চাকুরির পাশাপাশি ফরেক্স করা অবশ্যয় করা যায়। চাকুরির পাশাপাশি পারটাইম জব হিসেবে অনেক চাকুরীজীবী ফরেক্স করে থাকে। সাধাররন্ত ২ থাকে ৫ ঘন্টা সময় ব্যয় করলে একজন ট্রাডার হওয়া যায়। তায় মনে করি চাকুরির পাশাপাশি ফরেক্স করে আতিরিক্ত মুনাফা অর্জন করা যায়।
Printable View
চাকুরির পাশাপাশি ফরেক্স করা অবশ্যয় করা যায়। চাকুরির পাশাপাশি পারটাইম জব হিসেবে অনেক চাকুরীজীবী ফরেক্স করে থাকে। সাধাররন্ত ২ থাকে ৫ ঘন্টা সময় ব্যয় করলে একজন ট্রাডার হওয়া যায়। তায় মনে করি চাকুরির পাশাপাশি ফরেক্স করে আতিরিক্ত মুনাফা অর্জন করা যায়।
চাকুরীর পাশাপাশিও আপনি চাইলে ফরেক্স ব্যবসা করতে পারবেন । বরতমানে অনেকেই ফরেক্সকে পার্টটাইম ব্যবসা হিসেভবে গ্রহণ করেছেন, যারা তাদের অন্যান্য পেশার সাথে ফরেক্স ব্যবসা করে যাচ্ছেন । ফরেক্স একটি অনলাইনভিত্তিক ব্যবসা । এটি আপনি যেকোন স্থান হতে যেকোন সময়ে কন্টিনিউ করতে পারেন । তাই যেকোন কাজের পাশাপাশি ফরেক্স ব্যবসা চালিয়ে যেতে পারেন । আমি নিজেও একজন প্রাইভেট সার্ভিস হোল্ডার, কিন্তু আমি এর ফাঁকে ফাঁকে ফরেক্স ব্যবসা করছি ।
চাকরির পাশাপাশি ফরেক্সে ট্রেড করাটা আমি বেশি উপযুক্ত বলে মনে করি। ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে। অপর দিকে একজন চাকরিজীবী ব্যক্তি দিনে সাধারণত ৬-৮ কাজ করে থাকে। তাই একজন চাকরিজীবী ব্যক্তির হাতে ৬-৮ আরও অবশিষ্ট সময় থাকে যা তিনি চাইলেই ফরেক্সে ব্যয় করতে পারেন। ফরেক্স যেহেতু ২৪ ঘণ্টাই খোলা থাকে তাই চাকরিজীবী ব্যক্তিরা তাদের সুবিধামাফিক সময় ফরেক্স ট্রেড করতে পারেন যা অন্য কোনো ব্যবসার ক্ষেত্রে পারবেন না। তাই ফরেক্স চাকরিজীবীদের জন্য বেশি উপযোগী।
আমরা যেহেতু পূর্বে আলোচনা করেছি যে আপনি এই ব্যবসাকে আপনার পার্টটাইম ব্যবসা আবার এই ব্যবসাকে আপনি ফুলটাইম ব্যবসা হিসেবে গ্রহন করতে পারেন তো আমি মনে করি যে অন্য ব্যবসা বা কোন চাকুরির পাশাপাশি অবশ্যই এই ব্যবসা কে আপনার পার্টটাইম ব্যবসা হিসেবে পরিচালনা করতে পারেন কারন এই ব্যবসা আপনি আপনার মোবাইল ফোনেও করতে পারেন।
চাকুরীর পাশাপাশি অবশ্যই ফরেক্স করা যায়। ফরেক্স সপ্তাহে ৫দিন আপনার সুবিধা মতো সময় করতে পারেন। চাকুরীর পাশাপাশি ফরেক্স করলে বাড়তি আয় করা যায়।
আপনি আপানএর সুবিধা মত ফরেক্স করতে পারবেন । মনে রাখুন ফরেক্স মার্কেট ২৪ ঘণ্টা সপ্তহাহে ৫ দিন খলা থাকে । আপনি আপানার সুবিধা মত সময় বাছাই করে , ফরেক্স মাক্রেত কে বুঝে বা সময় নিয়া আনাল্যসিস করে , সথিক জাগার জনা ধরজ ধরে ধিরে এবং মাথা তান্দা রেখে ট্রেড করতে পারেন । সে জন্য আপনাকে কোন প্রকার ঝামেলার মুখমুখি হতে হবে না বা আপনার আয় করা অর্থ ভাঙ্গানর জন্য কোন সমসসায় পরতে হবে না ।
আমার মনে হয় সাইট ব্যাবশা হিসেবে ফরেক্স একটি দারুন ব্যাবশা তবে আমার লক্ষ হল ফরেক্স সম্পর্কে আরও ভাল ভাবে জ্ঞান অর্জন করে শুধু ফরেক্স নিয়েই থাকা।
ফরেক্স এমন একটা ব্যবসা যা আপনি যেকোনো সময় যেকোনো ব্যবসা বা চাকরীর পাশাপাশি কতে পারবেন। ফরেক্স আপনার এত বেশি সময় নেয় না, তাই অন্য যে কোন কিছুর পাশাপাশি আপনি ফরেক্স ব্যবসা নিশ্চিন্তে করতে পারবেন। তাই ফরেক্স সম্পর্কে আপনি প্রথমে ভালো করে জানুন এরপর আস্তে আস্তে ট্রেড করুন, ধন্যবাদ।
অবশ্যই চাকুরীর পাশাপাশি ফরেক্স করা সম্ভব । আসলে ফরেক্স যে কেউই করতে পারে একজন ছাত্র তার পড়াশোনার পাশাপাশি যখন সময় পায় তখনই ট্রেড করতে পারে । তাহলে চাকুরীজিবীরা কেন পারবে না । চাকুরী করতে করতে ট্রেড করতে পারা যায় । যদি অফিসে সময় না পাওয়া *যায় তাহলে বাসায় এসে তার পর ট্রেড করতে পারে । আসলে ফরেক্স এ ট্রেড সপ্তাহে 5 দিন যেকোন সময় ই করা যায় । চাকুরিজীবিদের ট্রেড করতে কোন বাধা নায় ।
চাকুরীর পাশাপাশি ফরেক্স করা যায়। এমন না যে আপনাকে ফরেক্স এ মার্কেটে সারা দিন বসে থাকতে হবে আপনি ইচ্ছা করলে যে কোন সময় ফরেক্স এ ট্রেড কার সম্ভব। আর ফরেক্স করে আপনা জীবন আরও উন্নত হয়ে যাবে তাই আপনার উচিত ফরেক্সকে ঠিক ভাবে যানা ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা।