ফরেক্স এ লোভ করা একেবারেই চলবে না। কারন আমার জানা মতে এখন পর্যন্ত যারা লোভ করেছে তারাই ফরেক্স এ লস করেছে। তাই ফরেক্স এ লোভ করা যাবে না। সবসময় মাসিক আয়-ব্যয় হিসাব করতে হবে। দৈনিক নয়। একটা টার্গেট করতে হবে আমি মাসে কত পিপস লাভ করবো।
Printable View
ফরেক্স এ লোভ করা একেবারেই চলবে না। কারন আমার জানা মতে এখন পর্যন্ত যারা লোভ করেছে তারাই ফরেক্স এ লস করেছে। তাই ফরেক্স এ লোভ করা যাবে না। সবসময় মাসিক আয়-ব্যয় হিসাব করতে হবে। দৈনিক নয়। একটা টার্গেট করতে হবে আমি মাসে কত পিপস লাভ করবো।
আমরা সবাই জানি যে লোভ করা ভাল নয়। যারা যে কোন কিছুতে লোভ করে তারা সেখান থেকে জয়ী হতে পারে না। তেমনি ফরেক্স মার্কেট এ যারা লোভ করে আছে তারা ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারে না এবং ফরেক্স মার্কেট থেকে লস করে অবশেষে ফরেক্স থেকে চলে যায় বেশী টিকে থাকতে পরে না। তাই আমরা যখন ফরেক্স মার্কেট এ কাজ করব এই লোভ টাকে সামলে রেখে ফরেক্স মার্কেট এ কাজ করব তবেই আমরা লস থেকে বিরত থাকব।
এই লোভের কারনেই আমরা আমাদের এ্যাকাউন্ট ব্যালেন্স প্রায়ই জিরো করে ফেলি। তাই লোভ হতে আমাদের দুরে থাকতে হবে। কখনোই লোভ করা চলবে না। ফরেক্স এ লোভই হল প্রধান শত্রু। অল্পতে সন্তুষ্টি থাকতে হবে। বেশি লাভের আশার অতিরিক্ত রিক্স নিয়ে ট্রেড করা যাবে না। নিজের আয় নিয়ে সন্তুষ্ট থাকুন। আর লোভ কে না বলুন।
লোভ এমন একটা বিষয় যেটাকে সম্পূর্ণরুপে পরিহার করা যায় না বরং এটাকে নিয়ন্ত্রন করতে হয় । ফরেক্সে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেড করে টিকে থাকার অন্যতম উপায় হলো নিজেকে লোভমুক্ত রাখা । কেননা লোভ জিনিসটা প্রকৃত পক্ষেই অনেক বেশি পরিমাণে খারাপ । তাই লোভ পরিহার করাটা একান্ত অপিহার্য নয় তবে নিয়ন্ত্রন করতে পারাটাই সাফল্য ।
একটা প্রবাদ আছে, লোভে পাপ , পাপে মৃত্যু। তেমনি ফরেক্স টেডিং মার্কেটে একটি কথা আছে, লাভ করা যাবে কিন্তু লোভ করা যাবে না। লোভ নিয়ন্ত্রন করা ফরেক্স মার্কেটে পাওয়ার একটি অন্যতম উপায়। যে সকল ফরেক্স টেডার লোভ করে তারা ফরেক্স মার্কেটে বেশি দিন টিকে না। তাই লোভের চিন্তা বাদ দিয়ে লাভের চিন্তা করতে হবে। অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা বা সফল ফরেক্স ট্রেডাররা কখনেই লোভ করে না।
আমরা জানি "লোভে পাপ পাপে মৃতু্য" ফরেক্সে লোভ সামাল না দিতে পারলে নিজের পায়ে নিজে কুড়াল আগাত করতে হয়। আপনার লাভ বা লসের একটি সীমা থাকা ধরকার, যখনই ঐ সীমা অতিক্রম করবে তখনই আপনি আপনার টেড্র কোলজ করে দেওয়াই ভাল। এর জন্য ট্রেড বসানো আগে প্রয়োজনে আপনি স্টপ লস আর টেক পপিট বসাতে পারেন । লোভ আর আবেগ কোনটা ফরেক্স জন্য ভাল না ।
ফরেক্স এ টিকে থাকতে হলে আগে লোভ ত্যগ করতে হবে। তা না হলে আপনি শেষ হয়ে যাবেন। এখানে অনেক লোভনীয়। কারন মার্কেট প্রচুর মুভ করে আমরাও লোভে পরে বেশী ট্রেড করে থাকি। যার ফল্র রিস্ক ও বেরে যায়। আর রিস্ক বেরে গেলে আমাদের লস ও বেরে যেতে পারে।
মনীষীরা বলেছেন " লোভে পাপ এবং পাপে মৃত্যু । আমাদের জীবনে সকল ক্ষেত্রে এই প্রবাদটি চিরন্তন সত্য হয়ে জ্বলজ্বল করছে । আমাদের জীবনের নেয় ফরেক্স ও লোভে আমাদের সর্বনাশ হতে পারে । ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে লোভ করা যাবে না । লোভ করেছেন তো সব কিছু হারাবেন । ফরেক্স এ প্রতিদিন অনেক নতুন ট্রেডের আছে এক বুক আশা নিয়ে এবং প্রতিদিন অনেক ট্রেডের হতাশ হয়ে ফরেক্স থেকে চলে যায় তাদের মূলধন হারিয়ে । ফরেক্স কোনো জুয়া নয় বা টাকা ছাপানোর মেশিন না, এখানে ধৈর্য ধারণ করে কম আয়ের মাধ্যমে এগোতে হয় ।
আমি ফরেক্স এ নতুন এসেছি তবে আমার একটা লক্ষ আছে আমি এখানে লোভ করে কোন ট্রেড ওপেন করব না। এবং এটাকে আমি একটা ব্যবসা হিসাবেই নিতে চাই। যা আমি সারা জীবন ধরে করতে পারি।
যে কোন কিছুতেই লোভ করা খুব খারাপ আর ফরেক্স মার্কেটে লোভীর কোন জায়গা নেই। আমাদের উচিত ফরেক্স বাজারে অনেক ধৈয্য নিয়ে টিকে থাকা তবেই জিবনে সফলতা আসবে। তা ছাড়া যারা অভিজ্ঞ ট্রেডার না তারা যদি না বুঝে লোভ করে ট্রেড করে তারা অনেক বড় লস করবে ।তাই আমাদের উচিত লো্ভ না করে ভাল ভাবে ফরেক্স শিখে ট্রেড করা।