যেহেতু আমি আকজন ছাত্র তাই ফরেক্স নিয়া আমার বরতমান লক্ষ্য হল আমি ফরেক্স করে পরাসুনার পাসাপাসি উপারজন করতে চাই । পরবরতিতে যদি আমি মনে করি যে ফরেক্স করে আমি বেশ ভাল উপকার পাচ্ছি তাহলে ফরেক্সকে আমি আমার উপারজনের ভাল একটা অংস হিশেবেও বেঁছে নিতে পারি ।
Printable View
যেহেতু আমি আকজন ছাত্র তাই ফরেক্স নিয়া আমার বরতমান লক্ষ্য হল আমি ফরেক্স করে পরাসুনার পাসাপাসি উপারজন করতে চাই । পরবরতিতে যদি আমি মনে করি যে ফরেক্স করে আমি বেশ ভাল উপকার পাচ্ছি তাহলে ফরেক্সকে আমি আমার উপারজনের ভাল একটা অংস হিশেবেও বেঁছে নিতে পারি ।
আমি যখন প্রথম ফরেক্স ব্যবসা শুরু করি তখন শুধু লস করতাম সে সময় স্বপ্ন ছিল কবে লস কম করবো ও প্রফিট অনেক বেশি বেশি করবো । এখন আমার মুল স্বপ্ন হলো আমি কবে কোটি পতি হব । আমি মনে করি আমি ফরেক্স থেকে খুব তাড়াতাড়ি কোটি পতি হবো ফরেক্স থেকে । আর এইটাই আমার মূল স্বপ্ন ফরেক্স থেকে ।
ফরেক্স ব্যবসা করে আমার অনেক স্বপ্ন রয়েছে । আমার ইচ্ছা হল এই ব্যবসায় যদি আমি দক্ষতা অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমি সফলকাম হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যভসা অবিজ্ঞতার সাতে করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব আমরা কখনোই লোভ করব না । যে যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।
ফরেক্স থেকে আমার স্বপ্ন আমি এখনো সিদ্ধান্ত নেই নি। ফরেক্স মার্কেট এ আমি নতুন জয়েন করেছি। ফরেক্স মার্কেট এ আমি এখনো আয় করতে পারি নি। যাই হোক আমি ফরেক্স মার্কেট থেকে ভাল একজন ট্টেডার হতে চাই যাতে আমি সবাইকে এই ফরেক্স মার্কেট এর জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দিতে পারি।
ফরেক্স হিয়ে আমার অনেক স্বপ্ন । আমি একজিন স্টুডেন্ট পড়াশুনা করছি আমার ইচ্ছা আছে পড়াশুনা শেষ করে চারকির দিকে না ছুটে ফরেক্স করবো । আমি ফরেক্সে ডেমো ত্ত্রেদ করে নিজেকে তোরি করছি ফরেক্স্বর বিরাত রিস্ক মোকাবেলা করার জন্য। আপ্নারা আমার জন্য দেয়াঙ্করবেন যাতে করে আমি আমার ফরেক্স স্বপ্ন পুরন করতে পারি।
ফরেক্স মার্কেট কে আমি আমার ক্যরিয়ার হিসেবে নিয়ে নিয়েছি।তাই আমি ফরেক্স নিয়ে প্রতিনিয়ত স্বপ্ন দেখি।আমি মার্কেট সম্পর্কে ভাল ভাবে বোঝার চেষ্টা করি।আমি ফরেক্সের সব নিউজ গুলো ফলো করি,মার্কেটের এনালাইসিস করার চেস্টা করি।আমি ফরেক্স একজন সফল ট্রেডার হতে চাই।
ফরেক্স এ আমার একমাত্র স্বপ্ন একজন ভাল এবং সফল ফরেক্স ট্রেডার হওয়া। আর একজন সফল ফরেক্স ট্রেডার হতে পারলে আর সকল স্বপ্ন এম্নিতেই পূর্ণ হয়ে যাবে বলে আমি মনে করি। কারন জারা ফরেক্স এ অনেক অভিজ্ঞ তারা খুব অল্প সময় অনেক কম পরিস্রমে অনেক টাকা আয় করছেন। আমিও তাই করতে চাই।
প্রত্যেক মানুষের জীবনে কোন না কোন লক্ষ্য থাকে।প্রতেক মানুষের এই লক্ষ্যকেই তাদের জীবনের স্বপ্ন বলা হয়।যেহেতু আমি ফরেক্স ব্যবসাকে আমার পেশা হিসাবে বেছে নিয়েছি তাই ফরেক্স নিয়ে আমি স্বপ্ন ও দেখি,ফরেক্স এ আমার স্বপ্ন হল ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানা আর ফরেক্স থেকে ভালো পরিমান ইনকাম করা।
http://forex-bangla.com/showthread.php?279
আসলে ফরেক্স নিয়ে আমার স্বপ্ন অনেক কারণ আমি জানি ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে ভালো করে ট্রেড করতে পারলে এখান থেকে অনেক তাড়াতাড়ি অনেক টাকা আয় করা সম্ভব আর আমি চাই আমি ফরেক্স থেকে এমন কিছু একটা করব যাতে আম্র ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে এছাড়া আমি আমার সকল অভাব এখান থেকে পুরন করতে পারব।
পোস্টিং বোনাসের নিয়মাবলী
আসলে আমার জীবন টা অনেক কষ্টে ভরা তবুও আমি forex নিয়ে অনেক স্বপ্ন দেখি। যেমন আমি একটা ভাল ব্রোকার হতে চাই এবং forex এর থেকে ভাল ট্রেড করতে চাই। আসলে আর দশটা মানুষের মত আমার এক টাই লক্ষ্য টাকা উর্পজন করা। আমি চাই আর্থিক স্বাধীনতা আর আমি এটাও জানি একমাত্র আর্থিক স্বাধীনতাই পারে আমাকে আর অন্যসব স্বাধীনতা এনে দিতে। আর এটা অর্জন এর জন্যই আমি এখানে কঠোর পরিশ্রম ও করে যাচ্ছি। tnx instaforex