-
আমি স্কাল্পিং করতে অনেক পছন্দ করি প্রধানত যখন নিউজ আওয়ার এর সময় হয় এবং অনেক মুভমেন্ট করে । কিন্তু স্কাল্পিং করা যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ নয় । দিন দিন মার্কেট প্রতিনিয়ত মুভমেন্ট করছে অনেক জটিল ফলে মার্কেট প্যাটার্ন বোঝা এখন অনেক কঠিন । এছাড়া ক্যাপিটাল অনেক কম থাকায় ট্রেড লসে গেলেও টেনশন হয় যদি মার্জিন কলে ট্রেড কেটে যায় তাই স্টপ লস ব্যবহার এখন বাধ্যতামূলক হয়ে গেছে । তাই একটি ভাল পরিমানের ক্যাপিটাল না থাকলে স্কাল্পিং করে খুব একটা লাভ করা যায় না ।
-
ফরেক্স ট্রেডিং এ স্ক্যাল্পিং শব্দটির সাথে আমি খুব বেশি পরিচিত নই। তবে যতদূর জানি স্কাল্পিংও এক ধরনের ট্রেডিং সিস্টেম। সাধারণত ক্ষুদ্র ক্ষুদ্র টাইমফ্রেমে 1 ঘন্টা থেকে 30 মিনিটের ট্রেড গুলোকেই স্ক্যাল্পিং বলা হয়। খুব কম সময়ের ব্যবধানে অল্প সময়ের মধ্যে এ সকল ট্রেড থেকে প্রফিট নিতে হয় বিধায় স্কাল্পিং খুবই ঝুঁকিপূর্ণ। ফরেক্স মার্কেটে আমি একজন অভিজ্ঞ ট্রেডার না হওয়ায় স্কাল্পিং আমি পছন্দ করিনা। স্কাল্পিং করতে হলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয়। তাছাড়া স্কাল্পিং এর পূর্বে ভালোভাবে মার্কেট এনালাইসিস করতে হয়। এনালাইসিসে ভুল হলে স্কাল্পিং এর মাধ্যমে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ফরেক্স মার্কেটে যাদের অভিজ্ঞতা কম তাদের স্কাল্পিং না করাই ভালো।
-
আমি একজন নতুন ট্রেডার এবং কখনোই স্ক্যালপিং করিনি, তবে স্কাল্পিং সম্পর্কে যতটুকু জেনেছি তাতে আমার কাছে অনেক বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে হয়েছে, কেননা স্কাল্পিং এর ট্রেড গুলো খুব সামান্য সময়ের জন্য ওপেন করতে হয় এবং যথাসময়ে ক্লোজ করার প্রয়োজন হয়, কিন্তু কখনো যদি সঠিক সময়ে ট্রেড ক্লোজ করতে ব্যর্থ হয় তাহলে খুব বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমনকি একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। অন্যদিকে লংটাইম ট্রেডে যেমন লস হওয়ার সম্ভাবনা কম থাকে তেমনি একজন ট্রেডার কে সকল সময় মার্কেটের দিকে নজর রাখা প্রয়োজন হয়না, এজন্যই স্কাল্পিং এর তুলনায় লং টাইম ট্রেডই আমার কাছে বেশী পছন্দনীয় এবং লাভজনক বলে মনে হয়।
-
ৰআমি স্ক্যালপিং কখনই পছন্দ করি না। কারণ এটি অত্যাধিক ঝুকিপূর্ণ। আর স্ক্যালিপিং করার ক্ষেত্রে আমার একটা সমস্যা আছে আর সেটা হলো আমি কখনই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। অর্থাৎ যখন দেখা যায় যে আমার ট্রেড হতে সফলভাবে মুনাফা আসতাছে তখন আমি একটু ঝুকি বেশি নিয়ে ফেলি যার ফলে দেখা যায় মাঝে মাঝে আমাকে বড় ধরনের লসের সম্মুখীন হতে হয়। তাই আমি স্ক্যালপিং করা বাদ দিয়েছি। এখন আমি শুধুমাত্র দীর্ঘমেয়াদী ট্রেড করে থাকি আর এতে আমি মার্কেটে বেশিদিন থাকতে পারি যার ফলে আমার মুনাফা অর্জনে কোন সমস্যা হয় না।
