-
ফরেক্স মার্কেট এ ট্রেড করে প্রফিট করা এতটা সহজ না যতটা আমরা ভাবি।ফরেক্স মার্কেট প্রফিট এর আগে আপনাকে মার্কেটে টিকে থাকার পদ্বতিগুলো জানা লাগবে।ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আগে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে অর্থাৎ আপনাকে ধৈর্যশীল হতে হবে।ফরেক্স মার্কেট কোন লোভী ব্যক্তির জন্য নয় আপনার লোভকে সংবরণ করতে হবে।মানি ম্যানেজমেন্টটা ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।আপন কে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে।মার্কেট এনালাইসিস করা শিখতে হবে।কখন ট্রেড এন্ট্রি নিবেন জানতে হবে।বাই এ ট্রেড এন্ট্রি করবেন না সেলে এগুলো নিউজ দেখে জানতে হবে। স্টপলস এবং টেক প্রফিট কখন ব্যবহার করবেন এগুলো জানতে হবে।আর এই সব বিষয়গুলো আগে আপনাকে ডেমোতে প্র্যাক্টিস করতে হবে।আপনি ডেমোতে যত বেশি অভিজ্ঞ হবেন রিয়্যাল ট্রেড তত ভাল করবেন।ফরেক্স মার্কেট টিকে থাকতে হলে আপনাকে উপরের বিষয়গুলো সম্পর্কে খুব ভালো করে জানতে হবে তবেই আপনি ফরেক্স এ সফল হতে পারবেন।
-
ফরেক্স এ টিকে থাকার জন্য প্রয়োজন ধৈর্যের। লোভ করলেই লস ফরেক্সকে অাগে ভালোভাবে বুঝতে হবে কারণ না বুঝে কোন কাজ করলে তা থেকে ভালো ফলাফল আশা করা যায় না। ফরেক্স এ টিকে থাকার জন্য অভিজ্ঞতা হচ্ছে মূল বিষয় একমাত্র কর্মদক্ষ, নিষ্ঠাবান, বিচক্ষণ, অার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরাই টিকে থাকে এখানে। বুঝেশুনে ট্রেড না করলে ফরেক্স এ ৬ মাস ও টেকা সম্ভব নয়। এজন্য নিয়মকানুন মেনে ট্রেড করতে হবে।
-
আমরা জানি ফরেক্স ট্রেডিং এ টিকে থাকাটা খুব একটা সহজ নয়।কেননা ফরেক্স করতে গেলে আপনাকে অবশ্যই নিরলসভাবে ধৈর্য্যের সাথে কাজ করে যেতে হবে।প্রথম অবস্থায় কিন্তু আপনি খুব একটা ভালো প্রফিট করতে পারবেন না।আপনাকে আগে ফরেক্স কি সেটা সম্পর্কে পুরোপুরি ধারণা জ্ঞানের আওতায় আনতে হবে। আর এজন্য চাই অনুশীলন। আপনি নিয়মিত ফরেক্স ট্রেডিং এ সময় দিবেন দেখবেন আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন।ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট সম্পর্কে পুরোপুরি দক্ষ হতে হবে।মার্কেট এনালাইসিস করার এবিলিটি থাকতে হবে।মার্কেট না বুঝলে আপনি না বুঝেই ট্রেড করা শুরু করবেন তাতে লসের দিকে চলে যাবেন।এক সময় আপনি সর্বস্ব হারিয়ে ফেলবেন এবং হতাশ হয়ে পড়বেন। কাজেই ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে একজন দক্ষ ট্রেডার হতে হবে।
-
বিনিয়োগ এবং লিভারেজ অনুযায়ী লট/ভলিউম ঠিক রেখে মানি ম্যানেজমেন্ট অনুযায়ী মার্কেট এ্যানালাইসিস করে এ্যান্ট্রি দিলে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব। স্টপ লস, টেক প্রফিট এবং টাইম ফ্রেম ও লক্ষ্য রাখতে হবে। আবেগ নিয়ন্ত্রণ রাখতে হবে, অতিরিক্ত লোভ করা যাবে না , অপরিসীম ধৈর্য্যের পরিচয় দিতে হবে। তাহলেই কেবল ফরেক্সে টিকে থাকা সম্ভব।
-
আমার মতে ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য দরকার ধৈর্য , নিরলস পরিশ্রম , এবং মানি ম্যানেজমেন্ট । ধৈর্য থাকতে হবে এই জন্য যে অনেক সময় ধৈর্য না থাকলে ভুল ট্রেড করে বসি । কিছুতা সময় লস এ থাকলেই মাথা নষ্ট হওয়ার অবস্তা হয়। তাই ধৈর্য দরতে হবে। পরিশ্রম করতে হবে কারন পরিশ্রম করে আপনাকে অনেক কবরাখবর রাখতে হবে এবং যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নিতে হবে । এই জন্য পরিশ্রম ছাড়া কোন বিকল্প নাই । সবচেয়ে বড় ব্যাপার হল মানি ম্যানেজমেন্ট। কারন আমি কিভাবে ট্রেড করব টা ঠিক করব মানি ম্যানেজমেন্ট দিয়ে । আমি কি পরিমান রিস্ক নিতে পারব টা ঠিক করবে এই মানি ম্যানেজমেন্ট ।
-
As a trader, we ought to pick out our screw ups and try to contain them if they can't be disposed of completely. most of all, we should undergo the phantasm which you in some way own the alchemist's stone of trading. Such an mind-set will surely be unfavorable to your profession finally.
-
ফরেক্স মাকেটে টিকে থাকতে হলে আপনার বেশি লোভ করা যাবেনা কারণ আপনি যদি বেশি লোভ করেন তাহলে খুব তারাতারি ফরেক্স মাকেট থেকে হারিয়ে যাবেন।ফরেক্স মাকেটে ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে চলতে হবে তাহলে আপনি ফরেক্স মাকেটে অনেকদিন ধরে টিকে থাকতে পারবেন বলে আমি মনে করি।ফরেক্স মাকেটে ব্যবসা করার জন্য আপনার যথেষ্ট ধয্য থাকতে হবে।
-
আমি মনে করি যে, ফরেক্স মার্কেট থেকে আপনি খুব ভালো মুনাফা ্অর্জন করতে পারবেন। আবার সাধারন ভুলে আপনি আপনার একউন্ট শূন্য করে ফেলতে পারেন। তাঈ ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে ্অভিজ্ঞতা আর্জন করতে হবে। মানি ম্যানেজম্যান্ট ,টকনিক্যাল এনালাঈসিস জনতে হবে।ফরেক্স মার্কেট থেকে আপনি যদি প্রথমে ভালো লাভ করতে চান তাহলে আপনি টিকে থাকতে পারেবেন না।আপনাকে প্রথমে ধৈর্য সহকারে ট্রড করতে হবে।এসব বিষয় জানা থাকলে আপনি ফরেক্স মার্কেটে টিকে থকতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্যের।।।
-
ফরেক্স কেউ যদি সঠিক মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করে তাহলে তার একাউন্ট সহজে জিরো হবে। কিন্তু আমাদের লট সাইজ পরিবর্তন করা যাবে। সব সময় একই লট সাইজ ব্যবহার করতে হবে। কারন ছোট লটে লাভ করেন। আবার বড় লট দিলেই মার্কেট উল্টা দিক গেলেই আমাদের টেনশন বেড়ে যায়। আর আমরা বড় লসে ট্রেড ক্লোজ করি যার ফলে একাউন্ট এ সারাজীবন লস বহন করতে হয়।