-
আমার মতে নতুন ট্রেডাররা শুরুতে কোন ডিপোজিট করা ঠিক হবে না। কারণ এখানে ফরেক্স মার্কেট একটা বিশাল এরিয়ার মার্কেট এখানে অভিজ্ঞতা অর্জন না করে, মার্কেট সম্পর্কে এনালাইসিস করা না জেনে অনুমানের উপর ট্রেড করা মোটেও ভালো ফলাফল বয়ে আনবে না। এখানে যথাযথ সময় ও ধৈর্য ধরে ফরেক্স সম্পর্কে শিখতে হবে জানতে হবে। ডেমোতে ট্রেড করা। তাই পরিপূর্ণ না জেনে ছোট ডিপোজিট করেও লাভ নেই।
-
ফরেক্স মার্কেট এ ছোট ডিপোজিট দিয়ে সুরু করাই ভাল কারণ এই মার্কেট এ আপনি যদি প্রথম সময় বড় ডিপোজিট নিয়ে ট্রেড করা শুরু করে দেন তাহলে আপনি হয়ত শিখতে গিয়ে আপনার টাকা নষ্ট করে ফেলতে পারেন। মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারলে আমি মনে করি ছোট ডিপোজিটকে আমরা অনেক বড় ডিপোজিট করতে পারব । এ জন্য আমাদের ট্রেড করার জন্য ভাল করে প্রশিক্ষণ নিয়ে নিতে হবে যাতে করে ছোট বড় যে ডিপোজিটয় দিয়েই শুরু করি না কেন লস যেন না করি তাহলেই আমাদের সফলতা।
-
আমি মনে করি নতুন ট্রেডার দের জন্য অল্প টাকা ট্রেড করা ভাল কারন তারা জানে না যে কি করে ভাল ভাবে ট্রেড করতে হই , তারা অতটা বুজে উটতে পারে না কিভাবে ট্রেড করলে ভাল লাভ হবে , তাইতাদের কে প্রথমে কম টাকাই ট্রেড করে বুজতে হবে কি করে ভাল লাভ করা জাই , আর এই ভাবে করতে করতে বড় ট্রেড করতে হবে , লস কম হবে তাইলে । আমি এভাবেই ট্রেদ করি।
-
ফরেস্ক পৃথিবীর সবচেয়ে ঝুকিপূর্ণ ব্যবসা এবং যারা ঝুকি মেনে ব্যবসা করে তারাই সফলতা অজর্ন করে।আমি শুধু একটা কথাই বলতে চাই,ফরেস্ক করুন কিন্তু শিখে ফরেস্ক করতে হবে।যদি আমরা ফরেস্ক না শিখে শুরু করে দেই তাহলে আমাদের অবশ্যই ধরা খেতে হবে।আমাদের উচিত ফরেস্ক ব্যবসাকে ঝুকিপূর্ণ না ভেবে প্রচুর অনুশীলন করা যাবে ঝুকি কমিয়ে আনতে পারি।নতুন ট্রেডারদের অবশ্যেই ডেমো করা উচিত।আমরা যদি ডেমোতে ভাল ভাবে অনুশীলন করি তাহলে অবশ্যই রিয়েলে গিয়ে ভাল করতে পারব।ছোট ডিপোজিট নতুনদের জন্য ভালই হয়।
-
হ্যাঁ আমার মতে নতুন ট্রেডারদের জন্য ছোট ডিপোজিট ভাল কারন তাদের মার্কেটের সম্বন্ধে ধারনা কম তারা কম পিপস্ এ অর্ডার প্লেস করবে। তারা লস করার সম্ভবনা বেশি থাকে এজন্য তারা কম ডিপোজিট করা ভাল।কেনমা ফরেক্স সম্পর্কে না জানলে ফরেক্সে অনেক ঝুঁকি থাকে।
-
