-
আমার খুবই ইচ্ছে যে আমি যখন কোন চাকরী করব তার পাশাপাশি ফরেক্স ট্রেডিং করব । জানিনা ভবিষ্যতে কি হবে । তবে ফরেক্স ট্রেডিং এর প্রতি প্রবল ইচ্ছের জন্য এখনও ফরেক্স মার্কেট এর সাথে আছি । বর্তমানে যারা তাদের চাকরীর পাশাপাশি ফরেক্স ট্রেডিং করছে আমি করি তারা খুবই ভালো সিধান্ত নিয়েছে । কারণ চাকরীর পাশাপাশি ফরেক্স ট্রেডিং করে তারা কিছু অতিরিক্ত অর্থ আয় করতে পারছে । এটা তাদের জন্য খুবই পজেটিভ একটা জিনিস ।
-
এটি আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি এখন যেমন ফরেক্স করছি তেমনি ভবিষ্যতে চাক্রিরি পাশাপাশি আমি ফরেক্স করব । আমি ফরেক্স থেকে খুব একটা বেশী লাভ করতে না পারলেও আমার কোন আফসোস নেই কারণ ফরেক্স করতে আমি ভালবাসি । এটি এখন আমার জীবনের একটি অংশ হয়ে গেছে তাই আমি চাই এই বিষয়টিতে উল্লেখযোগ্য সময় দিতে এবং এই সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে ফরেক্স ব্যবসাটি ভাল করে শিখতে চাই এবং আগামীতে আমার কিছু পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই ।
-
ফরেক্স মার্কেট সোম থেকে শুক্র, সপ্তাহের ৫ দিনই দিবা-রাত্রি ২৪ ঘণ্টার জন্য খোলা থাকে। আর তাই, আপনি ব্যাবসায়ি হোন বা চাকুরিজীবী, ফরেক্স মার্কেটে আপনি আপনার সুবিধামত ট্রেড করতে পারবেন।
-
হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমরা বৈদেশিক মুদ্রায় ভাল উপার্জন করি যদি আমাদের ভাল অভিজ্ঞতা থাকে তবে আমরা ভাল লাভ পাই যা সত্য এবং এটিও আমি মনে করি যে লোকদের উপযুক্ত দক্ষতা থাকা দরকার যাতে তারা বাজার থেকে অর্থোপার্জন করতে পারে তাই আপনি যদি নতুন হন এই ব্যবসাটি আপনার ব্যবসায়ের ভাল শিখতে হবে যাতে আপনি যখন বাণিজ্য করেন তখন বাজার থেকে অর্থোপার্জন করতে পারেন।
-
ফরেক্স ট্রেডিং বারতি আয়ের একটি সুযোগ। ফরেক্স ট্রেডিং করে চাকুরীর পাশাপাশি বারতি আয় করা যায়। আমরা দিনের বেলায় অফিসিয়াল কাজ করি প্রতিদিন আট ঘন্টা থেকে বার ঘন্টা ইচ্ছা তাকলে আমরা এর মধ্যে করতে পারি। আর যদি সমস্যা মনে হয় তাহলে রাতেউ করতে পারি কারন ফরেক্স ট্রেডিং ২৪ ঘন্টা সাপ্তাহিক ৫ দিন খুলা থাকে। তাই আমরা রাতের বেলায় ফরেক্স ট্রেডিং করতে পারি।
-
আমি ফরেক্স ট্রেডিং ব্যবসায়ে নতুন।তবে আমি প্রায় তিন মাস ধরে ফরেক্স ট্রেডিং ডেমো ট্রেড করে আসছি।এখুন আমির মনে হচ্ছে আমরা চাইলে চাকুরির পাশাপারি ফরেক্স ট্রেডিং ব্যবসা করতে পারব।
-
আমার জানা মতে চাকরীর পাশা-পাশি , ফরেক্স করা অনেক সুবিধা জনক । যে কেউ অন্য কাজের পাশা-পাশি এই ফরেক্স ব্যবসায় করতে পারে , কোন সমস্যা হয় না । শুধু তাকে কাজ জানতে হবে ।
-
কোন কিছুর পাশা পাশি ফরেক্স ব্যবসা কিন্তু মন্দ নয়। আমি একজন ছাত্র। আমি আমার পড়ার পাশাপাশি ফরেক্স চালিয়ে যাচ্ছি। আমি এর থেকে এখনো আয় শুরু করি নি। আসলে আমি ফোরাম পোষ্ট করে করে বোনাস জমাচ্ছি আর ডেমো করে করে অভিজ্ঞতা জমাচ্ছি। ৩০০-৪০০ ডলার হয়ে গেলে ভাবছি আমি রিয়েল ট্রেডে চলে যাবো। এতে আমার ক্যাপিটাল টাও বেশি হলো আর সাথে আমি একটু অভিজ্ঞতাও নিতে পারলাম
-
চাকুরির পাশাপাশি ফরেক্স ব্যবসা করা যায়। সেখানে আপনি ডেইলি কেন্ডেল যখন রাত ৩/৪ টায় ক্লোজ হয় তখন একটু খেয়াল রেখে তার উপর নিভর করে চার ঘন্টার চাট দেখে আপনি ট্রেড ওপেন করবেন আর যদি ডেইলি ট্রেড দেন তাহলে তো খুবই ভালো
-
ফরেক্স মাের্কটে উভয়মুখী ট্রেড করা যায় এই সুযোগ অনেক ব্রোকার ই দিয়ে থাকে তবে অািম মনে করি এক সাথে উভয়মুখী ট্রেড না করাই ভাল কারন যখন একটা ট্রেড বাই এবং একটা ট্রেড সেল করবেন তখন মাের্কট যদি এক দিকেই চলতে থাকে তখন আপনার একটা ট্রেডে ভাল প্রফিট পেলেও অন্যটায় লস হবে এবং এই বিষয় অনেকটা রিস্কি তাই অামি মনে করি সব সময় বুঝে সুজে একমুখী ট্রেড করা উচিৎ।