আমার কাছে ট্রেড করার জন্য নিদৃষ্ট কোন দিন বা সময় নেই। আমার কাছে যখন মনে হয় যে এখন ট্রেড করা উচিৎ আমি তখন ট্রেড করি। তবে আমি ট্রেড করার আগে আমি মার্কেট এনালাইসিস করে ট্রেড করি। আমার মতে ট্রেড করার জন্য নিদৃষ্ট কোন সময় বা দিন নেই।
Printable View
আমার কাছে ট্রেড করার জন্য নিদৃষ্ট কোন দিন বা সময় নেই। আমার কাছে যখন মনে হয় যে এখন ট্রেড করা উচিৎ আমি তখন ট্রেড করি। তবে আমি ট্রেড করার আগে আমি মার্কেট এনালাইসিস করে ট্রেড করি। আমার মতে ট্রেড করার জন্য নিদৃষ্ট কোন সময় বা দিন নেই।
আমি মনেকরি শুক্রবার দিন খুব মজার একটা দিন বিশেষ করে যারা ফরেক্স ট্রেডার তাদের জন্য। কারন শুক্রবার মার্কেট মোটামোটি কিছুটা মুভ করে। তাই একজন দক্ষ ট্রেডার এই সমইয়টার অপেক্ষায় থাকেন যে, মার্কেট মুভ করবে আর আমি কিছু নিয়ে বের হয়ে যাব।
আমি চাকুরীর পাশাপাশি ফরেক্স ব্যবসা করছি তাই আমাকে অন্যান্য দিন কম ট্রেড করলেও শুক্রবার বেশি ট্রেড করতে হয় কারন অন্য দিন তেমন বেশি সময় পাওয়া যায় না তবে এটা ঠিক শুক্রবার অনেকগুলো নিউজ রিলেজ হয় যার কারনে মার্কেটের মুভমেন্ট অনেক বেশি থাকে এই সময় ট্রেড করাটা ঝুকিপূর্ন যদি ট্রেড অনুকূলে গেলে তো ভাল ট্রেড প্রতিকূলে গেলে কাভার করা অনেক ঝামেলা ।
আমি মাঝে মাঝে শুক্রবার দিনে ট্রেড করি । কিন্তু সব সময় ট্রেড করি না । আগে বুঝে শুনে নেই যে এই ট্রেড করে লাভবান হওয়া যাবে না । আমরা আগে মার্কেট এ্যানালাইসিস করে তারপর এই ব্যবসা শুরু করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং কোন ভাবেই যেন লোভের বর্শিভূত না হয়ে যায় তাহলেই কিন্তু সমস্যায় পড়ে যাবে ।
যদি কোন ট্রেড স্টপ লস হিট করে তবে আমার মাথা আর কাজ করে না এবং আমি লস মেনে নিতে পারি না।তাই এবার আমি নিজে একটা সিস্টেম ডেভলাপ করলাম যে , আর কোন স্টপলস দিয়ে ট্রেড করব না। তাই এখন থেকে ট্রেড হবে স্টপ লস ছাড়া ।রেজাল্ট দেখার মত। কারণ মার্কেট ঘুরে ফিরে আগের প্রাইসে যায়।
ফরেক্স র্মাকেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে এই ৫ দিনই যেকোন সময় ট্রেড কার যায় তার মধ্য শেষ দুই দিন র্মাকেট খুব বেশি মুভিং করে আর এই দুই দিনের মধ্যে খুব বেশী গুরুপ্তপূর্ন দিন হল শুক্র বার। শুক্রবার র্মাকেট বেশী মুভিং করে তাই অনেকে শুক্রবার ট্রেড করতে চান না তবে রিক্স নিয়ে ট্রেড না করলে সফল হওয়া যায় না তাই ভাল ভাবে র্মাকেট এনালাইসিস করে ট্রেড করলে সফলতা আনা সম্ভব ।
ফরেক্স মার্কেট প্রতি শুক্রবার দিন খোলা থাকে আবার ঠিক রাত ৩:০০টা বাজে বন্ধ হয়ে যায়। আমি শুক্রবার দিন আমি ট্টেড করি। তবে খুব কম লটে ট্টেড করি। আর সঠিক ট্টেড করলে আমি প্রায় ০.৭০ থেকে ১.০০ ডলার এর মত আয় হত।
হ্যা আমি শুক্রবারের দিনও ট্রেড করি। অন্য দিনের তুল ডনায় শুক্রবারে বেশী সময় পায় এবং বেশী সময় দিয়ে ট্রেড করি ।এতে আমার অভিজ্ঞতাবাড়ে এবং দক্ষতা তৈরী হয় । শুক্রবারে ছুটির দিন হ্ওয়াতে অফিসিয়াল কোন কাজ না থাকায় বাসায় বসে আনেক সময় নিয়ে ট্রেড করি ।
মারকেট কোন দিন বেশি মুভ করবে সেটা বলা যাবে না। অনেকে বলে শুক্রবার মার্কেট নাকি বেশী মুভ করে না। আসলে কথাটা পুরোটা সত্য নয়। তবে হ্যা মার্কেট মাঝে মাঝে ভোলাটাইল কম থাকলে তখন মার্কেট মুভ কম করে। মার্কেট যেকোন দিন ই বেশি মুভ করে।
মার্কেট ট্রেন্ড বুঝলে যেকোন দিন ট্রেড করা যায় কিন্তু মোট কথা হচ্ছে আপনাকে মার্কেটের গতিবিধি বুঝতে হবে । মার্কেট বুঝলে যেকোন সময় ট্রেড করা যায় তবে মাঝে মধ্যে ট্রেড বন্ধ রাখা ভাল সঠিক সিদ্বান্ত নেওয়া যায় মোট কথা হচ্ছে আপনি মানি মেনেজমেন্ট ঠিক রেখে ট্রেড করলে ভাল করতে পারবেন ।