ফরেক্স শেখার বর্তমানে অনেক উপায় আছে। আমরা ইন্টারনেট এর মাধ্যমেও শিখতে পারি। আর তাছারা এখন অনেক ফরেক্স লার্নিং এর প্রতিষ্ঠান ও পাওয়া যায়। আমরা সেখানে ও যেতে পারি। আবার আমাদের পরিচিত ফরেক্স ট্রেডারদের কাছ থেকেও ফরেক্স শিখতে পারি।
Printable View
ফরেক্স শেখার বর্তমানে অনেক উপায় আছে। আমরা ইন্টারনেট এর মাধ্যমেও শিখতে পারি। আর তাছারা এখন অনেক ফরেক্স লার্নিং এর প্রতিষ্ঠান ও পাওয়া যায়। আমরা সেখানে ও যেতে পারি। আবার আমাদের পরিচিত ফরেক্স ট্রেডারদের কাছ থেকেও ফরেক্স শিখতে পারি।
ফরেক্স আমরা বিভিন্ন মাধ্যমে শীখতে পারি। ফরেক্স এখন অনলাইনে থেকেও শিখা সম্ভব। আগে এত ভিডীও ইউটিউবে ছিল না। কিন্তু এখন ফরেক্স এর অনেক ভিডীও টিউন পাওয়া যায়। যা দেখে আমরা ফরেক্স শিখতে পারি।
ফরেক্স সম্পর্কে ভাল জানা বা কিভাবে শিক্ষা করা যায় এই সম্পর্কে আমি বলতে চাই যে, ইহা আসলে একটি শেয়ার ব্যবসার মতো, শেয়ার ব্যবসাতে যেমন শিখার কিছু নাই কিনবেন আর বিত্রি করবেন। ফরেক্স যে কেউ শিথতে পারবে আর যে কেহ ইহা ট্রেড করতে পারবে আর আমি মনে করি যে, ট্রেডের মাধ্যমে যা শেখা যায় তাই আসলে মূলত ফরেক্স শিক্ষা।
ফরেক্স স্টাডির জন্য অবশ্য্ই ফোরামে লেখাপড়া করে খুটিনাটি সব বিষয় শিখতে হবে ৷ফরেক্স ট্রেডিং এর বেসিক থিউরীগুলো শিখতেই ৬ মাস যাবে৷তারপর নানা রকম লাল-নীল রঙ্গের ট্রেডিং স্ট্রেট্যাজী কালেক্ট করতে করতে আরোও ৬ মাস লাগবে৷কোন্ কোন্ স্ট্রেট্যাজী আপনার জন্য উপযুক্ত সেগুলোকে ডেমো প্র্যাকটিসে প্রয়োগ করে করে নিশ্চিত হতে সময় লাগবে ১ বছর৷তারপর আরোও ১ বছর সময় লাগবে রিয়েল ট্রেডিং করবেন সে্ন্ট বা মাইক্রো একাউন্টে৷এভাবেই ঠিক ৩ বছর নিয়মিত স্টাডির পর একজন আসল ট্রেডার হিসাবে নিজেকে তৈরী করা সম্ভব৷এর ব্যতিক্রম হলেই মার্কেটে টিকে থাকা ও লাভ করা খুব কঠিন,প্রায় অসম্ভব৷
ফরেক্স ট্রেড এ দ্রুত এগুতে চাইলে অব্যশই দক্ষ কোন ট্রেডার থেকে প্রশিক্ষন নেওয়া উচিত। তা না হলে একা একা কিছু করা সম্ভব নয়। ফরেক্স অত্যন্ত জটীল একটি বিষয়। তবে আস্তে আস্তে সহজ হয়ে যাবে।
ফরেক্স আমরা বিভিন্ন মাধ্যেমে শিখতে পারি। আবার অভিজ্ঞ কোন ট্রেডার্দের থেকেও ফরেক্স শেখা যেতে পারে। আর এখন অনেক সাইট বের হয়েছে ফরেক্স বিষয়ে। সে গুলো দেখে এবং পড়ে ফরেক্স সম্পর্কে ধারনা পেতে পারি। ফরেক্স শিখতে এখন কোন কস্টের কিছু নয়।
