ফরেক্স মার্কেটে টিকিয়ে রেখে এর পাশাপাশি, অর্থ ইনকাম কারার যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে । যেহেত ফরেক্স মার্কেট একটি মুক্ত বা সাধীন ব্যবসা । আর তাই এখানে যেকোন পেশা জীবি, লোক ট্রেড রার মাধ্যমে অর্থ ইনকাম করতে পারে । এমনকি গৃহীনিরাও তাদের পরিবার সামলানোর, পাশাপাশি যে অবসর সময় পায় সেই সময় টুকু কাজে লাগিয়ে ঘড়ে বসে ফরেক্স করে সংসারের জন্য বার্তি ইনকাম করতে পারে ।