-
ফরেক্স এমন একটা ব্যবসা যার সম্পর্কে না জানলে কাজ করা যায়না। যায়না বললে ভুল হবে, না জেনে, বুঝে ফরেক্সে এসে কাজ করলে লস হবে । তাই যারা ফরেক্স সম্পর্কে জানে তারাই ফরেক্স এ কাজ করবে । ফরেক্সে কাজ করে অনেক টাকা আয় করা যায়। কিন্তু যারা ফরেক্স সম্পর্কে জানে না তাদের ফরেক্সে কাজ করা উচিৎ নয়। কারণ তাদের লাভের থেকে লস বেশি হবে ।তাই ফরেক্সে কাজ করতে হলে অবশ্যই আগে ফরেক্স শিখে তারপর ফরেক্সে কাজ করা ভালো।
-
হ্যা বন্ধু আপনি একদম ঠিক বলেছেন যে যারা জানে তাদের জন্য ফরেক্স ট্রেডিং কারন ফরেক্স ট্রেডিং হল এমন একটা ব্যবসা যার জন্য আপনার দরকার হবে সঠিক জ্ঞান এবং ট্রেডিং দক্ষতা দরকার সুতরাং আপনার যদি এরুপ জ্ঞান এবং দক্ষতা থাকেতবেআ আপনি ফরেক্সে টিকতে পারবেন না হলে না, ধন্যবাদ।
-
আমি মনে করি যে যেকোন কাজ জেনে-বুঝে করাই উত্তম তবে তার মানে এটা নয় যে যারা যানে না তারা আর জানার চেষ্টা করবে না । যারা জানে তারা তো স্বাভাবিক ভাবেই ভালো করবে আর যারা না জানে তারা ও ধীরে ধীরে ভালো করবে।
-
যারা জানে তারা ভাল করতে পারে তার মানে এই নয় যে যারা ফরেক্স সম্পর্কে জানে না তারা মোটেও করতে পারবে না । এই কথার দ্বারা আমরা নতুনরা উৎসাহ হারাব । কেননা আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার হিসেবে কিছুই পারি না । তবে আমি বেশ কয়েক মাস কষ্ট করে পরিশ্রম করি শেখার জন্য সময় ব্যায় করি তবে অবশ্যই ভাল হতে পারব ।
-
হা আমি বিশ্বাস করি যে যারা জানে তাদের জন্যই ফরেক্স ব্যবসা । কারন ফরেক্স ব্যবসাতে অনেক লস ও লাভ আছে । লস খুব সহজ লাভ এর চেয়ে । তাই বলতে পারি যে যারা জানে তাদের জন্যই ফরেক্স । না জেনে ফরেক্স ব্যবসা করা মোটেই ঠিক নয় । আমি ভাল করে জেনেই ফরেক্স ব্যবসা শুরু করেছি । আমি এখন খুব সুখি ।
-
প্রথমে সবাই যে কোন বিষয়ে না জেনে থাকে এটাই স্বাভাবিক। ফরেক্স নিয়ে স্টাডি করলেই ফরেক্স সম্পর্কে জানা হবে। আর যখন ফরেক্স সম্পর্কে জ্ঞান হবে বা শিখা শেষ হবে তখন ট্রেড করা যেতে পারে। আর না জেনে আগেই ইনভেশ্ত করে ট্রেড করা যাবে না।
-
যারা জানে তাদের জন্য ফরেক্স। তবে যারা জানেনা তাদেরকে ফরেক্স সম্পর্কে জানাতে হবে, শিখাতে হবে। তবে শেখার উদ্বেগ থাকতে হবে। তাহলে সে ভবিষ্যতে ভাল করবে।
-
প্রত্যেক ব্যবসার শুরতে সেই ব্যবসা সম্পকে ধারনা থাকতে হয় ,তেমনি ফরেক্স ব্যবসা করতে হলে প্রথমে ফরেক্স কি তা জানতে হবে,নতুন হলে বেশি পরিশ্রম করতে হবে ,ডেমো ট্রেড করতে হবে
-
ফরেক্স মার্কেট তাদের জন্যই আদর্শ স্থান যারা কিনা ফরেক্স সম্পর্কে খুব ভালো ধারণা রাখে এবং ফরেক্স এ ট্রেড করার মত সাহস রাখে । বুদ্ধিমান হলে না জেনে কোনদিন ফরেক্স করতে যাবেন না । ফরেক্স অনেক জটিল একটা মার্কেট । ভালোভাবে ফরেক্স শিখে আসলে ভালো করতে পারবে বলে অাশা করা যায় ।
-
ফরেক্স হলো বিশ্বব্যপী সর্ববৃহত স্বাধীন ও সর্বাধুনিক ১০০ পারসেন্ট বৈধ ব্যবসা ৷অবশ্যই অনেক লেখাপড়া করে,অনেক কষ্ট করে,ধৈর্য্য ধরে ফরেক্স ট্রেডিং যদি ভালো ভাবে শিখতে পারেন তাহলে প্রফিট আপনার পেছনে ছায়ার মত ড়াবে৷কোনো সন্দেহ নাই৷ফরেক্স ট্রেডিং এর বেসিক থিউরীগুলো শিখতেই ৬ মাস যাবে৷তারপর নানা রকম লাল-নীল রঙ্গের ট্রেডিং স্ট্রেট্যাজী কালেক্ট করতে করতে আরোও ৬ মাস লাগবে৷কোন্ কোন্ স্ট্রেট্যাজী আপনার জন্য উপযুক্ত সেগুলোকে ডেমো প্র্যাকটিসে প্রয়োগ করে করে নিশ্চিত হতে সময় লাগবে ১ বছর৷তারপর আরোও ১ বছর সময় লাগবে রিয়েল ট্রেডিং করবেন সে্ন্ট বা মাইক্রো একাউন্টে৷এভাবেই ঠিক ৩ বছর নিয়মিত স্টাডির পর একজন আসল ট্রেডার হিসাবে নিজেকে তৈরী করা সম্ভব৷এর ব্যতিক্রম হলেই মার্কেটে টিকে থাকা ও লাভ করা খুব কঠিন,প্রায় অসম্ভব৷