খুব সহজেই শিখতে পারবেন । প্রথমে আগে ফরেক্সের উপর বেসিক ধারনা নিয়ে ডেমো একাউন্ট খুলে সেখানে চর্চা করে যান এবং এর ভেতরে আপনাকে ফরেক্সের উপর সবরকম জ্ঞান অর্জন করে বিশেষ দক্ষতার মাধ্যমে ট্রেডিং এর বিভিন্ন কলকৌশলগুলো বেশ ভালভাবে আয়ত্ব করা জানতে হবে, এবং আপনার অর্জিত অভিজ্ঞতাকে ট্রেডিং এর ক্ষেত্রে সময় ও সুযোগ বুঝে জায়গামত সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করতে হবে, আর এভাবেই আপনি ফরেক্স শিখতে পারবেন আশা রাখা যায় ।
যেহেতু আমাদের আশে পাশে অভিজ্ঞ ট্রেডার পাওয়া খুবই মুশকিল সেহেতু আমাদের একমাত্র মাধ্যম হলো ইন্টারনেট। আমার জানামতে কেউ যদি ভালভাবে ইন্টারনেট অনুসন্ধান করে তাহলে ফরেক্স ব্যবসা বিষয়ে অনেক কিছু জানতে পারবে যা ট্রেডিং এর কাজে অনেক উপকারে আসে। আমি প্রায় অনেক কিছুই ইন্টারনেট থেকে জেনেছি আর বাকিটুকু আমি ডেমো অনুশীলন করে জেনেছি। আপনি যদি কিছু শিখতে চান তাহলে দীর্ঘ সময় ডেমোতে অনুশীলন করুন আর পাশাপাশি ইন্টারনেট অনুসন্ধান করুন, আশা করি আপনি অনেক কিছুই শিখতে পারবেন।
ফরেক্স শেখার সহজ পদ্ধতি হলো নিজে শেখা। এখন ফরেক্স শেখা একদম সহজ যদি আপনি নিজে চান তাহলে। প্রথমে ইন্টারনেট এ গুগলে সার্চ করতে হবে ফরেক্স দিয়ে তাহলে বাংলা-ইংলিশ অনেক সাইট পাওয়া যাবে আপনার সুবিধা মত যেকোন সাইট থেকে পড়া শুরু করুন,ফোরাম ভাল করে পড়ুর, ইউটিউব এ ভিডিও দেখতে শুরু করুন। তারপর ডেমো একাউন্ট করুন এবং ডেমো অন্তত ১ বছর বিভিন্ন রকমের টুল থেকে যেকোন একটি টুল ব্যবহার করুন। যখন মার্কেট ভাল এনালাইসিস করতে পারবেন এবং আপনার ধারাবাহিক ভাবে লাভ হবে তখন আপনি রিয়েল একাউন্ট করবেন। মনে রাখবেন ফরেক্স এ প্রাথমিক জ্ঞান আসতেও ২ বছর লাাগে।
ফরেক্স শিখার সহজ পদ্ধতি হলো নিজের উপর আত্মবিশ্বাস রেখে মার্কেট সম্পর্কে গভীরভাবে এনালাইসিস করা। এবং কঠোর মনোযোগী হয়ে ফরেক্স এর বিভিন্ন টেকনিক্যাল, ফান্ডামেন্টাল ও সেন্টিমেন্টাল দিকগুলো সঠিকভাবে জ্ঞান আয়ত্ব করতে পারেন এবং সেটা ধারাবাহিকভাবে ডেমো ট্রেডিং এর মাধ্যমে আপনার দক্ষতাগুলো প্রয়োগ ফরেক্স ভাল দক্ষ হয়ে উঠতে পারবেন।