-
ফরেক্স মার্কেট সবার জন্য উন্মুক্ত । ফরেক্স বিজনেস একটি উন্মুক্ত বিজনেস। এখানে সবাই ট্রেড করতে পারে।
বর্তমানে বিশ্বের ১৫-২০ ভাগ মানুষ ফরেক্সকে পেশা হিসেবে নিয়েছেন কেউ পার্টটাইম কেউবা ফুলটাইম পেশা হিসেবে। মূলত ফরেক্সও একধরনের আউটসোরসিং বিজনেস। যেখানে প্রফিট করতে হয় একটি ভালো এবং সুশিক্ষার মাধ্যমে। না জেনে না বুঝে এই মার্কেটে নেমে পড়া মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারা।
-
ফরেক্স ট্রেডিং কেবলমাত্র ধনীদের জন্য এটি ভাবা ভূল কারন অনলাইনভিত্তিক ফরেক্স ট্রেডিং সকল মানুষের জন্যই উন্মক্ত যেকেউ এখানে ট্রেডিং দক্ষতা লাভ করে কাজ করতে পারবেন এবং আয় করতে পারবেন। ফলে ফরেক্স ট্রেডিংকে এক ধরনের বিশেষ মানুষের জন্য এমনটি ভাবা ঠিক হবে না।
-
ফরেক্স সুধু ধনিদের জন্য হতে পারে না কারণ ফরেক্স কাজ করতে হলে বেশি টাকার দরকার হয় না। ফরেক্স কাজ করতে হলে যে টাকার দরকার সেই টাকা একজন সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব। তাছাড়া ফরেক্স এ এখন কাজ করতে হলে কোন টাকার দরকার হয় না কারণ বাংলা ফোরামে পোস্ট করে যে ডলার পাওয়া যায় সেই ডলার দিয়েই ফরেক্স ট্রেড করা যাবে।
-
ফরেক্স ধনীদের জন্য এটা ভুল। কারন সবাই তো আর ধনী না। তাহলে গরিবারা তো করতেই পারবে না। আপনি অল্প পরিমান মুল্ধন নিয়ে ফরেক্স ব্যবসা করতে পারেন। ফরেক্স করতে এখন তেমন মুলধন না হলেও চলে। এটা আপনার উপর নির্ভর করে।
-
ফরেক্স ব্যবসা সবার জন্য । যে ইন্টারনেট সর্ম্পকে ভালো বুঝে সে এই ফরেক্স ব্যবসা করতে পারবে । সুতরাং অামরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য সকল শ্রেণীর লোকজনকে উৎসাহ প্রদান করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
-
ফরেক্স একটি স্বাধীন ব্যাবসা এখানে ধনী গরিবের প্রশ্ন নয় । এখআনে যার যেমন পুজি সেতেমন ব্যাবসা করবে । আর ধনীদের বাড়তি সুবিধাতো আছেই তাদের পুজি বেশি প্রফিটও বেশি । তাতে মন কারাপের কিছু নাই । আপনি আস্তে আস্তে পুজি বাড়ানোর চেষ্টা করুন ।
-
ফরেক্স সুধু ধনী দের জন্য কী না এটি বলা একটু কঠিন। কারণ ফরেক্স সবার জন্য উন্মুক্ত সবাই এটি করতে কিন্তু যদি বেশি বিনীয়গ করা যায় তাহলে অধিক লাভ করা যায়। এখানে আরএকটি কথা বলা দরকার যে অধিক বিনীয়গ এর পরিপূরক হিসাবে অভিজ্ঞতা এবং দক্ষতা ব্যাবহার কোরেও ফরেক্স থেকে অধিক অর্থ উপার্জন করা যায়। তাই আমী বলবো সবাই এ ফরেক্স মার্কেট ট্রেড করতে সমর্থ।
-
ফরেক্স ট্রেডিং কেবলমাত্র বড় লোক বা ধনী বেক্তিদের জন্য এমনটি ভাবার কোন কারন আছে বলে আমার মনে হয় না অথবা এর সপক্ষে আপনি একটিও যুক্তি দেখাতে পারবেন না কারন ফরেক্স ট্রেডিং সকল পেশার,বয়সের,দেশের মানুষের জন্য উন্মক্ত। মোটকথা যার ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং জ্ঞান রয়েছে সেই এখানে ট্রেড করতে পারবে এবং প্রফিটের স্বাধ ভোগ করতে পারবে।
-
আমার জানামতে ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন। আগের দিনে শুধুমাত্র বিশালধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু বর্তমানে ... ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আপনাকে সব কিছু অনলাইনে করতে হবে আর অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে অ্যাকাউন্টে ডিপোজিট বা উইথড্র করাও অনেক সহজ।
-
এমন কোন বিশেষ কিছু আছে বলে আমি আজ পর্যন্ত শুনি নি। তবে আপনি যেহেতু উপস্থাপন করেছেন আমি মনে করছি এমন কোন কারণ নেই। কেননা এখানে খুব বেশি পরিমাণ ডিপোজিট করতে হয় না। মোটামুটি শ খানেক ডলার হলেই চলে। তাই এখানে লাখ লাখ টাকার মালিক হতে হবে এমন কোন কথা নেই। ধন্যবাদ।