ফরেক্সকে চিন্তা মুক্ত ব্যবসায় বলা যাবে না। কারন ফরেক্সে কে বলা হয় রিস্ক বযসায়। ব্যবসায়ে রিস্ক থাকে এটা স্বাভাবিক কিন্তু ফরেক্সে একটু বেশি রিস্ক থাকে। একানে আপনি যদি দক্ষ হন তাহলে লাভ করতে পারবেন। ফরেক্সে মানি- ম্যানেজমেন্ট করে ট্রেড করলে কিছুটা চিন্তা মুক্ত থাকা যায়। তাই আমাদের সকলকে মানি-মানেজমেন্ট করে ট্রেড করতে হবে। তবে আমরা ফরেক্সের বিভিন্ন আনালাইসিস থেকে বুঝতে পারি মার্কেট এখন কোন দিকে মুভ করতে পারে এবং সে হিসেব করেই আমরা ট্রেড করে থাকি।