-
হা ভাই ফরেক্স মার্কেটে আপনার যত বেশি মুলধন যদি বেশি হয় তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে আপনি ভাল করে ট্রেড করতে পারবেন আর আপনি লস করবেন কম কারন আপনার অনেক ব্যকাপ থাকবে যা দিয়ে আপনি আপনার একাউন্ট টিকিয়ে রাখতে পারবেন বলে মনে করি। বড় মূলধন আপনাকে টিকে থাকতে সহায়তা করবে যদি আপনি ফরেক্স এ মানিম্যানেজমেন্ট মেনে চলেন। কারন ফরেক্স এ অনেক সময় মার্কেট অনেক টা উঠানামা করে । তখন আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। আপনাকে ফরেক্স এ টিকে থাকতে হলে। ফরেক্স ট্টেড সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে যাতে আমার লাভের তুলনায় লসের দিকটা কম থাকে।
-
না শুধু মূলধন হলেই যে ফরেক্সে টিকে থাকা সম্ভব এই ধারনা ভূল। অতীতের অনেক রেকর্ড আছে অতিরিক্ত মূলধন নিয়ে মার্কেটে টিকে থাকতে পারেনি। তাই এনালাইসিস এর মাধ্যমে ট্রেড ওপেন করে আপনার মূল্যবান মূলধন সুরক্ষিত রাখুন। তবে যাহারা লং ট্রেড করে থাকে তাদের জন্য মূলমন্ত্র হচ্ছে অতিরিক্ত মূলধন।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে বেশি করে জানতে হবে কারন আপনি ফরেক্স সম্পর্কে না জেনে ট্রেড করলে বড় মুল ধন থাকলে লস করতে সময় লাগবেনা তাই বেশি টাকা ইনভেস্ট না করে আগে ফরেক্স সম্পর্কে জানুন। আমি বলবো মানি ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে আর আপনি যদি আপনার লোভ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপানর অ্যাকাউন্ট যত বড় হক না কেন সেটা জিরো হবেই, তাই ফরেক্স এর নিয়ম মেনে চলুন আর লোভ পরিত্যাগ করুন।
-
মুলধন হলে যে ব্যবসা ভাল হবে তার কোন নির্চয়তা নেয় এই বিষয়ের ওপর যদি তার কোন জ্ঞান না থাকে কম মুলধন হলেও যা আবার বেশি হলেও তা একই রকম। যারা এই কাজ সর্ম্পকে ভাল জ্ঞান আছে তাদের কথা অন্য রকম। আর ভাল জ্ঞান থাকাও যদি মুলধন কম থাকে তাহলে আবার বেশি লটে ট্রেড ওপেন করা যায় না। আর এনালিজিস করে সঠিক পজিশন থেকে ট্রেড করতে হবে। আবোল তাবোল ট্রেড করা যাবে না।
-
মূলধন আমাকে ফরেক্স মার্কেটে টীকে থাকতে সাহায্য করবে যদি আমি মানি মেনেজমেন্ট মেনে চলি। আর যদি ট্র্বেড সম্পর্কে ভাল ধারনা থাকে। আর যদি বুঝে ট্রেড করি। তাছাড়া বড় মূলধন হলে আমাদের মনে একটা সাহস য়োগায়। এন্ড বড় মূলধন হলে আমরা ট্রড করে সাহস পাই।
-
বড় মূলধন হলে আমাদের মনে একটা সাহস য়োগায়। বড় মূলধন হলে আমরা ট্রড করে সাহস পাই। আর ফরেক্স ট্রড করা আগে আমরা যদি মানিম্যানেজম্যান টের দিকে না তাকাই তাহরে আমাদের ফরেক্স অনেক ক্ষতি হতে পারে।যে ব্যবসা ভাল হবে তার কোন নির্চয়তা নেয় এই বিষয়ের ওপর যদি তার কোন জ্ঞান না থাকে কম মুলধন হলেও যা আবার বেশি হলেও তা একই রকম। যারা এই কাজ সর্ম্পকে ভাল জ্ঞান আছে তাদের কথা অন্য রকম। আর ভাল জ্ঞান থাকাও যদি মুলধন কম থাকে তাহলে আবার বেশি লটে ট্রেড ওপেন করা যায় না।
-
ফরেক্সে ছোট বড় মুলধন কোন ব্যাপার না। যদি আপনি দক্ষ ট্রেডার হন তাহলে আপনি ছোট মুলধন দিয়েও ফরেক্সে টিকে থাকতে পারবেন এবং লাভবান হবেন। কিন্তু আপনি না বুঝে ট্রেড করলে বড় মুলধন নিয়েও টিকে খাকতে পারবেন না।
-
আমি একজন পেশাদারী ফরেক্স ট্রেডার আমি মনে করি যেকোন মূলধন দ্বারা ফরেক্স এ এ্যাকাউন্ট ওপেন করা যায় । ফরেক্স এ নিয়মিতম কাজ করলে টিকে থাকা যায় । আর যদি নিয়মিত কাজ না করা হয় তবে একাউন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা টিকে থাকতে অসুবিধা হয় । তবে যখন কেউ বেশী ঝুকি নিয়ে কাজ করে তখন বড় মূলধন সাহায্য করে অথ্যাৎ বড় মূলধন থাকলে কাজ করা যায় । সুতরাং বড় মূলধন ঝুকির ক্ষেত্রে সাহায্য করে । ফরেক্সে ছোট বড় মুলধন কোন ব্যাপার না। যদি আপনি দক্ষ ট্রেডার হন তাহলে আপনি ছোট মুলধন দিয়েও ফরেক্সে টিকে থাকতে পারবেন এবং লাভবান হবেন। কিন্তু আপনি না বুঝে ট্রেড করলে বড় মুলধন নিয়েও টিকে খাকতে পারবেন না।
-
আপনার যত বেশি মূলধন রয়েছে, আপনার ব্যবসায়ের পরিমাণ অনিশ্চিত হবে এমন পরিস্থিতিতে আপনার আদর্শের কোনও পরিস্থিতি নেই যা আপনার কাছে মূলধন কম কিনা তা বিবেচনা না করেই বিষয়টিতে আপনার কোনও তথ্য নেই। এই কাজ সম্পর্কে একটি সুনির্দিষ্ট তথ্য রয়েছে এমন ব্যক্তিরা অনন্য। এছাড়াও, আপনার কাছে দুর্দান্ত তথ্য আছে কিনা তা নির্বিশেষে, আপনার কাছে মূলধন কম রয়েছে এমন পরিস্থিতিতে আপনি আরও এক্সচেঞ্জ খুলতে পারবেন না। সুতরাং এটি বলা যায় যে আরও বেশি মূলধন থাকা যেমন আরও ভাল তথ্য থাকা প্রয়োজন।
-
ফরেক্স এ মুলধন ছোট হক আর বড় হক , এটার যথাযথ ব্যবহার করতে হবে । মুলধন বড় হলে যে আপনি ফরেক্স এ টিকে থাকবে না এ কথাটা ঠিক না । ট্রেড করার আগে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট এবং এনালাইসিস মানতে হবে ।একজন ভাল ট্রেডার না হওয়া পর্যন্ত ফরেক্স এ বড় মুলধন দিয়ে ট্রেড করা ঠিক হবে না । কারন এতে লসের সম্ভবনা বেশি থাকে । একটি কথা মনে রাখা ভাল ,লোভে পরে ঝুকি নিলে এর ফল সব সময় ভাল হয় না । কোন না কোন একসময় এর কুফল ভোগ করতে হবে ।