-
আমি একজন ছাত্র লেখা পড়ার পাশাপাশি আমি ফরেক্স করে থাকি। লেখাপড়ার ফাকে যে সময় টা পাই তা ফরেক্স এ কাজে লাগাই। ফরেক্স ব্যবসা আমার জন্য অনেক আনন্দজনক। আমি মাত্র ৪-৫ ঘন্টা ফরেক্স এ সময় ব্যয় করি তাতেই আমি অনেক প্রফিট অর্জন করি। সচরাচর পড়ালেখার ফাকে দিনে ২-৩ ঘন্টা ফরেক্সে ব্যয় করি।মূলত কে কতটুকু সময় দেবে তা নির্ভর করে তার সামর্থ্যের ওপর।যে ব্যক্তি ফরেক্সকে পেশা হিসেবে নিয়েছে তাকে অবশ্যই ফরেক্সের পেছনে দিনের অধিকাংশ সময় ব্যয় করতে হবে।
-
আমি প্রতিদিন ফরেক্স এ সময় দিতে পারি না। তবে মাঝে মাঝে সময় দেয় । ফরেক্স মার্কেটে ট্রেড করতে আমার ভাল লাগে। ফরেক্স মার্কেটে ট্রেড করার মাধ্যেমে আমি আর্থিক ভাবে কিছুটা লাভবান হতে পারি। সেহেতু আমি এটা দিয়ে আমার জীবনের চাহিদা পূরন করতে ইচ্ছুক সেহেতু আমাকেতো সময় দিতেই হবে। এছাড়াও আমি যখন ই সময় পাই তখনই ফরেক্স নিয়ে পড়ালেখা করি। কোন কিছুতে সফল হতে হলে তার পিছনে আপনাকে সময় দিতেই হবে।
-
আমি জবের পাশাপাশি ফরেক্স করে থাকি তাই বেশি সময় দিতে পারি না। এর সাথে পরপর দুই বার লস করে এখন একটু দূরে আছি । কিন্তু সামনের দিনগুলোতে আরো ভালো কিছু করে ফরেক্সে রেগুলার হতে চাই।
-
আমি একজন ব্যবসায়িক অন্যান্য ব্যবসার পাশাপাশি ফরেক্স করি আমি ফরেক্সে চার থেকে পাঁচ বছর আছি কিন্তু এ পর্যন্ত লাভ করেছে কমবেশি ভালো সময় দিয়েছে কিন্তু ভাল পজিশন করতে সক্ষম হয়নি কারন আমি অন্য ব্যবসা নিয়ে আছি অন্যান্য ব্যবসার পাশাপাশি ফরেক্স করি আমার মনে হয়' ভালোভাবে ফরেক্স ব্যবসা করতে গেলে প্রচুর সময় দিতে হবে হয়তো এখান থেকে ভাল প্রফিট এর আশা করা যেতে পারে
-
ফরেক্স মার্কেটে যে যত বেশি সময় দিবে সে তত কম সময়ের মধ্যে অভিজ্ঞ ও দক্ষ হতে পারবেন। আমি যেহেতু জব করি সেই অনুযায়ী আমি আমার অফিস টাইম পরবর্তী সময় সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা বারোটা পর্যন্ত ফরেক্স মার্কেটে আমি সময় দিয়ে থাকি। সেই অনুযায়ী দৈনিক তিন থেকে চার ঘণ্টা সময় আমি ফরেক্স মার্কেটে ব্যয় করি। ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা করতে চাইলে যত সম্ভব সময় দিতে ও জ্ঞান অর্জন করতে।
তাই যে যত পারেন ফরেক্সে স্টাডি করুন অনুশীলন করুন। তাহলে খুব দ্রুত সময়ে ফরেক্স থেকে ইনকাম করতে পারবেন।
-
ফরেক্স ব্যবসাটাকে বর্তমানে আমি পার্টটাইম হিসেবেই দেখছি। তবে যখন আমি এই ব্যবসা সম্পর্কে অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ হতে পারবো তখন অবশ্যই এটাকে ফুলটাইম হিসেবে নিবো। যেহেতু আমি এই ব্যবসায় নতুন আমি এখন মোটামুটি ৩/৪ ঘন্টা সময় ব্যয় করছি আর পাশাপাশি ডেমো ট্রেডের সাথে লিপিবদ্ধ আছি। কারণ ডেমো ট্রেড দ্বারা খুব সহজেই এই মার্কেটে বিভিন্ন খুটিনাটি বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করা সম্ভব। তবে আমার মনে হয় যদি এখানে বেশি সময় দেয়া যেত তবে সেটা আমার ফরেক্স ক্যারিয়ার এর জন্য ভালো হতো. যদি সামনে নিজেকে আরো স্কীলড ট্রেডের করা যায় তবে আমার সিদ্ধান্ত হবে ফরেক্স কেই আমার একমাত্র পেশা হিসেবে নেয়া
-
ফরেক্স ট্রেডিং সাধারনত অবসর সময়ের কাজ আপনাকে এখানে বেশী সময় ব্যয় করতে হবেনা আপনি যদি ট্রেড সম্পর্কে বুঝেন তাহলে একবার ট্রেড ধরার পর আর আপনার কোন কাজ নেই শুধু মুভমেন্ট দেখবেন। ধরেন যখন দাম বেড়েছিল তখন ক্রয় করেছেন জতখন দাম বাড়বে ততখন আপনার লাভ হবে আবার যখন দাম কমবে তখন ট্রেড ক্লোজ করে নতুন করে বিক্রয়ে ধরতে হবে।
-
2-3ঘন্টা দিতে পারবো। আমি যেহেতু নতুন এর চেয়ে বেশি সময় ও দিতে পারবো।
-
আমি ফরেক্স এ প্রতিদিন 2 ঘণ্টা করে সময় নেই তবে আমি মনে করি আমি খুব কম সময় পড়েছে আমার উচিত আরো বেশি সময় দিতে পারত ফরেক্স কারণ ফরেক্স হল এমন একটা জায়গা যেখানে সময় দিলে কোন লস নাই লাভ ছাড়া।
-
২ 4 ঘন্টা
মার্কেট আওয়ারের সংজ্ঞা দেওয়া হচ্ছে।
এটি একটি জৈবিক পাশাপাশি লজিস্টিকাল জরুরী কারণ বিদেশের বৈদেশিক মুদ্রা মার্কিন সময় অঞ্চলগুলিতে রবিবার সন্ধ্যা থেকে শুক্রবার বিকাল পর্যন্ত প্রতিদিন 24 ঘন্টা লেনদেন করে।