আমি মনে করি আগে শিখে নেওয়া তার পর সেই কাজে হাত দেওয়া। এ কথাটা সত্য যে আগে শিখা, তার পর আয় করা । না শিখে কখনো কোনো কাজে সাফল্য হওয়া যায় না । আমরা জানি সাফল্য তো এমনিতে হয় না । ফরেক্স থেকে আয় করতে চাইলে ফরেক্স ট্রেড সম্বন্ধে ভাল মত জানতে হবে শিখতে হবে।বেশীপ্রাকটিস করতে হবে। ক্যাণ্ডেল ষ্ট্রিক সম্বন্ধে ভাল মত এনালাইসিস করতে হবে।তার পর ট্রেড ওপেন করতে হবে।