-
আমি সবে ফরেক্স সুরু করেছি। এর আগে আমি স্টুদেন্ট সিলাম। আর এখনো স্টুদেন্ট ই আছি। তাছারা আমি ফতশপ এর কাজ করতাম। কিন্তু ফরেক্স এর কাজ কে এখন আমার পারট্টাইম জব করতে চাই। এর মাধ্যমে আমি ঘরে বসেই টাকা উপারজন করতে পারব। যেকারনে ফরেক্স এখন আমার প্রিয় এক্তি কাজ হয়ে গেছে।
-
ফরেক্স সুরু করার আগে আমি ফ্রী লেন্সিং করতাম তারপর ফরেক্স সম্পর্কে জানতে পেরে ফরেক্স সম্পর্কে জানার পর ফরেক্স করতে আগ্রহ হল ফরেক্স শিকার চেস্টা করি এবং ফরেক্স শিখে ফরেক্স আমার এখন খুভ ভাল লাগে ।
-
আমার কোন টাকা ইনকাম করার উৎস ছিল না । আর আমি ফরেক্স এর খবর পাই আমার এক বন্ধুর কাছ থেকে। তারপর এটা নিয়ে ভালভাভে জানলাম। তারপর ফরেক্স নিয়েই আছি। অনেক ভাল একটা বিজনেস এটা আমার কাছে। অন্যসব কিছু বাদ দিয়ে আমি ফরেক্স করি। ভবিষ্যতে ফরেক্স নিয়ে থাকার চিন্তাভাবনা আছে। আর এটা করে যাব। দেখি কতদুর কি করা যায়।
-
আমি একজন ছাত্র আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগেও একজন ছাত্র ছিলাম এখনো আমি ছাত্র আছি। আমি আমার পড়ালেখার পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে আমাদের বাকি কাজ ছাড়তে হইনা, আমরা আমাদের বাকি কাজ এর পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।তাই আমি আমার সব কাজ এর পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করি। এতে আমি আর্থিক ভাবে ভালই লাভবান হতে পারি।
-
ফরেক্স শুরু করার অাগে অামি ছাত্র ছিলাম এখনো অাছি।পার টাইম জব হিসেবে ফ্রলান্সিং শুরু করছিলাম এবং মোটা মুটি সফল হয়েচিলাম।কিন্তু অামার লেখা পড়ার চেয়ে ফ্রিলান্সি এ সময় বেশী ব্যায় করতে হতো,ফলে অামার পরীক্ষার রেজাল্ট খারাপ হতে থাকে,দিলাম চেড়ে ফ্রিলান্সিং।সুভাগ্য বসত ফরেক্স ট্রেনিং এর বিঞ্জাপন দেখে প্রশ্ন জাগলো মনে এটা কোন ধরনের অায়ের সিস্টেম সাথে সাথে Google scerch দিলাম অার সে থেকে সম্পর্ক হয়ে গেল ফরেক্সের সাথে
-
আমি তেমন কিছু করতাম না কিন্তু এখন ফরেক্স করতে পেরে আমি অনেক খুশি
-
ফরেক্স সুরু করার আগে কোন কাজ করতাম না। আখন আমি অনেক টাকা আয় করতে পারি এই বাবসা থেকে। আমি মনে করি ফরেক্স একটি জতিল বাবসা তাই আমাদের ভাল ভাবে না শিকে এই বাবসা সুরু করা উচিত না। আমাদের সব সময় ডেমো তে ট্রেড করে তারপর রিয়েল ট্রেড সুরু ক্রয়া উচিত।
-
ফরেক্স সুরু করার আগে আমি আসলে কিছু করতাম না তাই আমি এই ফরেক্স ব্যবসা বেছেনিয়েছি কারন ফরেক্স করার আগে আমি সম্পুরন বেকার ছিলাম ফরেক্স করার আগে আমি কোন কাজ করতাম না তাই ফরেক্স অভিজ্ঞতা অরজন করে ফরেক্স করছি ফরেক্স করে টাকা আয় করার জন্য আমি ফরেক্স মার্কেটে ব্যবসা করতে এসছি।
-
ফরেক্স সুরু করার আগে অন্য একটি ব্যবসা করতাম কিন্তু সেই ব্যবসা করে আমি বেশি আয় করতে পারতাম না জা আয় করতাম তা দিয়ে আমার চলত না তাই আমি ফরেক্স মার্কেটে আসি ফরেক্স ট্রেড করার জন্য তবে এখন আমি অই ব্যবসার চেয়ে অনেক আয় করতে পারি।
-
ফরেক্স সুরু করার আগে আমি৯ বেকার ছিলাম এই জন্য আমি বেকার থাকার কারনে ফরেক্স করতে আসি তাই বেকার থাকার কারনে ফরেক্স করতে আসা বা ফরেক্স করে আয় করে আমি বেকার মুক্ত জীবন চাই এই জন্য আমি ফরেক্স করতে আসছি কারন ফরেক্স করে আয় করা জায় ।