ফরেক্স হল আজীবন মেয়াদী একটি বিজনেস। ফরেক্স ভাল করে শিখতে পারলে আজীবন বিজনেস করে উপার্জন করা যাবে। ফরেক্স কে ভাল করে শেখার জন্য ফরেক্স এর পিছনে প্রচুর সময় দিতে হবে। মার্কেট মুভমেন্ট ভাল করে ফলো করতে হবে। ডেমো একাউন্টে ট্রেড করে লাভ লসের কারন জানতে হবে। তাহলে ফরেক্স ভাল করে শেখা যাবে।
-
আসলেই আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে খুবি সন্দর একটা কথা বলেছেন।ফরেক্স মার্কেট এ আমরা যত বেশী সময় দিতে পারবো ততবেসী আমরা ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করেতে পারবো।বেশী সময় দিলে আমরা ফরেক্স মার্কেট কে বেসি এনালাইসিস করতে পারবো।এতে আমরা ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারবো।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে এনালাইসিস করতে হবে।এনালাইসিস করার জন্য আমাদের অনেক সময় লাগে।তাই যত সময় দিবেন ততভাল ট্রেড করতে পারবেন।
-
আসলেই সত্য কথা।। এই মার্কেট এ যত বেশী সময় দেওয়া যাবে ততবেশী শিখা যাবে। কারন মার্কেট প্রতিনিয়ত আপ ডাউন করছে। যার ফলে যদি মার্কেট এ থাকা যায় তাহলে মার্কেট এর মুভমেন্ট সম্প্ররকে জানা যাবে।এতে মার্কেট আয়ত্ত্বে আসবে।।
-
যে কোন কাজ শেখার জন্য যত বেশি সময় দিবেন সেই কাজে তত বেশি এক্সপার্ট হবেন।ফরেক্সে ট্রেড করার জন্য ফরেক্স শেখার প্রয়জন।ফরেক্স সম্পরকে আপনি যত বেশি জানবেন আপনি তত বেশি ভাল ভাবে ট্রেড করতে পারবেন।ফরেক্স ট্রেড করার জন্য আগে আপনাকে ফরেক্সে ট্রেড করা শিখতে হবে। তাই ফরেক্স করা যত শিখবেন আপনার ফরেক্স সম্পরকে জ্ঞান তত বাড়বে।
-
যত বেশি সময় দেয়া মানেই যে বেশি শিক্ষা বিষয়টা কিনতু তা নয় । আপনাকে দেখতে হবে কতটা গুরুত্বপূর্ণ বিষয়ে অাপনি আপনার সময়টা দিচ্ছেন সেটার উপর । আপনাকে সঠিক ভাবে গুরুত্বপর্ণ বিষয়ের উপর সময় দিতে হবে । তবে এটা সত্য যে সময় দিতে না পারলে ফরেক্সে ভাল করা যায় না ।
-
সময়কে বিনিযোগ করলে তা কখনো বৃথা হবে না । একজন নতুন ট্রেডার যেভাব প্রথম অবস্থায় তার সময়কে অনেক বেশি বিনিয়োগ করে বলেই সে একসময় গিয়ে দক্ষ ট্রেডারে পরিণিত হয় । ঠিক তেমনি যে কোন পর্যায়ের ট্রেডার হোক না কেন সে যদি শিখার প্রতি নিত্য নতুন জিনিস জানার প্রতি নিজের আগ্রহ প্রকাশ করে তবে সে একসময় অনেক দক্ষ হয়ে উঠবে । কেননা যত বেশি জানা যায় তত বেশি এগিয়ে যাওয়া যায় ।
-
ফরেক্স মার্কেট একটি এমন অর্থনইতিক বিষয় যা প্রতিনিয়ত পরিবর্তন হছে। আপনি যদি সব সময় মারকেট এর সাথে আন থাকেন তাহলে আপনি ভুল ট্রেড করে ফেলতে পারেন। নিউজ আছে সে সব বিষয় লক্ষ্য রেখে ট্রেড করতে হবে।