-
কেন নয় আমি স্কাল্পিং অনেক পছন্দ করি আমি মনে করি ফরেক্স মার্কেট এ স্কাল্পিংয়ের মাধ্যমে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে ভাল প্রফিট করা যায় । এ জন্য আপনাকে একটি টাইম ফ্রেম সিলেক্ট করে ট্রেড করতে হবে আর সময় ফিক্সড করতে হবে কখন স্কাল্পিং এর জন্য ভাল হয় । এই পদ্ধতি ব্যবহার করে অনেকেই লাভবান হয়েছেেন।
-
স্ক্যাল্পিং একটি ঝুকিপুর্ণ ট্রেডিং সিস্টেম হলেও এটি অনেকের কাছে খুবই প্রিয় কারণ স্ক্যাস্পিং এ খুব ভাল প্রফিট করা যায় যদি স্ক্যাল্পিং টা সম্পর্কে সঠিক ধারণা থাকে৷ আর যদি স্ক্যাল্পিং এ সঠিক ধারণা না থাকে তবে স্ক্যাল্পিং এ ক্ষতি হওয়াটা খুব স্বাভাবিক৷ আসলেে যারা অল্প পুজি দ্বারা ট্রেড করতে চায় তারা সর্ট টাইম ফ্রেম ব্যবহার কে সহজেই প্রফিট নিতে পারেন৷
-
নাহ, শর্ট টাইম ট্রেডিং আমার পছন্দ না। আমি ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করি। শর্ট টাইম ট্রেড এ সময় অনেক কম থাকে বলে নির্দিস্ট সময়ের মধ্যে ট্রেড ক্লোজ করতে না পারার ঝুকি থাকে যা লস এর কারন হতে পারে। এর জন্যই আমি লং টাইম ট্রেড পছিন্দ করি। স্ক্যাল্পিং করে শুধুমাত্র প্রফিট করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডারগণ। যেহেতু আমি ফরেক্স মার্কেটে নতুন তাই আমার পক্ষে স্ক্যাল্পিং করা অনেক কঠিন বিষয়।
-
আমি মনে করি যে বেশিরভাগ ব্যবসায়ীরা পুরোপুরি মনোযোগ দেয় না। অনেক ব্যবসায়ী কোনও জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়াই কাজ শুরু করে এবং ব্যবসায়ের পক্ষে এটি বিপজ্জনক.প্রথম ভুলটি হ'ল যথাযথ জ্ঞান ছাড়াই এবং শেখা ছাড়া বাণিজ্য করা.আমার ভুল ছিল - যখন আমি নবাগত ছিলাম তখন আমি বিপুল অর্থ হারিয়েছিলাম কারণ আমি অনুসরণ করি নি অর্থ ব্যবস্থাপনার নিয়ম এবং স্টপ লস ব্যবহার করেনি ধন্যবাদ .
-
ফরেক্স এ দ্রুত একমাত্র স্ক্যাল্পিং এর মাধ্যমেই আয় করা যায়। লং ট্রেড সবাই ধরে রাখতে পারে না। লং ট্রেড ধরে না রাখাটাই সবচেয়ে বড় বোকামী। কারন লং ট্রেড থেকে সবচেয়ে বেশি লাভ করা যায়। স্ক্যাল্পিং করাটা রিস্ক ও বটে। যেমন দ্রুত আয় করা যায় ঠিক লস ও দ্রুত হয়ে থাকে।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসায়ে স্ক্যাল্পিং হলো একটি অতি লাভজনক উপায়।কারণ স্ক্যাল্পিং করে যদি আপনি ট্রেড করতে পারেন তাহলে অল্প সময়ে আপনি বেশি আয় করতে পারবেন।তবে স্ক্যাল্পিং করতে হলে আপনাকে অনেক ভালোভাবে ফরেক্স বুঝতে হবে।