আমার মতে নতুন ট্রেডারদের প্রথমে কোন রিয়েল ট্রেড না করাই ভাল। ফরেক্স মার্কেট একটি ঝুঁকিপূর্ন মার্কেট। এই মার্কেট এ লাভ লস আছে। নতুনদেরকে প্রথমে ডেমো একাউন্ট খোলে তারপর ডেমোতে অনেক প্রাকটিস করে ভাল দক্ষতা অর্জন করে তারপর আয় করা উচিৎ। ফরেক্স শিখার শেষ নেই। ফরেক্স মার্কেট এ প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন করে অনেক কিছুই শিখাচ্ছে। আর ডেমো প্রাকটিস করার পর যখন ভাল অভিজ্ঞতা হবে তারপরেও বলবো প্রথমে রিয়েল ইনভেস্ট করতে হলে আগে আপনি $100 ব্যবহার করতে পারেন।
-
নতুন ট্রেডাররা যখন ট্রেডিং শুরু করে তখন তাদের অবশ্যই উচিৎ ছোট ডিপোজিট দিয়ে ব্যবসা শুরু করা। কেননা এতে বেশি লসের সম্ভাবনা থাকে।ফরেক্স সম্পর্কে ধারণা নিয়ে আসে তাদের ছোট ডিপোজিট দিয়েই ট্রেড শুরু করা উচিৎ। তবে মিনিমাম ১০০ ডলার দিয়ে ট্রেড করা ভাল। এর থেকে কম যেন না হয়। তার বেশি দিয়ে ট্রেড করলে লসের আশঙ্কা থাকে।আর কম ডিপোজিট দিয়ে শিখলে অল্প লস বহন করতে হয়। তাই রিক্স নেওয়ার আগে ফরেক্স সম্পর্কে জানতে হবে এবং ট্রেড করতে হবে। শিক্ষা জ্ঞ্যান কৌশল ও অভিজ্ঞতার দরকার অনেক। আর অভিজ্ঞতা থাকলে ফরেক্স থেকে টাকা আয় করা সম্ভব ।
-
মনে করি ফরেক্স মার্কেট এ ছোট ডিপোজিট আর বড় ডিপোজিট তেমন কোন বেপার নয় এখানে আপনাকে সবার আগে গুরুত্ব দিতে হবে আপনি কত % রিস্ক নিয়ে এই মার্কেট এ ট্রেড করতে চান । তাই আমাদের কে সব সময় ফরেক্স মার্কেট হতে লাভ করার জন্য একতা ভাল পরিমাণে ডিপোজিট করতে হবে তবে ফরেক্স থেকে সহজে আমরা লাভ করতে পারব ।
-
প্রথম অবস্থায় একাউন্ট জিরো হয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, আর ঝুকিও বেশি থাকে। তবে আপনি যদি মানি ম্যনেজমেন্ট করতে পারেন ভাল ভাবে তাহলে দিপজত বেশি করতে পারেন আবার অল্প ডিপোজিট কে অনেক বর করে ফেলতে পারবেন। ফরেক্স মার্কেট এ ডিপোজিট এর উপরে মনোযোগ না দিয়ে আমাদের কে এখানে মানি ম্যানেজমেন্ট এর উপরে মনোযোগ দিতে হবে তাহলে আমরা এই মার্কেট থেকে অনেক লাভ করতে পারি ।
-
আমি মনে করি নতুনদের কম ডেপোজিট দিয়ে শুরু করা দরকার। কারন হচ্ছে যদি তারা শুরুতেই একটা ভাল এম্যাউন্ট লস করে ফেলে সেক্ষেত্রে তারা বেশি হতাশ হবে। যদিও সঠিক মানি ম্যানেজমেন্ট অনুসরণ করলে তাদের লস করার সম্ভাবনা খুবই কম। বেশি ডিপোজিট করে আপনার লস ও হইতে পারে । সেই জন্য আপনি আপনার অভিজ্ঞতার উপর ডিপোজিট করতে পারেন । ভালো দক্ষতাই আপনাকে সফলতা এনে দিবে ।