- 
	
	
	
	
		ফরেক্স মার্কেট এ যে কারনে লস গুলো করে তা হল:
 ১) বেশী লটে ট্টেড করা
 ২) না বুঝে ট্টেড করা
 ৩) অভিজ্ঞতা ও দক্ষতার অভাব
 ৪) মার্কেট এনালাইসিস না করা
 ৫) লোভ করা
 ৬) নিউজ না দেখা
 ৭) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা।
 ইত্যাদি কারনে সাধারণ লস  গুলো করে থাকে এই ফরেক্স মার্কেট এ।
 
 
- 
	
	
	
	
		আমি অনেক দিন যাবত ফরেক্স এর সাথে আছি। কিন্তু এখন আমি মোটামুটি প্রফিট করতে পারছি। তাছার আগে অনেক লস করেছি। লস এর কারন অনেক হতে পারে। মানি মেনেজমেন্ট না মামা এবং ওভার ট্রেড ও হতে পারে লসের কারন। 
 
- 
	
	
	
	
		বিভিন্ন করনে ফরেক্স মার্কেটে লস হয়। আমি মনে করি লসের প্রথম কারন হল ্অতিরিক্ত আবেগ। যারা নতুন তারা চায় প্রত্যেক ট্রেডে লাভ করতে এজন্য তারা বেশি বেশি ট্রেড করে েএবং তাদের বেশির ভাগ ট্রেড লসে ক্লেজ করে। প্রথম দিকে এঈ প্রবনতা বেশি থাকে। ফরেক্সে লাভ করতে হলে এনালাঈসিস করতে হয় এবং সে অনুযায়ী ট্রেড করতে হয়। 
 
- 
	
	
	
	
		লসের বিশষ কয়েকটি কারন রয়েছে যেগুলো আমরা হয়তোবা জানিনা, মানিনা বা করতে চাইনা । যেমন: এখানে আগে নিজের একটি ট্রেডিং সিস্টেম বানাতে হবে, এবং লাভ লস যাই হোক না কেন সেটাকেই আরও উন্নত করতে হবে, এরপর লােভ করা একদম যাবে না, এখানে আপনাকে সময় দিতে হবে প্রচুর, নির্দিষ্ট একটি কারেন্সি পেয়ারে থাকতে হবে, দক্ষতা অর্জন করতে হবে এবং শেষে বলব অনেক সচেতন হতে হবে । 
 
- 
	
	
	
	
		ফরেক্স ট্রেডিং-এ লসের অনেক কারণ আছে যথা- ১। ফরেক্স সর্ম্পকে জ্ঞান না থাকা। ২। ট্রেডিং ট্রাজেটি না মানা। ৩। অভিজ্ঞতার অভাব।৪। মানিম্যানেজম্যান্ট না মানা। ৫।  না বুঝে ট্রেড করা। ৬। অধিক ঝুকি নিয়ে ট্রেড করা। ৭। লোভ করা ইত্যাদি আর অনেক কারণ আছে। মোট কথা ফরেক্স ট্রেড করার জন্য অবশ্যই ফরেক্স সর্ম্পকে অধিক জ্ঞান অর্জন করতে হবে। ডেমো একাউন্ট দিয়ে ট্রেডিং অনুশীলন করে ভুল ট্রেডগুলো সুধরে দিতে হবে। 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেট যে কত কারনে লস হতে পারে তার কোন ইয়ত্তা নাই। তবে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এনালাইসিস করে ব্যবসা করলে লস কমানো সম্ভব। বেশ কয়েকবার একাউন্ট জিরো করার পর বুঝলাম বেশী লটে ট্টেড করা অর্থাত মানি ম্যানেজেমন্ট না থাকা খুব ভয়ংকর ব্যপার। একাউন্ট জিরো হতে সময় নেয় না। না বুঝে ট্টেড করা, নিউজ না দেখা বা মার্কেট এনালাইসিস না করা লসের লসের অন্যতম প্রধান কারন। 
 
- 
	
	
	
	
		ফরেক্স অত্যান্ত জটিল একটি ব্যবসা। এখানে অনেকে না বুঝে অতিরিক্ত লাভের অাশায় ট্রেড করেন। পরবর্তীতে দেখা যায় শুধু লস আর লস। লস করার কারণ হিসেবে দেখা যায় অতিরিক্ত লোভ, ওভার ট্রেড, ফরেক্স কে না বুঝা, মার্কেট সঠিক এনালিসিস না করা। লস করার পর আরও বেশী লটে ট্রেড করা লস কে পুষিয়ে নেওয়ার জন্য। তারাতারী লস রিকোভার করার জন্য অস্থির হওয়া এসব কারনে আপনার খালি শুধু লস হবে। সেজন্য ফরেক্স এ ট্রেড করতে হলে আপনাকে আগে মার্কেট এর ব্যপারে জানতে হবে। এবং সঠিক এনালিসিস করা জানতে হবে। 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে যে কারণে প্রত্যেক ট্রেড লস করে তার নূন্যতম কয়েকটি কারণ হল:
 ১। মার্কেটের অবস্থান না বুঝে ট্রেড করা।
 ২। বেশি লাভের আশায় লোভ করে ট্রেড করা।
 ৩। মানি ম্যনেজমেন্ট না মেনে ট্রেড করা।
 ৪। মার্কেট এনালাইসিস ও ট্রেডিং কৌশলগুলো সম্পর্কে না জেনে ট্রেড করা।
 ৫। এবং নিয়মিত নিউজ ফলো না করার ফলে অধিকাংশ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে থাকে।
 
 
- 
	
	
	
	
		আমি মনে করি ফরেক্স লস করার প্রধান কারন হচ্ছে ফরেক্স সমন্ধে ঞ্জানের অভাব। অর্থাং আপনাকে ফরেক্স এবং ট্রেড সম্পর্কে জানতে হবে। ট্রেড সম্পর্কে অনেক কিছু জানতে হবে,যে কিভাবে ট্রেড করলে মুনাফা লাভ করা সম্ভব। 
 
- 
	
	
	
	
		বেশির ভাগ কি কারণে ফরেক্স মার্কেট লস করে থাকে প্রত্যেক ট্রেডার। যথা: 
 ১। অতিরিক্ত লোভ করা ফলে।
 ২। ট্রেডিং কৌশলগুলো সম্পর্কে জ্ঞান থাকায়।
 ৩। মানি ম্যনেজমেন্ট এবং টেকনিক্যাল সাইট সম্পর্কে সঠিকভাবে জ্ঞান না অর্জন হওয়ায়।
 ৪। নিয়মিত মার্কেট পর্যবেক্ষণ না করার ফলে।
 উক্ত কারণগুলো সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা না অর্জন হওয়ায় কারণে বেশির ভাগ মানুষ ফরেক্স মার্কেটে ট্রেড করে লস খায়।